17/09/2025
আলী'স সেন্টারের জ্ঞানপাপীরা আজ আকাশপানে চেয়ে নিজেদের মহাকাশের তারা ভেবে বিভোর। দম্ভের উচ্চতায় ভেসে তারা ভুলে গেছেন, যে মাটিতে তাদের জন্ম, যে শিকড় তাদের অস্তিত্বের মূল, তার নাম রফিকুল আমিন—তার নাম ডেসটিনি। যে ডেসটিনি আপনাদের ভাষা দিয়েছে, পরিচয় দিয়েছে, সেই পরিবারকেই আজ আপনারা অস্বীকার করতে চান?
ধিক্কার জানাই! আপনাদের এই হীনমন্যতায় করুণা হয়। যে গুরুর হাত ধরে হাঁটতে শিখলেন, যার ছায়াতলে বেড়ে উঠে দুধ-ভাতের জোগান হলো, আজ তার দিকেই ছুঁড়ে দিচ্ছেন নোংরা কথা? জেনে রাখুন, গুরুর দিকে আঙুল তোলা মানে নিজের অস্তিত্বকে অপমান করা, নিজের মুখে চুনকালি মাখা। ডেসটিনির বাতাসে শ্বাস নিলেই কেউ মহান হয়ে যায় না; মহত্ত্ব লুকিয়ে থাকে কৃতজ্ঞ চিত্তে, পরিশুদ্ধ মননে।
আমরা জানি, আমাদের অভিভাবক রফিকুল আমিন স্যার ফেরেশতা নন, তিনি রক্ত-মাংসের মানুষ। কিন্তু তার প্রতিষ্ঠান আমাদের অকৃতজ্ঞ হতে শেখায়নি। সাধারণ বিনিয়োগকারীরা ধীরে ধীরে বুঝতে পারছে, আপনারা কাদের ইশারায় চলছেন।
বিদেশে পালিয়ে যাওয়া সেইসব হুকুমদাতাদের বেতনভুক্ত ক্রীড়নক হয়ে আজ ৪৫ লক্ষ পরিবারের স্বপ্নকে অসম্মান করার স্পর্ধা দেখাচ্ছেন?
আমরা, সেই ৪৫ লক্ষ পরিবারের প্রতিটি সদস্য, এক আকাশ বিশ্বাস নিয়ে একবাক্যে ঘোষণা করছি—আমাদের তিল তিল করে জমানো প্রতিটি টাকা, প্রতিটি স্বপ্ন আমাদের দুই পথপ্রদর্শক, রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের কাছেই সুরক্ষিত আছে। অন্য কারো মাধ্যমে নয়, আমরা উনাদের হাত ধরেই আমাদের বিনিয়োগ ফেরত পেতে চাই। উনারাই আমাদের আস্থার শেষ ঠিকানা।
মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা সম্মানের যোগ্য। কিন্তু আপনাদের মতো বিদ্বেষ ছড়ানো মানুষদের জন্য মানুষের হৃদয়ে শুধু করুণাই জন্মায়। আপনাদের দেউলিয়া চিন্তাধারার প্রতি আমাদের ঘৃণা। এই বাংলায় গত এক যুগে আমাদের চোখে দেখা একজন অদম্য বঙ্গসন্তানকে নিয়ে আপনারা যা বলছেন, ইতিহাস তার বিচার করবে।
ইনশাআল্লাহ, একদিন তাদের নিয়েই এই বাংলায় সাফল্যের ইতিহাস লেখা হবে, আর আপনারা রয়ে যাবেন সেই ইতিহাসের আঁস্তাকুড়ে।
#একটি_আত্মবিশ্বাসের_নাম_ডেসটিনি #রফিকুল_আমিন_স্যার_আমাদের_আশা #ডেসটিনি_আবার_ফিরে_আসুক