Shafi Kamal Sobuz

Shafi Kamal Sobuz বিশ্বাস-আস্তা-ভালোবাসা ও শ্রদ্ধা সহজ লভ্য নয় এজন্য সবার কাছে আশা করাটা ভুল । নিজেকে জানো-সক্রেটিস।

প্রিয় ভাগ্নে অভিনেতা হিমে হাফিজ এর সাথে মহেশপুর।
15/04/2024

প্রিয় ভাগ্নে অভিনেতা হিমে হাফিজ এর সাথে মহেশপুর।

মামাত ও খালাতো বোনের সাথে --মামা বাড়ীতে।
15/04/2024

মামাত ও খালাতো বোনের সাথে --
মামা বাড়ীতে।

জেস কম্পিউটার এর বারো বছর পূর্তিতে বন্ধু টিপুর দোকানে। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।
15/04/2024

জেস কম্পিউটার এর বারো বছর পূর্তিতে বন্ধু টিপুর দোকানে।
অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।

ছোট ভাই, তানভীর রনীর কন্যা কাশমিরা এর অসময়ে চলে যাওয়া মন থেকে মেনে নেওয়া খুব কঠিন। কাশমীরাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের ব...
08/02/2024

ছোট ভাই,
তানভীর রনীর কন্যা কাশমিরা এর অসময়ে চলে যাওয়া মন থেকে মেনে নেওয়া খুব কঠিন। কাশমীরাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করে নিন এই দোয়া করি(ইন্নান ইলাহি ওয়া ইন্নাল ইলাহি রাজেউন)।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

26/01/2024
ষ্টার ফিসের সাথে সাঁতার।
25/01/2024

ষ্টার ফিসের সাথে সাঁতার।

তাপ বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, বাগেরহাট।
22/01/2024

তাপ বিদ্যুৎ কেন্দ্র, রামপাল, বাগেরহাট।

হারানো দিন।
24/10/2023

হারানো দিন।

কলাসিবল গেটের তালা ভেঙে টুনটুনির বাইসাইকেল চুরি। ★★★★★★★★★★★★★★★★★★★গতকাল ৬ অক্টোবর শুক্রবার রাতে আমার বাড়ীর কলাপসিবল গে...
07/10/2023

কলাসিবল গেটের তালা ভেঙে টুনটুনির বাইসাইকেল চুরি।
★★★★★★★★★★★★★★★★★★★
গতকাল ৬ অক্টোবর শুক্রবার রাতে আমার বাড়ীর কলাপসিবল গেটের তালা ভেঙে আমার ছোট ছেলে রুম্মন শাইখ আয়াত (মিঃ টুনটুন) এর শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোরেরা।
আমার বাড়ী হাইওয়ে থানা হতে মাত্র একশো গজ দুরে, আমরা সাতচল্লিশ জন ভাই এখানেই বসবাস করি তবুও গত কয়েকদিন এই এলাকায় ব্যাপক চোরের উপদ্রপ বেড়েছে। গরু চুরি প্রতিদিনের ঘটনা এবং এটা নিয়ে পত্রিকাতে নিয়মিত লেখালেখির পরও থামছে না চুরি।
চোর বাবা---
জানি উপদেশ তুমি শুনবে না তবুও বলি যদি কোন ভাবে তোমাকে ধরতে পারি তাহলে এ জীবনে আর চুরি করার মতো ক্ষমতা বা সাহস কোনটাই তোমাদের আর থাকবে না-শুধু এটুকু মনে রেখেই আগামীতে চুরি করো।
সাধু---সাবধান।

26/09/2023

আমার বিড়াল ও কোকাটিল।

Address

Jessore
7351

Telephone

+8801712854187

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shafi Kamal Sobuz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share