26/07/2025
🖊 ক্ষমতার দাম্ভিকতা থেকে প্রিজন ভ্যানের জানালা-
গতকালের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক—
পুলিশের প্রিজন ভ্যানে বসে আছেন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে।
মনে হচ্ছে, তিনি যেন হাঁপিয়ে উঠেছেন—
চেহারায় স্পষ্ট ক্লান্তি, এক অভ্যন্তরীণ যন্ত্রণা ও ভাঙনের ছাপ।
বুঝতে বাকি থাকে না, মানুষটি আজ ভেতর থেকে একেবারে হাল ছেড়ে দিয়েছেন।
চেহারায় যন্ত্রণা, মুখে ক্লান্তির রেখা,
কোনও অলংকার নেই, নেই প্রশাসনিক ঔদ্ধত্যের ভঙ্গিমা।
চোখ দু'টিও যেন কিছু বলতে চায়, বোঝাতে চায়,
অথচ এই সময়টা গত বছর সম্পূর্ণ ভিন্ন ছিল।
ক্ষমতার চূড়ায় বসে নেট লাইন বন্ধ করে দিয়েছিলেন আপার নির্দেশে,
ছাত্র-জনতার উপর গু*লি-ব*র্ষণের নির্দেশ হয়েছিল—
নির্বিচারে গু-লি মৃ-ত্যু, র-ক্ত আর কা-ন্না।
“ তবুও ঠাণ্ডা মাথায় ও এক বুনো উল্লাসে বলেছিলেন,
“নেট এমনিতেই বন্ধ হয়ে গেছে।”
সেই মুহূর্তে তার কথাবার্তা, চালচলন ছিল দাম্ভিকতায় ভরপুর—
জৌলুস আর আত্মঅহংকারে মোড়া।
ক্ষমতার মোহে চোখে পড়তো না মানুষ, কান পেতো না কান্নার শব্দ।
কিন্ত আজ?
আজ তিনি এক নির্বাক বন্দি,পাশে লোহার শিকল;
যার চোখে শুধুই অনুশোচনা ও বাস্তবতার স্বাদ।
এটাই সময়ের নির্মমতা।
এই ছবি যেন একটি আয়না,
যেখানে প্রতিফলিত হয় ক্ষমতার অস্থায়ী রূপ।
রাজনীতিবিদদের জন্য এটা সতর্কবার্তা।
আজ যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে—
তারা কি এই ছবি দেখে কিছু শিখবে?
তারা কি ক্ষমতার মোহে মানুষকে অ-মানুষ ভাবা বন্ধ করবে?
কারণ কিছু নেতাকর্মী তো এখনই শুরু করে দিয়েছে—
চাঁ-দা-বা-জি, দখ-লদা-রি, প্রতিপক্ষকে পে-টা-নো,মা-রা-মা-রি,হ-ত্যা-কা-ণ্ড,দ-মন পী-ড়নে লিপ্ত,
তারা কি ইতিহাসের পিছনে ফিরে তাকাবেনা?
তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে না?
আমার আল্লাহ বলেন-
وَ لَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ١ؕ۬ اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُۙ
এখন এ জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না। আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে,
[সূরা ইব্রাহিম,:৪২]
🖊 পরিশেষে বলতে চাই,
ক্ষমতা আসে, আবার চলে যায়।
কিন্তু মানুষের চোখে সম্মান, হৃদয়ে ভালোবাসা—তা অর্জিত হয় আচরণ দিয়ে, অহংকার দিয়ে নয়।
আজকের ছবিটি হয়তো আগামীকালের একটি দলিল,
যা দেখিয়ে দেবে-
ক্ষমতার দাম, শেষতক মানুষকেই দিতে হয়।
●মু.তানভীর হাসান সৌরভ