আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" ।

  • Home
  • Bangladesh
  • Jessore
  • আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" ।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" । বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই।
(1)

14/08/2025

“যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হবে ততদিন পর্যন্ত শান্তি ফিরে আসবে না”

শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহি.
(২ ফেব্রুয়ারি ১৯৪০ - ১৪ আগস্ট ২০২৩)

31/07/2025

🖊 জামায়াত শিবিরের শত্রুদের করুণ পরিণতিঃ

বাংলাদেশের রাজনীতি এক অদ্ভুত আয়না।
এই আয়নায় বারবার দেখা গেছে—
যে-ই জামায়াত-শিবিরের পেছনে অন্যায়ভাবে লেগেছে,
যে-ই যুলুম ও ষড়যন্ত্র করেছে,
শেষমেষ তাকেই লাঞ্ছিত, অপমানিত হয়ে মঞ্চ ছাড়তে হয়েছে।
📖 ইতিহাস খুঁটিয়ে দেখলে কত উদাহরণ যে মেলে!
অনেক বুজুর্গ, বহু রাজনৈতিক মহীরূহ,
অসংখ্য ক্ষমতার দালাল—
দিনরাত খেটে গেছে জামায়াতকে মুছে দিতে,
কিন্তু শেষে নিজেরাই ইতিহাসের আবর্জনায় নিক্ষিপ্ত হয়েছে।

👨 আমি চাইলে এক নিঃশ্বাসে অনেক উদাহরণ সাজাতে পারি।

আজ নাহিদ ইসলামের মতো কিছু মুখ—
(যারা একসময় চেতনার ব্যবসা ও মিথ্যাচার,ভন্ডামীর মতো ব্যবসায় সফলভাবে নাম কামিয়েছিল)
তাদের সীমাহীন ব্যর্থতা ও অপকর্ম ঢাকতে
সাদিক কায়েম ও শিবিরের পেছনে লেগেছে।
ঢাকসুর শিডিউল ঘোষণার পর থেকেই
তাদের মুখে শুরু হয়েছে আগ্রাসী বুলি—
যেন গোয়েন্দা তথ্যের হালনাগাদ রিপোর্ট সব তাদের হাতেই!
কিন্তু জনগণ জানে,
ঢাবিতে তাদের পতন হবেই, ইনশাআল্লাহ—
আর সেটা হবে গণহারে।

জুলাই বিপ্লবের অবদান ভুলে গিয়ে সাদিক কায়েমকে বাদ দেওয়ার চেষ্টা,
আসলে ইতিহাস বিকৃত করার আরেক নাম।
কারণ সাদিক কায়েম ও শিবিরকে অস্বীকার করা মানে
হাসিনার জন্য মাঠ ফাঁকা করে দেওয়া।
আর হাসিনা যদি আবার ফিরে আসে,
তবে নাহিদ, আসিফ, মাহফুজদের
পঁচাত্তরের বিপ্লবীদের মতোই ভয়াবহ পরিণতি বরণ করতে হবে।
তখন আর সময় পাওয়া যাবে না—
কারণ ইতিহাস ক্ষমা করে না।

29/07/2025

সকলকে ডাকসু মোবারক।

26/07/2025

🖊 ক্ষমতার দাম্ভিকতা থেকে প্রিজন ভ্যানের জানালা-

গতকালের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক—
পুলিশের প্রিজন ভ্যানে বসে আছেন ফ্যালফ্যাল চোখে তাকিয়ে।
মনে হচ্ছে, তিনি যেন হাঁপিয়ে উঠেছেন—
চেহারায় স্পষ্ট ক্লান্তি, এক অভ্যন্তরীণ যন্ত্রণা ও ভাঙনের ছাপ।
বুঝতে বাকি থাকে না, মানুষটি আজ ভেতর থেকে একেবারে হাল ছেড়ে দিয়েছেন।

চেহারায় যন্ত্রণা, মুখে ক্লান্তির রেখা,
কোনও অলংকার নেই, নেই প্রশাসনিক ঔদ্ধত্যের ভঙ্গিমা।
চোখ দু'টিও যেন কিছু বলতে চায়, বোঝাতে চায়,
অথচ এই সময়টা গত বছর সম্পূর্ণ ভিন্ন ছিল।
ক্ষমতার চূড়ায় বসে নেট লাইন বন্ধ করে দিয়েছিলেন আপার নির্দেশে,
ছাত্র-জনতার উপর গু*লি-ব*র্ষণের নির্দেশ হয়েছিল—
নির্বিচারে গু-লি মৃ-ত্যু, র-ক্ত আর কা-ন্না।

“ তবুও ঠাণ্ডা মাথায় ও এক বুনো উল্লাসে বলেছিলেন,
“নেট এমনিতেই বন্ধ হয়ে গেছে।”
সেই মুহূর্তে তার কথাবার্তা, চালচলন ছিল দাম্ভিকতায় ভরপুর—
জৌলুস আর আত্মঅহংকারে মোড়া।
ক্ষমতার মোহে চোখে পড়তো না মানুষ, কান পেতো না কান্নার শব্দ।
কিন্ত আজ?
আজ তিনি এক নির্বাক বন্দি,পাশে লোহার শিকল;
যার চোখে শুধুই অনুশোচনা ও বাস্তবতার স্বাদ।
এটাই সময়ের নির্মমতা।

এই ছবি যেন একটি আয়না,
যেখানে প্রতিফলিত হয় ক্ষমতার অস্থায়ী রূপ।
রাজনীতিবিদদের জন্য এটা সতর্কবার্তা।

আজ যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে—
তারা কি এই ছবি দেখে কিছু শিখবে?
তারা কি ক্ষমতার মোহে মানুষকে অ-মানুষ ভাবা বন্ধ করবে?
কারণ কিছু নেতাকর্মী তো এখনই শুরু করে দিয়েছে—
চাঁ-দা-বা-জি, দখ-লদা-রি, প্রতিপক্ষকে পে-টা-নো,মা-রা-মা-রি,হ-ত্যা-কা-ণ্ড,দ-মন পী-ড়নে লিপ্ত,
তারা কি ইতিহাসের পিছনে ফিরে তাকাবেনা?
তারা কি ইতিহাস থেকে শিক্ষা নেবে না?
আমার আল্লাহ বলেন-

وَ لَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ١ؕ۬ اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُۙ

এখন এ জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না। আল্লাহ‌ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে,
[সূরা ইব্রাহিম,:৪২]

🖊 পরিশেষে বলতে চাই,
ক্ষমতা আসে, আবার চলে যায়।
কিন্তু মানুষের চোখে সম্মান, হৃদয়ে ভালোবাসা—তা অর্জিত হয় আচরণ দিয়ে, অহংকার দিয়ে নয়।
আজকের ছবিটি হয়তো আগামীকালের একটি দলিল,
যা দেখিয়ে দেবে-
ক্ষমতার দাম, শেষতক মানুষকেই দিতে হয়।

●মু.তানভীর হাসান সৌরভ

আজকের সমাবেশে আমরা অনেকেই উপস্থিত থাকবো। কিন্তু হৃদয়ের গভীর থেকে অনুভব করবো, কেউ কেউ আজ আর আমাদের মাঝে নেই।আজ নেই—আমাদের...
19/07/2025

আজকের সমাবেশে আমরা অনেকেই উপস্থিত থাকবো। কিন্তু হৃদয়ের গভীর থেকে অনুভব করবো, কেউ কেউ আজ আর আমাদের মাঝে নেই।

আজ নেই—
আমাদের শহীদ নেতারা:
শহীদ মাওলানা নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলী মিন্টু ভাই।
নেই আমাদের প্রাণপ্রিয় মুফাসসির
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ)।

তারা আজ উপস্থিত না থেকেও আমাদের হৃদয়ের মঞ্চে আছেন—প্রতিটি ধ্বনিতে, প্রতিটি কাঁপুনিতে, প্রতিটি চোখের জল আর প্রতিটি তাকবীর-এর গর্জনে।

হে আল্লাহ!
তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো।
তাদের রক্ত ও ত্যাগ যেন হয় আমাদের মুক্তি সংগ্রামের পাথেয় এদেশের আকাশে পত পত করে উড়ে যেন কালেমার পতাকা।

ক্যাপশন না দিলেও চলবে
19/07/2025

ক্যাপশন না দিলেও চলবে

Address

BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share