16/07/2025
^বিএনপির কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল কেন?
বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক ধরনের শব্দ বদল দেখা যাচ্ছে। বিএনপি, যারা দীর্ঘকাল ধরে জামায়াতের সাথে মাঠে-ময়দানে পথ হেঁটেছে, আজ তারাই যেন সেই পথচলার ইতিহাস অস্বীকার করতে মরিয়া। বিএনপির শীর্ষ পর্যায় থেকে এখন এমন সব কথা শোনা যাচ্ছে, যা এক সময় শুধু আওয়ামী লীগের মুখেই মানাতো।
📝 জামায়াত ইসলামীর বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি আসলে কাকে খুশি করতে চায়? বিদেশি কোনো মহল, না কি অভ্যন্তরীণ কোনো সুবিধা হাসিলই তাদের এই ভোলবদলের পেছনের উদ্দেশ্য?
জামায়াত এখনো পর্যন্ত বিএনপি বা তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে কোনো তির্যক মন্তব্য করেনি। বরং তারা বারবার ধৈর্যের পরিচয় দিয়েছে, সম্মান বজায় রেখেছে। অথচ বিএনপির কিছু নেতা জামায়াতের নাম ধরে যা ইচ্ছা তাই বলছেন—কখনো তা দলের ভাবমূর্তি রক্ষার ছুতোয়, কখনো বা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টায়।
🖊 রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল থাকা যেমন সরকারের জন্য নিয়ন্ত্রণের কাজ করে, তেমনি বিরোধীদলের জন্যও তা হয় আশীর্বাদস্বরূপ। বিএনপি যদি সত্যিই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিকল্প হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়, তাহলে জামায়াতের মতো একটি আদর্শভিত্তিক সংগঠনের সাথে বিদ্বেষমূলক আচরণ তাদের নিজ স্বার্থেই আত্মঘাতী।
^রাজনীতির ইতিহাস বলে, যারা সহযোদ্ধাকে শত্রু ভাবে, তারা শেষ পর্যন্ত একা হয়ে পড়ে। তখন সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসে নতুন কোনো শক্তি—যা হতে পারে আরও ভয়ংকর, আরও আপসহীন।
>বিএনপির উচিত বর্তমান সংকটময় রাজনীতিতে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।
📝 আজ যারা জামায়াতকে দূরে ঠেলে দিতে চাচ্ছে, কাল হয়তো তারাই আবার দরজায় কড়া নাড়বে। কিন্তু সম্পর্কের কাচ একবার ভাঙলে তা আর আগের মতো জোড়া লাগে না।
লেখা > মু. তানভীর হাসান সৌরভ