আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" ।

  • Home
  • Bangladesh
  • Jessore
  • আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" ।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" । বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার কোন লাভ নাই, সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই।
(2)

আজকের সমাবেশে আমরা অনেকেই উপস্থিত থাকবো। কিন্তু হৃদয়ের গভীর থেকে অনুভব করবো, কেউ কেউ আজ আর আমাদের মাঝে নেই।আজ নেই—আমাদের...
19/07/2025

আজকের সমাবেশে আমরা অনেকেই উপস্থিত থাকবো। কিন্তু হৃদয়ের গভীর থেকে অনুভব করবো, কেউ কেউ আজ আর আমাদের মাঝে নেই।

আজ নেই—
আমাদের শহীদ নেতারা:
শহীদ মাওলানা নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাশেম আলী মিন্টু ভাই।
নেই আমাদের প্রাণপ্রিয় মুফাসসির
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ)।

তারা আজ উপস্থিত না থেকেও আমাদের হৃদয়ের মঞ্চে আছেন—প্রতিটি ধ্বনিতে, প্রতিটি কাঁপুনিতে, প্রতিটি চোখের জল আর প্রতিটি তাকবীর-এর গর্জনে।

হে আল্লাহ!
তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো।
তাদের রক্ত ও ত্যাগ যেন হয় আমাদের মুক্তি সংগ্রামের পাথেয় এদেশের আকাশে পত পত করে উড়ে যেন কালেমার পতাকা।

ক্যাপশন না দিলেও চলবে
19/07/2025

ক্যাপশন না দিলেও চলবে

জুলাই ডায়েরী।আমাদের একজন বোন।
17/07/2025

জুলাই ডায়েরী।আমাদের একজন বোন।




16/07/2025

^বিএনপির কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল কেন?

বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক ধরনের শব্দ বদল দেখা যাচ্ছে। বিএনপি, যারা দীর্ঘকাল ধরে জামায়াতের সাথে মাঠে-ময়দানে পথ হেঁটেছে, আজ তারাই যেন সেই পথচলার ইতিহাস অস্বীকার করতে মরিয়া। বিএনপির শীর্ষ পর্যায় থেকে এখন এমন সব কথা শোনা যাচ্ছে, যা এক সময় শুধু আওয়ামী লীগের মুখেই মানাতো।

📝 জামায়াত ইসলামীর বিরুদ্ধে বিষোদ্গার করে বিএনপি আসলে কাকে খুশি করতে চায়? বিদেশি কোনো মহল, না কি অভ্যন্তরীণ কোনো সুবিধা হাসিলই তাদের এই ভোলবদলের পেছনের উদ্দেশ্য?
জামায়াত এখনো পর্যন্ত বিএনপি বা তারেক রহমানকে নিয়ে প্রকাশ্যে কোনো তির্যক মন্তব্য করেনি। বরং তারা বারবার ধৈর্যের পরিচয় দিয়েছে, সম্মান বজায় রেখেছে। অথচ বিএনপির কিছু নেতা জামায়াতের নাম ধরে যা ইচ্ছা তাই বলছেন—কখনো তা দলের ভাবমূর্তি রক্ষার ছুতোয়, কখনো বা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টায়।
🖊 রাজনীতিতে শক্তিশালী বিরোধী দল থাকা যেমন সরকারের জন্য নিয়ন্ত্রণের কাজ করে, তেমনি বিরোধীদলের জন্যও তা হয় আশীর্বাদস্বরূপ। বিএনপি যদি সত্যিই আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিকল্প হিসেবে নিজেকে গড়ে তুলতে চায়, তাহলে জামায়াতের মতো একটি আদর্শভিত্তিক সংগঠনের সাথে বিদ্বেষমূলক আচরণ তাদের নিজ স্বার্থেই আত্মঘাতী।

^রাজনীতির ইতিহাস বলে, যারা সহযোদ্ধাকে শত্রু ভাবে, তারা শেষ পর্যন্ত একা হয়ে পড়ে। তখন সেই শূন্যতা পূরণ করতে এগিয়ে আসে নতুন কোনো শক্তি—যা হতে পারে আরও ভয়ংকর, আরও আপসহীন।

>বিএনপির উচিত বর্তমান সংকটময় রাজনীতিতে বিভাজনের রাজনীতি বাদ দিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।
📝 আজ যারা জামায়াতকে দূরে ঠেলে দিতে চাচ্ছে, কাল হয়তো তারাই আবার দরজায় কড়া নাড়বে। কিন্তু সম্পর্কের কাচ একবার ভাঙলে তা আর আগের মতো জোড়া লাগে না।

লেখা > মু. তানভীর হাসান সৌরভ

15/07/2025
"গত বছরের জুলাই বিপ্লবে যশোর চাঁচড়া চেকপোস্ট মোড়ে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন আমাদের ঘনিষ্ঠ ভাই, একজন নিবেদিত জামায়াত...
14/07/2025

"গত বছরের জুলাই বিপ্লবে যশোর চাঁচড়া চেকপোস্ট মোড়ে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন আমাদের ঘনিষ্ঠ ভাই, একজন নিবেদিত জামায়াত কর্মী ও পরিশ্রমী কাঠমিস্ত্রি —
এক সাহসী উপস্থিতি — আমাদের হৃদয়ের কাছের মানুষ, কাঠমিস্ত্রি মোঃ পলাশ মাহমুদ । হাতের করাত ফেলে নয়, হৃদয়ের সাহস নিয়ে তিনি দাঁড়িয়েছেন নিপীড়নের বিপরীতে, মুক্তির পক্ষে। তিনি প্রমাণ করেছেন, বিপ্লব শুধু ভাষণে নয়, কাজে—হৃদয়ে জন্ম নেয়। পলাশ ভাই, আপনি আমাদের অহংকার।"

10/07/2025

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী'র "নিঃশর্ত মুক্তি চাই" । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share