
26/07/2025
আমরা ভুলে যাবো না… ক্ষমা করে দিও ছোট্ট মানুষটা… 💔
"যতদিন বেঁচে থাকবো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই নিষ্পাপ শিশুটির কথা ভুলতে পারবো না।
বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে যখন সে ব্যথায় কাঁপছিল, তখনও হয়তো মা–বাবার খোঁজে ডেকে যাচ্ছিল...
চারপাশে অসংখ্য মানুষ ছিল, কিন্তু কেউ তাকে আগলে নেয়নি।
ভিডিও হয়েছে, ছবি উঠেছে—কিন্তু কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
আজ জানি, সে আর আমাদের মাঝে নেই।
সে হয়ে গেছে এক নির্মম স্মৃতি, এক ব্যর্থতা…
আমরা ভুলে যাবো না…
তুমি আমাদের ক্ষমা করে দিও… 😢"