Suhi's family with fun

Suhi's family with fun Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suhi's family with fun, Digital creator, Dhaka.
(3)

Hi,
This is me with my family &welcome to my official page Suhi's family with fun I'm trying to create videos with my own creations..Please follow & stay with us .thank you all.

আসসালামু আলাইকুম। আজকে আগস্টের ৩ তারিখ।এরকমই এক ৩ তারিখে আমি তাকে পেয়েছিলাম আল্লাহর দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার আলহামদ...
03/08/2025

আসসালামু আলাইকুম।
আজকে আগস্টের ৩ তারিখ।এরকমই এক ৩ তারিখে আমি তাকে পেয়েছিলাম আল্লাহর দেওয়া সব থেকে শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ 🥰🥰🥰🥰 আমার পুতুল সোনা আজকে ৮ মাস পূর্ণ হলো।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤️❤️

❤️“মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু।”❤️

এই আট মাসে প্রতিটা দিন একেকটা নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি...৮ মাসে আমি ওকে তেমন কিছুই শেখাইনি ও আমাকে শিখিয়েছে অনেক কিছু🥰🥰... কোনদিন সকালে ঘুম থেকে উঠেই রেখেছি ও খুব শব্দ করে হাসছে 😁😁আমি অবাক হয়ে শুধু দেখেছি 🫣🫣আবার কোনদিন দেখেছি যেভাবে শুয়ে রেখেছি সে নতুন কোন পজিশন নিয়ে শুয়ে আছে👶👶 আমি সেটাও অবাক হয়ে দেখেছি😉😉 আবার কখনো দেখেছি ও খুব চিৎকার করছে সচরাচর চিৎকার করে না তবে তার বাবার ফোনে নিজেই নিজের ছবি দেখে তারপর নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেই হয়তো চিৎকার করে🤣🤣🤣🤣 আরে এই ব্যাপারটা আমরা ইনজয় করি😉😉 এরকম ছোট ছোট টুকরো টুকরো অনেক স্মৃতি জমা হয়েছে এই ৮ মাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ।........

এরকম অনেক টুকরো স্মৃতির গল্প হবে....
সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য।...

> "ما شاء الله، تبارك الله، اللهم بارك له"
“মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু।”

09/07/2025

গ্রহদের পরিচয়

fans

নারীদের সংগ্রাম সবসময় চোখে পড়ে না। তারা অনেক সময় চুপচাপ যুদ্ধ করে—পরিবারের জন্য, নিজের অস্তিত্বের জন্য, স্বপ্নের জন্য......
22/06/2025

নারীদের সংগ্রাম সবসময় চোখে পড়ে না। তারা অনেক সময় চুপচাপ যুদ্ধ করে—পরিবারের জন্য, নিজের অস্তিত্বের জন্য, স্বপ্নের জন্য.....

আমি যাকে যাই দেই, মন ভরে দেই।... সেটা হোক ঘৃণা... কিংবা ভালোবাসা.. আমার মনে হয় ........
12/06/2025

আমি যাকে যাই দেই, মন ভরে দেই।... সেটা হোক ঘৃণা... কিংবা ভালোবাসা..
আমার মনে হয় ........

         fans
12/06/2025

fans

এ যেন এক গিরগিটি ও মানুষের গল্প...... ছোট্ট এই জীবনে খুব বেশি কিছু না দেখলেও, অল্প যা কিছু দেখেছি, তা থেকে বুঝেছি, মানুষ...
08/06/2025

এ যেন এক গিরগিটি ও মানুষের গল্প......

ছোট্ট এই জীবনে খুব বেশি কিছু না দেখলেও, অল্প যা কিছু দেখেছি, তা থেকে বুঝেছি, মানুষ স্বার্থের পাগল। যদি স্বার্থে টান লাগে, তাহলে কোন সম্পর্কই, কোন অর্থ রাখেনা। স্বার্থপর এই পৃথিবীতে স্বার্থ মিটে গেলেই মানুষ গিরগিটির মতো রং পরিবর্তন করে।......

🫶🫶প্রতিটি নারীর এই জীবনে একটাই সখ থাকে সে মা হবে তার কোল আলো করে আসবে সন্তান। যে সন্তান পুরো পৃথিবীর কাছে তার পরিচয় করি...
23/05/2025

🫶🫶প্রতিটি নারীর এই জীবনে একটাই সখ থাকে সে মা হবে তার কোল আলো করে আসবে সন্তান। যে সন্তান পুরো পৃথিবীর কাছে তার পরিচয় করিয়ে দেবে একজন মা হিসেবে।সেই সন্তানকে নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে যায় মনের অজান্তে।
🫶🫶যখন একজন মা কনসিভ করে অথবা বলতে পারেন কনসিভ করার বহু আগে থেকেই বাচ্চা নরমালে হবে নাকি সিজারের এটা নিয়ে একটা পরিকল্পনা করতে থাকে। অনেকের মতে বাচ্চা নরমালে হলে কষ্ট কিছুক্ষণের জন্য আর অল্প কিছু সময়ের মধ্যে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকে। আবার অনেকের মতে সিজারে বাচ্চা হলে কষ্ট কম, ডাক্তারের কাছে যাওয়ার পরে কোনরকম কষ্ট ছাড়া পেটটা কেটে বাচ্চাটা বের করে দেবে। তাই অনেকেই সিজারটাকে সাপোর্ট করে। আমি আজকে আমার অভিজ্ঞতা এবং আশেপাশের পরিস্থিতি থেকে উপলব্ধি করা নিজস্ব কিছু যুক্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।
👉👉আমি প্রথমেই বলে রাখি নরমাল হোক বা সিজার।আপনার মনে যেটা সঠিক বলে মনে হবে,যেটায় আপনি মন থেকে সাহস পাবেন সেটাই করার প্রস্তুতি রাখবেন,কিন্তু মনে মনে অন্য অপশনটা আসলেও ঘাবড়ে যাবেন না এই প্রস্তুতিও রাখবেন ।কারণ এমনও হতে পারে আপনি নরমালে চিন্তাভাবনা করেছেন কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরেও সিজার ছাড়া অন্য আর কোন উপায় থাকলো না, আবার এমনও হতে পারে আপনি সিজারের পুরো প্রস্তুতি নিয়ে রেখেছেন কিন্তু নরমালে আপনার বাচ্চা পৃথিবীতে চলে আসলো। তাই আমার মতে দুটো বিষয়েই প্রস্তুতি রাখা উচিত। নিজের মনকে নরমাল এবং সিজার দুটো ব্যাপারে সাহস যুগিয়ে রাখা উচিত। কারণ নরমাল হোক বা সিজার কোনোটাতে কষ্ট কম নয়।
👉👉বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে নরমালটাই বেস্ট অপশন। কিন্তু অনেক সময় এ বেস্ট অপশনটা অপব্যবহার শুরু হয়ে যায়। আমাদের দেশে এখনই এমন অনেক পরিবার যাদের ধারণা নরমালে বাচ্চা জন্ম দেওয়াটা একজন মায়ের দায়িত্ব সে যেভাবেই হোক তার জীবন কিংবা সন্তানের জীবন চিন্তা না করে নরমালে বাচ্চা জন্ম দিবে। আর এইসব পরিবারের চাপে পড়ে অনেক সময় মা এবং বাচ্চার দুজনের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময়ই নরমাল টাকে বেশি গুরুত্ব দিতে গিয়ে সুস্থ, স্বাভাবিক বাচ্চাটা পৃথিবীতে আসে প্রতিবন্ধী হয়ে কখনো বা মৃত্যুর দিকে ধাবিত হয় মা এবং বাচ্চা দুজনে। তাই নরমাল টাই বেস্ট অপশন এবং এটাই হতে হবে এমন ধারনা পুষে না রাখাটাই শ্রেয়।

👉👉এবারে আসি সিজারিয়ানদের ক্ষেত্রে, পুরনো দিনের অনেক মুরুব্বীদের কাছে হয়তো শুনবেন সিজারে কি এমন কষ্ট পেট কেটে বাচ্চা বের করা, এখানে কোন কষ্টই নেই। কিন্তু বিশ্বাস করেন যারা সিজারে বাচ্চা জন্ম দিয়েছেন তারাই জানেন এই সিজার ঠিক কতটা শান্তির।আপনাকে যখন ওটি থেকে বের করে অবজারভেশন রুমে কয়েক ঘন্টা সময় রাখা হবে সেই সময়টা আপনার কাছে মৃত্যু সমতুল্য মনে হবে। যে কখনো সিজার করায়নি তার পক্ষে এই কষ্টটা বোঝা অসম্ভব ব্যাপার। ওই যে বলে না? নরমালে বাচ্চা হলে আর কোন কষ্ট থাকেনা। কিন্তু বিশ্বাস করেন সিজারে বাচ্চা হওয়ার পরেই শুরু হয় আসল কষ্ট। তাই একজন সিজারিয়ান মাকে হেয় বা ছোট করে কথা বলবেন না। কারণ আমার মনে হয় কোন মা যদি পারত তাহলে সিজার করা তো না। আর ভুলের প্রথম বাচ্চার সময় সিজার করালেও দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে এই সাহস করতো না।কিন্তু ঐ যে সন্তান মায়েদের কাছে নিজের জী৩থেকেও প্রিয়।...

🫶🫶নরমাল এবং সিজারিয়ান যে পদ্ধতিতে মা হোক না কেন মা তো মা,,, যে পদ্ধতিতে মা হোক না কেন সবাইকে সন্তান গর্ভে রাখতে হয়, গর্ভাবস্থায় সমান কষ্ট হয়তো বা কারো কারো ক্ষেত্রে বেশি কষ্ট ভোগ করতে হয়। কিন্তু বিনা কষ্টে আজ অব্দি কেউ কখনো মা হতে পারেনি। কোন মা কিভাবে তার সন্তানকে পৃথিবীতে আনতে পেরেছে এটা দিয়ে যাচাই না করে এটা একবার ভাবুন না, দুটো পদ্ধতিতেই মা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে, সাথে নিয়ে আসছে একটা নতুন আলো।
💌💌সব মায়েরাই ভালোবাসা পাবার যোগ্য, সব মায়েরাই সন্তানকে সমান ভালোবাসে,সব মায়েদের কাছেই সন্তান অমূল্য......
🤲🤲ভালো থাকুক পৃথিবীর সকল মা,সুস্থ স্বাভাবিক জীবন নিয়ে পৃথিবীর আলো দেখুক অনাগত সব সন্তানেরা.....

আলহামদুলিল্লাহ

[এটা সম্পূর্ণ নিজস্ব লেখা।আপনাদের কারো কাছে লেখাটি ভালো লাগলে কৃতজ্ঞ থাকব। লেখাটি কারো ভালো লাগলে অবশ্যই পেজের নাম মেনশন করে পোস্ট করবেন।]
ধন্যবাদ
✍️✍️রানী...

প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা তাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়,বট গাছের মতো ছায়া দেয়, আগলে রাখে।  তার ব...
20/05/2025

প্রতিটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা তাদের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়,বট গাছের মতো ছায়া দেয়, আগলে রাখে। তার বেড়ে ওঠা থেকে শুরু করে জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই মানুষগুলোর অবদান থাকে অসামান্য। সেই মানুষগুলো ভুল সঠিক যাচাই করতে শেখায়, শেখায় জীবনের কঠিন সব রাস্তা সহজভাবে পাড়ি দিতে, আরো শেখায় সাংসারিক সব জটিলতা থেকেও কিভাবে সবাইকে নিয়ে হাসিখুশি ভাবে বেঁচে থাকা যায়। কিন্তু কখনো মুখ ফুটে বলা হয় না যে তাদের অনুপ্রেরণায়ই আমরা সহজে সব কঠিন পথ গুলো পাড়ি দিতে পারি।বলা হয় না যে তাদের পরামর্শে আমাদের জীবন এত সহজ। এই বটগাছ কারো কারো জীবনে একটা আবার কারো কারো জীবনে অনেকগুলো।আমার জীবনে এমন দুটো মানুষের আজকে বিবাহবার্ষিকী কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সবার শেষে আমি তাদেরকে উইশ করছি।
আগামী প্রতিটা বছর যেন এমনই হাসি খুশিতে ভরা থাকে,সুস্থতা,সুখ -স্বাচ্ছন্দ ঘিরে থাকুক তোদের... আমাদের হাজারো আবদার এরকমই হাসি মুখে মেনে নেওয়ার ক্ষমতা সৃষ্টিকর্তা তোদেরকে দিক.. আমিতো এই দোয়াই করি আপনারাও দোয়া করবেন ।....

খুব প্রিয় এই মানুষ দুটোকে জানাই Happy Anniversary to both of you apu &vaiya...

মাশাআল্লাহ 💌💌

11/05/2025

মা ছাড়া মা হয়ে ওঠাটা খুব কঠিন....
ভালো থাকো পৃথিবীর সমস্ত মা....

অনেকেই অনেক কিছু বলছেন এএসপি পলাশ সাহার মৃত্যুর ব্যাপারে। কেউ বলছেন মায়ের কারণ মা ছেলেকে বিয়ে দিতে পারলেও ছেলেকে বউয়ে...
11/05/2025

অনেকেই অনেক কিছু বলছেন এএসপি পলাশ সাহার মৃত্যুর ব্যাপারে। কেউ বলছেন মায়ের কারণ মা ছেলেকে বিয়ে দিতে পারলেও ছেলেকে বউয়ের হাতে তুলে দিতে পারেন যেটা একজন মেয়ের মা হিসেবে সুস্মিতার মা পেরেছে। আবার কেউ বলছেন বউয়ের দোষ কারণ সব ছেলের মায়েরায় ছেলেকে দিয়ে দেওয়ার সময় থেকে ৫০% ডিপ্রেশনে চলে যাই কারণ ছেলে পর হয়ে যাবে এটা বউয়ের বোঝা উচিত।

আমার এবং আমাদের সমাজের মতে মায়ের কোন দোষ নেই কারণ মা গেলে মা পাওয়া যাবে না কিন্তু বউ গেলে বউ পাওয়া যাবে। আর তাই আমিও এটাই মেনে নিলাম যে মায়ের কোন দোষ নেই মা নিরপরাধ।

আমার মতেও দোষ বউটার , মানে সুস্মিতা। একটু ভুল হয়ে গেল শুধু সুস্মিতার একার নয় সুস্মিতার পুরো পরিবারের দোষ, এমনকি সুস্মিতা চৌদ্দগুষ্টির দোষ। এদের সবার একটাই দোষ মেরুদন্ড যাচাই না করে সুস্মিতা কে বিয়ে দেওয়া এবং সুস্মিতার দোষ বিয়ের আগে যেহেতু তিন মাস সময় পেয়েছিল ডাক্তারের কাছে নিয়ে যেয়ে পলাশের মেরুদন্ডটা চেক করে নিতে হতো।কারন আমার মনে হয় এই মানুষটার মেরুদন্ডই ছিল না।যদি মেরুদন্ড থাকত তাহলে সে মা এবং বউয়ের মধ্যে ঝামেলা মিটানোর ভয়ে কাপুরুষের মত নিজের সমস্যাটা বুঝে নিজে সরে পড়তো না। মরার আগে বউয়ের জন্য স্বর্ণালংকার রেখে গেল একটুকুই তার দায়িত্ব ছিল এটা তার ধারণা। শুনেছি হিন্দুদের ধর্মমতে সাত জন্মের বন্ধন হয় একটা দিয়ে। তার মানে সে আগামী সাত জন্ম ধরে শুধুমাত্র মেয়েটার স্বর্ণালংকারের দায়িত্ব নিয়েছিল । নিজের স্ত্রীকে যথ উপযুক্ত সম্মান পাইয়ে দিতে ব্যর্থ ছিল সে। এমন মানুষ কিভাবে সুপুরুষ হয়?নিজের মাকে বোঝনো তো দূরের কথা মায়ের অমতে সন্তান নেওয়ার স্বাধীনতা যার নেই সে কি আসলেও পুরুষ? সে কি তার জীবনের সব কথায় মায়ের থেকে শুনেয় করেছিল?পৃথিবীতে কি কোনো মানুষের এমন অধীকর আছে যেটা সে তার স্ত্রীর সাথে করলো????
এই প্রশ্ন গুলো আপনাদের কাছে......মা যেমনই হোর সন্তান হারিয়েছে আর সুস্মিতা যেমনই হোক বিধবা হয়েছে।কিন্তু কার জন্য এটা হলো? সুইসাইড করতে যতটা সাহস দরকার হয় তার থেকেও বেশি সাহস কি মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলতে দরকার ছিল? মা বৌ কে নিয়ে এক সাথে বসতে কি আরও বেশি সাহসের দরকার হয়??

আমার তো মনে হয় মা একজন কাপুরুষ সন্তান জন্ম দিয়েছিল আর বৌ কাপুরুষ স্বামী পেয়েছিল যে তাকে ভলোবাসার নামে ঠকিয়েছে আজীবনের জন্য.....

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suhi's family with fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share