Ariful Islam

Ariful Islam স্বাগতম আমাদের পেইজে। আমি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, ফুড ব্লগ, ভ্রমণ ইত্যাদি সম্পর্কে ভিডিও তৈরি করি।

স্বাগতম বন্ধরা আপনাদের আমাদের ফেসবুক পেইজে!

আপনার যদি ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পরিবেশ, ফুড ব্লগ এবং ভ্রমণ সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমার লক্ষ্য হলো এই পেইজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা অজানা ইতিহাসের গল্প, বাংলার হাজার বছরের ঐতিহ্যের নিদর্শন, বৈচিত্র্যময় সংস্কৃতির সৌন্দর্য, পরিবেশগত নানা দিক, সুস্বাদু খাবারের অভিজ্ঞতা এবং মনোমুগ্ধকর ভ্রমণের মুহূর্ত।

আমাদের

পেইজে যা পাবেন-

✅ বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী ভিডিও।
✅ বাংলার গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের আকর্ষণীয় বিশ্লেষণ।
✅ পরিবেশ সচেতনতা ও প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার বার্তা।
✅ বিভিন্ন স্থানের বিখ্যাত খাবার ও নতুন নতুন ফুড ব্লগ।
✅ জনপ্রিয় ও অফবিট ট্রাভেল ডেস্টিনেশন পরিদর্শন ও অভিজ্ঞতা শেয়ার।

আমরা শুধু মাত্র ভিউজ এর জন্য ভিডিও তৈরি করতে চাই না বরং আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গভীরে নিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য আপনাকে জানানো, অনুপ্রাণিত করা এবং নতুন কিছু উপভোগ করানো।

আপনার যদি এসব বিষয়ে আগ্রহ থাকে, তাহলে আমাদের পেজটি ফলো করুন এবং আমাদের ভিডিওগুলো দেখে কমেন্টে আপনার মতামত জানান!

✅ নতুন ভিডিও পেতে ফলো করুন ও নোটিফিকেশন অন করতে ভুলবেন না!

18/02/2025

সুনীল গঙ্গোপাধ্যায় এর "কেউ কথা রাখেনি" কবিতা আবৃত্তি -

বন্য পাখি মানে যে সবসময় দূরের কিছু, তা কিন্তু নয়! 🦩✨ ধৈর্য, ভালোবাসা আর যত্ন দিয়ে বুনো প্রাণীকেও কাছের করে নেওয়া যায...
17/02/2025

বন্য পাখি মানে যে সবসময় দূরের কিছু, তা কিন্তু নয়! 🦩✨ ধৈর্য, ভালোবাসা আর যত্ন দিয়ে বুনো প্রাণীকেও কাছের করে নেওয়া যায়। খুলনার ফুলতলা থানার দামোদর গ্রামের আনোয়ার চাচা খাবার দিয়ে, স্নেহ দিয়ে ধীরে ধীরে এই বকপাখির বিশ্বাস অর্জন করেছেন। ❤️ প্রকৃতির এই শ্বেত-সৌন্দর্য এখন তার সঙ্গী। কি চমৎকার অনুভূতি! একটি ছবি তুলে আমিও তার অংশীদার হলাম। মানুষ ও পাখির এই অকৃত্রিম বন্ধুত্বের কাহিনী নিয়ে একটি ভিডিও আমাদের পেইজে পাবলিশড করা হয়েছে। ভিডিও লিংক কমেন্টে।

প্রকৃতি ও প্রাণীদের প্রতি ভালোবাসা দেখালে তারাও ভালোবাসা ফিরিয়ে দেয়। আমরা যদি একটু যত্নশীল হই, তবে বন্য প্রাণীরাও আমাদের আপন করে নিতে পারে। প্রকৃতিকে ভালোবাসুন, প্রাণীদের সুরক্ষা দিন। 🌿❤️

#বকপাখি #প্রকতি #পরিবেশ

16/02/2025

মানুষের বন্ধু যখন বকপাখি

শুভ সকাল! ☀️🌿মুকুলের মিষ্টি গন্ধে ভরে গেছে প্রভাতী হাওয়া,আম্রকাননে বসন্তের ছোঁয়া দিল যে দোলা।সোনালি রোদে খেলা করে মুকুলে...
15/02/2025

শুভ সকাল! ☀️🌿

মুকুলের মিষ্টি গন্ধে ভরে গেছে প্রভাতী হাওয়া,
আম্রকাননে বসন্তের ছোঁয়া দিল যে দোলা।
সোনালি রোদে খেলা করে মুকুলের মৌন ভাষা,
মধুর প্রতিশ্রুতিতে ভরে উঠুক হৃদয়ের উচছাসা।

নতুন দিনের আশায়, নতুন স্বপ্নের বারতা,
সবুজের মাঝে জেগে উঠুক সকলের হিয়া!

#শুভসকাল #বসন্তেরবারতা #আম্রমুকুল #প্রকৃতিরআলো

12/02/2025

শুভ সকাল! ☀️

নতুন ভোর, নতুন আশা, নতুন সম্ভাবনা! প্রতিটি সকাল আমাদের জন্য একটি নতুন সুযোগ নিয়ে আসে—ভালবাসা ছড়িয়ে দেওয়ার, স্বপ্ন গড়ার, আর জীবনকে আরও সুন্দর করে তোলার।

আজকের দিনটি হোক সাফল্য, শান্তি ও আনন্দে ভরপুর! ❤️🌿

#শুভ_সকাল #নতুন_দিন #সুখী_জীবন

10/02/2025

🌞 শুভ সকাল! 🌿

নতুন দিনের নতুন আলোয় জেগে উঠুক সতেজতা ও ইতিবাচকতা। ✨ আজকের দিনটি সকলের জন্য হোক আনন্দময়। সকলের মুখে হাসি ফুটুক! ❤️

#শুভসকাল #নতুনদিন #পজিটিভভাইবস #হাসিমুখেশুরু

09/02/2025

যে বাজারে নিলামে বড় বড় মাছ বিক্রয় হয়

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
07/02/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

06/02/2025

✨শুভ সকাল!✨

"প্রভাতের আলোয় নতুন দিনের সূচনা, হৃদয়ে জেগে উঠুক প্রশান্তির অনুভূতি।"

আসুন, এই সকালটা শুরু করি মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে। তিনি আমাদের যে সুস্হ ও সুন্দর দিয়েছেন, তার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি।

আল্লাহ আমাদের সবাইকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে রাখুন।
শুভ সকাল! আপনার দিন হোক সুন্দর ও কল্যাণের।

05/02/2025

খেজুর গাছ কাটা ও রস সংগ্রহের কৌশল

05/02/2025

শুভ সন্ধ্যা বন্ধুরা! ☕🌆

দিনের আলো মলিন হয়ে আসছে, আকাশে সন্ধ্যার রঙ ছড়িয়ে পড়ছে। সারাদিনের কর্মব্যস্ততার পর এখন একটু বিশ্রাম নেওয়ার সময়। এক কাপ চায়ের সাথে প্রিয়জনদের সঙ্গে গল্পে মেতে উঠুন কিংবা নিজের জন্য একটু প্রশান্তির মুহূর্ত উপভোগ করুন।

আপনার সন্ধ্যা হোক শান্তিময় ও আনন্দময়! ✨🌙

#শুভ_সন্ধ্যা #শান্তির_মুহূর্ত #নতুন_স্বপ্ন

নিঃস্বার্থ মানবতার এক অনন্য দৃষ্টান্ত—চিত্তরঞ্জন দাসকিছু মানুষ আছেন, যারা নিজের স্বার্থের কথা না ভেবে নিঃস্বার্থভাবে সমা...
04/02/2025

নিঃস্বার্থ মানবতার এক অনন্য দৃষ্টান্ত—চিত্তরঞ্জন দাস

কিছু মানুষ আছেন, যারা নিজের স্বার্থের কথা না ভেবে নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করে যান। তেমনই একজন মানুষ অভয়নগরের ধোপাদী ইউনিয়ন এর চিত্তরঞ্জন দাস। সরকারি রাস্তার পাশে প্রায় ৩ লক্ষ ৮০ হাজার তালগাছ রোপণ করেছেন তিনি, কোনো ব্যক্তিগত স্বার্থ বা প্রচারের আশায় নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়া, অক্সিজেন আর প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিত করতেই তার এই উদ্যোগ।

আজ যখন মানুষ শুধু নিজের স্বাচ্ছন্দ্য আর লাভের কথা ভাবে, তখন চিত্তরঞ্জন দাসের মতো কেউ এসে নিঃশব্দে প্রকৃতির সেবায় নিজেকে উৎসর্গ করেন। তার এই ছোট্ট কাজ হয়তো অনেকের চোখে সাধারণ মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি এক মহৎ দৃষ্টান্ত, যা আমাদের সবাইকে শেখায়— প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন আমরা পরিবেশের প্রতি দায়িত্বশীল হবো।

চিত্তরঞ্জন দাসের এই উদ্যোগ শুধু রাস্তার সৌন্দর্য বাড়াবে না, বরং ভবিষ্যতে পথচারীদের ছায়া দেবে, ঝড়-বৃষ্টিতে আশ্রয় দেবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। আমরা কি পারি না, তার মতো একটু ভাবতে? আমাদের চারপাশের পরিবেশের জন্য একটু কিছু করতে?

তার এই মহান উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানাই। এমন মানুষদের কারণেই পৃথিবী এখনো সুন্দর ও বাসযোগ্য। চিত্তরঞ্জন দাস, আপনাকে সালাম!

#নিঃস্বার্থ_মানবতা #পরিবেশ_প্রেমী #চিত্তরঞ্জন_দাস #সবুজ_বাংলা 🌿

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ariful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share