11/06/2025
ঝিকরগাছা সদর ইউনিয়নের ৭ নাম্বর মল্লিকপুর ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড টা কি বিগত দিনে তাদের ভূমিকা কি ছিল দলের জন্য, সেটা আমরা সাধারণ কর্মী উপজেলা বিএনপির কাছে জানতে চাই, সভাপতি বিল্লাল হোসেন প্রকৃতপক্ষে তার পরিবার সব জামাত ও আওয়ামী লীগের সদস্য, তার এক ভাই সাত নম্বর ওয়ার্ড সভাপতি একজন জামাত ইসলামের রোকন ও সে নিজেও জামাতের একজন এজেন্ট আর বাকি সদস্যগুলো আওয়ামী লীগের সাথে জড়িত, সাধারণ সম্পাদক শাজাহান হোসেন, এর পুরো ফ্যামিলি আওয়ামী লীগ বিগত দিনে এসে আওয়ামী লীগের নেতাদের সাথে চলাফেরা করেছে এটা এলাকার সবাই জানে, এই দুজনের ব্যাকগ্রাউন্ড জানার পরেও তাদেরকে ওয়ার্ড বিএনপির সভাপতি সেক্রেটারি পদে হয়েছে কেন এটা জানতে চাই সাধারণ বিএনপির কর্মীরা,৫ আগস্ট এর পর থেকে এই বিল্লাল ও সাজান বিএনপি'র পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের যে সমস্ত সেবা মূল পৃথিবীর কার্ড বিজিবির কার্ড বি ডব্লিউ বি কার বিজিবির রেশনের চাউল, যাই কিছু আসছে এরা দুজনে সমন্বয় করে সেগুলো ভোগ করছে অথচ যারা পাওয়ার কথা প্রকৃতপক্ষে তারা কেউই পাচ্ছে না কোন বিএনপি পরিবারের সদস্য যারা দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিল বিএনপি করেছে তাদেরকে কোনো রকমের মূল্যায়ন করছে না এরা দুই, একটু খোঁজ নিয়ে দেখলাম এই দুইজন প্রকৃতপক্ষে যেসব কার্ড ও অনুদান গুলো আসে তার বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগ পরিবার ও জামাতের লোকদেরকে তারা বেছে বেছে ও তাদের আত্মীয়-স্বজনদের দিয়ে দেয়, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের তো চোখ থাকতেও আপনারা অন্ধ, আপনারা যদি এখনো অন্ধের মতন বসে থাকেন, তাহলে সাধারণ মানুষের মন থেকে বিএনপির প্রতি যে একটা আস্থা সেটা উঠে যাবে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই সাত নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে পুনরায় একটি সুন্দর কমিটি দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ রইলো।