মানুষের জন্য

মানুষের জন্য I have many problems in my life but my lips don't know that, they always smile....!!
(3)

🙏🙏 কার লাগিয়া করছো তুমি এত আয়োজন।"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার ম...
01/08/2025

🙏🙏 কার লাগিয়া করছো তুমি এত আয়োজন।

"কেউ কারো নয়"এক সময় এই ভদ্রলোক খান গ্রুপ অব কোম্পানির ডিরেক্টর ছিলেন৷ কোটি কোটি টাকার মালিক ছিলেন। বউ মাইলস্টোন কলেজের বাংলা মিডিয়াম এর টিচার। দুই কন্যাসন্তান আছে। অগাদ বিত্বসম্পদ উপার্জন করেছেন।নিজের বাবা মা ভাই বোন কাউকে প্রশ্রয় দেন নি।

শুধুই স্ত্রী আর শ্বশুর বাড়ি তার কাছে প্রিয় ছিল। আজ অসুস্থ হয়ে যাওয়ার পরে সব হারিয়েছেন তিনি।না আছে তার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স। সব কেড়েছেন তার প্রিয়তমা স্ত্রী। আজ পরিবার-পরিজন সব হারিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছেন। ভেবেছিলাম হয়তো হারায়ে গেছে। অনেক কষ্টে পরিবার খুঁজে বের করেছিলাম এক বুক আশা নিয়ে।

কিন্তু খুঁজে পেয়ে আরো কষ্ট হচ্ছে, কেন খুঁজতে গেলাম। তারা জানায়ে দিলো তারা কোন দায়িত্ব নিতে পারবে না। ব্রেন স্ট্রোক করে প্যারালাইসড হওয়ার পর তার বউ তাকে ডিভোর্স দিয়েছে দেড় বছর আগে৷ মেয়ে মাইলস্টোন কলেজে পড়ে। মেয়েটা আমাকে রিকোয়েস্ট করলো, এসব বিষয়ে ঘাটাঘাটি না করার জন্য।

এতে নাকি ওনার ক্যারিয়ার নষ্ট হবে এগুলো জানাজানি হলে। ওদের পক্ষে বাবার কাছে আসা সম্ভব না। ভদ্রলোক এর ভাই বোন ইন্ডিয়া থাকে৷ তাদের হদিস খুজে পাইনি। হসপিটাল থেকে ডাক্তার বললো পুরোপুরি সুস্থ হওয়া তার পক্ষে আর সম্ভব না। একভাবে শুয়ে থাকতে থাকতে শরীরের একপাশে পচন ধরে গেছে।

যতটুকু সুস্থ করা যায় চিকিৎসা চলছে ফরিদপুর মেডিকেলের সার্জারি বিভাগে। এরপর বেঁচে থাকলে ফরিদপুর বৃদ্ধাশ্রমে দিয়ে দেওয়া হবে।

জীবন বড় অদ্ভুত, বড়ই নিষ্ঠুর নির্মম। কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। সব কিছু হারিয়ে তুমি আজ নিঃশ্ব জীবন।

#মানুষেরজন‍্য

এইতো জীবন 🥲🥲
28/07/2025

এইতো জীবন 🥲🥲

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লা...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব তো এমনি হয়! মাইলস্টোনে দুর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আহত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল। ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, ‘‘এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মারা যাবে’’।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল। মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মারা গেছে"। ছাত্রটি উত্তর দেয়: ‘‘না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল।’’

যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো, আমার বন্ধু আমাকে দেখে, হাসলো এবং তার শেষ কথাটা বলল: ‘‘আমি জানতাম তুমি আসবে”।


সংগৃহীত।

এই বাচ্চাগুলো কত নিষ্পাপ ছিল...এয়ার ইন্ডিয়ার প্লেনে তোলা শেষ সেলফি
18/06/2025

এই বাচ্চাগুলো কত নিষ্পাপ ছিল...
এয়ার ইন্ডিয়ার প্লেনে তোলা শেষ সেলফি

মুল‍্যহীন হাসি ॥ শেয়ার করে আপনিও সহযোগিতায় শরিক হোন 🙏
14/06/2025

মুল‍্যহীন হাসি ॥ শেয়ার করে আপনিও সহযোগিতায় শরিক হোন 🙏

এ হাসির মুল‍্য কত? এ হাসিতে যদি কিছু পাই সব একেই দিব 🙏🙏
25/05/2025

এ হাসির মুল‍্য কত? এ হাসিতে যদি কিছু পাই সব একেই দিব 🙏🙏

এ হাসি অমুল্য
18/04/2025

এ হাসি অমুল্য

14/04/2025

বাবা বিয়ে করে অন‍্য খানে থাকে, আমাদের খবর নে না॥ অসুস্থ মাকে নিয়ে আমি থাকি

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when মানুষের জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানুষের জন্য:

Share