Next Jessore

Next Jessore This is an online community for our Local Jessore. we will fix our regular problems, business solutions, community development, Freelancing coming here.

30/04/2024

গরমে বিদ্যুৎ সাশ্রয় ও নিরবচ্ছিন্ন বাতাসের জন্য ট্রাই করতে পারেন:
---------------------
6-7 হাজারের চার্জার ফ্যানের থেকে নিচের এই সেটাপটা বেশি দীর্ঘমেয়াদি সাপোর্ট দিবে। চার্জার ফ্যান দুই বছর পরেই সমস্যা শুরু করে।

গরমের দিনে বিদ্যুৎ না থাকাকালীন সাপোর্ট নিতে চাইলে আপনারা কম খরচে এই টাইপের সেটআপ নিতে পারেন। শুরুতে একটু ঝামেলা করে সব কালেক্ট করতে পারলে এরপর রেডিমেড এসি-ডিসি ফ্যানের চেয়ে ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ।

ছবিটা অন্য এক গ্রুপ একজন পোস্ট করে বলেছে ৫০০০ টাকা। তবে এর চেয়ে একটু ভালো নিতে হবে, তাইলে ভালো সুবিধা পাবেন।

------

কি কি নেয়া যেতে পারে একটা প্রাথমিক আইডিয়া দেই (কেনার আগে কয়েক দোকান ঘুরেফিরে দেখে প্রয়োজনে অভিজ্ঞ কারো সাথে কথা বলে আরেকটু নিশ্চিত হয়ে কিনবেন) --

১। বাতাস খাওয়ার জন্য ১২ অথবা ১৬ ইঞ্চি ডিসি ফ্যান। (একাধিক মানুষের জন্য ১৬ইঞ্চি নিলে বেটার) - ১৪শ - ১৬শ টাকা।

২। ব্যাটারি - এক্ষেত্রেও দুইটা অপশন বলি -

ক. পুরাতন ভ্যানের ব্যাটারি ৪০এম্প (লেখা থাকে ৯৫-১২০এম্প) নিতে পারেন - ৩০০০৳ এর আশেপাশে। পারফরম্যান্স কমে গেলে অল্প কিছু টাকা দিয়ে আবার পাল্টিয়ে নিতে পারবেন। (৭-১০ঘন্টা চলার কথা)

খ. ছবির মত ৯এম্প কালো ব্যাটারি। এগুলো নতুনই সম্ভবত হাজার-বারোশো টাকার মত নিবে দাম। (৪-৬ঘন্টা চলার কথা)

৩। চার্জ দেয়ার জন্যও দুইটা অপশন। টাকা ও যায়গা থাকলে দুইটাই নিতে পারেন।

ক. চার্জার - ১এম্প থেকে ৫এম্প পর্যন্ত নিতে পারেন। - দাম আনুমানিক ৩৫০-৮০০৳ (যদি ৯এম্প ব্যাটারি নেন, তাইলে ১এম্প চার্জারই নিয়েন, নইলে দ্রুত চার্জ করতে গিয়ে ব্যাটারি দ্রুত যাবে।)

খ. সোলার ৪০ থেকে ৬০ ওয়াটের। সাথে সোলার কন্ট্রোলার লাগবে। সাইজ অনুযায়ী খরচ পড়বে ২ থেকে ৩ হাজার।

৪। কিছু তার-টেপ-সকেট হ্যানত্যানের জন্য আর ৩০০৳ ধরে রাখেন। (সোলার নিলে তারের খরচ বেশি হয়।)

৫। (অপশনাল) চাইলে আর এক-দেড়শ টাকা যোগ করে একটা ২০-৩০ওয়াটের ডিসি লাইটও নিতে পারেন। দরকার হলে ব্যাটারির সাথে লাইন দিয়ে ইউজ করবেন আরকি।
-----

সামারি করা যাক -

১। ১২ইঞ্চি ফ্যান + ৯এম্প নতুন ব্যাটারি + ১এম্প চার্জার + আনুষঙ্গিক = ৩৩০০৳

২। ১৬ইঞ্চি ফ্যান + ৯এম্প ব্যাটারি + ৫এম্প চার্জার + আনুষঙ্গিক = ৩৯০০৳

৩। ১৬ইঞ্চি ফ্যান + ৪০এম্প পুরাতন ব্যাটারি + ৫এম্প চার্জার + আনুষঙ্গিক = ৫৮০০৳

৪। ১৬ইঞ্চি ফ্যান + ৪০এম্প ব্যাটারি + ৬০ওয়াট সোলার + আনুষঙ্গিক = ৮২০০৳
(যদি সোলার + বিদ্যুতের চার্জার দুইটাই নেন তাহলে ৯০০০ হবে)

৫। ১৬ইঞ্চি ফ্যান ২টা + ৪০এম্প ব্যাটারি + ৬০ওয়াট সোলার + ৫এম্প চার্জার + আনুষঙ্গিক = ১০৭০০৳
------

কোথায় পাওয়া যাবে -

* একটু ভালো ইলেক্ট্রনিক্সের দোকানে প্রায় সবগুলো জিনিসই পাবেন ইনশাআল্লাহ। উপজেলা-জেলা সদরে এরকম দোকানে দেখবেন যেখানে খুটিনাটি অনেক জিনিসপত্র পাওয়া যায়। (নিজ নিজ এলাকার মেকানিক ভাইব্রাদাররা খোজ দিতে পারবে)

* ভ্যানের পুরাতন কিন্তু ভালো ব্যাটারির খোজ দিতে পারবে রিক্সা-ভ্যানের মেকাররা। এক-দেড়বছর ইউজের পর ডাউন হয়ে গেলে তখন ওদের কাছেই বেচে দিবেন, সাথে ২-৪শ টাকা যোগ করে আরেকটা ব্যাটারি নিতে পারবেন।

ক্রেডিট: al mahmud

Address

Jessore

Telephone

042160985

Website

Alerts

Be the first to know and let us send you an email when Next Jessore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share