08/05/2025
সাকিব, তামিম, ইয়াসিন আর হাসিব
একটা ঝকঝকে সকাল। সাকিব, তামিম, ইয়াসিন আর হাসিব ঠিক করল, শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটাবে। গন্তব্য? সুন্দরবনের কাছাকাছি একটা ছোট্ট জঙ্গল, যেখানে সবুজের সমারোহ আর পাখির কিচিরমিচির মন ভালো করে দেয়।
সাকিব, সবসময়ের মতো দলের নেতা। সে একটা ব্যাকপ্যাক ভরে নিয়েছে—খাবার, পানি, ফার্স্ট এইড কিট, এমনকি একটা ব্লুটুথ স্পিকারও! তামিম অবশ্য তার স্টাইল বজায় রেখেছে। সানগ্লাস, ক্যাপ আর একটা ক্যামেরা হাতে, সে বলল, “এই ট্রিপের সেরা ছবি আমিই তুলব, দেখে নিস!” ইয়াসিন, যে সবসময় একটু শান্ত, তার কাঁধে একটা বই আর বাইনোকুলার। আর হাসিব? সে তো পুরো মুড মেকার! পথে যেতে যেতে গান গাইছে, মাঝে মাঝে সাকিবের সঙ্গে ঠাট্টা করছে।
জঙ্গলে পৌঁছে তারা একটা ছোট্ট নদীর ধারে বসল। সাকিব বলল, “চল, একটা ছোট্ট ক্যাম্পিং করি। আমি আগুন জ্বালাই, তামিম তুই খাবারের দায়িত্ব নে।” তামিম হেসে বলল, “আমি শুধু ছবি তুলব, রান্না ইয়াসিনের ওপর ছাড়!” ইয়াসিন চোখ বড় বড় করে বলল, “আমি তো বই পড়তে এসেছি, রান্না কীভাবে?” হাসিব তখন হাসতে হাসতে বলল, “ঠিক আছে, আমি সব সামলাব, তবে তোরা পরে আমাকে ধন্যবাদ দিবি!”
আগুন জ্বালানোর সময় সাকিব আর হাসিবের মধ্যে একটা মজার তর্ক শুরু হলো—কে বেশি দ্রুত আগুন জ্বালাতে পারে। তামিম সেটার ভিডিও করতে লাগল, আর ইয়াসিন দূর থেকে পাখি দেখতে দেখতে মাঝে মাঝে হাসছে। শেষে হাসিব জিতল, আর সাকিব মুখ ভেংচে বলল, “ঠিক আছে, তুই জিতলি, কিন্তু খাবারের টেস্ট খারাপ হলে তোকে ছাড়ব না!”
রাত নামতেই তারা আগুনের পাশে গোল হয়ে বসল। হাসিব একটা গিটার বের করল (কে জানত, তার এই প্রতিভা আছে!) আর গান ধরল। তামিম কিছু পুরোনো ক্রিকেট ম্যাচের গল্প শুরু করল—কীভাবে সাকিব একবার ম্যাচ বাঁচিয়েছিল, আর সে নিজে একটা সেঞ্চুরি মেরেছিল। ইয়াসিন, যে সাধারণত চুপচাপ, এবার বলল, “তোরা যুদ্ধের গল্প করিস, আমি বলি, গত সপ্তাহে আমি একটা বিরল পাখি দেখেছি!” সবাই হেসে উঠল।
হঠাৎ, জঙ্গল থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। হাসিব চুপ করে গেল, তামিম ক্যামেরা ফেলে বলল, “এটা কী ছিল?” সাকিব, সাহসী গলায় বলল, “কিছু না, হয়তো কোনো পশু। আমি দেখছি।” কিন্তু ইয়াসিন হেসে বলল, “আরে, ওটা শুধু একটা পেঁচা! আমি বাইনোকুলারে দেখেছি।” সবাই হাঁফ ছেড়ে বাঁচল, আর হাসিব বলল, “ইয়াসিন, তুই তো আমাদের হিরো!”
রাত গভীর হলো। তারা আগুনের পাশে শুয়ে তারা দেখতে লাগল। সাকিব বলল, “জীবনটা মাঠের মতোই, কখনো হার, কখনো জিত, কিন্তু বন্ধুদের সঙ্গে থাকলে সব মজার।” তামিম মাথা নেড়ে বলল, “এই মুহূর্তগুলোই জীবনের সুন্দর মুহুর্তে।