Krishna-Sakha

Krishna-Sakha গৌর আমার প্রান ধন, নিতাই আমার জন।
গৌর-নিতাই বিনা না রহে এ জীবন...
৷হরেকৃষ্ণ৷
কৃষ্ণ-সখা🌿

15/01/2025

মহা পুষ্প অভিষেক ২০২৫ ।। শ্রীশ্রী রাধা-মদনমোহন (শ্রী শ্রী রূপ-সনাতন স্মৃতী তীর্থ ধাম)।।

হরেকৃষ্ণ, "হিন্দু রত্ন অ্যাওয়ার্ড'২০২৫" পেয়েছেন ইসকনের বরিষ্ঠ সন্যাসী ও দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ...
04/01/2025

হরেকৃষ্ণ, "হিন্দু রত্ন অ্যাওয়ার্ড'২০২৫" পেয়েছেন ইসকনের বরিষ্ঠ সন্যাসী ও দীক্ষাগুরু শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ।
সবাই গুরুমহারাজের জন্য প্রার্থনা করবেন, তিনি যেনো এই পৃথিবীতে আরো কিছুদিন অবস্থান করে আরো পতিতদের উদ্ধার করতে পারেন ।।
।হরেকৃষ্ণ।🙏🙏( কৃষ্ণ-সখা🌿)

ঢাকা বিমানবন্দর হতে  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে ডিবির পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।। আমরা তীব্র নিন্দা ও প্রতিবা...
25/11/2024

ঢাকা বিমানবন্দর হতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কে ডিবির পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।।
আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে তাঁর নিঃশর্তে মুক্তি কামনা করছি।।

15/04/2024

একবার চলো মন ঘুরে আসি শ্রীবৃন্দাবন ধাম।

Radha meri Swamini.... Main Radhe ko daas.Janam Janam mohe dijiyo... Shri Vrindavan ko vaas... Please ...               ...
25/10/2023

Radha meri Swamini.... Main Radhe ko daas.
Janam Janam mohe dijiyo... Shri Vrindavan ko vaas... Please ...
😓😓😓

কিছু বাস্তব সত্য- যা জানার পরেও আমরা সেটা এড়িয়ে যায়....               । যেমন, প্রতিটা জীবের আসন্ন মৃত্য ।আমাদের অবশম্ভাব...
23/10/2023

কিছু বাস্তব সত্য- যা জানার পরেও আমরা সেটা এড়িয়ে যায়....
। যেমন, প্রতিটা জীবের আসন্ন মৃত্য ।
আমাদের অবশম্ভাবি মৃত্যুর কথা জেনেও আমরা এই মৃত্যুকে কোনো গুরুপ্ত দিই না,,,,
☺️😊😇

✍️ শাস্ত্র কথাঃ 'ভক্ত ও অসুর'  #২এই জগতে দুই শ্রেনীর মানুষ রয়েছে। যারা ভগবানের সেবক তাঁদের বলা হয় দেব এবং যারা মায়ার সেব...
07/08/2023

✍️ শাস্ত্র কথাঃ 'ভক্ত ও অসুর' #২
এই জগতে দুই শ্রেনীর মানুষ রয়েছে। যারা ভগবানের সেবক তাঁদের বলা হয় দেব এবং যারা মায়ার সেবক তাদের বলা হয় অসুর।
কিন্তু চিৎ-জগতে কেবল একটি শ্রেনী আছে কেননা সেখানে সমস্ত অধিবাসীরা ভগবানের সেবক। তাই চিজ্জগতকে বলা হয় পরম বা সর্বশ্রেষ্ট। যেহেতু শ্রীকৃষ্ণ বা ভগবান হচ্ছেন সব কিছুর কেন্দ্রবিন্দু, তাই চিজ্জগতে কোনো মতবেদ থাকে না এবং সেখানকার অধিবাসীরা বেতন প্রাপ্ত সেবকের মতো নয় বরং সেখানে প্রত্যেকেই ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত থাকেন। একজন বেতন প্রাপ্ত সেবক যতটুকু বেতন পায় সেই অনুযায়ী কাজ করে কিন্তু বৈকুন্ঠলোকে বেতন প্রাপ্ত সেবক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেখানে প্রত্যেকেই মুক্ত এবং পরমেশ্বর ভগবানের মতোই ঐশ্বর্যশালী কিন্তু তবুও প্রত্যেকে এক একজন সেবক। জড় জগতে মানুষ নিজেদের চাহিদা মেটানোর জন্য সেবা করে কিন্তু চিৎ-জগতে সেবা করেন প্রেমবশতঃ। সেখানে কোনো কিছুর আবশ্যকতা নেই কারন সবকিছু সেখানে পূর্ণ। সূত্র- "কিভাবে মৃত্যকে জয় করবেন? "

✍️ শাস্ত্র কথাঃ  #১               -যদিও অজামিল এক ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেছিলো, এবং বিধি-নিষেধগুলি (আমিষ আহার না ক...
29/07/2023

✍️ শাস্ত্র কথাঃ #১
-যদিও অজামিল এক ব্রাহ্মন পরিবারে জন্মগ্রহন করেছিলো, এবং বিধি-নিষেধগুলি (আমিষ আহার না করা, অবৈধ যৌন সঙ্গ না করা, নেশা না করা, দ্যূতক্রীড়া না করা) কঠোর ভাবে পালন করেছিলো কিন্তু এক বেশ্যার সঙ্গ করার ফলে তিনি তার সমস্ত সদ্ গুণাবলী হরিয়েছিলো। যখন কেউ ধর্মের এই বিধি-নিষেধ গুলি পরিত্যাগ করেন তখন তিনি পাপ কার্যে লিপ্ত হন। এই বিধি-নিষেধগুলি মনুষ্য জীবনকে এক আদর্শ স্তরে প্রতিষ্ঠিত করে। কিন্তু যদি আমরা সেগুলিকে পরিত্যাগ করি তাহলে মায়াগ্রস্ত জীবনে অধঃপতিত হই। >হরেকৃষ্ণ 🙏🙏
-Although Ajamil was born in a Brahmin family, and strictly observed the rules (non-vegetarianism, no illicit s*x, no intoxicants, no gambling), he lost all his virtues by associating with a harlot. When one abandons these rules of religion he commits sinful activities. These restrictions establish human life on an ideal level. But if we abandon them, we degenerate into delusional life. >Hare Krishna 🙏🙏

Address

Keshabpur
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Krishna-Sakha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna-Sakha:

Share