দৈনিক খাজুরা

দৈনিক খাজুরা Khajura Bazar, Jessore . First online news portal.

16/03/2025

টিসিবির কার্ড যারা পেয়েছেন কিন্তু এখনো একটিভ করেননি তারা আগামী কাল ১৭-০৩-২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে একটিভ করার অনুরোধ রইল। অন্যথায় কার্ড বাতিল বলে গন্য হবে মর্মে টিসিবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

01/09/2024
শ্রদ্ধা ও ভালোবাসায় নুরুল ইসলামের দাফনদক্ষিণবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ, আইয়ুব খান বিরোধী আন্দোনের নেতা ও মুক্তিযুদ্ধের অ...
18/08/2024

শ্রদ্ধা ও ভালোবাসায় নুরুল ইসলামের দাফন

দক্ষিণবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ, আইয়ুব খান বিরোধী আন্দোনের নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যশোরের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে বাঘারপাড়ার যাদবপুর ঈদগাহ মাঠে তাকে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ইউসুফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, ওসি তদন্ত মকবুল হোসেনসহ একদল চৌকস পুলিশ সদস্য।

এর আগে শনিবার নুরুল ইসলাম যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। স্ত্রী, চার পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

পারিবারিকভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল ছিলেন। শনিবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে ভর্তি করলে বিকেলে মারা যান।

এদিকে, বর্ষীয়ান রাজনীতিবিদ নুরুল ইসলামের শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে আসেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এছাড়া শোক প্রকাশ করেছেন, যশোর উদীচী শিল্পীগোষ্ঠী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রোববার দুপুরে গার্ড অব অনার প্রদান শেষে যাদবপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন, মরহুমের ভাইপো জনপ্রশাসন মন্ত্রণালের উপ-সচিব সাজেদুর রহমান সবুজ, বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার একিন উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, যাদবপুর টেকনিক্যাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান, মরহুমের মেজ ছেলে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মুজাহিদুল ইসলাম, সেজ ছেলে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম লেলিন ও ছোট ছেলে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের পাইলট সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুজন। জানাজা শেষে বিকেলে নুরুল ইসলামকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

১৯৪৩ সালের ১৫ এপ্রিল বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। বকতিয়ার বিশ্বাস বক্তের চার পুত্র সন্তানের মধ্যে দ্বিতীয়। নুরুল যশোর মুসলিম একাডেমি থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিক (এসএসসি), ১৯৫৮ সালে যশোর সরকারি এমএম কলেজ থেকে বি.কম (ডিগ্রি) পাস করেন। শুরুতে ছাত্র ইউনিয়নে যুক্ত ছিলেন তিনি। ১৯৬২ সালে যশোরে এমএম কলেজের জিএস (সাধারণ সম্পাদক) নির্বাচিত হন। আইয়ুব খান বিরোধী আন্দোলনে যশোরে নেতৃত্ব দিয়ে দক্ষিণবঙ্গের অন্যতম ছাত্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ১৯৬৬ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দল ন্যাপের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কৃষক সমিতির সদস্য নির্বাচিত হন। ওই সময়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হেমন্ত সরকার, আব্দুল হক প্রমুখ নেতার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ হয় নুরুলের।

১৯৬২-১৯৭১ সালে বাঘারপাড়ার খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনাইদহের কালীগঞ্জের চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭৩ সালে যশোর-৪ আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭৫ উদীচী যশোরের সভাপতি নির্বাচিত হন। ওই বছরে বাকশাল গঠিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে যশোরের সেক্রেটারি (সাধারণ সম্পাদক) টু গর্ভনর করেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলে ওই রাতেই নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
Credit by: Akash
https://youtube.com/?si=TCG2KWmo9Weh-DsF

নঙ্গরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহতযশোর সদরের ইছালী ইউনিয়নে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী আশিকুর রহ...
11/02/2023

নঙ্গরপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত

যশোর সদরের ইছালী ইউনিয়নে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী আশিকুর রহমান (৩৬) মারা গেছেন। এ ঘটনায় স্ত্রী আকলিমা খাতুন (৩০) ও ছেলে আরাফাত (৬) আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে নঙ্গরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক সদর উপজেলার কনেজপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আশিকুর স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি স্থানীয় লেবুতলা এলাকা থেকে ফিরছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী মোটরসাইকেলের (রাজশাহী মেট্রো-এ-৬৮৫৫) সাথে একটি অজ্ঞাতনামা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান আশিকুর। দুমড়ে-মুচড়ে যান মোটরসাইকেলটি। এ ঘটনায় তার ছেলে অক্ষত থাকলেও স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই মোর্কারম হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই অজ্ঞাতনামা ঘাতক ট্রাকটি মাগুরার দিকে পালিয়ে গেছে। গুরুতর আহত মোটরসাইকেল চালকের স্ত্রীসহ অক্ষত সন্তানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এসে মরদেহ তাদের হেফাজতে নিয়েছে।

এদিকে, বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন।

খাজুরা বাজারে আগুনে পুড়লো ৩ দোকানগভীর রাতে যশোরের খাজুরা বাজারে আগুনে লেগে তিনটি দোকান পুড়ে গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টা...
11/02/2023

খাজুরা বাজারে আগুনে পুড়লো ৩ দোকান

গভীর রাতে যশোরের খাজুরা বাজারে আগুনে লেগে তিনটি দোকান পুড়ে গেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও নৈশ প্রহরীরা জানান, টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লিটনের ফার্নিচারের (কাঠগোলা) দোকানে প্রথম আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন পাশের নার্সারি ঘর ও চায়ের দোকানে ছড়িয়ে পড়ে। সাথে সাথে বাজারের নৈশ প্রহরীরা খাজুরা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান এবং মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে পুলিশ, নৈশ প্রহরী ও স্থানীয়রা সহযোগিতা করেন।

বাজারের ব্যবসায়ী বলছেন, সময় মতো আগুন নেভাতে না পারলে আগুন আরও ছড়িয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রাত পৌনে ৫টার দিকে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো ঘটনাস্থলে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানিদের দাবি।

খাজুরা কলেজে নবীনদের বাঁধভাঙা উচ্ছ্বাসফাল্গুনের শেষদিকে বুধবার সকালেও হেসেছিল চনমনে সূর্যটা। সেই হাসির ছোঁয়া লেগেছিল যশো...
09/03/2022

খাজুরা কলেজে নবীনদের বাঁধভাঙা উচ্ছ্বাস

ফাল্গুনের শেষদিকে বুধবার সকালেও হেসেছিল চনমনে সূর্যটা। সেই হাসির ছোঁয়া লেগেছিল যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের প্রাণে। যাদের চোখে-মুখে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস, অজানাকে জানার আগ্রহ ও নতুন ইতিহাস সৃষ্টির দৃঢ় সংকল্প। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অনার্স, ডিগ্রী ও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া প্রায় ১ হাজার নবীন শিক্ষার্থীর পদচারণায় এমন চিত্র ফুটে উঠে।

এদিন কলেজ চত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে এসব শিক্ষার্থীদের বরণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ‘এসো হে নবীন, আজ তোমাদের দিন’ এই স্লোগানে সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। এরপর পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও ফুলেল শুভেচ্ছায় নবীনদের বরণ করে নেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. আবুজর গিফারী। বিশেষ অতিথি ছিলেন খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন। কলেজ স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. আতিকুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক আক্তার হোসেন, উপজেলা যুবলীগ নেতা রুবেল রানা, নবীন শিক্ষার্থী কামাল হোসেন, রিমা খাতুন প্রমুখ।

দ্বিতীয় পর্বে বেলা ১২টায় একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে-গেয়ে আনন্দ উল্লাস করে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কে.বি. ব্রান্ডের শিল্পীরা।

নাজমুল হুদার দুই বইয়ের মোড়ক উন্মোচনলেখক, কলামিস্ট ও গবেষক নাজমুল হুদার অনুপ্রেরণামূলক বই ‘সাফল্যের চাবিকাঠি’ ও উপন্যাস ‘...
26/02/2022

নাজমুল হুদার দুই বইয়ের মোড়ক উন্মোচন

লেখক, কলামিস্ট ও গবেষক নাজমুল হুদার অনুপ্রেরণামূলক বই ‘সাফল্যের চাবিকাঠি’ ও উপন্যাস ‘মরুঝড়’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক এ.এস.এম আতিকুর রহমান, যশোর আমিনিয়া কামিল মাদরাসার উপাধাক্ষ্য রুহুল আমিন, অধ্যাপক নুরুল আলম প্রমুখ।

বইয়ের বিষয়বস্তু সম্পর্কে নাজমুল হুদা বলেন, ‘বই দুটি কালিকলম প্রকাশনী থেকে এসেছে। এ সংকলন পাঠকের উপলব্ধি-জগতকে আলোড়িত ও সংহত করবে। পাশাপাশি তাদের চিন্তারাজ্যে সৃষ্ট কল্যাণতরঙ্গ জোগাবে আত্মবিকাশের পথে অক্লান্ত হেঁটে চলার সাহস ও শক্তি। কেননা, মুক্তচিন্তা মনের জানালা খুলে দেয়। নতুন প্রেরণা জোগায়। মানুষকে আশাবাদী করে তোলে। আশা করি, সব ধরনের পাঠকদের কাছে বই দুটি সমাদৃত হবে।’

বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনযশোর সদরের ইছালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী (৭২) মারা গেছ...
26/02/2022

বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

যশোর সদরের ইছালী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী (৭২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাহি রাজিউন)। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় উপজেলা প্রশাসন তাকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় কামারগন্যা গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাজাহারুল ইসলাম জানান, তার জন্মের পরপরই পিতার মৃত্যু হলে মোসলেম উদ্দীনই তাকে পিতৃন্সেহে লালন-পালন করেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ স্ট্রোক করে মারা যান এই বীর মুক্তিযোদ্ধা।

গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম মিকাইল হোসেন, যশোর পুলিশ লাইন্সের এসআই আসাদুজ্জামান, ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোর্কারম হোসেনসহ পুলিশের একটি চৌকস দল।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহম্মেদ। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক করস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, নুরুল হক বীর বিক্রম, মুক্তিযোদ্ধা বিএলএফ বৃহত্তর যশোরের উপ-প্রধান রবিউল আলম, যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মাজহারুল ইসলাম মন্টু, সাবেক ডেপুটি কমান্ডার ইসমাইল হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার আব্দুস সাত্তার, শহর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান মিলু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, কাসেম আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কামরুজ্জামান, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান শহিদ, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, ইছালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য সাহাবার হোসেন প্রমুখ।

লেবুতলা কেন্দ্রে ১৮টি টিয়ারসেল নিক্ষেপ, ৫ পুলিশ আহত যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় এক মেম...
06/01/2022

লেবুতলা কেন্দ্রে ১৮টি টিয়ারসেল নিক্ষেপ, ৫ পুলিশ আহত

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনার সময় এক মেম্বার প্রার্থীর ব্যালট পেপার ফেলে দেওয়াকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) লেবুতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা যায়, সন্ধ্যায় ভোট গণনার সময় কেন্দ্রের বাইরে বুথের জানালার পেছনে ঘুড়ি প্রতিকের প্রার্থীর অনেকগুলো ব্যালট পড়ে থাকার ঘটনায় তুমুল হৈচৈ শুরু হয়। বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগ নিয়ে মোরগ প্রতিকের এজেন্টরা ঘুড়ি প্রতিকের ১শ’ ব্যালট জানালা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ তোলা হয়। ওই ব্যালট উদ্ধারের পর ঘুড়ি প্রতিকের লোকজন ক্ষুব্ধ হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে বিক্ষুব্ধরা। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে ১৮টি টিয়ারসেল ছোড়ে পুলিশ। একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশ পরিস্থিতি শক্তভাবে মোকাবেলা করে নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ সদস্য আহতের বিষয়টি তিনি স্বীকার করে তিনি জানান, আহতের ঘটনা মারত্মক নয়।

এদিকে, পরিস্থিতি স্বাভাবিক হলে এ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘুড়ি প্রতিকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ৪২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে ১নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোরগ প্রতিকের রাশেদুল ইসলাম পেয়েছেন ৩৭২ ভোট।

Address

Khajura Bazar
Jessore
7471

Telephone

+8801788900880

Website

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক খাজুরা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক খাজুরা:

Share