Shuvo the ChotoBhai

Shuvo the ChotoBhai Assalamu Alaikum❔

20/11/2023

আসসালামু আলাইকুম।
__________________________

হাদিসটি শেষ পর্যন্ত পড়ুন ইনশাআল্লাহ্ আপনাদের কাছে ভালো লাগবে!👈
-
একবার রাসূল ﷺ কে খুবই প্রফুল্ল দেখে আয়িশা রাযিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসুলাল্লাহ, আপনি তো খুবই খোশ মেজাজে আছেন, আমার জন্য এখন একটু দুআ করুন না.!
-
আয়িশা (রাঃ) এমন আবদারে মুচকি হেসে রাসূল ﷺ আল্লাহকে বলতে লাগলেন -ইয়া আল্লাহ্, আয়িশা পূর্বে করেছে এমন সকল গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা পরে করবে এমন সকল গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা প্রকাশ্যে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন। আয়িশা গোপনে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন। আয়িশা বুঝে করেছে এমন গুনাহ আপনি ক্ষমা করে দিন, না-বুঝে করেছে এমন গুনাহও আপনি ক্ষমা করে দিন।
-
রাসূল ﷺ এর মুখে নিজের জন্য এত সুন্দর দু'আ শুনে খুশিতে আয়িশা (রাঃ) আ'ত্মহারা। আম্মাজান আয়িশা (রাঃ) কে খুশি হতে দেখে প্রীত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও।
-
তিনি জিজ্ঞেস করলেন, 'আয়িশা, আমার দু'আয় তুমি খুশি হয়েছো.? আয়িশা (রাঃ) বললেন, 'আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসুলাল্লাহ।'
-
তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জানো আয়িশা! তোমার জন্য যে দু'আ করলাম, ঠিক একই দুআ প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উম্মতের জন্যই করি।'

#সুবহানআল্লাহ্।
-
৭১১১; মুসনাদুল বাযযার ২৬৫৮]

__

20/11/2023

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়।

[তিরমিযি- ২৩৯৮]
সুবহান'আল্লাহ!❤️💫

19/11/2023

একটি সুন্দর হাদিস পড়লাম আজ।

ধরুন কেউ আপনার সামনে গীবত করলো।
আপনি যদি তাকে বাঁধা দেন, তাহলে কী লাভ?

রাসুল ﷺ বলেন,
مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ
يُعْتِقَهُ مِنَ النَّارِ
যে ব্যক্তি কাউকে গীবত করা থেকে বাঁধা দিবে,
ঐ ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা আল্লাহর জন্য হক (জরুরি) হয়ে যায়। (বায়হাকি, ৭৬৪৩)

19/11/2023

সেই যুবক আরশের ছায়াই ছায়া পাবে, যে যৌবনকালে আল্লাহর এবাদতে মগ্ন ছিলো...💙🦋🥀

Address

Jessore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo the ChotoBhai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuvo the ChotoBhai:

Share