ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা

  • Home
  • Bangladesh
  • Jessore
  • ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা

ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা

19/07/2023

উপাধি ও ছদ্মনাম
#বিসিএস #ব্যাংক #প্রাইমারি #নিবন্ধন

রবীন্দ্রনাথ ঠাকুর --- ভানুসিংহ
আব্দুল করিম --- সাহিত্যবিশারদ
মীর মশাররফ হোসেন --- গাজী মিয়া
প্রমথ চৌধুরী --- বীরবল
কাজী নজরুল ইসলাম --- বিদ্রোহী কবি
প্যারীচাঁদ মিত্র --- টেকচাঁদ ঠাকুর
কালিকানন্দ --- অবধূত
বলাইচাঁদ মুখোপাধ্যায় --- বনফুল
মুকুন্দ দাস --- চারণ কবি
সমরেশ বসু --- কালকূট
বিষ্ণু দে --- মার্কসবাদী কবি
অচিন্ত্যকুমার সেনগুপ্ত --- নীহারিকা দেবী
ইসমাইল হোসেন সিরাজী --- স্বপ্নাতুর কবি
মধুসূদন মজুমদার --- দৃষ্টিহীন
শামসুর রহমান --- মৈনাক/ মজলুম আদিব
যতীন্দ্রনাথ সেনগুপ্ত --- দূঃখবাদী কবি
মোজাম্মেল হক --- শান্তিপুরের কবি
কাজী নজরুল ইসলাম --- ব্যাঙাচি
বিহারীলাল চক্রবর্তী --- ভোরের পাখি
বিমল ঘোষ --- মৌমাছি
সত্যেন্দ্রনাথ দত্ত --- ছন্দের যাদুকর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় --- সাহিত্য সম্রাট
গোবিন্দচন্দ্র দাস --- স্বভাব কবি
কালী প্রসন্ন সিংহ --- হুতোম পেঁচা
চারুচন্দ্র মুখোপাধ্যায় --- জরাসন্ধ
নারায়ণ গঙ্গোপাধ্যায় --- সুনন্দ
রাজশেখর বসু --- পরশুরাম
বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় --- যাযাবর
নীহারঞ্জন রায় --- বানভট্ট

খুলনা বিভাগের অন্তর্গত ১০ টি জেলার উপজেলাগুলো দেখে নেওয়া যাক।১. চুয়াডাঙ্গা   ☞ চুয়াডাঙ্গা সদর  ☞ আলমডাঙ্গা  ☞ দামুড়হুদা ...
11/06/2023

খুলনা বিভাগের অন্তর্গত ১০ টি জেলার উপজেলাগুলো দেখে নেওয়া যাক।

১. চুয়াডাঙ্গা
☞ চুয়াডাঙ্গা সদর
☞ আলমডাঙ্গা
☞ দামুড়হুদা
☞ জীবননগর

২. মেহেরপুর
☞ মেহেরপুর সদর
☞ মুজিবনগর
☞ গাংনী

৩. কুষ্টিয়া
☞ কুষ্টিয়া সদর
☞ কুমারখালী
☞ খোকসা
☞ দৌলতপুর
☞ ভেড়ামারা
☞ মিরপুর

৪. মাগুরা
☞ মাগুরা সদর
☞ মুহাম্মদপুর
☞ শ্রীপুর
☞ শালিখা

৫. ঝিনাইদহ
☞ ঝিনাইদহ সদর
☞ কোটচাঁদপুর
☞ কালীগঞ্জ
☞ মহেশপুর
☞ শৈলকুপা
☞ হরিণাকুন্ডু

৬. নড়াইল
☞ নড়াইল সদর
☞ কালিয়া
☞ লোহাগড়া

৭. সাতক্ষীরা
☞ সাতক্ষীরা সদর
☞ আশাশুনি
☞ দেবহাটা
☞ কলারোয়া
☞ শ্যামনগর
☞ তালা
☞ কালীগঞ্জ

৮. যশোর
☞ যশোর সদর
☞ অভয়নগর
☞ কেশবপুর
☞ চৌগাছা
☞ ঝিকরগাছা
☞ বাঘারপাড়া
☞ মনিরামপুর
☞ শার্শা

৯. বাগেরহাট
☞ বাগেরহাট সদর
☞ মোল্লাহাট
☞ ফকিরহাট
☞ কচুয়া
☞ চিতলমারী
☞ রামপাল
☞ মোংলা
☞ মোড়েলগঞ্জ
☞ শরণখোলা

১০. খুলনা
☞ রূপসা
☞ তেরখাদা
☞ দিঘলিয়া
☞ ফুলতলা
☞ ডুমুরিয়া
☞ বটিয়াঘাটা
☞ পাইকগাছা
☞ দাকোপ
☞ কয়রা

আমি যশোর জেলার মনিরামপুর উপজেলা থেকে পোস্টটি করলাম

আপনি কোন উপজেলা থেকে পোস্টটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।

বি:দ: ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

13/03/2023

★★যে সালগুলো বার বার পরীক্ষায় আসে★★

১। দ্বৈত শাসন + ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ = ১৭৬৫।
২। ছিয়াত্তরের মন্বন্তর = ১৭৭০।
৩। আমেরিকার স্বাধীনতা লাভ = ১৭৭৬ ।
৪। ফরাসি বিপ্লব = ১৭৮৯।
৫। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা = ১৮০০।
৬ । ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু =১৮০১ ।
৭। ওয়াটার লুর যুদ্ধ = ১৮১৫ ।
৮। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ + ঢাকা বিভাগ চালু= ১৮২৯।
৯। তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান = ১৮৩১।
১০ । লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু = ১৮৫৩।
১০। ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয় > ১২০৪ সালে।
১২। ষাট গম্বুজ মসজিদ-খান জাহান আলী (বাগেরহাট)।
১৩। কম্ববাসের আমেরিকা আবিষ্কার > ১৪৯২।
১৪। ভাস্কোডা গামার ভারত বর্ষে আসার জলপথ আবিষ্কার = ১৪৯৮ ।
১৫। পানি পথের ১ম যুদ্ধ = ১৫২৬।
১৬। বাংলা সাল গণনা শুরু + পানি পথের ২য় যুদ্ধ+ সম্রাট আকবরের সিংহাসন লাভ= ১৫৫৬।
১৭। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী > ১৬১০ ।
১৮। পলাশীর যুদ্ধ=১৭৫৭ সালে।
১৯। পানি পথের ৩য় যুদ্ধ = ১৭৬১ ।
২০। বক্সারের যুদ্ধ = ১৭৬৪।
২১। লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ
= ১৮৫৬।
২২। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল প্রকাশ + সিপাহী বিদ্রোহ + কাগজের মুদ্রা চালু + বাংলাদেশে বাণিজিক ভাবে চা চাষ শুরু =১৮৫৭ সালে।
২৩। নীল বিদ্রোহের অবসান + নীল দর্পন নাটকের প্রকাশ= ১৮৬০।
২৪। রবী ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাথ বধ কাব্য প্রকাশ + আমেরিকা গৃহ যুদ্ধ শুরু- ১৮৬১ ।
২৫। বাংলাদেশে রেল চালু = ১৮৬২।
২৬। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত+ মোহামেডান লিটারেরি সোসাইটি + ১৮৬৩ ।
২৭। বাংলা সাহিত্যের ১ম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত = ১৮৬৫।
২৮। রোকেয়ার জন্ম= ১৮৮০।
২৯। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পান= ১৮৯৩ ।
৩০ । আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু = ১৮৯৬ ।
৩১। কাজী নজরুল ও জীবনানন্দের জন্ম= ১৮৯৯ ।
৩২। নোবেল পুরস্কার দেওয়া শুরু > ১৯০১।
৩৩। বঙ্গভঙ্গ শুরু এবং ঢাকা প্রাদেশিক রাজধানী =১৯০৫ সালে।
৩৪। মুসলীম লীগ প্রতিষ্ঠিত=১৯০৬ সালে।
৩৫। চর্যাপদ আবিষ্কৃত=১৯০৭ সালে।
৩৬। শ্রীকৃষ্ণকীর্তন আবিষ্কৃত=১৯০৯ সালে।
৩৭ । গীতাঞ্জলি প্রকাশ >> ১৯১০।
৩৮। বঙ্গভঙ্গ রদ=১৯১১ সালে।
৩৯। টাইটানিকের ডোবা > ১৯১২ ।
৪০। গীতাঞ্জলির জন্য রবীর নোবলে + যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু > ১৯১৩।
৪১। প্রথম বিশ্বযুদ্ধ শুরু + সবুজ পত্র পত্রিকা প্রকাশ = ১৯১৪।
৪২। চর্যাপদ + শ্রীকৃষ্ণকীর্তন প্রকাশিত + লক্ষ্নৌ চুক্তি = ১৯১৬।
৪৩। লেনিনের রুশ বিপ্লব/বলশেবিক /অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ায় জারতন্ত্রের অবসান + পুলিৎজার পুরস্কার শুরু + যুক্তরাষ্ট্রের ১ম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ + বেলফোর ঘোষণা( ইহুদি রাষ্ট্র) = ১৯১৭।
৪৪। প্রথম বিশ্বযুদ্ধ শেষ + ব্রিটেনের নারী ভোটাধিকার পায় + সওগাত পত্রিকা প্রকাশ >> ১৯১৮ ।
৪৫। লিগ অব ন্যাশনস প্রতিষ্ঠা +আইএলো প্রতিষ্ঠা + রবী ঠাকুরের নাইট উপাধি বর্জন+ জালিওয়ানবাগ হত্যাকাণ্ড = ১৯১৯ ।
৪৬। বঙ্গবন্ধুর জন্ম >> ১৯২০।
৪৭। কল্লোল পত্রিকা + ইন্টারপোলের কার্যক্রম শুরু+ বেঙ্গল প্যাক্ট(হিন্দু মুসলমান ঐক্য) + ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন>>> ১৯২৩।
৪৮। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা= ১৯২৬ ।
৪৯। শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মাদী পত্রিকা প্রকাশ >> ১৯২৭।
৫০ । আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার = ১৯২৮ ।
৫১। বিশ্বকাপ ফুটবল শুরু = ১৯৩০ ।
৫২। ২য় বিশ্বযুদ্ধ শুরু = ১৯৩৯।
৫৩। শেরে বাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন + টিভির বাণিজি্যক উৎপাদন =১৯৪০ সালে।
৫৪। রবী ঠাকুরের মৃত্যু + জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণ= ১৯৪১।
৫৫। পঞ্চাশের মন্বন্তর = ১৯৪৩ ( বাংলা ১৩৫০)।
৫৬। বিশ্ব ব্যাংক ও আইএম এফ (ব্রিটেন উডস ইনস্টিটিউশন) + ডি ডে = ১৯৪৪ ।
৫৭। ২য় বিশ্বযুদ্ধ শেষ + ইউনেস্ক + জাতিসংঘ প্রতিষ্ঠা + জাপানে পারমাণবিক বোমা ফেলা + সবুজ বিপ্লব > ১৯৪৫।
৫৮। ভারত বর্ষ বিভক্ত ( পাকিস্তান ও ভারতের স্বাধীনতা) + এসকাপ প্রতিষ্ঠা + আইএম এফের কার্যক্রম শুরু = ১৯৪৭ সালে।
৫৯। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা + সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন+ ভাষা আন্দোলনের সূত্রপাত + ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠা + বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা + উত্তর কোরিয়া – দক্ষিণ কোরিয়া , শ্রীলংকা+ মিয়ানমারের স্বাধীনতা + ট্রানজিস্টর আবিষ্কার +বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন = ১৯৪৮।
৬০। আওয়ামী লীগ +ন্যাটো প্রতিষ্ঠা , জেনেভা কনভেনশন + চীনের বিপ্লব + কমনওয়েলথ প্রতিষ্ঠা = ১৯৪৯।
৬১। পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বসত্ত্ব আইন প্রণীত + মংলা সমুদ্র বন্দর + UNHCR প্রতিষ্ঠা = ১৯৫০ ।
৬২। ভাষা আন্দোলন + এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা + শহীদ মিনার প্রতিষ্ঠা =১৯৫২ সালে।
৬৩। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা + ডিএনএ ডাবল হেলিক্স + শেরপা- হিলারির এভারেস্ট জয় + কর্ণফুলী কাগজ কল (বাংলাদেশের ১ম) = ১৯৫৩ ।
৬৪। যুক্তফ্রন্টের নির্বাচনে জয়লাভ + জাতীয় প্রেস ক্লাব + গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি + পূর্ব বাংলায় কেন্দ্রীয় শাসন জারি = ১৯৫৪। ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার।
৬৫ । বাংলা একাডেমি প্রতিষ্ঠা, বান্দং সম্মেলন (ন্যাম গঠন) + মুসলিম আওয়ামীলীগ থেকে মুসলিম বাদ = ১৯৫৫।
৬৬। মিশরের সুয়েজ খাল জাতীয়করণ + বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান = ১৯৫৬।
৬৭। বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ+ ভাসানির কাগমারি সম্মেলন + ইইসি + ম্যাগসেসে পুরস্কার + স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কক্ষপথে নিক্ষেপ= ১৯৫৭ ।
৬৮। পাকিস্তানে সামরিক অবস্থা জারি = ১৯৫৮ ।
৬৯। বাংলা একাডেমি পুরস্কার প্রদান শুরু = ১৯৬০।
৭০। শিক্ষা আন্দোলন- ১৯৬২ ।
৭১। বার্লিন প্রাচীর গঠন , ন্যামের ১ম সম্মেলন , আমেনেষ্টি ইন্টারন্যাশনালের গঠন = ১৯৬১ ।
৭২। ছয়দফা পেশ=১৯৬৬ সালে।
৭৩ । আগরতলা মামলা=১৯৬৮ সালে।
৭৪। গণঅভ্যুত্থান=১৯৬৯ সালে।
৭৪। স্বাধীন বাংলাদেশ=১৯৭১ সালে।
৭৫। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন > ১৯৭২।
৭৬। ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি>> ১৯৭২।
৭৭। বাংলাদেশের কমনওয়েলথে যোগদান = ১৯৭২।
৭৮। বাংলাদেশের জাতিসংঘে যোগদান =১৯৭৪।
৭৯।বঙ্গবন্ধুকে হত্যা >> ১৯৭৫ ।
৮০। কাজী নজরুল ইসলাম ও জসীম উদ্দীনের মৃত্যু এবং একুশে পদক প্রদান শুরু >> ১৯৭৬।

13/02/2023

জিরো থেকে ইংরেজি শিখি!✅
📌 পর্ব - ০১
I (আই) = আমি
Me (মী) = আমাকে
My (মাই) = আমার
Mine (মাইন) = আমার
We (উঈ) = আমরা
Us (আস) = আমাদেরকে
Our (আউয়ার) = আমাদের
Ours (আউয়াজ) = আমাদের
He (হী) = সে, তিনি (পুরুষ)
Him (হিম) = তাকে, তাঁকে
His (হিজ) = তার, তাঁর
She (শী) = সে, তিনি (মহিলা)
Her (হার) = তাকে, তাঁকে, তার, তাঁর
You (ইউ) = তুমি, তোমরা
You (ইউ) = তোমাকে, তোমাদেরকে
You (ইউ) = আপনাকে, আপনাদেরকে
Your (ইয়োর) = তোমার, তোমাদের
They (দেই) = তারা, তাঁরা, ওরা, ওঁরা
Them (দেম) = তাদেরকে, তাঁদেরকে
Their (দেয়ার) = তাদের, তাঁদের
Theirs (দেয়াজ) = তাদের
It (ইটা) = ইহা, এটা, এটি (বস্তু)
It (ইট) = ইহাকে
Its (ইটস) = ইহার, তার
This (দিস) = এই, এটা
These (দীজ) = এইগুলো
That (দ্যাট) = ঐ, যে, যা
Those (দৌজ) = ঐগুলো, সেগুলো
What (হোঅট) = কি, যা
Which (হুইচ) = কোনটি, যেটি
Who (হু) = কে, কারা, যে, যারা
Whom (হুম) = কাকে, কাদেরকে
Whose (হুজ) = কার, কাদের
Myself (মাইসেল্ফ) = নিজে নিজে
Ourselves = আমরা নিজেরাই
Yourself = তুমি নিজেই
Yourselves = তোমরা নিজেরাই
Himself = সে নিজেই
Herself = সে নিজেই
Themselves = তারা নিজেরাই
Itself = ইহা নিজেই, ইহা স্বয়ং
Each (ঈচ) = প্রত্যেক
Every (এভরি) = প্রত্যেক
Everybody = প্রত্যেক ব্যক্তি
Everyone = প্রত্যেক ব্যক্তি
Everything (এভরিথিং) = সবকিছু
Either (ঈদার) = দুয়ের যেকোন একটি
Neither (নীদার) = দুয়ের কোনটি নয়
Both (বৌথ) = উভয়ই
Any (এনি) = যে কেহ, কোনো
Anything (এনিথিং) = যে কোনো কিছু
Anybody (এনিবডি) = যে কেউ
Anyone (এনিওআন) = যে কেউ
Many (মেনি) = অনেক
Many thing (মেনিথিং) = অনেক কিছু
Some (সাম) = কয়েক, কিছু, কতিপয়
Something (সামথিং) = কোনো কিছু
Somebody (সামবডি) = কেউ
Some one (সামওআন) = কেউ
All (ওল) = সব, সকল
One (ওআন) = যে কেহ, কোন একজন
Oneself = নিজে, নিজেকে
No (নৌ) = কেউ না
Nobody (নৌবডি) = কেউ না

পড়া শেষে অবশ্যই Done লিখতে ভুলবেন না😊
নতুন নতুন ইংরেজি জানতে এই পেজটি বেশি কি করে কমেন্টস এবং শেয়ার করুন

24/12/2022

00.সে স্কুলে যায় না - He does not go to school.
১.ঘোড়ার কি শিং আছে? - Has the horse horns ?
২. তুমি কি তাকে চেন? - Do you know him?
৩. তুমি কি চা পান করো? Do you drink tea?
৪. ড. মুহাম্মদ ইউনূস কে? – Who is Dr. Mohammad Younus?
৫. কয়টা বাজে - What is the time?
৬. তোমার কি একটি পাখি আছে? - Have you a bird?
৭, তোমরা কি শক্তিশালী? - Are you strong?
৮. গরুর কি শিং আছে? - Has the cow horn?
৯. তুমি কি তাকে সাহায্য করো? Do you help him?
১০, পাখি কি আকাশে ওড়ে - Do the birds fly in the sky?
১১. তুমি কি তার নাম জানো? Do you know his name?
১২. সে কি ভাত খায়? - Does he eat rice?
১৩. তুমি কি চোর? – Are you a thief ?
১৪, তাদের কি বাড়ি আছে? - Have they a house?
১৫, সে কি ইংরেজি জানে? Does he know English?
১৬. তিনি কি একজন ডাক্তার? Is he a doctor?
১৭. করিম কি অলস নয়? Is not Karim lazy?
১৮. সে কি দিনে ঘুমায় না? - Does he not sleep by day?
১৯. অনু কি তোমাকে সাহায্য করে না? - Does not Anu help you?
২০, রাম কি চা পান করে না?
- Does not Ram drink tea?
২১. তুমি কি বোকা নও? - Are you not a foolish?
২২, রানা কি মিথ্যাবাদী নয়? – Is Rana not a liar?
২৩. আমটি কি মিষ্টি নয়? - Is the mango not sweet?
২৪. লিলির কি পর্যাপ্ত টাকা আছে? - Has Lily enough money?
২৫, রিতার কি জামা নেই? Has Rita no frock ?
২৬. তোমার কি একজন বন্ধু আছে? - Have you a friend?
২৭, তাহাদের কি কোনো শত্রু নেই?
- Have they no enemy?
২৮. তোমার কি একটা ঘড়ি আছে? - Have you a watch?
২৯. হাসানের কি ছাতা আছে? – Has Hasan an umbrella?
৩০. মিতুর কি একটি পুতুল আছে – Does Mitu has a doll?
৩১. মা-বাবাকে মান্য করো Obey your parents.
৩২, লোকটি মিথ্যা কথা বলে
The man tells a lie.
৩৩. তিনি একজন কৃষক He is a farmer.
৩৪. মৌমাছি ক্ষুদ্র পোকা – Bee is a small insect.
৩৫, ভোর হয়েছে – It is morning.
৩৬. সে (ঞ্জী) বুদ্ধিমতী She is intelligent.

22/12/2022

➲ 1 million = 10 lakhs
➲ 1 crore = 10 million
➲ 1 billion = 100 crores
➲ 1 trillion = 1 lakh crore
➲ 1760 yards = 1 mile
➲ 1 inch = 2.54 cm.
➲ 1 mile = 1.61 km.
➲ 0.62 miles = 1 km.
➲ 6 feet = 1 fathom
➲ 1 square hand = 1 ganda
➲ 20 Ganda = 1 Chhatka
➲ 16 Chhatka = 1 Katha
➲ 20 katha = 1 bigha
➲ 144 square inches = 1 square foot
➲ 9 square feet = 1 square yard
➲ 4840 square yards = 1 acre
➲ 100 cents = 1 acre
➲ 640 acres = 1 square mile
➲ 247 acres = 1 square km
➲ 10000 square meters = 100 airs
➲ 16 ounces = 1 pound
➲ 28 pounds = 1 quart
➲ 4 quarters = 1 hundred
➲ 20 Hundred = 1 British Ton
➲100 kilograms = 1 quintal
➲ 1000 kilograms = 1 metric ton
➲ 1lb = 0.4536kg
➲ 1 kg = 2.2 pounds = 1.07 ser
➲ 1ser = 0.93kg
➲ 1 meter = 39.37 inches
➲ 12 inches = 1 foot
➲ 3 feet = 1 yard
➲ 7.92 inches = 1 link
➲ 25 links = 1 rod
➲ 4 rods = 1 mile
➲ 10 chains = 1 furlong
➲ 8 furlongs = 1 mile
➲ 9 square feet = 1 square yard
➲ 1600 square yards = 1 bigha
➲ 80 square yards = 720 square feet = 1 log
➲ 5 square yards = 1 square meter
➲ 40 kg = 1 mind |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
❍ 1 party = 15 days;
❍ 1 month = 2 parties
❍ 1 month = 4 weeks;
❍ 1 month = 30 days
❍ 1 season = 2 months = 4 sides = 8 weeks = 60 days
❍ 1 year = 12 months = 24 sides = 365 days = 52 weeks
❍ 1 leap year = 366 days
❍ 1 Yuga = 12 years;
❍ 1 half-year = 6 years;
❍ 1 half-century = 50 years;
❍ 1 century = 100 years
❍ 1 twenty = 20
❍ 1 Rim = 20 Dista = 500 Ta
❍ 1 bhari = 16 annas;
❍ 1 Anna = 6 Ratis
❍ 1 yard = 3 feet = 2 cubits
❍ 1 kg = 1000 grams
❍ 1 quintal = 100 kg
❍ 1 metric ton = 10 quintal = 1000 kg
❍ 1 liter = 1000 cc
❍ 1 Man = 40 Ser
❍ 1 bigha = 20 katha (33 percent);
❍ 1 wood = 720 square feet (80square yards)
❍ 1 mile = 1.61 km;
❍ 1 km. = 0..62
❍ 1 inch = 2.54 cm;
❍ 1 meter = 39.37 inches
❍ 1 kg = 2.20 pounds;
❍ 1 Ser = 0.93 Kilogram
❍ May 1. Ton = 1000 kilograms;
❍ 1 pound = 16 ounces
❍ 1 yard = 3 feet;
❍ 1 acre = 100 centuries
❍ 1 sq km = 247 acres ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1 million (Million) = 1000 thousand = 10 lakhs = 1,000,000 = 1 + 6 zeros 1 billion = 1000 million = 100 crore = 1,000,000,000 = 1 + 9 zeros 1 trillion (trillion) = 1000 billion = 1 lakh crore

22/12/2022

কমন ইংরেজী ডায়ালগ
1. done- সাবাশ
2.Marvelous - বেশ
3. Let me see- আমাকে দেখতে দাও
4.Yes go on -হ্যা, বলতে থাক
5.Oh sure -ও নিশ্চয়ই
6.Say- ধর/ধরুন।
7.How strange -আশ্চর্য।
8. What a surprise- হঠাৎ যে
9.Wow! -বাহ দারুন তো।
10. Come to the point -আসল কথা বল
11.I think so - আমি তাই মনে করি
12.Oh come on -আহ! একটু বুঝতে চেষ্টা করো
13.Not a bit -একটুও না
14.Suppose -মনে করো
15. Anybody here- এখানে কেও আছেন
16.Understand- বুঝেছি
17. Whats happened -কি হয়েছে
18. Thats right -ঠিক বলেছেন
19.definitely -অবশ্যই
20.Oh sh*t-ধ্যাত্তেরি
21.Keep quiet -চুপ কর
22. Its enough -যথেষ্ট হয়েছে
23.So be it- তবে তাই হোক
24. It has been so long- কতদিন পর দেখা
25.Wait a little bit খানিক অপেক্ষা কর
26.So it is- তাই তো
27.Let's sit somewhere-চল কোথাও বসি
28.What about you?-তোমার কি খবর?
29.so so মোটামোটি
30. I'm off আমি গেলাম।
31.Not a single one একটিও না
★32. How absured? – কি বাজে বকছো?
33. Would you assist me, Please? – তুমি কি আমাকে সহযোগিতা করবে?
34.Hold on a minute, please দয়া করে এক মিনিট অপেক্ষা কর।
35.How long are you waiting? - তুমি কতক্ষণ যাবৎ অপেক্ষা করছো?
★ To be frank খোলাখুলিভাবে বলতে গেলে।

My favorite beach is called Emerson Beach. আমার প্রিয় সৈকত বলা হয় এমারসন বিচ।It is very long, with soft sand and palm ...
22/12/2022

My favorite beach is called Emerson Beach.
আমার প্রিয় সৈকত বলা হয় এমারসন বিচ।
It is very long, with soft sand and palm trees.
এটা অনেক লম্বা,নরম বালি এবং পাম গাছের সাথে
It is very beautiful.
এটা খুব সুন্দর.
I like to make sandcastles and watch the sailboats go by.
আমি বানাতে পছন্দ করি sandcastles এবং ঘড়ি
পালতোলা নৌকা যায়
Sometimes there are dolphins and whales in
the water!
মাঝে মাঝে ডলফিন এবং তিমি আছে পানি!

09/12/2022

Present Indefinite Tens
০১. আমরা বাংলাদেশে বাস করি – We live in Bangladesh.
০২. সূর্য পূর্ব দিকে উদিত হয় – The sun rises in the east.
০৩. পাখিরা আকাশে ওড়ে Birds fly in the sky.
০৪. গোলাপের গন্ধ মিষ্টি – The rose smells sweet.
-
০৫. তোমরা ভাগ্যবান – You are lucky.
-
০৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় – The sun sets in the west.
০৭. পৃথিবী গোল – The earth is round.
০৮. বিড়াল ইঁদুর মারে - The cat kills mouse.
০৯. কামাল সত্য কথা বলে Kamal speaks the truth.
১০. পদ্মা একটি বড় নদী - The Padma is a big river.
১১. বাঙালিরা সাহসী – The Bangalese are brave.
১২. মানুষ মরণশীল Man is mortal.
-
১৩. ইংরেজরা চতুর– The English are clever.
১৪. সে ভালো ইংরেজি জানে He knows English well.
-
১৫. চন্দ্র উজ্জ্বল – The moon is bright.
১৬. তিনি সম্মানী লোক He is an honourable man.
১৭. মিতু বিদ্যালয়ে যায় – Mitu goes to school.

06/12/2022

★ খেয়ে দেখো।
Taste it.
★ এটা ঠিক নয়।
That's not right.
* তুমি কি বিবাহিত?
Are you married?
★ আমি হাপিয়ে উঠেছি।
I'm bored.
★ খুবই গরম পড়েছে।
It's really hot.
★ চল ভাগ করি।
Let's share.
* খুবই গরম পড়েছে।
It's really hot.
*★ সময় কত?
What time is it?
★ প্রথম তালায়।
On the first floor.
★ বাইরে কি ঠান্ডা?
Is it cold outside?
★ আমি ভীত নই।
I'm not afraid.
* মুম্বাই কত দূরে ?
How far is Mumbai ?

06/12/2022

পরে আবার দেখা হবে।
See you next time.
আমার সাথে এসো।
Come with me.
তুমি কি ভলিউমটা বাড়াতে পারবে?
Can you turn the volume up?
তুমি কি বললে?
What did you say?
তুমি কি জানো আমি কি বলতে চাইছি?
Do you know what I mean?
চিন্তা করবেন না
Don't worry
আমি রাজি নই
I don't agree.
তুমি কি বুঝতে পেরেছ? Speak
Did you get it?
তুমি কোথা থেকে এসেছ?
Where are you from?
আমি যা বলছি তাই করো।
Do as I say.

★* খেয়ে দেখো।Taste it.★ এটা ঠিক নয়।That's not right.* তুমি কি বিবাহিত?Are you married?★ আমি হাপিয়ে উঠেছি।I'm bored.* ...
29/10/2022

★* খেয়ে দেখো।
Taste it.
★ এটা ঠিক নয়।
That's not right.
* তুমি কি বিবাহিত?
Are you married?
★ আমি হাপিয়ে উঠেছি।
I'm bored.
* খুবই গরম পড়েছে।
It's really hot.
★ চল ভাগ করি।
Let's share.
খুবই গরম পড়েছে।
It's really hot.
*★ সময় কত?
What time is it?
★ প্রথম তালায়।
On the first floor.
★ বাইরে কি ঠান্ডা?
Is it cold outside?
★* আমি অসুস্থ।
I'm sick.
★ ঐটা কি যথেষ্ট?
Is that enough ?
★ এটি শীঘ্রই আসবে।
It will arrive shortly.
** এইতো এটি ওখানে।
It's over there.
★ বেশ দেরী হয়ে গেছে।
It's too late.
★ এর মধ্যে কী আছে?
What's in it?
তুমি কখন
when are you going?
★ আমি ভয় করিনা।
I don't care.
★ এটা সবাই জানে।
Everyone knows it.
★ তোমার কিছু লাগবে?
Do you need anything?
★ আমাকে ফোন করো।
Please call me.
★ আমি ভীত নই।
I'm not afraid.
* তোমার কি ফোন আছে?
* মুম্বাই কত দূরে ?
How far is Mumbai ? Do you have a phone?.

Address

Jessore

Telephone

+8801911640538

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেসবুকে ইংরেজী ও সাধারণ জ্ঞান চর্চা:

Share