Hira

Hira পরকালের চিন্তায় তোমাকে সফলতা এনে দিবে 🤲

31/08/2024

জুলাই গণহত্যার অপ্রকাশিত একটা ভিডিও! ভ্যানগাড়ির উপর লাশের স্তুপ দিচ্ছিলো পুলিশ, এই পুলিশদেরর মৃত্যুতে আমি কখনোই ইন্না-লিল্লাহ পড়তে পারবোনা আলহামদুলিল্লাহ পড়া ছাড়া।কী ভয়াবহ দৃশ্য 😥 ভিডিওতে দেখুন খুনি হাসিনার সন্ত্রাসীরা কিভাবে ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে শহীদ করে ভ্যানে করে উপরে বড় কাপড় দিয়ে ঢেকে লাশ গুম করেছিল। খুনিদের ক্ষমা নেই। আমরা এই খুনীদের শাস্তি নিশ্চিত করার আগপর্যন্ত থামবোনা ইনশা'আল্লাহ।💔

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকত...
25/08/2024

শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না।

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি...❤️
One Year Done 👩‍❤️‍👨

🥲 খুব বেশি করে কান্না পাচ্ছে।মাঝে মাঝে রোমাল দিয়ে চোখের পানি মুছতে হচ্ছে 🥲অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে পাঠানো ...
23/08/2024

🥲 খুব বেশি করে কান্না পাচ্ছে।মাঝে মাঝে রোমাল দিয়ে চোখের পানি মুছতে হচ্ছে 🥲অস্তিত্বের মিছিলে চেনা দেয়ালের ওপারে
পাঠানো লোকেশনে গিয়ে দেখা যায় পরিবারের সকল সদস্য মৃত।
শুধু আধমরা অবস্থায় এই শিশুটি জড়োসড়ো হয়ে আছে একটা পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবার সহ সকল কিছু রাখা ছিল। 🥲

আমরা যারা মনে করছি আমাদের দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এটা আমাদের ভুল ধারণা। চিন্তা করেন যে ইউরোপ আমেরিকা পার^মাণবি...
21/08/2024

আমরা যারা মনে করছি আমাদের দেশ উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে এটা আমাদের ভুল ধারণা।
চিন্তা করেন যে ইউরোপ আমেরিকা পার^মাণবিক বো^মা তৈরি করতে পারে তারা কি শাট প্যান্ট তৈরি করতে পারে না ,অবশ্যাই পারে তাহলে তারা আমাদের থেকে নেওয়ার কি প্রয়োজন আর সে শাট প্যান্ট রপ্তানি কে বলছেন আপনি উন্নতি।মনে রাখবেন সারা বাংলাদেশ যদি গামেটস দিয়ে বাংলাদেশ ভরে যায় তারপরও এটা উন্নতি না।এটা ইউরোপ আমেরিকা ও জানে। আপনি মনে করছেন পদ্মা সেতু ,ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসব অবকাঠামো গত উন্নতি হচ্ছে ঠুংকো মানে যার কোন মূল নেই। যেদিন আপনি শিক্ষায় উন্নতি হবেন ,জ্ঞানে ,গবেষনায় উন্নয়তি হবেন সেদিন আমরা উন্নয়ত দেশে ধাবিত হবো এটাই হচ্ছে উন্নতের মাপকাঠি। খেয়াল করবেন দেশের যত অবকাঠামোর উন্নয়নের যারা ইঞ্জিনিয়ার তারা চীন জাপান থেকে আশা। আমাদের দেশের মানুষ সামান্য শ্রমিক হিসেবে কাজ করছে ,কারন আমরা অল্প টাকায় শ্রম বিক্রি করে দেই। দেশের অবকাঠামো উন্নতি দরকার তার চেয়ে বেশি দরকার আমাদের মানুষের উন্নতি, শিক্ষা ,চিকিৎসা খাতে উন্নতি। আমরা কেন ভালো চিকিৎসা জন্য ভারত , সিঙ্গাপুর যেতে হয়।

20/08/2024

আমি কে তুমি কে
বাংলাদেশ বাংলাদেশ
সূএ:পাকিস্তানি আম-জনতার স্লোগান

তারা আমাদের জিজ্ঞাসা করে আমরা হিন্দু না মুসলমান? আমরা মুসলিম বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের মারধর শুরু করে..💔শুধু মুসলিম হ...
13/08/2024

তারা আমাদের জিজ্ঞাসা করে আমরা হিন্দু না মুসলমান? আমরা মুসলিম বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের মারধর শুরু করে..💔

শুধু মুসলিম হওয়ার অপরাধে বাংলাদেশী আখ্যা দিয়ে মুসলিমদের আক্রমণ করছে উগ্রহিন্দুত্ববাদীরা।

লোকেশন: গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ


13/08/2024

বাংলাদেশি তকমা লাগিয়ে ভারতের দিল্লিতে ❛জয় শ্রী রাম❜ শ্লোগান দিয়ে দরিদ্র মুসলিমদের বাড়িঘরে হামলা ও জোরপূর্বক উচ্ছেদ!

উত্তরপ্রদেশের পর এবার দিল্লিতে খেটে খাওয়া শ্রমিকদের বাংলাদেশি বলে তাদের বস্তি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জানা যায় তারা সবাই হতদরিদ্র মুসলিম পরিবার।

স্থানীয় বিজেপি নেতাকর্মীরা ❛জয় শ্রী রাম❜ শ্লোগান দিয়ে এসব মুসলিম বস্তিতে তাণ্ডব চালায়।



ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন...
11/06/2024

ভয়ংকর এক নারী প্রজন্মের অপেক্ষায় আমরা!!
৭৫% উচ্চ শিক্ষিত মেয়ে ২৭ থেকে ৩০ বছর বয়সেও বিয়েহীন। ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরী করেছে যে। আগামী ৫ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে৷
তাদের যৌবনের চাহিদা, আবেগ,ভালোবাসা হারানোর ফলে। স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর প্রতিদ্বন্দ্বী হয়েই সংসারে দরকষাকষি করবে৷ আর স্বামীও তাদের মাঝে আনুগত্য, কোমলত্ব,নারীত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে। তখন সংসার টিকানো অসম্ভব হয়ে পড়বে। কারণ তার স্ত্রী ৩০ টা বছর পুরুষের ফিতরাতে টেক্কা দিয়ে সে নিজেই পুরুষে বিবর্তিত হয়ে গেছে। তার আস্ত দেহটাই নারীর বৈশিষ্ট্য হলেও। সে মানসিকভাবে পুরুষ। স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও সে মেন্টাল ভাবে পুরুষ।এমন একটা দিন আসতে যাচ্ছে। মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে। বঞ্চিত হবে সংসার থেকেও। বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকেও। কপি পোস্ট। ইচ্ছে হলে আপনিও করতে পারেন👍

আবারও এক প্রজন্ম আসছে যারা টিপ সই ছাড়া স্বাক্ষর করতে পারবে না। আমাদের তরুণ প্রজন্মের প্রায় 70% ফুড ব্লগিংকে ফ্যাশন ও পেশ...
23/05/2024

আবারও এক প্রজন্ম আসছে যারা টিপ সই ছাড়া স্বাক্ষর করতে পারবে না।

আমাদের তরুণ প্রজন্মের প্রায় 70% ফুড ব্লগিংকে ফ্যাশন ও পেশা হিসাবে বেছে নিয়েছে বা নিচ্ছে! অন্যান্য দেশের ছেলেমেয়েরা যখন বিস্কিট আর পানি খেয়ে চাকরির চেষ্টায় লেগে আছে, অথবা খেলায় বা ব্যবসায় সফল হওয়ার জন্য ছুটছে ঠিক তখন
আমাদের গর্বিত বেকাররা বিরিয়ানির হাঁড়ির পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতো, আর প্লেটে বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাবার পাওয়ার আশায় সমবেত কণ্ঠে গাইছে "ঝরে ঝরে পড়ছে-ঝরে ঝরে পড়ছে!সেইসঙ্গে একটা জাতির ভবিষ্যতও ঝরে যাচ্ছে অকালে...
ফেসবুক খুললেই আজকাল শুধু রিল আর সেই রিল জুড়ে শুধু তুলতুলে মাটোন- জুসি বিফ-থলথলে পেটি মুচমুচে ফিসফ্রাই আর দগদগে বিরিয়ানিতে লেগে থাকা ঘিয়েভাজা ল্যাল্ল্যালে ছেঁড়া মাংস আর তার ওপর মগে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া খয়েরি রঙের কি (ঘি) মনে হয় কানের নিচে এক থাপ্পড় মারি🤪

অদ্ভুত বিষয় হলো কিছু ফকিন্নির বাচ্চা বিয়ে বাড়ি যেয়েও লেগে পড়ছে ফুড ব্লগিং করতে!

Who Is With Me?
02/04/2024

Who Is With Me?

A Hindu  Girl Says.... 🤔
26/03/2024

A Hindu Girl Says.... 🤔

সারাদিন না খেয়ে থাকা কাঙ্গালিদের হাতে, খাবার তুলে দিলেন গ্রামের এই খালা....🙂
26/03/2024

সারাদিন না খেয়ে থাকা কাঙ্গালিদের হাতে, খাবার তুলে দিলেন গ্রামের এই খালা....🙂

Address

Nazir Shngkorpur
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hira:

Share