Jessore Town যশোর টাউন

Jessore Town যশোর টাউন Jessore 1st Digital City In Bangladesh
বিজ্ঞাপনের জন্য পেজে ইনবক্স করুন Jessore is a district in the southwestern region of Bangladesh.
(527)

It is bordered by India to the west, Khulna District and Satkhira District to the south, Magura and Narail to the east, and Jhenaidah District to the north. The district produces a variety of crops year-round. Date-sugar, called patali, is made from the sap of locally grown date trees. It is cooked, thickened and crystallised using a traditional method. Patali is mainly produced in Khajura, but ma

ny date trees are cultivated in the Keshabpur Upazila and Manirampur Upazila areas. Jessore district was established in 1781. It consists of 4 municipalities, 36 wards, 8 upazilas, 92 unions, 1329 mouzas, 1434 villages and 120 mahallas. Upazilas are Abhaynagar Upazila, Bagherpara Upazila, Chaugachha Upazila, Jessore Sadar Upazila, Jhikargachha Upazila, Keshabpur Upazila, Manirampur Upazila, and Sharsha Upazila.

23/09/2025

আজ পৃথিবীতে দিন এবং রাতের দৈর্ঘ্য সমান।
আগামীকাল থেকে দিন ছোট হবে এবং রাত বড় হতে থাকবে।

যশোর কোতোয়ালি থানার চত্বরে আজ দুপুরে যা ঘটলো, তা সিনেমার চিত্রনাট্য হলেও পরিচালকরা হয়তো বলতেন—“বেশি বাড়াবাড়ি হচ্ছে!”এক ন...
23/09/2025

যশোর কোতোয়ালি থানার চত্বরে আজ দুপুরে যা ঘটলো, তা সিনেমার চিত্রনাট্য হলেও পরিচালকরা হয়তো বলতেন—“বেশি বাড়াবাড়ি হচ্ছে!”
এক নারী, সীমা অধিকারী। একদিকে ৩৬ বছরের সংসারের অভিজ্ঞ স্বামী বিকাশ অধিকারী, অন্যদিকে নতুন প্রেমের পলাশ কুন্ডু। সীমা দেবীকে নিয়ে দুই দিক থেকে টানাটানি এমন পর্যায়ে পৌঁছালো যে, পথচারীরাও ভাবলো—“এটা কি থানা, নাকি মেলার মাঠ?”
বিকাশ বাবু বললেন—“আমার স্ত্রীকে আমি বাড়িতে ফিরিয়ে নেবই।”
পলাশ মশাই পাল্টা বললেন—“না, উনি আমার সঙ্গে থাকতে চান।”
আর মাঝখানে সীমা দেবী দাঁড়িয়ে ঘোষণা দিলেন—“আমি কারও সংসারের ঝাড়ুদার নই, আমি যাকে চাই, তার সাথেই থাকবো।”
এরপর হাতাহাতি, ঠেলাঠেলি, চিৎকার-চেঁচামেচি—সব মিলিয়ে থানার আঙিনা যেন হয়ে গেল “স্টার জলসা সিরিয়ালের লাইভ শুটিং।”
লোকজন হেসে বলছিলেন—
👉 “এই দৃশ্য দেখে মনে হচ্ছে গান বদলে গাইতে হবে— একটি মানুষ দুইটি স্বামীর দাবিদার!”
👉 কেউ আবার ভিডিও করতে করতে বলছিলেন—“যশোরের নাটক নাকি কলকাতায় রিমেক হবে!”
শেষমেশ পুলিশ এসে তিনজনকেই হেফাজতে নিল। এখন দেখার বিষয়, এ নাটকের শেষ দৃশ্যে সীমা দেবী কাকে বেছে নেন—প্রথম স্বামী, দ্বিতীয় স্বামী, নাকি তৃতীয় কোনো চমক আসছে সামনে! 😉

©সাজেদ রহমান

23/09/2025

যশোরে দুর্গাপূজায় চার স্তরের নিরাপত্তা, মাঠে থাকবে মোবাইল টিম ও গুজব মোকাবিলায় সাইবার নজরদারি

যশোর বারান্দী পাড়া পুলিশ ফাঁড়ির পাশে, আব্দুর রাজ্জাক মাদ্রাসা হতে রাত ৮:০০ সময় একজন বাচ্চা কে পাওয়া যাচ্ছে না । ছেলে...
23/09/2025

যশোর বারান্দী পাড়া পুলিশ ফাঁড়ির পাশে, আব্দুর রাজ্জাক মাদ্রাসা হতে রাত ৮:০০ সময় একজন বাচ্চা কে পাওয়া যাচ্ছে না । ছেলেটির নাম রায়হান। বাচ্চাটি নিখোঁজ।

বাচ্চাটির পিতার নাম : নাসির চৌধুরী। বাসা চুড়িপট্টি, অনুগ্রহ করে যদি বাচ্চাটিকে পেয়ে থাকেন তাহলে 01336844058 ( রাফি) - বাচ্চার বড় ভাই ,
নম্বর এ ফোন দিন।

পোস্টটি শেয়ার করে বাচ্চাটিকে খুঁজে পেতে সহায়তা করুন সবাই।
আপডেট:- বাচ্চাটিকে পাওয়া গেছে।

যশোরের ভবদহ এর জলাবদ্ধতা নিরসনে ৫ টি নদী খনন করবে সেনা বাহিনী।যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাং...
23/09/2025

যশোরের ভবদহ এর জলাবদ্ধতা নিরসনে ৫ টি নদী খনন করবে সেনা বাহিনী।

যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদী (৩৫ কিলোমিটার), হরি-তেলিগাতি নদী (২০ কিলোমিটার), আপারভদ্রা নদী (১৮.৫ কিলোমিটার), টেকা নদী (৭ কিলোমিটার) ও শ্রী নদীসহ (১ কিলোমিটার) মোট ৫টি নদীর ৮১.৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪০ কোটি টাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ‘অর্পিত ক্রয়কার্য (ডেলিগেটেড প্রকিউরমেন্ট) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে আ...
22/09/2025

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আশিকুল হক অন্তুকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। পুলিশের দাবি, অন্তু অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করতেন।

রোববার রাত নয়টার পর সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। আটক অন্তু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আমতলী গ্রামের এনামুল হকের ছেলে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে অভিযান চালায়। এ সময় অন্তুসহ আরও ৩/৪ জন ডিভাইসের মাধ্যমে অবৈধ অনলাইন জুয়ায় লিপ্ত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও অন্তুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে মোবাইলের বিভিন্ন লেনদেন ও ট্রানজেকশন বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত।
তিনি একজন অবৈধ এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা করতেন এবং 'আরমান খান' নামের ফেসবুক আইডি থেকে জুয়ার বিজ্ঞাপন দেন।
আটকের পর ডিবি পুলিশের এএসআই আজহারুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় অন্তুসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। সোমবার অন্তুকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শিবু মণ্ডল জানান, অন্তুর সঙ্গে থাকা অন্যরাও জুয়ার সঙ্গে জড়িত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। তবে তাদের নাম ও ঠিকানা শনাক্ত করার কাজ চলছে।
এদিকে, আদালতে আনা হলে যবিপ্রবির সাবেক শিক্ষার্থী মারুফ হোসেন সুকর্ণ নামের এক যুবক অন্তুর পক্ষ নিয়ে আদালত চত্বরে সাফাই গাইতে থাকেন। যেন কোনোভাবে পত্রপত্রিকায় এ বিষয়ে লেখালেখি কিংবা ছবি প্রকাশ না হয়, সে কারণে হাজতখানার সামনে তদবির চালিয়ে যান। এমনকি তিনি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ করেন।
যবিপ্রবির একটি সূত্র জানায়, আশিকুল হক অন্তু কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল রানার অনুসারী ছিলেন।
তাকে মাদকের সঙ্গেও জড়িত থাকার অভিযোগে শহিদ মশিউর রহমান হল থেকে বহিষ্কার করা হয়েছিল।

যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সনাতন বিদ্যার্থী সংসদ যশোর-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্র...
22/09/2025

যশোর সরকারি সিটি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সনাতন বিদ্যার্থী সংসদ যশোর-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্রী অলোক বসু আর নেই। হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলবেলা হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত যশোরের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হার্টের আর্টারিতে ৮০ শতাংশ ব্লক পাওয়া যায়। সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।অধ্যাপক অলোক বসু দীর্ঘ শিক্ষকতা জীবনে সরকারি এম এম কলেজে কর্মরত থাকার পর যশোর সরকারি সিটি কলেজে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবা, সংগঠন ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। শিক্ষার্থীদের প্রিয় এই মানুষটি ছিলেন পরোপকারী, নিবেদিত প্রাণ ও জ্ঞানপিপাসু।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়ি বাঘারপাড়া উপজেলার দাদপুর গ্রামে নেওয়ার পথে প্রথমে খাজুরা বৈদিক মন্দির কালীবাড়ি প্রাঙ্গণে আনা হয়। সেখানে এক নজর প্রিয় মানুষটিকে দেখতে হাজারো মানুষ ভিড় করেন। শিক্ষার্থী, সহকর্মী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মন্দির চত্বরে ভিড় জমিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। মন্দির কমিটির সদস্য সচিব নারায়ণ চন্দ্র অধিকারী বলেন, “অলোক বসু ধর্মীয় জ্ঞানসম্পন্ন একজন সৎ ও মহান মানুষ ছিলেন। তিনি বিগত বিশ বছরেরও অধিক সময় ধরে খাজুরা মন্দির কমিটির উপদেষ্টা, জয়েন্ট সেক্রেটারি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁকে হারিয়ে আমরা হতবিহ্বল। এসময় বন্ধবিলা ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভুট্টোসহ এলাকার অসংখ্য মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।অধ্যাপক অলোক বসু জীবদ্দশায় স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে যশোরসহ সারাদেশে শিক্ষা অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। যশোর সরকারি সিটি কলেজের সহকর্মী অধ্যাপক জিল্লুল বারী বলেন, “অধ্যাপক অলোক বসুর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন শিক্ষার্থীবান্ধব ও অসাধারণ মানুষ। তাঁর বিদেহী আত্মার শান্তি ও চিরকল্যাণ কামনা করছি। শিক্ষার্থীদের ভালোবাসা, সহকর্মীদের শ্রদ্ধা ও সমাজের মানুষের অকৃত্রিম ভালোবাসায় ভাস্বর অধ্যাপক অলোক বসুর আকস্মিক প্রয়াণে যশোর হারালো তার এক মহৎ কৃতি সন্তানকে।

যশোরে জরুরি কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধ/র্ষ/ণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রা...
22/09/2025

যশোরে জরুরি কথা আছে বলে এক কোম্পানির ডিপো ম্যানেজারকে অফিসে ডেকে ধ/র্ষ/ণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। রোববার রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযুক্ত সোহেল স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। এদিকে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। গত শুক্রবার সকালে ডেকে নিয়ে ডিপো ইনচার্জকে ধর্ষণের পর বেধড়ক মারপিট করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেছিল সোহেল। এসব বিষয়ে জানাজানি করলে তা ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। অন্যদিকে গা-ঢাকা দিয়েছেন সেই সোহেল।

ওই নারীর অভিযোগ, চার-পাঁচ মাস আগে সোহেল তাদের কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই সোহেলের সঙ্গে তার পরিচয় হয়। তাদের পণ্য ছিল বিভিন্ন পশু-পাখির খাবার ও ওষুধ। সোহেল স্টেডিয়ামপাড়ায় তার বাড়ির পাশে একটি ডিলার অফিস নেন। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে অফিসে ডিলারদের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে সোহেল তার মোবাইল নম্বর নেন। ওই দিনই রাত আটটার পর তিনি কল করে বাড়ির সামনে গিয়ে কথা বলেন। এসময় তাকে বলা হয় শুক্রবার সকালে তার অফিসে যেতে হবে‘একটু সমস্যা হয়েছে’।

সকালে ওই নারী প্রথমে তার অফিসে যান। গিয়ে দেখেন তালা মারা। এরপর সোহেল তাকে তার ফ্লাট বাসায় নিয়ে যান। সেখানে গিয়ে দেখেন কেউই নেই। সেখান থেকে চলে আসতে চাইলে তাকে মারপিট করা হয়। এরপর সোহেল তার মুখে হিজাব গুঁজে দেন। পরে তাকে ধ/র্ষ/ণ করে এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন। এসব বিষয়ে কাউকে জানালে হ/ত্যার হুমকি দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখান। পরে বাদী তার বাড়ি থেকে চলে আসেন। থানায় অভিযোগ দিলে পুলিশ তা তদন্ত করে সত্যতা পেয়ে মামলা রেকর্ড করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা রেকর্ড হয়েছে। বাদীকে মেডিকেল করানো হয়েছে। আদালতে আজ তার জবানবন্দি প্রদানের কথা রয়েছে। অন্যদিকে, পুলিশ সোহেলকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

উল্লেখ্য, এর আগেও এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে ওই সোহেলের বিরুদ্ধে। এসব ঘটনায় মামলাও হয়েছে। খেয়েছেন গণপিটুনিও। এছাড়া নিজের স্ত্রীকে হ/ত্যা/র সঙ্গেও জড়িত ছিলেন সমালোচিত এই সোহেল।

22/09/2025

শরতের বৃষ্টি

যশোরে একটি প্রতিষ্ঠানের নারী কর্মীকে অফিসে ডেকে ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে ওই কোম্পানীর ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্র...
21/09/2025

যশোরে একটি প্রতিষ্ঠানের নারী কর্মীকে অফিসে ডেকে ধ/র্ষ/ণের অভিযোগ উঠেছে ওই কোম্পানীর ডিলারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কর্মী কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ রয়েছে। এমনকি তিনি স্ত্রী হ/ত্যা মামলারও আসামি ছিলেন।

বাদীর অভিযোগ, তিনি একটি কোম্পানির চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি ডিপো ইনচার্জ হিসেবে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত সোহেল ওই প্রতিষ্ঠানের ডিলার। গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অভিযুক্ত সোহেল তার ফোন নম্বর নেন এবং পরের দিন সকালে কাজের কথা বলে প্রথমে তার বাড়ির সামনে আসেন। এরপর পৌরপার্কে নিয়ে যান। সেখান থেকে স্টেডিয়ামপাড়ায় তার অফিসে নিয়ে যান। পরে কৌশলে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে গিয়ে সোহেল তাকে আকস্মিক কু-প্রস্তাব দেন। রাজি না হওয়ায় প্রথমে ধ/র্ষ/ণের চেষ্টা চালান। এরপর ওই নারী মোবাইলে বিষয়টি তার প্রতিষ্ঠান মালিককে জানানোর চেষ্টা করেন। এমন সময় সোহেল তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর ও হ/ত্যা/র হুমকি দিয়ে ধ/র্ষ/ণ করেন। পরে তিনি বিষয়টি কর্মকর্তাদের জানালে তারা থানায় লিখিত অভিযোগ দেন।

এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মামলাও রয়েছে। তাদের দাবি, সোহেলের পুলিশের এসপি ও ইন্সপেক্টর পর্যায়ের আত্মীয় রয়েছে। তাদের প্রভাব খাটিয়ে এ অভিযোগ থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন।

এদিকে ওই নারীকে ডেকে নেওয়ার বিভিন্ন ভয়েস রেকর্ড রয়েছে। সেখানে শোনা যাচ্ছে, সোহেল ওই নারী কর্মীকে বলছেন, তুমি কি ব্যস্ত? ব্যাচেলর থাক না, ফ্যামিলি বাসায় থাকছো? কোথায় সেটা? আরেকটি রেকর্ডে শোনা যায়, সেখানে ওই নারীকে একটি ফ্ল্যাটে বসিয়ে কথা বলছেন, তোমার ফোন কি সাইলেন্ট মুডে করে রাখা? ওপাশ থেকে ওই নারী বলেন, কেন? উত্তরে সোহেল বলেন, আস্তে কথা বলো ও ফোনটা সাইলেন্ট করে রাখ । ওই নারী বলেন, আপনি তাড়াতাড়ি এসে কি বলবেন বলেন। আমাকে অফিসে আসতে বলে ফ্লাটে আনলেন কেন। অন্যপাশ থেকে বলছে। বস বস আমি আসছি।

এদিকে এসব বিষয় অস্বীকার করে সোহেল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ওই মেয়ের সঙ্গে তেমন কথা হয়নি। তিনি ষড়যন্ত্রের শিকার বলে লাইন কেটে দেন। পরে আবার কল করে ভয়েস কল রেকর্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোম্পানির কাছে তার ৩১ লাখ টাকা পাওনা রয়েছে। তাই ওই মেয়েকে ডেকে নিয়ে এসেছিলেন। তিনি বলেন, প্রথমে আব্দুর রাজ্জাক কলেজের মোড়ে কথা বলেছেন। পরে মানুষ যাতে না দেখে তাই তাকে অফিসে নিয়ে গিয়েছিলেন। পরে ওই মেয়েকে ফ্ল্যাটে নিয়ে যান তাও স্বীকার করেন। তিনি বলেন, সেখানে ওই মেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন আসে। তখন তিনি তাকে মারধর করেন। কিন্তু ধ/র্ষ/ণের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। পুলিশের বিশেষ টিম ঘটনার তদন্তে নেমেছে। বাদীর সঙ্গে কথা বলা হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আজ "স্ত্রী প্রশংসা দিবস"।প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। ২০২৫ সালে দি...
21/09/2025

আজ "স্ত্রী প্রশংসা দিবস"।

প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপন করা হয় এই বিশেষ দিনটি। ২০২৫ সালে দিনটি পড়েছে ২১ সেপ্টেম্বর, রোববার। স্ত্রীর প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান প্রকাশ করতেই এই দিবস পালন করা হয়।

প্রথমবার ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা। এরপর ধীরে ধীরে বিশ্বের নানা দেশে এটি পালন করা শুরু হয়। যদিও দিনটি সম্পর্কে প্রচলিত তথ্য খুব বেশি নয়, তবুও এর মূল উদ্দেশ্য একটাই—স্ত্রীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং ভালোবাসার প্রকাশ ঘটানো।

অনেক পুরুষ আছেন যারা প্রতিদিনই স্ত্রীর প্রশংসা করেন, আবার কেউ কেউ মনের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করেন। এই বিশেষ দিনটি তাদের জন্য একটি সুযোগ হতে পারে মুখে বলা না হয়ে ওঠা ভালোবাসার কথা প্রকাশ করার।

এই দিনে স্ত্রীকে ছোট একটি উপহার দিতে পারেন। যেমন— তার পছন্দের ফুলের তোড়া। প্রিয় বই, পোশাক বা গয়না। একসঙ্গে রেস্টুরেন্টে ডিনার করা বা কেবল একটি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসাসূচক কিছু কথা বলা।

এই ছোট ছোট প্রচেষ্টাগুলোই বাড়িয়ে তুলতে পারে সম্পর্কের উষ্ণতা, বাড়াতে পারে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা।

কি জানিয়েছেন তো স্ত্রীকে সম্মান??

Address

Jashore City
Jessore
7400

Telephone

8801912175048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jessore Town যশোর টাউন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jessore Town যশোর টাউন:

Share