Eduketion 3 000

Eduketion 3 000 একজোণ মাণূষ

15/07/2025

যাদের সন্তান এসএসসি পাস করেছে তাঁদের জন্য।
বাদল সৈয়দ।

আপনার বাচ্চা এবার এসএসসি পাস করেছে? আমার অভিনন্দন গ্রহণ করুন। অনুমতি দিলে ওর ব্যাপারে কিছু কথা বলি। কাজে লাগতে পারে। দয়া করে আমাকে শুনবেন?

সে একটি নতুন জগতে পা দিচ্ছে। শুরু হচ্ছে স্কুলের সীমা ছাড়িয়ে কলেজের বৃহত্তর জীবন। নতুন ধরনের স্বাধীনতা। একটু বড় বড় ভাব। এখন সময় হচ্ছে ওকে আরেকটু অন্যভাবে তৈরি করার। মাথায় নতুন কিছু ঢোকানোর।এগুলো ওকে সারাজীবন পথ দেখাবে। তাই এসময়টিতে আমাকে যেভাবে 'প্রস্তুত' করা হয়েছিল সেগুলো শেয়ার করছি। আমার খুব কাজে লেগেছিল, হয়ত আপনার বাচ্চারও কাজে লাগবে।

১। কলেজে ওঠার পর আমাকে সপ্তাহে একদিন বাজারে পাঠানো হতো। সম্পুর্ণ নিজের পছন্দে বাজার করার জন্য। আব্বার কথা ছিল, পুরো জীবনটাই মানুষকে নেগোসিয়েশন করে চলতে হয়। বাজারে দরদাম করা হচ্ছে, সেই নেগোসিয়েশন শেখার প্রাইমারি স্কুল। পরে জীবনের প্রতি পদে আমার এ অভিজ্ঞতা কাজে লেগেছে।

২। এসময় আমাকে বলা হয়েছিল, ছোটো দুভাইকে পড়াতে। এটা করলে তাদের গড়ে তোলার দায়িত্ববোধ আমাকে পরবর্তীতে পরিবারের বড় ছেলে হিসেবে যেমন কর্তব্যপরায়ণ করবে, একইভাবে দুভাইয়ের মধ্যে বড় ভাইকে মান্য করার মানসিকতা গড়ে তুলবে। ধারণাটি বৃথা যায়নি। বয়সের দুস্তর ব্যবধান না থাকলেও তাদের পড়ানোর ব্যাপারটি আমাকে ওদের ফাদার ফিগারে পরিণত করে। তারা আমার কথা কখনো অমান্য করেনি।

৩। আমাকে বলা হয়েছিল, 'আর্ন স্মল মানি।খুব কম হলেও কিছু রোজগার করা যায় কিনা দেখো।সংসারে তোমার রোজগারের প্রয়োজন নেই, কিন্তু তোমার স্বনির্ভরশীলতা শেখার জন্য এটার দরকার আছে।' আমি কথামতো মাসিক পঞ্চাশ টাকা বেতনে টিউশনি শুরু করেছিলাম। এরপর পুরো ছাত্রজীবন আমি প্রায় স্বনির্ভর ছিলাম।

৪। আমাকে বলা হয়েছিল, এখন নতুন অনেক বন্ধু হবে। তৈরি হবে বন্ধনের অনেকগুলো নতুন সেতু। জীবনের সেরা বন্ধু হয়ত তুমি কলেজেই আবিষ্কার করবে। শুধু একটি কথা মনে রাখবে, এক ঝুড়ি ভালো আম নষ্ট করার জন্য একটি পঁচা আমই যথেষ্ট। তাই বন্ধু বাছাইয়ে সাবধান! কথাটি আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ পরামর্শ হিসেবে কাজ করেছে।

৫। কলেজে উঠার পর আমাকে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময় ডাকা হতো। আব্বার যুক্তি ছিল, জীবনে সিদ্ধান্ত নেওয়া শেখা শুরু করতে হবে পারিবারিক সিদ্ধান্তে অংশ নিয়ে। এটাই হাতে-কলমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তোলে। অনেক বছর পর আজ মনে হয়, আমার ব্যাপারে আব্বা যত সিদ্ধান্ত নিয়েছিল।

27/03/2025

Address

Rostompur
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eduketion 3 000 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share