Ïẗ's̈ m̈ë s̈öḧël̈

Ïẗ's̈ m̈ë s̈öḧël̈ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ïẗ's̈ m̈ë s̈öḧël̈, Digital creator, Jabusha, Rupshai, khunla, Jessore.

মাানব দেহের সবচেয়ে ছোর হাড় কোনটি ??
12/01/2024

মাানব দেহের সবচেয়ে ছোর হাড় কোনটি ??

😐চাচা : কিরে তুই নাকি প্রেম করিস😡আমি : না মানে  চাচা🙂চাচা : আমার মেয়ে মানে তোর আপাকে দেখ এত বড় হয়ে গেছে এখন ও কোনো প্...
25/12/2023

😐চাচা : কিরে তুই নাকি প্রেম করিস😡

আমি : না মানে চাচা🙂

চাচা : আমার মেয়ে মানে তোর আপাকে দেখ এত বড় হয়ে গেছে এখন ও কোনো প্রেম ভালোবাসা করে নি,, আর তুই ছি ছি 🙁

আমি : আপনি কি সত্যিই ভালো করে জানেন আপু প্রেম করে না😎

চাচা : হুম..!!

আমি : তাহলে প্রমাণ দেখবো কি😒

চাচা : হুম..! দেখা 😎

চাচা আর আমি মিলে আপুর কাছে যাওয়ার পরে ......

আমি : আপু কেমন আছিস🙂

আপু : আলহামদুলিল্লাহ ভালো ! তুই কেমন আছিস🙃

আমি : আলহামদুলিল্লাহ ভালো আছি ..! তোকে একটা কথা বলবো

আপু :হুম .. বল🙂

আমি: আপু তোমার বয়ফ্রেন্ডের নাম রাতুল না ..!

আপু : না আমার বয়ফ্রেন্ড এর নাম তো তিশান 🙂

এখন পিছনে ঘুরে দেখি চাচা বে''হুঁ''শ 🤣🤣🤣

#ফিরোজ_কবি

#ফলো_দিয়ে_সাথেই_থাকুন 👉 it's Me sohel

গল্প বাবা যখন gf সাজে 😁ছেলে ঃ জান কি করো😍মেয়ে ঃ কিছু না,, তুমি কি করো🙃ছেলে ঃ তোমার কথা ভাবতেছি😍মেয়ে ঃ ও আচ্ছা তাই😌ছেলে ঃ...
23/12/2023

গল্প বাবা যখন gf সাজে 😁

ছেলে ঃ জান কি করো😍

মেয়ে ঃ কিছু না,, তুমি কি করো🙃

ছেলে ঃ তোমার কথা ভাবতেছি😍

মেয়ে ঃ ও আচ্ছা তাই😌

ছেলে ঃ হুম,,খাওয়া দাওয়া করেছো জানু😚

মেয়ে ঃ হুম করেছি, তুমি করেছো☺️

ছেলে ঃ হুম, আমাদের রিলেশনের কতো দিন হলো জানু😕

মেয়ে ঃ এই তো প্রায় ৮ মাস,, কিন্তু কেন🤔

ছেলে ঃ আমি তোমাকে এখনো দেখিনি😒

মেয়ে ঃ তোমার সাথে আমার কি কথা হয়েছিলো🙄

ছেলে ঃ কি কথা🤔

মেয়ে ঃ আমি বলেছিলাম তোমার রেজাল্ট বের না হওয়া পর্যন্ত আমাকে তুমি দেখতে চাইবে না😐

ছেলে ঃ কালকেই তো রেজাল্ট দিবে 🥺

মেয়ে ঃ হুম এতোদিন অপেক্ষা করতে পারছো আর একদিন অপেক্ষা করতে পারবে না🥱

ছেলে ঃ ওকে কালই তোমাকে দেখবো🤗

পরের দিন ____________

ছেলে ঃ ওই জান 😍

মেয়ে ঃ হুম বলো😊

ছেলে ঃ আমি Gpa 5 পাইছি এবার তোমার পিক দাও🥰

মেয়ে ঃ 🙄😒

ছেলে ঃ কি হলো দাও,, আমি সবার আগে তোমাকে বলছি, আব্বুও কিছু জানেনা😞

মেয়ে ঃ নারে পাগল তুই তোর আব্বুকে ই আগে বলছিস😉

ছেলে ঃ মানে😳

মেয়ে ঃ এটা আমার ফেক আইডি তোর জন্য খুলছি🤣

ছেলে ঃ কিহহহহ😠😠

মেয়ে ঃ হ্যা বাবা রাগ করিস না এই ছাড়া আমার আর কোনো উপায় ছিলো না তোরে সোজা করার🥹

ছেলে ঃ 😭😭
me sohel
মন ছুঁ'য়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন 🥰

ম্যাডাম: বলতো কে প্রথম চাঁদে গিয়েছিলো??ছাত্র: সোনা মিয়া।ম্যাডাম: ফাজিল কথাকার।ম্যাডাম এবার বললো,"কে প্রথম এভারেস্ট জয়...
20/12/2023

ম্যাডাম: বলতো কে প্রথম চাঁদে গিয়েছিলো??
ছাত্র: সোনা মিয়া।

ম্যাডাম: ফাজিল কথাকার।
ম্যাডাম এবার বললো,"কে প্রথম এভারেস্ট জয় করেছিলো??
ছাত্র: দানা মিয়া।

এবার ম্যাডাম রে/গে ছেলেটার হা/ত ধরে টে/নে হেডস্যারের কাছে নিয়ে গেলো।
ম্যাডাম: কি ফা/লতু ছাত্র রাখেন, এরা স্কুলের নাম খা/রাপ
করবে।

হেডস্যার: কেনো কি হয়েছে??
ম্যাডাম: কিছুই পারে না। সব উ/ল্টা পা/লটা বলে।

হেডস্যার: ছাত্রকে, এই বলতো ২এ ২এ কতো হয়??
ছাত্র: স্যার, ৪ হয়।

হেডস্যার: ৪এ ৪এ কতো হয়??
ছাত্র: ৮ হয়।
হেডস্যার: এইতো পারে তো আ/স্তে আ/স্তে শিখে যাবে।
এবার ম্যাডাম আরও রে/গে গেলেন। তিনি হেডস্যারকে বললেন, রাখেন আপনার প্রশ্ন। ওকে প্রশ্ন আমি করবো।
যদি ১টাও ভু/ল হয় তাহলে স্কুল থেকে বের করে দিবো।

ম্যাডাম: বল তোর পে/ন্টের ভিতর কি আছে। যা আমার শারী/রের ভিতর নাই??
ছাত্র: পকেট।

ম্যাডাম: বল, গাভীর আছে ৪টা আমার আছে ২টা, বল এটা কি হবে??
ছাত্র: পা।

ম্যাডাম: কোন কাজটা খা/টেই করতে মজা ও আ/রাম??
ছাত্র: ঘুম।

ম্যাডাম: বল কোন জিনিস মুখের ভিতর ঢু/কে শ/ক্ত হয় আর বের হয় ন/রম হয়ে??
ছাত্র: চু/ইংগাম।

ম্যাডাম: ছেলেরা উত্তে/জিত হলে তাদের শরীরের কোন অ/ঙ্গ ছোট থেকে বড় হয়ে যায়??
ছাত্র: হৃদপিন্ড।
!
হেডস্যার: ম্যাডাম, থামেন থামেন। স্কুল বাদ দেন, এই ছাত্রকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন। আপনি যে ভাবে
প্রশ্ন করলেন আর 'ও' যে ভাবে উত্তর দিলো, আমি তো অন্য
উত্তর মনে করেছিলাম।
©️ me sohel id..

মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন।

20/12/2023

বনের পশুদের মধ্যে চ্যাট হচ্ছেঃ

মুরগি: মনটা খুব খারাপ।
যতই ডিম পারি, মালিক সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে দেয়।
হাঁস: ঠিকই বলেছিস।
টিকটিকি: আমার মতো ডিমগুলো লুকিয়ে রাখতে পারিস না?
কই, আমার ডিমতো ওরা বিক্রি করে না।
শিয়াল: খুবই খারাপ কথা, মুরগি ভাই। তুমি আজ
সন্ধার পর বাগানের শেওরা গাছটার নিচে এসে আমার সঙ্গে দেখা করবে, কেমন!!
কুকুর: শেয়ালের কথায় কান দিও না, মুরগি ভাই।
বেটা এক নম্বর ধান্দাবাজ।
বিড়াল: ভাগ্য ভালো যে আমি ডিম পারি না।
ছাগল: তোরা মানুষের বদনাম করছিস কেনো?
ওরা কতো ভাল আমি জানি। আমাদের কতো আদর করে ঘাস-পাতা খাওয়ায়।
গরু: ছাগল রে তুই ছাগলই রইয়া গেলি। পরে
বুঝবি এতো আদর কেনো করে!!
কুকুর: আমি ছাগলের সাথে একমত।
মুরগি: কুকুর তুই এত ঘ্যান ঘ্যান করিস না। মানুষ তোকে
আমাদের মতো খায় না তো, তাই এত বকবক করছিস।
কুকুর: মানুষ আমাদের খায় না তোকে কে বললো??
সাধে কি আমি চাইনিজ লোক দেখলে লেজ তুলে
দৌউর লাগাই??
কচ্ছপ: hi guys sign in করতে একটু দেরি হয়ে গেলো।
কেউ কিছু মনে করো নি তো!!
হায়না: তুই তো এমনিতেই ধীরুস সেটা আমরা জানি। মনে
করার কি আছে??
হাতি: হায়না ভাই, এটা কিন্তু ঠিক না। তুমি একটু জোরে দৌড়াও বলে অন্যদের গতি নিয়ে হাসাহাসি করবে??
কচ্ছপ: আমি ধীরুস কে বললো??
ভুলে গেলে যে খরগোশকে দৌড়ে হারিয়ে ছিলাম আমি।
খরগোশ কই কিছু বলছো না যে!!
জিরাফ: খরগোশ এর মোবাইল ফোনে নেট প্যাকেজ শেষ। তাই চ্যাটে আসতে পারছে না। তোরা কেউ ওকে একটু এমবি ধার দে।
সিংহ: আমি বনের রাজা, অথচ আমাকে ছাড়াই তোরা চ্যাটিং শুরু করেছিস কোন আক্কেলে?? 😡😡
হাতি: উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা গরম করিস না কিন্তু। নইলে তুলে এমন আছার মারবো যে রাজা গিরি ছুটে যাবে।
কুমির: হি হি হি! হাসতে হাসতে চোখে জল এসে গেলো।
বানর: তবে তোরা যে যাই বলিস, আমার মোবাইলের নেটওয়ার্ক কিন্তু তোদের চেয়ে স্ট্রং।
বাঘ: তোর নেটওয়ার্ক স্ট্রং আর আমার দাত স্ট্রং। গাছ থেকে নেমে আয় প্রমান দেখাচ্ছি।
শিয়াল: আলোচনা সংঘর্ষের দিকে যাচ্ছে।
আর তাই শান্তির স্বার্থে আজকের মত গ্রুপ চ্যাট শেষ করলাম সবাইকে
ধন্যবাদ।
©

নিয়মিত মজার সব গল্প পড়তে পেইজটি ফলো দিয়ে রাখুন 🥰

Address

Jabusha, Rupshai, Khunla
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ïẗ's̈ m̈ë s̈öḧël̈ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share