Bangalipur Waz Media বাংগালীপুর ওয়াজ মিডিয়া

  • Home
  • Bangladesh
  • Jessore
  • Bangalipur Waz Media বাংগালীপুর ওয়াজ মিডিয়া

Bangalipur Waz Media বাংগালীপুর ওয়াজ মিডিয়া আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতু। নতুন নতুন ওয়াজ পেতে পেজটি ফলো দিয়ে রাখুন।

02/05/2024

কর্জে হাসানার ফজিলত ও সুদের গুনাহ সম্পর্কে সুন্দর একটি আলোচনা।

পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।


゚viralシ ゚viral prana

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভ...
29/04/2024

দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন, হযরত! হাজার দুইয়েক টাকা হবে? খুব সমস্যায় আছি। মাসের বেতন পেলেই দিয়ে দিব। আমি বললাম, ভাই! হাতে টাকা নাই। যা ছিল শেষ। তারপরও দেখি আসরের সময় আইসেন। আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন। লোকটা 'আলহামদুলিল্লাহ' বলে চলে গেলেন।

বিকেলে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ ঢাকা থেকে ফোন। মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি৷ বললেন- আমি হাজার দুইয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন? অভাবী ব্যক্তি দেখে? আমি নীরব হয়ে গেলাম। ভাবছিলাম দুপুরের অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক। বিকেলে তার রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন। এরপর বিকাশে দুই হাজার নয়, তিন হাজার টাকা আসল।

মাগরিবের পর অফিস রুমে আমি ও আমার মু'আজ্জিন বসা। লোকটাকে ডাকলাম। বললাম, দুপুরে আমার কাছে টাকা চাইলেন। কী করবেন টাকা দিয়ে? লোকটা বললেন- গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে৷ এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি। টাকার অভাবে দেখতে যেতেও পারছি না! খুব আদরের বোন হুজুর! এ বলে লোকটার চোখ ছলছল করে উঠে। জিজ্ঞেস করলাম, আমি দিতে না পারায় আপনি কী করেছেন পরে? লোকটা বললেন- হযরত! আপনার কাছে না পেয়ে মনটা ভেঙে যায়। মালিকরে ডাকলাম৷ বললাম, মালিক! চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলব? আমার কিছু হলে আমার পরিবারটার কী হবে? হুজুর! বুক ফেটে কান্না আসছিল তখন।

মুচকি হেসে বললাম আপনার মালিক আপনার ডাকে সাড়া দিয়েছেন। উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন। ঐ লোককে আপনি চিনেন না। তিনিও আপনাকে চিনেন না। আপনার দুই হাজার দরকার। তিনিও দুই হাজার দিবেন। আপনার মালিকই এই যোগসূত্র তৈরি করেছেন। তবে আপনার মালিক আপনাকে একটু বেশিই দিয়েছেন। চেয়েছেন দুই হাজার। মালিক আপনাকে তিন হাজার দিয়েছেন। বিকাশ নাম্বারটা দিন। লোকটা হাটুতে মাথা গুজে মালিক! মালিক! বলে কান্নায় ভেঙে পড়েন। পাশে বসা মু'আজ্জিনের চোখেও পানি। আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম।

লোকটা উঠে চলে গেল মসজিদে। সেজদায় পড়ে মালিকের কৃতজ্ঞতা আদায় করল।

এশার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে। পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম,আচ্ছা আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তাঁর এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য? উনি নীরব হয়ে গেলেন। বুঝতে পারছিলাম উনিও আবেগাপ্লুত।

আসলে দুই হাজার টাকা কিছুই না এ সমাজে৷ কিন্তু দেখুন এই সামান্য টাকার মধ্যেই আমার রবের কি কুদরেতরই না প্রকাশ ঘটেছে।

লিখেছেন Masud Alimi

আকাশ হোসেন। জয়পুরহাট জেলার দোগাছী গ্রামের এক দিনমজুর পিতার ঘরে জন্ম নেয়া মেধাবী সন্তান। প্রাইমারী আর হাইস্কুল লাইফে পিতা...
23/04/2024

আকাশ হোসেন। জয়পুরহাট জেলার দোগাছী গ্রামের এক দিনমজুর পিতার ঘরে জন্ম নেয়া মেধাবী সন্তান। প্রাইমারী আর হাইস্কুল লাইফে পিতার কষ্টে উপার্জিত অর্থের পাশাপাশি নিজের মেধায় অর্জিত বৃত্তি, এ দুইয়ের সমন্বয়ে চালিয়ে নিয়েছিলো তার লেখাপড়া। কলেজ লাইফের আগ পর্যন্ত কোনো প্রাইভেট টিচারের কাছে পড়ার সুযোগ হয়নি তার। কলেজ লাইফেও শিক্ষকেরা বিনে পয়সাতেই তাকে বিভিন্ন ব্যাচে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। অদম্য মেধার পরিচয় দিয়ে শেষ পর্যন্ত টিকে গিয়েছিলেন বুয়েটেও। পেয়েছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং এর মতো প্রসিদ্ধ বিষয়ে লেখাপড়ার সুযোগ। বুয়েটে ভর্তি কার্যক্রম থেকে শুরু করে অন্যান্য কাজে তার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয় "মানুষের মানুষের জন্য" নামক বুয়েটিয়ান সিনিয়রদের দ্বারা পরিচালিত এক সেবামূলক প্রতিষ্ঠান থেকে।

কিন্তু সেই দরিদ্র ঘরের মেধাবী ছাত্রটিকে আজ সকলেই চিনে "আবরারের খুনী" হিসেবে। ফার্স্ট ইয়ারে সহজ সরল ছেলেটি সিনিয়র হওয়ার পরে যোগ দেয় বুয়েট ছাত্রলীগে। আকাশের ঘনিষ্ঠ অনেকের মতে, আকাশ কে এই বলে লোভ দেখানো হয়েছিলো যেঃ "তুই গরীব ঘরের ছেলে। তোর ত চাকরি পাওয়ার কোনো লিংক নাই। তুই আমাদের সাথে ছাত্রলীগে যোগ দে। তোর সব চাকরি, লিংক আর টাকাপয়সার ব্যবস্থা ছাত্রলীগ থেকেই পেয়ে যাবি।" বুয়েট ছাত্রলীগের মানুষরূপী কিছু পশুর এরূপ কথায় প্রভাবিত হয়ে আকাশও যোগ দেয় তাদের দলে।

আকাশের এভাবে ছাত্রলীগে যোগদানের বিষয়টি অনেকেই জানতো না। আবরার হত্যার পরে অনেকেই ভেবেছিলো, হয়তো আকাশ সেদিন সাধারণ ছাত্রলীগ হিসেবে দলীয় এজেন্ডা মোতাবেক দলের প্রতি আনুগত্য দেখাতে ২০১১ নং রুমে গিয়েছিলো"। কিন্তু পরবর্তীতে তদন্তে জানা যায়ঃ "আবরার ফাহাদকে হত্যা করার পূর্বে পরিকল্পনা বৈঠকে আকাশ নিয়মিত অংশগ্রহণ করেছিলো। হত্যাকান্ডের দিন আবরার কে তার রুম থেকে ডেকে নিয়ে যাওয়া, মুমুর্ষু অবস্থায় বাথরুমে নিয়ে যাওয়া, যে রুমে অত্যাচার করা হয়েছিলো সে রুম থেকে অন্যত্র আরেকটি রুমে আবরার কে সরিয়ে নেয়া সহ একাধিক কাজে সে সক্রিয় অংশগ্রহণ করেছিলো।" এসব তথ্য বেরিয়ে আসার পরে বুয়েটিয়ান কমিউনিটির কেউ ই আকাশের প্রতি আর বিন্দুমাত্র সহানুভুতি প্রদর্শন করেনি। সকলের কাছেই তার পরিচয় কেবলই "আবরার ফাহাদের খুনী" (যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত)।

খুনী আকাশের প্রতি আমাদের বুয়েট পরিবারের এখন আর কোনো সহানুভুতি কাজ করে না। একজন খুনীকে আমরা কখনোই মাফ করতে পারবো না। যারা দিনের পর দিন বুয়েট ক্যাম্পাস কে ত্রাসের রাজত্বে পরিণত করেছিলো, যারা পুরো বুয়েট কে পরিণত করেছিলো একটি জীবন্ত টর্চার সেলে, তাদের প্রতি কোনোরূপ সহানুভুতি আমাদের মন থেকে আসে না। তবে তার অভাগা পিতামাতার জন্য আমাদের আফসোস থেকে যাবে। পায়ের ঘাম মাথায় ফেলে, রিকশা ভ্যান চালিয়ে, দিনমজুরী করে যে সন্তান কে বড় করেছিলেন তারা, সমাজে একসময় যে সন্তান ছিলো তাদের গর্বের বিষয়, হয়তো ভেবেছিলেন এ সন্তানের হাত ধরেই দারিদ্র্যতার অভিশাপ থেকে মুক্ত হবে পুরো পরিবার, আজ সে সন্তানই তাদের কাছে সবচেয়ে বড় বোঝা!! একসময় যে রিকশাচালক পিতাকে দেখে সবাই বলতো "বুয়েটিয়ানের গর্বিত পিতা", আজ উনার পরিচয় "একজন খুনীর জন্মদাতা বাপ"। নিজেকে একটু আকাশের পিতামাতার স্থানে কল্পনা করে ভাবুন তো!!!

আকাশের ঘটনা আবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কেনো আমরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে। আমরা বুয়েটিয়ান পরিবার চাইনা, আকাশের মতো সহজ সরল পরিশ্রমী কোনো শিক্ষার্থী রাজনীতিতে জড়িয়ে পরিণত হোক কোনো হিংস্র হায়েনায়। আমরা চাইনা, কোনো অভিভাবক আকাশের পিতামাতার মতো এরূপ করুণ পরিণতির মুখোমুখী হোক। এসব কিছুর মূলেই রয়েছে শুধুমাত্র বুয়েটের ছাত্ররাজনীতি। তাই, ছাত্ররাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস এই মুহূর্তে আমাদের মূল দাবী। এ মুহূর্তে রাজনীতি থাকা অবস্থায় কোনোভাবেই লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সম্ভব নয়, এটিই আমাদের সকলের অভিমত।

21/04/2024

সুমধুর কন্ঠে কুরআন তেলোয়াত-ক্বারী সাইদুল ইসলাম আসাদ।

পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।



゚viralシ ゚viral

19/04/2024

চাচার ঈমানী শক্তি দেখেন।

পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।


゚viralシ ゚viral

18/03/2024

ছিনতাই হওয়া জাহাজ কীভাবে উদ্ধার করলো দেখুন।

17/03/2024

Address

Khulna
Jessore
7440

Alerts

Be the first to know and let us send you an email when Bangalipur Waz Media বাংগালীপুর ওয়াজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share