হুমায়ূন আহমেদ √

হুমায়ূন আহমেদ √ story,

Permanently closed.
22/09/2025
09/03/2025

~জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য... কারো না কারো কাছে.... একবার ঠকে যাওয়াটা খুব দরকার~

~হুমায়ূন আহমেদ~

09/03/2025

❝মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধু অ'ভি'মা'ন করেই কাটায়।❞
~হুমায়ূন আহমেদ

11/11/2024

“ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।”
—এপিজে আবদুল কালাম আজাদ

মুগ্ধ করে রাখার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা; রবের অপূর্ব এক রিযিক, অমূল্য...
11/11/2024

মুগ্ধ করে রাখার মতো সমস্ত সৌন্দর্য ধারণ করেও নিজেকে পর্দার আড়ালে রাখার সিদ্ধান্ত নিতে পারা; রবের অপূর্ব এক রিযিক, অমূল্য এক নিয়ামত।

— আতিক উল্লাহ (হাফি.)

11/11/2024

আমরা দুজন একটি গাঁয়ে থাকি
সেই আমাদের একটিমাত্র সুখ ,
তাদের গাছে গায় যে দোয়েল পাখি
তাহার গানে আমার নাচে বুক ।

— রবীন্দ্রনাথ ঠাকুর

10/11/2024

"একদিন সব কিছু ঠিক হয়ে যাবে"
এই বাক্যে চলছে জীবন গতিপথ
______ নয়নমণি ❤️

10/11/2024

❝ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি।❞
-হুমায়ূন আহমেদ

15/09/2024

স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই। জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশি ভালোবাসে।
—হুমায়ূন আহমেদ

25/08/2024

ইলিশ দিলাম,গ্যাস দিলাম, আমাদের দেশে চাকরিও দিলাম? এখন দিলাম কন্যা! দেনমোহর হিসেবে তোমরা পাঠাইলা বুঝি-বন্যা!!

25/08/2024

কেউ হা'রিয়ে দিতে চাইলে জিতার চেষ্টা করুন।
তাও যদি জিততে না পারেন, তাহলে সঠিক সময়ের অপেক্ষা করুন। মনে রাখবেন, যে আপনাকে হা'রিয়ে আনন্দ উপভোগ করছে তাকে হা'রানোর জন্যেও কেউ তৈরি হয়ে আছে।

লেখা ⇨⇨ আফরোজা🌸

RIGHT
25/08/2024

RIGHT

Address

Jessore

Telephone

+8801996868187

Website

Alerts

Be the first to know and let us send you an email when হুমায়ূন আহমেদ √ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category