Lãmîyã Ãktêr

Lãmîyã Ãktêr Silence,,,
is the best answer to someone who doesn't value your words.

তার সাথে দেখা করার কথা সন্ধ্যা ৬টায়, আমি বিকেলের ঘুমে অচেতন। ঘুম ভা'ঙ''লো ৭টায় উঠে ফোন চেক করে দেখি ৪৫টা মিস কল। তাড়া...
24/02/2025

তার সাথে দেখা করার কথা সন্ধ্যা ৬টায়, আমি বিকেলের ঘুমে অচেতন। ঘুম ভা'ঙ''লো ৭টায় উঠে ফোন চেক করে দেখি ৪৫টা মিস কল। তাড়াহুড়ো করে রেডি হয়ে রিকশা করে পৌঁছালাম তাঁর কাছে, ভাবলাম আজকে হয়তো আর রক্ষা নেই।

কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে তার ওড়না দিয়ে আমার ঘাম মুছতে লাগলো আর বললো রাস্তায় অনেক জ্যাম ছিলো? কল রিসিভ করো নাই কেন? ওহ্ তোমার তো আবার ব'দ অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখার। যাইহোক তোমার জন্য তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি আমি, খাইয়ে দিবো বসো।

সেদিন আমি কোনো কথা বলতে পারিনি। থমকে গিয়েছিলাম, চুপ করে তার টানাটানা দুটো চোখের দিক তাকিয়ে ছিলাম, নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি মনে হচ্ছিলো। তার পাশাপাশি নিজের উপর অনেক রাগ হচ্ছিলো।

তবে আমাদের ও বিচ্ছেদ হয়েছে আজ ২ বছর
হলো।💔

28/01/2025

Tha voice is my Betsy❤️❤️❤️

18/07/2024

যখন বলি একটু ঢং করতে,,
একটু বেশিই করে ফেলে

পরিস্থিতি হাতের বাইরে, অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জারি করেছেন সরকার!   ...
17/07/2024

পরিস্থিতি হাতের বাইরে, অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জারি করেছেন সরকার!

15/07/2024

আকাশ জুড়ে ভারি কালো মেঘ,
আপেক্ষা এক পশলা স্বস্তির বৃষ্টির!
আর আপেক্ষা নিশির।
সেই গভীর চোখ দুটো দেখার,
আর একবার, আর একটিবার-
হাতে হাত রাখার অপেক্ষা।
পাতার পর পাতা জুড়ে -
তার লেখা চিঠি পড়ার অপেক্ষা।
ঝুম বৃষ্টিতে পাশাপাশি দাড়িয়ে -
ঐ চোখে চোখ রাখা র অপেক্ষা।
আরো একটিবার নিজের মত বাঁচার অপেক্ষা।

14/07/2024

আমার একটা ও আছে!
আমি তাকে নিশি বলে ডাকি।
আইনত সে আমার নয়,
তবু আমি তারই আশায় থাকি।
আমি তাকে ডেকে বলি,
ওগো নিশি তুমি কিন্তু আমার!
দিন শেষে যখন তুমি আসো,
পরশ দাও মিষ্টি ভালবাসার।
নিশি আমার কথায় মাথা নাড়ায়,
বলে- যেতে হবে, আজ আমি আসি।
খুব যতনে ভালবাসার পরশ দিয়ে বলি-
কাল আবার এসো- নিশি।।

08/07/2024

ঘর খুলিয়া বাহির হইয়া জোছনা ধরতে যাই,
আমার হাত ভর্তি চাঁদের আলো
ধরতে গেলে নাই।

~~ হুমায়ূন আহমেদ।

06/07/2024

সরদার ডাক্তার,
মাথা ভালো টাক তার,
পানি খাই চিবিয়ে চিবিয়ে 🙃🙃

09/06/2024

আপনার জীবনে এমন কাউকে দরকার: যার সাথে একঘন্টা কথা বলে পরের পাঁচ ঘন্টা কাজ করার মতো এনার্জি পাবেন। যার সাথে কথা বলে কঠিন সেমিস্টার সার্ভাইভ করতে পারবেন, , যে আপনার জীবনে এনার্জি ড্রিংক, পাঁচ ছয় মগ কফির মতো কাজ করবে। দ্বীধাহীনতায় বলতে পারবেন আপনার মন ভালো নেই, মাথায় প্রেশার লাগে। তার কাছে মন ভালো করার ওষুধ না থাকলেও, সে নিজেই একটা ওষুধের মতো কাজ করবে।

লেখা টা কালেক্ট করা।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Lãmîyã Ãktêr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lãmîyã Ãktêr:

Share