
24/02/2025
তার সাথে দেখা করার কথা সন্ধ্যা ৬টায়, আমি বিকেলের ঘুমে অচেতন। ঘুম ভা'ঙ''লো ৭টায় উঠে ফোন চেক করে দেখি ৪৫টা মিস কল। তাড়াহুড়ো করে রেডি হয়ে রিকশা করে পৌঁছালাম তাঁর কাছে, ভাবলাম আজকে হয়তো আর রক্ষা নেই।
কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে তার ওড়না দিয়ে আমার ঘাম মুছতে লাগলো আর বললো রাস্তায় অনেক জ্যাম ছিলো? কল রিসিভ করো নাই কেন? ওহ্ তোমার তো আবার ব'দ অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখার। যাইহোক তোমার জন্য তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি আমি, খাইয়ে দিবো বসো।
সেদিন আমি কোনো কথা বলতে পারিনি। থমকে গিয়েছিলাম, চুপ করে তার টানাটানা দুটো চোখের দিক তাকিয়ে ছিলাম, নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যাক্তি মনে হচ্ছিলো। তার পাশাপাশি নিজের উপর অনেক রাগ হচ্ছিলো।
তবে আমাদের ও বিচ্ছেদ হয়েছে আজ ২ বছর
হলো।💔