আল্লাহর পথের যাত্রী

আল্লাহর পথের যাত্রী إِنَّ مَعَ العُسرِ يُسرًا

নিশ্চয় কষ্টের পরেই রয়েছে সুখ।

নফস বড্ড বেইমান হয়ে গেছে, আগের মতো রবে'র নিষিদ্ধ কাজ করলে অন্তর কাঁদে না.!🥺💔
29/10/2025

নফস বড্ড বেইমান হয়ে গেছে, আগের মতো রবে'র নিষিদ্ধ কাজ করলে অন্তর কাঁদে না.!🥺💔

আমাদের শেষ আয়োজন...🥲
29/10/2025

আমাদের শেষ আয়োজন...🥲

13/10/2025

পুরুষ ধ্বংস হয় দুইটা কারনে। তার মধ্যে এক নাম্বার হলো - " নারী লোভী "

12/10/2025

"বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে!
আলহামদুলিল্লাহ্
❝সূরা ইউসুফ:-১১০❞

যখন দুনিয়ার কোনো কিছু চাইবেন,তখন এর সাথে আখিরাতকেও জুড়ে দিবেন। যেমন- আল্লাহর কাছে যখন উত্তম জীবনসঙ্গী চাইবেন, আল্লাহকে ব...
10/10/2025

যখন দুনিয়ার কোনো কিছু চাইবেন,তখন এর সাথে আখিরাতকেও জুড়ে দিবেন। যেমন-

আল্লাহর কাছে যখন উত্তম জীবনসঙ্গী চাইবেন, আল্লাহকে বলবেন তিনি যেন আপনাকে এমন জীবনসঙ্গী দেন,যে দুনিয়া ও আখিরাতে আপনার জন্য কল্যাণকর হবে। আল্লাহর কাছে এমন সম্পদ চাইবেন,যে সম্পদ আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করা যাবে,আখিরাতে কাজে আসবে৷

এমন সৌন্দর্য চাইবেন, যা আপনার আহলের দিলকে, চোখকে ঠান্ডা করবে,তাঁকে বাইরের ফিতনা থেকে হিফাজতে রাখবে৷ আপনার সম্পদ,সৌন্দর্য বা দুনিয়াবি নিয়ামতগুলো দুনিয়া ও আখিরাতের জন্য যেন ফিতনার কারণ না হয়,সে দুআও আল্লাহর কাছে করবেন।

সব পেয়ে গেলেও দুআ করা বন্ধ করবেন না। সব না পেলেও হতাশ হবেন না। চাইতেই থাকবেন,চাইতেই থাকবেন। দুআই ইবাদাত। দুআই মুমিনের অস্ত্র।
#এভরিওয়ান
#ফলোয়ার
#পাবলিক

09/10/2025

দরুদ শরীফ ⊰❀⊱ :

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَىٰ نَبِيِّنَا مُحَمَّدٍ(ﷺ)

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞ (ﷺ)

বাংলা অর্থ: হে আল্লাহ! আমাদের নবী মুহাম্মদ (সা.) এর উপর আপনি দরুদ ও সালাম প্রেরণ করুন।

09/10/2025

মাবুদ গো,
মৃত্যুর সময় কালেমা নসিব করিও.
لَا إِلٰهَ إِلَّا اللَّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّٰهِ
•─────Amin─────•

আহ- কতটাই না সাদামাটা ছিলো উনার জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️
09/10/2025

আহ- কতটাই না সাদামাটা ছিলো উনার
জীবন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ❤️

 #হাদিস
09/10/2025

#হাদিস


09/10/2025

“দুনিয়া আল্লাহর কাছে এতটুকু মূল্যবান নয়, যতটুকু মৃত পোকা-মাকড়ের ডানার মূল্যও হয় না।”
— (সহীহ মুসলিম, হাদীস: ২৯৫৭)

Address

Jessore

Telephone

+8801937910390

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহর পথের যাত্রী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share