H M Belal Hussain

H M Belal Hussain official page

আলাদিনের দৌত্য নয় মার্সেলেই স্বপ্ন পূরণ হয়মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১মার্সলের পন্য কিনে পেতে পারেন গাড়ি ফ্রি। রয়ে...
09/10/2024

আলাদিনের দৌত্য নয়
মার্সেলেই স্বপ্ন পূরণ হয়
মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১
মার্সলের পন্য কিনে পেতে পারেন গাড়ি ফ্রি।
রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার।
তাই আর দেরি না করে আজই চলে আসুন
আপনার নিকটস্থ মার্সেল শোরুমে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মার্সেল হেল্পলাইন ০৮০০০০১৭২৭৭ ( টোল ফ্রি নম্বর) ধন্যবাদ

Follow To Follow

09/09/2024

মসজিদ, মুন্দির,গির্জা কেন্দ্রিক সামাজ পরিচালিত হোক ।

23/08/2024

উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল! কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট, প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।

➡️ আলেম সমাজ মাসআলা নিয়ে মতানৈক্য  করতে পারে কিন্তু তারা কখনো....◽ দুর্নীতি করবে না।◽ চাঁদাবাজি করবে না।◽ সন্ত্রাসী কার্...
08/08/2024

➡️ আলেম সমাজ মাসআলা নিয়ে মতানৈক্য করতে পারে কিন্তু তারা কখনো....
◽ দুর্নীতি করবে না।
◽ চাঁদাবাজি করবে না।
◽ সন্ত্রাসী কার্যক্রম করবে না।
◽ কারো হক মারবে না।
◽ কাউকে হত্যা করবে না।
◽ ঘুষ খাবে না।
◽ আমানত খেয়ানত করবে না।
◽ কারো অধিকার হরন করবে না।
◽ অন্যায় বিচার করবে না।
◽ হারাম খাওয়াবে না।
◽ জিনা- ব্যভিচার করবে না।
◽ কারো জীবন ধ্বংস করবে না।
◽ ধ্বংসাত্বক কাজ করবে না।
👉 সুতরাং আলেমদের উপর আস্থা রাখুন। যদি অনৈতিক ব্যক্তির উপর আস্থা রাখেন। তাহলে অনৈতিক ব্যক্তিরা আপনার প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ফেলতে পারেন। যাঁর মধ্যে আল্লাহ ভয় নেই সে সকল খারাপ কাজ করতে পারে।

07/08/2024

এবার পল্লী বিদ্যুতের সংস্কার জরুরী!!!
এক বিলে কত রকম চার্জ, এটি থেকে গ্রাহক মুক্তি চায়।

ভাবছি এটা এতো পদের বিল করে কেন?
03/07/2024

ভাবছি এটা এতো পদের বিল করে কেন?

11/05/2024
কারো সাথে ধাক্কা লাগলে সরি (Sorry)টা আপনি আগে বলে দিয়েছেন, মানে আপনি জিতে গেছেন। কোথাও কোনো ভুল করেছেন? কোনো অহংকার না র...
20/04/2024

কারো সাথে ধাক্কা লাগলে সরি (Sorry)টা আপনি আগে বলে দিয়েছেন, মানে আপনি জিতে গেছেন।

কোথাও কোনো ভুল করেছেন? কোনো অহংকার না রেখে দ্রুত ক্ষমা চেয়ে নিতে পেরেছেন, মানে আপনি জিতে গেছেন।

আমি এখন ব্যস্ত আছি' বলে ফোনটা রেখে না দিয়ে বরং যদি বলতে পারেন 'ফ্রি হয়ে আমি কল ব্যাক করছি' তার মানে আপনি ভদ্রতা দেখিয়েছেন। একই কাজ একটু ভিন্নভাবে করলেই সেটা সুন্দর হয়ে যায়, পরিস্থিতিও বদলে যায়।

দেখা করার সময় নেই' বলে কাউকে বিদায় না দিয়ে বরং যদি বলতে পারতেন, 'একদিন সময় করে আপনার সাথে দেখা করব' তবে ব্যাপারটা শুনতে কত ভালোই না লাগত! কাজ কিন্তু একই অর্থাৎ এই মুহূর্তে দেখা করতে পারছেন না। কিন্তু বলার ভিন্নতার কারণে ব্যাপারটা কত সুন্দর হয়ে গেল।

ধরেন কেউ আপনার কাছে এমন কিছু একটা সাহায্য চাইল যেটা দেয়ার সামর্থ্য আপনার নেই। কী বলবেন তাকে? 'আমি সাহায্য করতে পারব না' - ডাইরেক্ট বলে দিবেন? এভাবে বললে তিনি কষ্ট পাবেন। ব্যাপারটা এভাবেও বলা যায় -'আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারলে আমার ভালো লাগত।' তার মানে তিনি বুঝে নিবেন আপনি সাহায্য করতে পারছেন না এবং তার জন্য দুঃখ প্রকাশ করছেন। একই বিষয় শুধু বলার ভিন্নতার কারণে কত সুন্দর হয়ে উঠে।

ধার নেয়া জিনিস সময়মত ফেরত দেয়াটা ব্যক্তিত্ব। যদি ফেরত সময়মত দেয়া না যায়, তবে অন্তত ঐদিন ফোন দিয়ে সরি বলাটা ভদ্রতা। তিনি আপনাকে একবার ধার দিয়ে যেন এই সিদ্ধান্ত না নেন, তিনি আর কখনোই আপনাকে কিছু ধার দিবেন না। এমনকি জরুরি প্রয়োজনেও না।

আমাদের সম্পর্ক হোক বিনয়, ভদ্রতা ও ভালোবাসা প্রতিষ্ঠায়।

সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক
11/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক

Address

Jessore
7420

Telephone

+8801735973705

Website

https://whatsapp.com/channel/0029VaJz5KDCxoAwuT9o1B2R

Alerts

Be the first to know and let us send you an email when H M Belal Hussain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H M Belal Hussain:

Share