Sahadat Bin Belal

Sahadat Bin Belal আল্লাহ আমার রব সেই রবই আমার সব।

02/08/2025

আল্লাহ!
যে চোখ কেঁদেছে তোমার ভয়ে,
সেই চোখকে জাহান্নাম থেকে হেফাজত করো।
আমিন 🤲

02/08/2025

জীবন ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী
আজ যাকে তুমি ভুলে আছো —
কাল তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন হবে…
তিনি আল্লাহ।

“এই দুনিয়ার জীবন তো ধোঁকার উপকরণ মাত্র।”
(সূরা আল-হাদীদ: ২০)

তাই দুনিয়াকে নয়, আখিরাতকে গুরুত্ব দাও।

#আখিরাত_চিন্তা #আল্লাহকে_ভুলো_না

31/07/2025

নামাজ বেহেশতের চাবি 🔑
নামাজ ছাড়া বেহেশতের আশা করা বোকামি।

📖 “নামাজ কায়েম কর, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।”
(সূরা আল-আনকাবুত: ৪৫)

#নামাজ_হোক_প্রথম_অগ্রাধিকার

30/07/2025

যে যত বেশি আল্লাহকে ভালোবাসে — সে তত কম দুনিয়াকে ভালোবাসে।
কেননা এক হৃদয়ে একসাথে আল্লাহর মহব্বত আর দুনিয়ার লোভ একসাথে থাকতে পারে না।

📿 আল্লাহ বলেন:
"তোমরা দুনিয়ার জীবনকে চাও, অথচ আখিরাতই উত্তম এবং স্থায়ী।"
— (সূরা আ'লা: ১৬–১৭)

🌙 দুনিয়া ক্ষণিকের,
আখিরাত চিরন্তন।
চেষ্টা করো যেন আল্লাহ তোমার অন্তরে থাকেন — মোবাইলে না, মগজে না, কেবল মুখে না।

🤲 হে আল্লাহ! আমাদের অন্তরকে দুনিয়ার ফাঁদ থেকে বাঁচিয়ে দিন।
আমীন।

#আখিরাত #দুনিয়া_চিরস্থায়ী_নয় #ইসলামিকপোস্ট #আল্লাহর_ভরসা #ভাইরালপোস্ট

29/07/2025

তোমার রিজিক কোথা থেকে আসবে — সেটা তুমি জানো না।
কিন্তু রিজিক তোমার কাছে আসবেই, কারণ আল্লাহ তা লিখে রেখেছেন!

🕊️ দুশ্চিন্তা করো না,
তুমি শুধু হালাল পথে চেষ্টা করে যাও।
বাকি আল্লাহর ওপর ছেড়ে দাও।

📖 আল্লাহ তাআলা বলেন:
"আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।"
— (সূরা আত-তালাক: ৩)

🤲 হে আল্লাহ! আমাদের অন্তরকে তাওয়াক্কুলে পূর্ণ করে দিন।
আমীন।

#রিজিক #আল্লাহ_ভরসা #ইসলামিকপোস্ট #ভাইরালপোস্ট

28/07/2025

আল্লাহ যখন তোমাকে ধৈর্যের পরীক্ষা দেন, তখন তিনি তোমাকে বিশেষভাবে ভালোবাসেন।

যে ধৈর্য ধরে,
আল্লাহ তার সাথেই থাকেন।
আর যার সাথে আল্লাহ, সে কখনো পরাজিত হয় না।

📖 আল-কুরআন বলে:
"নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।"
— (সূরা বাকারা ২:১৫৩)

🤲 হে আল্লাহ! আমাদের ধৈর্যের সঙ্গে সব বিপদ কাটিয়ে উঠার তাওফিক দিন।
আমীন।

#ধৈর্য #সবর #ইসলামিকপোস্ট #আল্লাহ_ভরসা

28/07/2025

"জাহান্নামের দিকে টানছে, আর আমরা তালি দিচ্ছি!"

নাটক-সিনেমা আজ শুধুই বিনোদন নয় —
🔻 গুনাহ শেখার স্কুল
🔻 হারাম সম্পর্ককে স্বাভাবিক করার রাস্তা
🔻 চোখের যিনার সবচেয়ে সহজ পথ!

❝ তারা পর্দায় গুনাহ করে,
আর আমরা সেটা দেখে হাসি… ❞
সেদিন কি ভুলে গিয়েছি,
যখন জবাব দিতে হবে আল্লাহর সামনে?

🤲 হে আল্লাহ! আমাদের চোখ, মন ও সময়কে হিফাযত করুন।
হালালকে ভালোবাসা দিন, হারামকে ঘৃণা করার তাওফিক দিন।

#নাটক_সিনেমা_বর্জন_করুন
#চোখের_হিফাজত
#ইসলামী_জীবন
#ফিতনা_থেকে_বাঁচুন

#গুনাহ_থেকে_বাঁচুন
#আল্লাহর_ভয়

27/07/2025

রাতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু কেউ একজন জেগে থাকে... শুধুই আল্লাহর জন্য।"

যখন দুনিয়ার সবাই ঘুমায়,
তখন একজন মুমিন মানুষ উঠে দাঁড়ায় নামাজে
আশ্রয় নেয় তার রবের দরবারে।

🕊️ তাহাজ্জুদের অশ্রু কখনো বিফলে যায় না।

🤲 হে আল্লাহ! আমাদের চোখে সেই অশ্রু দান করো,
যা কেবল তোমার ভয়েই ঝরে।

#তাহাজ্জুদ #আল্লাহর_ভয় #রাতের_নামাজ #ইবাদত

27/07/2025

নামাজ ফেলে রাখছো, কিন্তু জানাজায় প্রথম সারিতে থাকতে চাও?

পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর দেওয়া ফরজ হুকুম।
কিন্তু আমরা ব্যস্ততা, অলসতা, কিংবা অবহেলায় ফেলে রাখি…

❝যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়,
তার সঙ্গে ইসলামের আর কোনো সম্পর্ক থাকে না।❞
— (মুসনাদে আহমাদ)

🕊️ একদিন তোমাকেও জানাজায় নিয়ে যাওয়া হবে...
তখন সালাতই হবে তোমার সবচেয়ে বিশ্বস্ত সাক্ষী।

🕋 হে আল্লাহ! আমাদের নামাজকে পরিপূর্ণ করার তাওফিক দান করুন।
🤲 আমিন বলুন ও শেয়ার করুন।

#নামাজ_হোক_জীবনের_অংশ #সালাত

26/07/2025

আল্লাহ আমাদের ইমানের সাথে
শেষ নিশ্বাস পর্যন্ত থাকার তৌফিক
দান করুন আমিন।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Sahadat Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahadat Bin Belal:

Share