Sahadat Bin Belal

Sahadat Bin Belal আল্লাহ আমার রব সেই রবই আমার সব।

19/04/2025

ইমামতি আর মাদ্রাসার খেদমতটা সম্মানজনক।
বেতনটা লজ্জাজনক।
কর্তৃপক্ষের আচরণ অপমানজনক।
এভাবে জীবন যাপন করা বিপদজনক।

18/02/2025

ভুল প্রথা

অপরিচিত ব্যক্তিকে সালাম না দেওয়া!

হাদীস শরীফের শিক্ষা হল অধিক পরিমাণে সালাম আদান-প্রদান করা। ইরশাদ হয়েছে, 'তোমাদের মাঝে পরিচয় থাকুক বা না থাকুক পরস্পরে সালাম দাও।' কিন্তু আজকাল নিয়ম উল্টো হয়ে গেছে। যার সাথে পরিচয় নেই তাকে সালাম দেওয়া হয় না। কখনো এমন হয় যে, সালাম অপরিচিত ব্যক্তি দিলে তার উত্তরও দেওয়া হয় না। আর যার সাথে পরিচয় আছে সে যে-ই হোক তাকে আগে আগে সালাম দেওয়া হয়। এরূপ ভেদাভেদ না করে ব্যাপক হারে সালামের প্রচলন করা উচিত।

16/02/2025

ভুল বিশ্বাস

কুরবানী দিতে অক্ষম ব্যক্তির মুরগী/হাঁস কুরবানী দেওয়া।

গরু বা ছাগল কুরবানী দিতে সক্ষম নয় এমন ব্যক্তিদের ব্যাপারে একটি ভুল ধারণা প্রচলিত আছে। মনে করা হয় যারা কুরবানী দিতে অক্ষম তারা কমপক্ষে একটি মুরগি বা হাঁস কুরবানী দেবে। এতে সে কুরবানীর সাওয়াব পাবে। তাই এমনটি করা উচিত।

এ ধারণাটি ভুল। শরীয়তে কুরবানীর জন্য যেসব পশু নির্ধারণ করা হয়েছে শুধু সেগুলো দ্বারাই কুরবানী দেওয়া যাবে, অন্য কিছু দিয়ে কুরবানীর সাদৃশ্য অবলম্বন করা হলে কুরবানীর সাওয়াব হবে-এ ধারণা ভিত্তিহীন। এ ধরনের বিশ্বাস ও প্রচলন পরিহারযোগ্য।

14/02/2025

ভুল মাসআলা

নামাযে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি নড়লে কি নামায ভেঙ্গে যায়?

অনেকের মুখে বলতে শোনা যায়, নামাযের যে কোন অবস্থায় ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি আপন জায়গা থেকে নড়ে গেলে নামায ভেঙ্গে যায়। নামাযের জন্য এটি খুঁটি স্বরূপ। এ ধারণাটি ভুল। বিষয়টি মূলত এমন নয়। বরং বিনা প্রয়োজনে নামাযে শরীরের যে কোন অঙ্গ নাড়াচাড়া করাই মাকরূহ। এ ব্যাপারে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির বিশেষ কোন বৈশিষ্ট্য নেই। তবে পূর্ণ একটি সিজদা অবস্থায় যদি উভয় পা একসাথে উঠে থাকে তাহলে নামায ভেঙ্গে যাবে।

13/02/2025

ভুল মাসআলা

হাঁটুর কাপড় সরে গেলে ওযু ভেঙ্গে যাবে। এই ভুল মাসআলাটিও কোথাও কোথাও প্রচলিত আছে। এটা ঠিক যে, হাঁটু সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা জরুরি। এদিকেও খেয়াল রাখা উচিত যে, পা ধোয়ার সময় বা অন্য কোন সময় যেন হাঁটু থেকে কাপড় সরে না যায়। কিন্তু কোন সময় কাপড় সরে গেলে ওযু ভেঙ্গে যাবে একথা ঠিক নয়। কোন নির্ভরযোগ্য কিতাব যেমন বেহেশতী জেওর ইত্যাদি থেকে ওযু ভঙ্গের কারণসমূহ ভালভাবে মুখস্থ করে নেওয়া উচিত।

10/02/2025

ভুল প্রচলন

কবরের প্রথম কোপের মাটিকে কবরের নিশানা হিসেবে ব্যবহার করা।

কোন কোন এলাকায় দেখা যায়, কবর খোঁড়ার সময় প্রথম কোপে যে মাটির চাকাটি তোলা হয় তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রথম কোপের মাটি বিশেষ হেফাযতে রেখে, লাশ দাফন শেষ হলে সে চাকাটি মুরদারের মাথা বরাবর রেখে দেওয়া হয়।

প্রথম কোপের মাটির প্রতি এধরনের বিশেষ গুরুত্বের কোন ভিত্তি নেই। এক্ষেত্রে যদি কবরের নিশানা রাখার প্রয়োজন হয়, তাহলে যে কোন পাথর, ইট বা মাটির চাকা দিয়েই চিহ্ন রাখা যায়।

10/02/2025

বিদআত

মেয়ের অভিভাবককে নির্দিষ্ট সংখ্যক মেহমানদারীতে বাধ্য করা!

নিজের শত শত পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে নিয়ে মেয়ের বাড়িতে যাওয়া এবং মেয়ের অভিভাবককে নির্দিষ্ট সংখ্যক মেহমানের মেহমানদারি করাতে বাধ্য করা। এটা একটা বিদআত এবং বাধ্যতামূলকভাবে আদায়কৃত খানার বৈধতাও প্রশ্নবিদ্ধ। এসব অবৈধ পদ্ধতি পরিহার করা জরুরি।

09/02/2025

ভুল কথা

আল্লাহর সহ্য হবে না।

কারো অত্যাচারের ভয়াবহতা বা বে-ইনসাফির সীমাতিরিক্ততা প্রকাশ করার জন্য অনেকে বলে থাকে, 'তার এত জুলুম আল্লাহরও সহ্য হবে না।'

এ ভাবে বলা ভুল। কারণ সহ্য না হওয়া একটি দুর্বলতা যা আল্লাহ্ রাব্বুল আলামীনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এমন কোন ব্যাপার ঘটতে পারে না যা আল্লাহ্ সহ্য করতে পারবেন না। আল্লাহ্ অন্যায়ের শাস্তি দিবেন। জুলুমের বদলা নেবেন এবং বে-ইনসাফির উপযুক্ত সাজা দিবেন। আল্লাহ্ তাআলা সে ক্ষমতা রাখেন। তাই 'আল্লাহ সহ্য হবে না' বা 'সহ্য করবেন না' এ জাতীয় কোন বাক্য ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি।

09/02/2025

ভুল ঘটনা

রাবেয়া বসরীর জাহান্নামের আগুন নিভানো!

কোন কোন বক্তার মুখে একটি ঘটনা শোনা যায় যার কোন ঐহিতাসিক ভিত্তি নেই। ঘটনার বিবরণে বলা হয়ে থাকে-একদিন রাবেয়া বসরী নামের এক মহিয়সী নারী এক গ্লাস পানি নিয়ে হাঁপিয়ে দৌড়াচ্ছিলেন। তাঁর অস্বাভাবিক দৌড়ের গতির দিকে লক্ষ্য করে পথচারিরা অবাক হয়ে গেল। একজন তাকে জিজ্ঞেস করল, আপনি ওই পানিটুকু নিয়ে এভাবে পেরেশান হয়ে কোথায় দৌড়ে যাচ্ছেন? তিনি উত্তরে বললেন, 'শুনতে পেলাম মানুষ নাকি জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর ইবাদত করছে, তারা আল্লাহর মহব্বতে ইবাদত করছে না। তাই আমি এ পানি নিয়ে যাচ্ছি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য। যেন মানুষ জাহান্নামের আগুনের ভয়ে ইবাদত না করে, একমাত্র আল্লাহর মহব্বতেই ইবাদত করে।'

এ ঘটনাটি ভিত্তিহীন। নির্ভরযোগ্য কোন ইতিহাস গ্রন্থ বা রাবেয়া বসরী রহ.-এর উপর রচিত কোন নির্ভরযোগ্য জীবনীগ্রন্থে এ ঘটনার উল্লেখ পাওয়া যায় না। উপরন্তু এমন ঘটনার কোন যৌক্তিকতাও নেই। কারণ দোযখের ভয়ে আল্লাহর ইবাদত করার মাঝে অপছন্দনীয় কিছু নেই। তাই কুরআন কারীমের বিভিন্ন আয়াতে জান্নাত-জাহান্নামের কথা উল্লেখ করে মানুষদেরকে দীনের দিকে ডাকা হয়েছে।

দোযখ আল্লাহ তাআলার শাস্তির স্থান। সুতরাং দোযখকে ভয় করা পরোক্ষভাবে আল্লাহকেই ভয় করা। তেমনি বেহেশত আল্লাহ্ তাআলার রহমত ও পুরস্কারের স্থান। তাই বেহেশতের আশা করার অর্থই হল আল্লাহর রহমতের আশা করা।

08/02/2025

ভুল বিশ্বাস

পরকালে লাইলি-মজনুর বিয়েতে শরীক হওয়া।

সেদিন মনির মিয়ার সাথে চা খেতে খেতে রাশেদ চাচা বললেন, 'যে ব্যক্তি জীবনে কখনো দাড়ি কাটবে না সে ব্যক্তি পরকালে লাইলি-মজনুর বিয়েতে শরীক হতে পারবে।'

এটি একটি ভুল বিশ্বাস। আমাদের সমাজের সাধারণ মানুষের অনেকেই এ ভুল ধারণাটি পোষণ করে থাকে, যা একেবারেই ভিত্তিহীন।
প্রথমত পরকালে লাইলি-মজনুর বিয়ের কথাটিই একটি ভিত্তিহীন কথা। এরপর দাড়ি কাটা না কাটার সাথে এর সম্পৃক্ততা একেবারেই কল্পনাপ্রসূত। দাড়ি রাখা ও না কাটার প্রতি উদ্বুদ্ধ করার জন্য অনেক সহীহ স্পষ্ট হাদীস রয়েছে। এছাড়া এটি সকল নবী আলাইহিমুস সালামের সুন্নত ছিল। একে মুসলমানের ফিতরাত বা স্বভাব বলা হয়েছে। একথাগুলো বলেই দাড়ি রাখার প্রতি উদ্বুদ্ধ করা উচিত।

দাড়ি রাখা ওয়াজিব এবং এক মুষ্ঠির কম করা না জায়েয এ বিধান সবারই জানা।

08/02/2025

বিদআত

সাক্ষাতে কদমবুসি করা বা সালামের ইশারা করা!

সালাম না দিয়ে কদমবুসি করা অথবা হাতে সালামের ইশারা করেই পায়ের উপর লুটিয়ে পড়া অথবা সম্মান প্রদর্শনার্থে মাথা নুয়ে অভিবাদন জানানো।

এসবই বেদআত। তাই এগুলো পরিহারযোগ্য।

 #আমিন
05/02/2025

#আমিন

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Sahadat Bin Belal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sahadat Bin Belal:

Share