Afrin's world

Afrin's world আসসালামুআলাইকুম ইসলামিক বিষয়ে তথ‍্য জানতে ও কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকলে বলতে পারেন।

ইসলামে দ্বিতীয় বিয়ের নামে পরকীয়া🫵🫵🫵🫵কিছু মানুষ পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করতে চায়, তবে ইসলামে এই দুটি বিষয় একেবারে...
05/01/2025

ইসলামে দ্বিতীয় বিয়ের নামে পরকীয়া🫵🫵🫵🫵

কিছু মানুষ পরকীয়া করে দ্বিতীয় বিয়ে করতে চায়, তবে ইসলামে এই দুটি বিষয় একেবারেই আলাদা। পরকীয়া বা অবৈধ সম্পর্ক ইসলামically নিষিদ্ধ এবং একাধিক বিয়ে নির্দিষ্ট শর্তে অনুমোদিত।

কোরআনে পরকীয়ার ব্যাপারে কী বলা হয়েছে?
আল্লাহ তাআলা বলেন:
“তোমরা পরপুরুষের সাথে খোলামেলা সম্পর্ক রাখো না, যদি তোমরা ঈমানদার হও.”
(সূরা আন-নুর: ৩০)

➡️ পরকীয়া নিষিদ্ধ, তবে কীভাবে?
পরকীয়া একেবারেই অবৈধ এবং ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এটি কোনো অবস্থাতেই সঠিক বা গ্রহণযোগ্য নয়।

এবার, একাধিক বিয়ে সম্পর্কে কোরআনের দৃষ্টিভঙ্গি:
ইসলামে একাধিক বিয়ে শুধুমাত্র তখনই অনুমোদিত যখন পুরুষ ন্যায়বিচার করতে সক্ষম হন। তবে, এটি কখনোই পরকীয়ার মাধ্যমে দ্বিতীয় বিয়ে করতে উৎসাহিত করে না। পরকীয়া কোনোভাবেই বৈধ নয়, আর দ্বিতীয় বিয়ে করার জন্য এটি কোনো বৈধ কারণ হতে পারে না।

উপসংহার:
এমনকি যদি দ্বিতীয় বিয়ে ইসলামে অনুমোদিত হয়, তবে পরকীয়া কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং, পরকীয়ার মাধ্যমে বিয়ে করা বা এর justification দেওয়া ইসলামের মূলনীতির পরিপন্থী। আল্লাহর পথে চলুন এবং সৎ পথ অবলম্বন করুন।


আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন। আমিন।

04/01/2025

হাদিস অস্বীকার করা কি ইসলামের পথে সঠিক?

বর্তমানে কিছু মানুষ দাবি করে যে, ইসলাম মানতে হলে শুধু কুরআনই যথেষ্ট, হাদিসের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই ধারণা কুরআনের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। ইসলাম কেবল কুরআন নয়, বরং কুরআন এবং রাসূলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ বা হাদিসের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

কুরআনের নির্দেশনাগুলো কী বলে?
১️⃣ রাসূলের আদেশ মান্য করা ফরজ:
“যে ব্যক্তি রাসূলের আদেশ মান্য করল, সে প্রকৃতপক্ষে আল্লাহর আদেশ মান্য করল।”
— (সুরা আন-নিসা, ৪:৮০)

২️⃣ রাসূল যা দেন, তা গ্রহণ করো:
“রাসূল তোমাদের যা দেন, তা গ্রহণ কর, আর যা থেকে বারণ করেন, তা থেকে বিরত থাক।”
— (সুরা আল-হাশর, ৫৯:৭)

৩️⃣ রাসূল কুরআনের ব্যাখ্যাকারী:
“আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষের কাছে তা ব্যাখ্যা কর।”
— (সুরা আন-নাহল, ১৬:৪৪)

কেন হাদিস ছাড়া ইসলাম অপূর্ণ?
কুরআনে নামাজ আদায়ের নির্দেশ আছে, কিন্তু নামাজের পদ্ধতি কোথায়?
কুরআনে হজ করতে বলা হয়েছে, কিন্তু হজের নিয়ম কোথায়?
কুরআনে বলা আছে জাকাত দাও, কিন্তু জাকাতের হিসাব কোথায়?
এসবের উত্তর এসেছে হাদিসের মাধ্যমে। তাই হাদিস ছাড়া কুরআনের অনেক বিধান বোঝা সম্ভব নয়।

হাদিস অস্বীকারকারীদের জন্য সতর্কতা:
যারা রাসূলুল্লাহ (সাঃ)-এর হাদিস অস্বীকার করে, তারা কুরআনের মূল শিক্ষাকেই অমান্য করে।
“কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য এটা সঙ্গত নয় যে, আল্লাহ ও তাঁর রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে, তারা অন্য কিছু বেছে নেবে।”
— (সুরা আল-আহযাব, ৩৩:৩৬)

আমাদের দায়িত্ব:
মুসলমান হিসেবে আমাদের উচিত কুরআন ও হাদিস উভয়ের উপরই বিশ্বাস স্থাপন করা এবং সেগুলোর উপর আমল করা। যারা এই বিষয়ে ভুল ধারণা পোষণ করেন, তাদেরকে ভালোবাসা ও যুক্তির মাধ্যমে বোঝানো।

📢 আমাদের ঈমান হোক পূর্ণাঙ্গ—কুরআন এবং হাদিসের আলোকে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।


(শেয়ার করে অন্যদেরও সচেতন করুন)

12/12/2024

সন্তানদের সাইড করে যে সব বাবা মা নিজেদের কাজে ব্যস্ত তাঁরা বৃদ্ধ বয়সে সন্তানদেরকে নিজেদের কাছে পাওয়ার আশা এখন থেকেই ছেড়ে দেন। সেদিন সন্তান ও আপনাকে সাইডে রেখে নিজেদের কাজে ব্যস্ত থাকবে।
Mind it

পিঠা তৈরি না করলে শীত কাল মনেই হয় না।সবাইকে শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা গাইছ🫠🫠
06/12/2024

পিঠা তৈরি না করলে শীত কাল মনেই হয় না।
সবাইকে শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা গাইছ🫠🫠

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Tohidul Islam, Sonali Biswas, Shree Kajal Chandra, MD ...
05/12/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Tohidul Islam, Sonali Biswas, Shree Kajal Chandra, MD Sala Uddin, RJ Saddam, Roman Hossen, মিজানুর ইসলাম, Jahidul Islam, Md Zakir Hosain, Mis Shawon, মোঃ আনিছুর রহমান, Subhas Baral, MD Dalower, Sk Sahalal, Md. Abu Rasel, Saddam Byapari, Malki Kutub Khan, Md Hanif, Tuflu Sk, Md Moklass, Mansur Alam, Samsuddin Islam, Hawlader MD Abusufian, Alen Jake, Azizul Msitrl, Md Jahangir, Akash Sk, Swapan Dey, Billal Uddin, Kalu Shil, MD Mamun Sorder, Lsp Abdur Rohim Lsp, নুরুল কবির, Nita Chakraborty, Antas Antas, Shahin Khan, Hajrot Ali, Topu Jana Topu Jana, MD Harun Didar, Md Alamgir Hossein, Sohel Papular, মোঃ সাজ্জাদুল ইসলাম, Mohammad Jubair, Jafor Hossain, Md Sharif Uddin, MD Shajan, Alamgir Amelkhan, Gagana Nayak, Alo Sarkar, Rahim Pradhan

আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়। তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। তিন বছর বয়সী একটা ...
13/11/2024

আমার স্ত্রী দেখতে অসুন্দর নয়। তবু কেনো জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে।

অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই। ফিরি রাত করে। কারণ বাসায় যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রীর টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম। ওকে নিয়ে ঘুরতে যেতাম। কী যে ভালো লাগতো স্ত্রীকে তখন!

আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না। কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে।

বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। মেসেজ পাঠালে দেখি না। আর বাসায় থাকা অবস্থায় ও কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি।

আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রূঢ় ভাষায় বলি, "জ্বালাতন করো না। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি। ঘুমাতে দাও।"

আসলে ক্লান্তি ট্লান্তি কিছু না। স্ত্রীকে ভালো লাগে না এটাই মূল কথা।

কেনো এমন হচ্ছে বুঝতে পারছি না। এই সমস্যা যে একা আমার হচ্ছে তা নয়। আমি আরো অনেক পুরুষের মধ্যে এই সমস্যা দেখেছি। তাদের কেউ কেউ স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে পরকীয়া করছে। আমি নিজে এখনো পরকীয়া করি নি। তবে করার দিকে এগিয়ে যাচ্ছি।

কেনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এটা জানার জন্য আমি যতো পুরুষের সাথে কথা বলেছি তাদের সবার উত্তর ছিলো এরকম, "এটাই তো স্বাভাবিক। এক জিনিস কী আর বেশিদিন ভালো লাগে?"

তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয় নি। কারণ এক জিনিস বেশিদিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো। কিন্তু তা তো হচ্ছে না।

স্ত্রীরা বিয়ের যতো বছর পরই হোক তারা ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায়। ঘুরতে যেতে চায়। মিলিত হতে চায়।

একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে?

আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, "আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন?"

বললাম, "জী করি।"

"আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো। যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না। গ্যারান্টি দিচ্ছি।"

"কী সেটা?"

"সুরা আন নূরে আল্লাহ বলেছেন, 'হে নবী, পুরুষদের বলে দাও, তারা যেনো নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি'।"

এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, "আল্লাহর এই নির্দেশ আপনি এক মাস পালন করুন। তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন।"

সন্দেহ নিয়ে বললাম, "এটাতেই কাজ হয়ে যাবে?"

ডাক্তার হেসে বললেন, "অবশ্যই হবে। তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন। কোনো ফাঁকি দেবেন না।"

"কথা দিলাম। ফাঁকি দেবো না। নিখুঁত ভাবে পালন করবো।"

শেষে ডাক্তার বললেন, "এক মাস পর আমার কাছে আসবেন।"

আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরুলাম। চেম্বার থেকে বেরুনোর সময় দেখলাম একটা যুবতী রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে।

মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেলো আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এবং মাথা নিচু করে হেঁটে চলে গেলাম।

এরপর পথে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো তবে চোখ সরিয়ে নিতাম। দৃষ্টি নত করে হাঁটতাম।

এভাবে দুদিন যাওয়ার পর অনুভব করলাম নারী শরীর দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। কিন্তু তখনো স্ত্রীর প্রতি টান বোধ করি নি। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম। এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম। তারপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করবো।

গুগলে পর্ণ ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেলো। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। এবং মোবাইল রেখে দিলাম।

এর পরদিনের কথা বলি। আপনাদের বলেছিলাম, আমি পরকীয়া না করলেও পরকীয়ার দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা হলো, আমার এক বন্ধুর পরিচিত এক মেয়ের সাথে গোপন এক সম্পর্ক গড়ে উঠতে শুরু করেছে।

মেয়েটি প্রবল যৌন আকর্ষণীয়। ঠিক করেছিলাম মেয়েটিকে নিয়ে কয়েকদিনের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবো। আমি যে বিবাহিত এটা মেয়েটিকে বলি নি।

সেই মেয়েটি ঐদিন সন্ধ্যায় ফোন দিলো। আমি তখন অফিস থেকে বেরিয়েছি। ওর ফোন দেখে মনটা খুশিতে ভরে উঠলো। কিন্তু ফোনটা ধরার সময় মনে পড়লো আল্লাহর নির্দেশের কথা।

তৎক্ষণাৎ মনকে শক্ত করলাম। এবং ফোনটা ধরলাম না। মেয়েটা যতোবারই ফোন দিলো ধরলাম না।

এভাবে দৃষ্টি সংযত রেখে এবং লজ্জাস্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছু কাজ করছে না।

সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে উন্মাদের মতো ছুটলাম বাসার দিকে।

বাসায় ঢুকেই ব্যাকুল হয়ে ডাকলাম, "এষা, কোথায় তুমি?"

স্ত্রী তখন রান্নাঘরে ছিলো। আমার চিৎকার শুনে দৌড়ে এলো। কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকি নি।

ও আশ্চর্য হয়ে বললো, "কী হয়েছে তোমার? ডাকছো কেনো?"

সে কথার জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজা কোলে তুলে নিলাম। বিয়ের শুরুর দিকে যেমন করতাম।

সে ততোক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে।

সে লজ্জায় লাল হয়ে বললো, "ছেলেটা ঘুমাচ্ছে। ও জেগে যাবে। কী করো, কী করো?"

স্ত্রীকে পাঁজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, "ভালোবাসি এষা। ভালোবাসি।"

পরদিন ডাক্তারের কাছে গেলাম।

ডাক্তার বললেন, "এখনো তো এক মাস পার হয় নি।"

হেসে বললাম, "সমস্যা দূর হয়ে গেছে। আমি এখন বুঝতে পেরেছি কেনো পুরুষেরা স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে? অতীতের ভুল আর কখনো করবো না।"

ডাক্তার বললেন, "স্বাগতম আপনাকে। আপনার সংসারের জন্য আন্তরিক শুভ কামনা রইলো।"

ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশিয়াল গলায় বললাম, "ধন্যবাদ আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ।"

মিয়াও 🐱🐱
29/10/2024

মিয়াও 🐱🐱

10/10/2024

পুরুষ জীবন সঙ্গী নামের দাসীবান্দি চায়!!
🔴যে রান্না করবে ঠিকই কিন্তু স্বামী কোথায় যাচ্ছে তাঁর খোজ রাখতে পারবে না।
🔴যে ঘর পরিষ্কার করবে ঠিকই কিন্তু স্বামীর ফোন টাচ করতে পারবে না।
🔴যে বাচ্চা জন্ম দেবে ঠিকই কিন্তু স্বামীর কোনো সিধান্ত জানা বা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারবে না।
✒️ স্ত্রী থাকবে স্ত্রীর মতো✒️
স্ত্রীর মানে টা জানতে চাই?
🖊️ স্ত্রী বা জীবন সঙ্গী তাঁর প্রয়োজন শুধু বাচ্চার জন্ম দেওয়া, রান্না করা, কাপড় - বাড়ি পরিষ্কার করা, শশুর শাশুড়ি সেবা করা!! এইগুলোর জন্য কী স্ত্রী?

03/10/2024

হলুদ তরমুজ,, wait for twist 🐱🐱

26/09/2024

Good night সবাইকে। রাফিন ব্রাশ করে ঘুমায় আপনারা ব্রাশ করেন তো!!!!

26/09/2024
নিষ্ঠুর ঘটনা
19/09/2024

নিষ্ঠুর ঘটনা

Good morning 🌄🌅 Follow korel follow back paben inshallah.
14/09/2024

Good morning 🌄🌅
Follow korel follow back paben inshallah.

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Afrin's world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share