07/07/2025
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার বিএম আকাশ হাসান বিজয় (যুগ্ম-আহ্বায়ক), ফাহিম আল ফাত্তাহ (মুখপাত্র), মেহেদী হাসান (সদস্য) এর কমিটি দেওয়া নিয়ে চাঁদাবাজির রেকর্ডিং। দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, মব সৃষ্টি করা, ডিসি অফিস থেকে মিথ্যা তথ্য দিয়ে টাকা নেওয়া এবং নানা অপকর্মের সাথে এরা জড়িত বলে জানা গিয়েছে। দীর্ঘদিন যাবত সরকারি অফিসার ও এলাকাবাসির সাথে অত্যাচার এবং অবৈধ কাজ করে আসছে যশোরের এই নেতৃবৃন্দ। কিছু দিন আগে যশোরে আলোচিত মনিহারের মিনি বাস মালিক সমিতির সামনে মব সৃষ্টি করে অর্থের লেনদেনেও এদের হাত রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কয়েকটি সংবাদ মাধ্যমেও এই বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এভাবেই চলছে গণঅভ্যুত্থানের প্লাটফর্মকে কলঙ্কিত করার প্রতিযোগিতা। যতসব বাটপার, চাঁদাবাজ এসে ঢুকেছে কমিটিগুলোর মধ্যে।
© Sabbir Uddin Rion