Ovi dey

Ovi dey ��❖�❖��
�❖�
╔━━❖❖�❖❖━━╗
� Ovi dey �
╚━━❖❖�❖❖━━╝
�❖�
��❖�❖��

05/09/2025

হরে কৃষ্ণ
আমার পেইজে ঘুরে আসুন আমন্ত্রণ রইল ফলো দিয়ে ডান লিখে আসবেন দেখামাত্রই ফলো ব্যাক করব l

04/09/2025

আমার পেইজে ঘুরে আসুন আমন্ত্রণ রইল ফলো দিয়ে ডান লিখে আসবেন দেখামাত্রই ফলো ব্যাক করব l
゚viralシfypシ゚viralシalシ আমার পেইজে ঘুরে আসুন আমন্ত্রণ রইল ফলো দিয়ে ডান লিখে আসবেন দেখামাত্রই ফলো ব্যাক করব l
゚viralシfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ

04/09/2025

আমার পেইজে ঘুরে আসুন আমন্ত্রণ রইল ফলো দিয়ে ডান লিখে আসবেন দেখামাত্রই ফলো ব্যাক করব l

03/09/2025

Traffic Light System (TLS) বা 7PCS System – বিস্তারিত আলোচনা

★★ 1. TLS / 7PCS System কী?

** TLS মানে Traffic Light System।
** এটাকে অনেক সময় 7PCS System বলা হয়, কারণ প্রতি ৭ পিস গার্মেন্টস পরিদর্শনের ভিত্তিতে এই সিস্টেম চালানো হয়।
** এটি মূলত Inline Quality Control (IQC) পদ্ধতি, যেখানে ইনস্পেক্টররা প্রতি কয়েক পিস (৭ পিস) পরে গার্মেন্টস চেক করে এবং কালার কোড (Traffic Light) ব্যবহার করে কাজের গুণগত মান (Quality Performance) প্রদর্শন করে।

********Garments Solution *********

★★ 2. কেন TLS সিস্টেম ব্যবহার করা হয়?

🌱ফ্যাক্টরিতে প্রতিটি সেল/লাইনে প্রোডাকশনের কাজের মান এক নজরে বোঝার জন্য।
🌱 অপারেটরের কাজ ভালো না খারাপ – তা তাড়াতাড়ি ধরার জন্য।
🌱 অপারেটরদের মধ্যে self-awareness এবং motivation তৈরি করার জন্য।
🌱 লাইনের মধ্যে যেসব জায়গায় defect বেশি হচ্ছে সেটা চিহ্নিত করে ঠিক করার জন্য।

********Garments Solution *********

★★ 3. TLS এর কাজ করার পদ্ধতি

1. Inline QC বা Quality Inspector প্রতি লাইনে নির্দিষ্ট 7PCS garments চেক করে।

2. সেই ৭ পিসের মধ্যে যদি defect পাওয়া যায় তাহলে defect এর সংখ্যা অনুযায়ী একটি রঙ (Traffic Light Card) দেওয়া হয়।

3. এই রঙ প্রতিটি অপারেটরের মেশিনের সামনে বা উপরে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে Supervisor, Line Chief এবং Operator সবাই দেখতে পায়।

********Garments Solution *********

★★4. TLS এর Traffic Light রঙের মানে

🚦 Green Light (সবুজ)

মানে কাজ খুব ভালো।

৭ পিস চেক করার মধ্যে কোনো defect নাই বা খুব কম।

Operator safe zone-এ আছে।

🚦 Yellow Light (হলুদ)

কাজ মোটামুটি, defect পাওয়া গেছে তবে critical না।

Operator কে সতর্ক হতে হবে।

Supervisor কে ফলোআপ করতে হবে।

🚦 Red Light (লাল)

কাজ খারাপ, defect অনেক বেশি।

সঙ্গে সঙ্গে action নিতে হবে।

Supervisor বা Line Chief কে সাথে সাথে অপারেটরের কাজ থামিয়ে defect clear করতে হবে।

********Garments Solution *********

★★ 5. TLS এর সুবিধা

★অপারেটরের পারফরম্যান্স ট্র্যাকিং সহজ হয়।
★Quality সমস্যা দ্রুত ধরা পড়ে।
★লাইনে defect rate কমে যায়।
★ এক নজরে বোঝা যায় কোন অপারেটর ভালো করছে আর কে করছে না।
★ Production efficiency ও বৃদ্ধি পায়।

********Garments Solution *********

★ 6. TLS কে 7PCS System বলা হয় কেন?

কারণ প্রতি 7 পিস গার্মেন্টস চেকের ভিত্তিতে Light Color পরিবর্তন করা হয়।

৭ পিস চেক করা মানে: ছোট ছোট ব্যাচ ধরে গুণগত মান দেখা।

এর ফলে বড় সমস্যা হবার আগেই ছোট সমস্যা ধরা যায়।

********Garments Solution *********

★ 7. TLS সিস্টেমের ব্যবহারিক দিক

প্রতিটি লাইনে QC Inspector থাকে।

তারা প্রতি অপারেটরের আউটপুট থেকে ৭ পিস সংগ্রহ করে পরিদর্শন করে।

Defect rate অনুযায়ী Light Card পরিবর্তন করে অপারেটরের কাছে ঝুলিয়ে দেয়।

এই Light দেখে Supervisor সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

********Garments Solution *********

আমি মনে করি...
TLS বা 7PCS সিস্টেম হলো Inline QC পদ্ধতি যেখানে প্রতি ৭ পিস চেক করে defect rate অনুযায়ী Green, Yellow, Red light card ব্যবহার করা হয়। এটা Production Floor-এ এক নজরে Quality Performance বোঝার সেরা টেকনিক।


#

01/09/2025

ছুটির দিন ফ্যামেলি নিয়ে

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfbreelsfypシ゚viral

31/08/2025

সকল ছোট বড় ইউজারদের জন্য শুভকামনা মনথেকে সকলের পাশে আছি পাশে থাকলে অবশ্যই পাশে থাকবো সব সময় 🌹🌹🌹🥰🥰✅

゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシ

29/08/2025

ময়লা শুধু রাস্তার ডাস্টবিনেই থাকে না,
কিছু মানুষের অন্তরেও থাকে।
আপনার মত
কি..?

21/08/2025

সবার জন্য শুভকামনা রইল ভালোবাসা অবিরাম এগিয়ে যান পাশে আছি।

゚viralシfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシfypシ゚viralシfypシ゚viralシalシ

‎✓১. নিডেল কি?‎"নিডেল – সেলাইয়ের নিখুঁত অস্ত্র"‎‎নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল, যার সাহায্য...
21/08/2025

‎✓১. নিডেল কি?
‎"নিডেল – সেলাইয়ের নিখুঁত অস্ত্র"

‎নিডেল হচ্ছে সেলাইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টুল, যার সাহায্যে কাপড়, চামড়া, প্লাস্টিক ইত্যাদি উপকরণ সেলাই করা হয়। এটি মেশিন বা হাতে উভয় পদ্ধতিতেই ব্যবহৃত হতে পারে।




‎নিডেলের প্রধান অংশগুলো:

‎Shank (শ্যাঙ্ক): নিডেলের উপরের অংশ, যা মেশিনে ফিট হয়।

‎Blade (ব্লেড): শ্যাঙ্ক থেকে পয়েন্ট পর্যন্ত সরু অংশ।

‎Groove (গ্রুভ): থ্রেডের জন্য ছোট খাঁজ।

‎Point/Tip (পয়েন্ট): কাপড় ভেদ করার অংশ।

‎Eye (আই): সুতা ঢোকানোর ছিদ্র।

‎২. নিডেল কত প্রকার?

‎দুই প্রকার:

‎1. হ্যান্ড নিডেল – হাতে সেলাইয়ের জন্য ব্যবহৃত।

‎2. মেশিন নিডেল – সেলাই মেশিনে ব্যবহৃত।

‎৩. টিপ কি?

‎নিডেলের সবচেয়ে সুচালো প্রান্তকে টিপ বলা হয়, যা কাপড় ভেদ করে সেলাইয়ের রাস্তা তৈরি করে।

‎৪. এমব্রয়ডারীর জন্য কয় ধরনের নিডেল ব্যবহার হয়?

‎সাধারণত তিন ধরনের:

‎শার্প পয়েন্ট এমব্রয়ডারী নিডেল

‎বল পয়েন্ট এমব্রয়ডারী নিডেল

‎উইং নিডেল




‎৫. নিডেল পয়েন্ট কত প্রকার?

‎দুই প্রকার:

‎1. Cloth Point – কাপড় সেলাইয়ের জন্য।

‎2. Cutting Point – চামড়া, প্লাস্টিক ইত্যাদি সেলাইয়ের জন্য।

‎৬. ক্লথ পয়েন্ট নিডেল

‎কাপড়ের ফাইবার আলাদা করে সেলাই করার জন্য ব্যবহৃত নিডেল। এতে কাপড়ের সুতা না কেটে ভেদ করা হয়।

‎৭. কাটিং পয়েন্ট নিডেল

‎শিট মেটেরিয়াল (চামড়া, প্লাস্টিক) কাটতে ও সেলাই করতে ব্যবহৃত হয়। এতে ধারালো ব্লেডের মতো পয়েন্ট থাকে।




‎৮. বল পয়েন্ট নিডেল কত প্রকার?

‎তিন প্রকার:

‎লাইট বল পয়েন্ট

‎মিডিয়াম বল পয়েন্ট

‎হেভি বল পয়েন্ট

‎৯. বুনন কাপড় সেলাইয়ে সাধারণত কোন নিডেল?

‎Set Point Needle ব্যবহৃত হয়, কারণ এটি বুননের ফাইবার না কেটে ফাঁক দিয়ে প্রবেশ করে।

‎১০. সেট পয়েন্ট কত প্রকার?

‎তিন প্রকার:

‎Slim Set Point

‎Medium Set Point

‎Heavy Set Point




‎১১. নিডেল সাইজ বলতে কি বুঝ?

‎নিডেলের ব্লেডের ব্যাস অনুযায়ী সাইজ নির্ধারণ করা হয়। যেমন, 1.2 মিমি ব্যাস = 120Nm।

‎মাপের ধরণ:

‎ইউরোপিয়ান সিস্টেম: Nm (যেমন 80Nm, 100Nm)

‎আমেরিকান সিস্টেম: Singer Size (যেমন 12, 14, 16)

‎১২. নিডেল পয়েন্টের কাজ কি?

‎কাপড় ক্ষতি না করে ফাইবার আলাদা করে সেলাই করা।

‎১৩. এমব্রয়ডারী নিডেল

‎নকশা তৈরির জন্য বিশেষভাবে ডিজাইন করা, সাধারণত বড় আই থাকে যাতে পুরু সুতা ঢোকানো যায়।




‎১৪. উদাহরণ

‎যদি নিডেলের ব্লেডের ব্যাস 1.2 মিমি হয় → 120Nm (কারণ মিমি × 100 = Nm)।

‎অতিরিক্ত তথ্য:

‎নিডেল নির্বাচন করার নিয়ম:

‎কাপড়ের ধরন (বোনা, বুনন, স্ট্রেচ)

‎সুতার পুরুত্ব

‎সেলাইয়ের ধরণ (সোজা, এমব্রয়ডারি, টপ স্টিচ)

‎নিডেলের আয়ুষ্কাল: প্রায় ৮ ঘণ্টা সেলাইয়ের পর নিডেল বদলানো উচিত, নাহলে ডিফেক্ট বাড়ে।

‎সতর্কতা: বাঁকা বা ভাঙা নিডেল ব্যবহার করা যাবে না।

‎ফলো করে রাখার জন্য ধন্যবাদ।
‎__লাইক, শেয়ার, কমেন্ট করুন ধন্যবাদ।





21/08/2025
20/08/2025

Rafiqul Islam 01

Address

Charavita Jessore
Jessore
1208

Alerts

Be the first to know and let us send you an email when Ovi dey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ovi dey:

Share

Category