R HASAN BIPPY

R HASAN BIPPY Voice for Democracy. For justice, for the people, for Bangladesh.

| BNP Supporter | Political Activist |

সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ,সম্মিলিত ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।❤️
09/06/2025

সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বাংলাদেশ,
সম্মিলিত ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
❤️

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টি হারানো মুবিনের পাশে তারেক রহমান।
০৯ জুন ২০২৫

09/06/2025

বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

-সালাহউদ্দিন আহমেদ, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি
০৯ জুন ২০২৫

"বাংলাদেশী জাতীয়তাবাদ থেকে বহুদলীয় গণতন্ত্র,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি’র দর্শন।"বাংলাদেশ জাতীয়তাবাদী...
16/05/2025

"বাংলাদেশী জাতীয়তাবাদ থেকে বহুদলীয় গণতন্ত্র,
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি’র দর্শন।"

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূল আদর্শ ও নীতিমালা:
১. বাংলাদেশী জাতীয়তাবাদ
(Bangladeshi Nationalism):
জিয়াউর রহমানের প্রধান আদর্শ "জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্রের পরিচয়"। বাংলাদেশের জনগণের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ভৌগোলিক পরিচয় ও জীবনধারার উপর ভিত্তি করে "Bangladeshi Nationalism" গড়ে তোলা হয়, যা ভারতীয় বা পশ্চিমা প্রভাবমুক্ত একটি সার্বভৌম জাতীয় চেতনার প্রতিনিধিত্ব করে।

২. বহুদলীয় গণতন্ত্র (Multi-party Democracy):
জিয়া বিশ্বাস করতেন রাজনৈতিক মত প্রকাশ ও গণতান্ত্রিক অধিকার সকল নাগরিকের থাকা উচিত। একদলীয় শাসনের বিরুদ্ধে গিয়ে তিনি পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন।

৩. অর্থনৈতিক মুক্তি ও আত্মনির্ভরতা:
শক্তিশালী কৃষি, শিল্পোন্নয়ন, বেসরকারি খাতের উদ্দীপনা ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ার উপর জোর দেন। জনগণের কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং গ্রামের উন্নয়ন ছিল তাঁর মূল লক্ষ্য।

৪. ইসলামিক মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতা:
বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে ইসলামিক মূল্যবোধের গুরুত্ব রয়েছে, এটা তিনি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেন। তবে তিনি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার ও ধর্মীয় সহাবস্থানের পক্ষেও দৃঢ় ছিলেন।

৫. স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষা:
বিদেশী প্রভাবমুক্ত একটি আত্মনির্ভর রাষ্ট্র গঠনের জন্য জিয়া সব সময় জোর দেন। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশকে মর্যাদাশীল অবস্থানে নেয়ার দিকেও গুরুত্ব দেন।

৬. শৃঙ্খলা, দেশপ্রেম ও উৎপাদন:
জিয়াউর রহমানের স্লোগান ছিল “শৃঙ্খলা, দেশপ্রেম ও উৎপাদন।”
এই তিনটি স্তম্ভের মাধ্যমে তিনি দেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন।

৭. কর্মমুখী ও জনমুখী রাজনীতি:
জিয়া বিশ্বাস করতেন রাজনীতি মানে জনগণের কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, পল্লী উন্নয়ন, এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজনীতি যেন শুধুমাত্র ক্ষমতার খেলা না হয়, বরং মানুষের জীবনের মানোন্নয়নের হাতিয়ার হয়।

৮. মুক্তিযুদ্ধের চেতনায় গঠিত রাষ্ট্র:
তিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং প্রথম স্বাধীনতার ঘোষণা প্রদানকারী। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় জাতীয়তা, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি ও আত্মমর্যাদার ভিত্তিতে তিনি রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র একজন দেশ প্রেমিক অকুতোভয় মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রনায়ক ছিলেন না। তিনি জানতেন একটি দেশের ভবিষ্যতে দেশের মৌলিক চাহিদার পর্যাপ্ততা এবং গণতান্ত্রিক অধিকার এর বাস্তবায়ন সেই জাতিকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে। তিনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা এবং বিশ্বের দরবারে শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলার মত বিশ্বমানের নেতা।

#ছাত্রদল #যুবদল #স্বেচ্ছাসেবকদল

09/05/2025
09/05/2025

দেশের সার্বভৌমত্বের স্বার্থে, নিজেদের জন্মভূমির রক্ষার্থে, শুধু বাহ্যিক বিষয় না, অভ্যন্তরীণ ঘটতে থাকা ঘটনাগুলোর দিকেও আমাদের সকলকে চোখ রাখতে হবে দল মত নির্বিশেষে।
কারণ দিনশেষে এই দেশ এবং দেশের মাটি আপনার আমার এর রক্ষার দায়িত্ব আমাদের।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Saiful Islam, Saif M Ahmed, M Islam Shou...
02/05/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Saiful Islam, Saif M Ahmed, M Islam Shourov

01/05/2025
25/04/2025
25/04/2025

কোয়ালিশন না আধিপত্য?
নতুন ভাবে দেশ গঠনের আদর্শে আমাদের পথ কোনটা?

স্বাধীনতা মানে কোনো বিদেশি নীতির ছায়া না মেনে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের শক্তি। অধিকার মানে সমঅধিকার ভিত্তিক সম্পর্ক, নির্ভরশীলতা নয়, নির্ভরযোগ্যতা।

১. সার্বভৌমত্ব ও ন্যায়:
- কোনো উন্নত রাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করলে সেটা তাহলে “সহযোগিতা” না হয়ে “নির্ভরশীলতার ফাঁদ” হয়ে ওঠে?
- প্রকৃত সমঅধিকারেই দেশের সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি।

২. অভ্যন্তরীণ শক্তি বনাম বহিরাগত ছাঁচ:
- উন্নয়নের তহবিল, অবকাঠামো, প্রযুক্তিগত সহায়তা, সবই স্বাগত, কিন্তু সেটি যেন "নিজেদের স্বপ্নের বুনিয়াদ" থেকে বিচ্যুত না করে।
- যখন “মিত্রতা” হয় কৌশলগত, তখন “আধিপত্য” হয় সন্ত্রাস–লাইসেন্স টু গোলমাল।

৩. দূরদর্শী কূটনীতি:
- পারস্পরিক স্বার্থে গাঁটছড়া বেঁধে এগিয়ে গেলে আমরা পাই "টেকসই অগ্রগতির শক্তি"।
- আর সামনের দিনে নিজের সিদ্ধান্ত নিয়ন্ত্রণের ক্ষমতা হারালে, আমরা হারাবো জাতির অহংকার।

৪. জনগণের সাথে একাত্মতা:
- অবিচল নীতি ও গণতান্ত্রিক আদর্শ ছাড়া, “ভরসার বন্ধন” কেবল নামমাত্রই যদি থাকে, সেখানেই শুরু হয় সংকট।
- ঐক্য ও ন্যায়ের ছায়া না থাকলে, যোগসূত্রগুলো ভেঙে পড়ে ভেতর থেকেই।

আমার প্রশ্ন হচ্ছে - আমরা কি সংগ্রামী জাতি হিসেবে মিত্রতা চাই, নাকি অন্যের নীতিতে বাঁধা পড়ব?

সেই "স্বাধীনতার চেতনা" আর "স্মার্ট কূটনীতি" যদি আমাদের পথপ্রদর্শক হয়, তবে সত্যিই আমরা ঐতিহাসিক অর্জনের পথে এগুব।

Address

Jashore
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when R HASAN BIPPY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share