09/01/2025
জাতীয় চিড়িয়াখানা প্রাণী জাদুঘর
Bangladesh National Museum & Fish Aquarium
ভিডিওটিতে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রাণী জাদুঘরে কী কী প্রাণী আছে, তা দেখানো হয়েছে। জাদুঘরটিতে দুটি কক্ষ আছে। একটিতে বিভিন্ন পশুপাখি স্টাফিং এবং মমি করে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা আছে। এখানে সরীসৃপ, স্তন্যপায়ী, জলচর, স্থলচর ও উভচরসহ সকল ধরনের প্রাণী আছে। পাখি জাতীয় প্রাণীর ডিমও আছে এখানে। মূলত চিড়িয়াখানায় যেসব প্রাণী মারা যায়, সেসব প্রাণী এখানে সংরক্ষণ করা হয়। প্রাণী জাদুঘরে প্রবেশ ফি মাত্র ১০ টাকা। জাদুঘরের আরেকটি কক্ষে আছে অনেকগুলো অ্যাকুরিয়াম। যেগুলোতে শোভা পাচ্ছে রংবেরঙের দৃষ্টিনন্দন সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির মাছ। মাছের পাশাপাশি কচ্ছপও আছে। সবমিলিয়ে জাদুঘরটি অত্যন্ত দর্শনীয়।
゚