এগারোখান পরিবার - Egarokhan Family

এগারোখান পরিবার - Egarokhan Family Our Facebook Group
https://www.facebook.com/groups/egarokhan/

Our Website
www.Egarokhan.com

Contract with us
Email:- [email protected]

সবাই তো সুখী হতে চায়! “সবাই তো সুখী হতে চায়! কেউ সুখী হয়, কেউ হয়না । “প্রিয় সুহৃদ,আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন...
22/09/2025

সবাই তো সুখী হতে চায়!
“সবাই তো সুখী হতে চায়! কেউ সুখী হয়, কেউ হয়না । “

প্রিয় সুহৃদ,

আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। একটা জনমত জরিপের উদ্দেশ্যে আপনার কাছে আমাদের এই লেখাটা। বিষয়টা পড়ে যদি আপনার ভালো লাগে, তবে জরিপের তথ্য ছকটি পূরণ করবেন। আমরা অনেক খুশি হবো।

শিরোনামে উল্লিখিত জনপ্রিয় এই গানের এই কথার সাথে সহমত পোষণ করেন অনেকেই। কারো কারো মতে সুখে থাকা মানুষের সংখ্যা নাকি অতি নগন্য।সম্পদের প্রাচুর্য, প্রযুক্তির উৎকর্ষতা , বিনোদনের বৈচিত্র্যময় আয়োজন – ইত্যাদি নানা সুযোগ সুবিধা থাকা সত্বেও নাকি বেশির ভাগ মানুষ স্বস্তিতে বা সুখে-শান্তিতে কম থাকে ।অবশ্য নিরবিচ্ছিন্ন ভাবে কেউ সুখী বা দুঃখী থাকে না। কিছু কিছু মানুষের জীবনে দুঃখ/কষ্টের চেয়ে সুখের পরিমান বেশি আর কিছু কিছু মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখ/কষ্টের পরিমান বেশি। যাদের জীবনে দুঃখ/কষ্টের চেয়ে সুখের পরিমান বেশি, আমরা তাদেরকেই এখানে সুখী মানুষ হিসেবে বিবেচনা করছি এবং তাদের হার জানার জন্যই এই জনমত জরিপ করছি।

আমরা এটা করছি বিভিন্ন জনের কাছ থেকে মতামত সংগ্রহের মাধ্যমে।এ বিষয়ে আপনারও নিশ্চয়ই একটা অভিজ্ঞতা আছে।আপনার সেই অভিজ্ঞতার আলোকে আমাদের এই তথ্যছকটি পূরণ করবেন।

(জরিপে কারো নাম, পরিচয়, ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে না। শুধুমাত্র বয়স, পেশা, লিঙ্গ, দেশ- এই তথ্য গুলো ব্যবহার করা হবে।)

সকল তথ্য দাতাকে আগাম ধন্যবাদ।

জরিপের লিঙ্ক
https://forms.gle/FtRUbCHgsfUQMmLw5
আহবায়ক-

জরিপ দলের পক্ষে –
ডাঃসঞ্জয় কুমার পাঠক,
অবঃ সহকারী পরিচালক,
স্বাস্থ্য অধিদপ্তর,
ঢাকা,
বাংলাদেশ।

৩১ অক্টোবর ২০২৫, জরিপের ফলাফল জানতে চোখ রাখুন
আমাদের ফেসবুক পেজে https://facebook.com/all.desire.joyhttps://alldesirejoy.wordpress.com এই ওয়েবসাইটে

তথ্য দাতার ব্যক্তিগত তথ্য

22/09/2025
16/09/2025

📢 জরুরি রক্তের প্রয়োজন

এগারোখান ঘোড়ানাছ গ্রামের প্রশান্ত বিশ্বাসের মেয়ে মাম্পি বিশ্বাস ডেংগু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা আজগর আলী হাসপাতালে (যাত্রাবাড়ির পাশে, গেন্ডারিয়া ধূপখোলা মাঠ) চিকিৎসাধীন আছেন।

👉 তার প্লাটিলেট মাত্র ৬৪,০০০ এ নেমে এসেছে।
👉 রোগীর রক্তের গ্রুপ AB+।

এলাকার কারো যদি এই রক্তের গ্রুপ মেলে এবং কাছাকাছি অবস্থান করেন, তবে অনুগ্রহপূর্বক সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

📞 যোগাযোগ: 01993068006

🙏 আপনার অল্প সহযোগিতা একটি জীবন বাঁচাতে পারে

🌸 অভিনন্দন ডা: শঙ্খমিত্রা পাল 🌸এগারোখানের মেয়ে ডা: শঙ্খমিত্রা পাল (FCPS অধ্যয়নরত) ৪৮তম BCS-এ স্বাস্থ্য ক্যাডারে সহকারী...
13/09/2025

🌸 অভিনন্দন ডা: শঙ্খমিত্রা পাল 🌸

এগারোখানের মেয়ে ডা: শঙ্খমিত্রা পাল (FCPS অধ্যয়নরত) ৪৮তম BCS-এ স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।

এগারোখান পরিবার তাঁর এই গৌরবোজ্জ্বল সাফল্যে গর্বিত। 🎉
তাঁর আগামীর কর্মজীবন হোক মানুষের সেবায় আলোকিত, এই শুভকামনা। 🙏

💐 শুভকামনা রইল ডা: শঙ্খমিত্রা পালের জন্য 💐

— এগারোখান পরিবার

শোক সংবাদ!১১ খানের বাকলি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সরোজিত বিশ্বাস (মালিয়াট মাধ্যমিক বালিকাবিদ্যালয়) আজ ১১ সেপ্টেম্...
11/09/2025

শোক সংবাদ!

১১ খানের বাকলি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সরোজিত বিশ্বাস (মালিয়াট মাধ্যমিক বালিকাবিদ্যালয়) আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৩টা ৪০ মিনিটে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন (বয়স ৮৭)। মৃত্যুকালে তিনি সহধর্মিণী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। 🕯️

🌸 অভিনন্দন নিলয় – সৌম্য 🌸"শিক্ষামেলা ২০২৫" প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্...
09/09/2025

🌸 অভিনন্দন নিলয় – সৌম্য 🌸

"শিক্ষামেলা ২০২৫" প্রতিযোগিতার উপজেলা পর্যায়ে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উজ্জ্বল সাফল্যে আমরা গর্বিত।

🎯 কুইজে ১০ম শ্রেণির ছাত্র নিলয় গোস্বামী
🎤 উপস্থিত বক্তব্যে ৯ম শ্রেণির ছাত্র সৌম্য পাঠক
— উভয়েই দ্বিতীয় স্থান অর্জন করে জেলা পর্যায়ে উন্নীত হয়েছে।

👏 এগারোখান পরিবারের পক্ষ থেকে নিলয় ও সৌম্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
তাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠুক।

[https://www.facebook.com/share/p/17Qbuo5j65/]

🌸 অভিনন্দন প্রিয়াংকা গুপ্তা 🌸প্রিয়াংকা গুপ্তা Piku  NTRCA Cycle-6–এ নির্বাচিত হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বঙ্গবন...
23/08/2025

🌸 অভিনন্দন প্রিয়াংকা গুপ্তা 🌸

প্রিয়াংকা গুপ্তা Piku NTRCA Cycle-6–এ নির্বাচিত হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বঙ্গবন্ধু জুনিয়র গার্লস হাই স্কুলে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক (MPO) পদে নিয়োগ পেয়েছে। এটি তার দীর্ঘ পরিশ্রম, প্রতিভা ও অধ্যবসায়ের অসাধারণ স্বীকৃতি। 🎉

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার এগারোখানের কমলাপুর গ্রামে তার জন্ম। সে পড়াশোনা করেছে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে, পরবর্তীতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে এবং সাফল্যের সাথে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছে।

ছোটবেলা থেকেই সাহিত্যচর্চা, সাংগঠনিক কার্যক্রম ও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিলো। সে Egarokhan Development Foundation-এর Student Wing (SAEDF)-এর সক্রিয় কর্মী হিসেবে দীর্ঘদিন কাজ করেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকেছে।

আজ শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে সে শিক্ষা বিস্তার ও নতুন প্রজন্ম গঠনে অবদান রাখবে—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।
✨ প্রিয়াংকাকে আন্তরিক অভিনন্দন ও আগামীর জন্য অফুরন্ত শুভকামনা। 🌿

“আমাদের এক জন বিদ্যুৎ বিশ্বাস ছিলেন!”এগারোখানার মানুষ আজও স্মরণ করে এক প্রিয় মুখ— বাবু বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি ছিলেন...
22/08/2025

“আমাদের এক জন বিদ্যুৎ বিশ্বাস ছিলেন!”
এগারোখানার মানুষ আজও স্মরণ করে এক প্রিয় মুখ— বাবু বিদ্যুৎ কুমার বিশ্বাস। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক বাবু গোকুল চন্দ্র বিশ্বাসের ছোট পুত্র। বাবার আদর্শে অনুপ্রাণিত বিদ্যুৎ বিশ্বাস ছিলেন এক পরোপকারী, সচেতন সমাজসেবী মানুষ। সদা হাস্যোজ্জ্বল, মিষ্টভাষী, অতিথিপরায়ণ—এমন মানুষ সমাজে খুব কমই দেখা যায়।

তিনি তার নামের মতোই বিদ্যুৎ-এর মতো মানসিক শক্তিতে বলিয়ান ও কাজে অগ্রগামী ছিলেন। সমাজের কল্যাণে এগিয়ে আসতে কখনো দ্বিধা করেননি। তিনি এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম-এর সফল দপ্তর সম্পাদক ছিলেন। সামাজিক উন্নয়নমূলক যে কোনো কাজে সবসময় সবার সামনে থেকে দায়িত্ব পালন করতেন। তাই সমাজের অনেক কর্মকাণ্ডেই তাঁর স্মৃতি আজও জড়িয়ে আছে।

বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও তিনি শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। সেই বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফরে ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি অংশ নিতে গিয়ে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তাঁর চলে যাওয়া শুধু পরিবার নয়, আমাদের পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।
আমরা আজও তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি।
সত্যিই, আমাদের এক জন বিদ্যুৎ বিশ্বাস ছিলেন!

বাবু সন্তোষ কুমার মজুমদার স্মরণে!আজ ২২শে আগস্ট, আমাদের শ্রদ্ধেয় বাবু সন্তোষ কুমার মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালে...
22/08/2025

বাবু সন্তোষ কুমার মজুমদার স্মরণে!

আজ ২২শে আগস্ট, আমাদের শ্রদ্ধেয় বাবু সন্তোষ কুমার মজুমদারের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনে তিনি পরপারে পাড়ি জমালেও তাঁর স্মৃতি, চিন্তা ও আদর্শ আজও আমাদের হৃদয়ে অমলিন হয়ে আছে।

তিনি ছিলেন গোবরা পার্বতী বিদ্যাপীঠের সনামধন্য শিক্ষক— জ্ঞানের আলোয় প্রজন্মকে আলোকিত করার এক নিরলস বাতিঘর। কিন্তু তাঁর পরিচয় কেবল শিক্ষকতার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন আপাদমস্তক প্রগতিশীল চিন্তার মানুষ, শোষিত-নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর। বাম আন্দোলনের অন্যতম নেতা হিসেবে সমাজ পরিবর্তনের লড়াইয়ে তিনি ছিলেন এক দৃঢ় যোদ্ধা।

এগারোখানের অন্যতম প্রাচীন সামাজিক সংগঠন এগারোখান জনকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং মৃত্যুর আগ পর্যন্ত এর সভাপতি হিসেবে তিনি সমাজকল্যাণের অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাঁর নেতৃত্বে এই সংগঠন মানুষের কল্যাণে যে পথচলা শুরু করেছিল, তা আজও অনুপ্রেরণা হয়ে আছে।

ব্যক্তি জীবনে তিনি ছিলেন চার সন্তানের জনক, যাঁরা আজ নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ও সম্মানিত। তাঁর আদর্শিক জীবন ও সংগ্রামী চেতনা তাঁদের প্রেরণা জুগিয়েছে, আমাদেরও পথ দেখাবে আগামীতেও।

আজকের এই দিনে আমরা তাঁকে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করি। তিনি নেই, কিন্তু তাঁর বপন করা প্রগতির বীজ আজও আমাদের অন্তরে শেকড় গেড়ে আছে।

19/07/2025

🖤 শোক সংবাদ 🖤
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে,
বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক (ইংরেজি)
বাবু অনিল কৃষ্ণ গুপ্ত
দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে আজ ১৯ জুলাই ২০২৫, শনিবার বিকাল আনুমানিক ৪.৪৫ মিনিটে ইহজগতে মায়া ত্যাগ করে পরলোকগমন করেছেন।

তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্ব এবং সমাজের একজন শ্রদ্ধেয় মানুষ। তাঁর অবদান বাকড়ী বিদ্যালয় এবং এলাকার শিক্ষা ও সংস্কৃতিতে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাই।

ওঁ শান্তি 🙏
শ্রদ্ধাঞ্জলি রইল একজন মহান শিক্ষকের প্রতি।

Address

Egarokhan
Jessore
7406

Telephone

+8801713905514

Website

Alerts

Be the first to know and let us send you an email when এগারোখান পরিবার - Egarokhan Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এগারোখান পরিবার - Egarokhan Family:

Share

Our Story

এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ ) একটি অরাজনৈতিক , অসাম্প্রদায়িক বেসরকারী সামাজিক সংগঠন যেটি, যশোর – নড়াইল সীমান্তবর্তী এগারোখান অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

এই সংগঠনটি প্রাথমিক ভাবে, যশোর -নড়াইল সীমান্তবর্তী এগারোটি গ্রাম নিয়ে গঠিত এগারোখান অঞ্চলের মানুষের মাঝে সামাজিক সম্পর্ক বৃদ্ধি, এলাকার ইতিহাস -ঐতিহ্য কে লালন করা, শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করা, স্বাস্থ্য সেবা প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাদক ও সমসাময়িক সামাজিক অসংগতি বিরোধী প্রচারনা, নতুন কর্ম সংস্থান সৃষ্টি, কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি বিষয়ক পরামর্শ, সাংস্কৃতিক চর্চ্চাকে উৎসাহিত করা ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে।

ই ডি এফ এর ইতিহাসঃ

২০১১ সালের ৬ই অক্টোবর বাকড়ী পুজামন্দিরের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এগারোখান “তথ্য-প্রযুক্তি কেন্দ্র” নামে একটি প্রতিষ্ঠান ও www.egarokhan.com নামে একটি ওয়েবসাইট। এরপর এই ওয়েবসাইটকে কেন্দ্র করে গড়ে ওঠে ৪ সদস্যের একটি সংগঠন। ২০১৩ সালে আরও ৩ জন সদস্য যুক্ত হয়ে সংগঠনটির পরিধি বর্ধিত হয় ৭ সদস্যে। ২০১৬ সালে আরও কিছু সমমনা মানুষ যুক্ত হয়ে সংগঠনটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে “এগারোখান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” নাম দিয়ে নতুন ভাবে সাজানো হয় ২১জন সদস্য নিয়ে, উদ্দেশ্য ছিল একটি সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠান / এন জি ও গড়ে তোলা, যেন এই প্রতিষ্ঠানের আয় থেকে দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া যায় এবং সেটি দীর্ঘদিন সচল থাকে। এরপর নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারনে ২০১৮ সালে পুনার নামকরন করা হয় এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ) ।