🌸 নতুন কুঁড়ি’র চূড়ান্ত পর্বে আমাদের পলক গোস্বামী 🌸
নতুন কুঁড়ি হতে আয়োজিত নৃত্য, চিত্রকলা ও সংগীত প্রতিযোগিতা-র চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে আমাদের অত্র এলাকার গর্ব — পলক গোস্বামী, নৃত্য প্রতিযোগী, চিত্রকলা ও সংগীত একাডেমি।
এগারোখান পরিবার এর পক্ষ থেকে পলককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 💐
তার সাফল্যের জন্য সকলের কাছে রইলো আন্তরিক আশীর্বাদ।
এগারোখান, বাকলি, নড়াইল সদর, নড়াইল।
10/10/2025
🩵 বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ 🩵
📅 ১০ অক্টোবর
মানসিক স্বাস্থ্য মানে শুধু দুঃখ বা বিষণ্ণতা না থাকা নয় — বরং মন, চিন্তা, অনুভূতি ও আচরণের মধ্যে ভারসাম্য রাখা।
যেমন আমরা শরীরের যত্ন নেই, তেমনি মনকেও যত্ন নেওয়া জরুরি।
কারণ সুস্থ মনই সুস্থ জীবনের ভিত্তি।
আজকের ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানসিক চাপ, উদ্বেগ, বা হতাশা খুবই সাধারণ বিষয়।
তাই প্রয়োজন খোলামেলা আলোচনা, সহমর্মিতা ও একে অপরের পাশে থাকা।
মনে রাখবেন — “ভালো নেই” বলা দুর্বলতা নয়, এটা সচেতনতার প্রকাশ।
চলুন, আজকের দিনে নিজেদের প্রতিজ্ঞা করি —
💚 নিজের মনের যত্ন নেব
💚 অন্যের কথা শুনব
💚 কাউকে বিচার নয়, বুঝতে চেষ্টা করব
লক্ষী মা যেন আমাদের সবার জীবনে আনেন শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি।
অন্ধকারের সব দুঃখ দূরে সরে যাক, আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
এগারোখান পরিবারের প্রত্যেকের ঘর ভরে উঠুক ভালোবাসায়,
মঙ্গল আর সুখে থাকুক আমাদের সকলের জীবন।
🌸 শুভ লক্ষী পূজা সবাইকে 🌸
— এগারোখান পরিবার
04/10/2025
গত ২ অক্টোবর, বৃহস্পতিবার শুভ বিজয়া দশমীর দিন ইডিএফ এর অফিসে ‘এগারোখানের শিক্ষার মানোন্নয়নে করণীয়’ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রদ্ধেয় শিক্ষক বাবু অশ্বিনী দাস। আলোচনায় অংশ নেন ডা. নিকুঞ্জ বিহারি গোলদার, ডা. বিধান চন্দ্র গোস্বামী, ডা. সঞ্জয় পাঠকসহ আরও অনেকে—ডাক্তার, প্রকৌশলী, ব্যাংক কর্মকর্তা, কৃষিবিদ, শিক্ষক ও এলাকার সুধীসমাজ। শিক্ষানুরাগী এই গুণীজনদের মহৎ উদ্যোগ এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও পরামর্শে সফলতার পথে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা রইল।
03/10/2025
ফেসবুকে আমাদের ১৪ বছরের যাত্রা আজ পূর্ণ হলো। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এ পথ অতিক্রম করা সম্ভব হতো না। আন্তরিক ধন্যবাদ সবাইকে। 🙏🤗🎉
01/10/2025
📚✨ শিক্ষার মান উন্নয়ন বিষয়ক বিশেষ আলোচনা ✨📚
এগারোখানের সমাজ সচেতন ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন বিষয়ে
একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ ০১/১০/২০২৫ তারিখে “অমল সেন ট্রাস্ট স্বাস্থ্য কেন্দ্র, বাকড়ী, নড়াইল – যশোর” প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ ও রক্ত পরীক্ষা ক্যাম্প।
প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান (গাইনী এন্ড অবস), যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল – অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার এর উদ্যোগে এই মহতী আয়োজন করেছে অমল সেন ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটি।
01/10/2025
আপডেট :
"বৃষ্টির কারণে আগামী ০৩/১০/২৫ তারিখে নির্ধারিত যাত্রা গানটি স্থগিত করা হয়েছে।
নড়াইল চারণিক যাত্রা গোষ্ঠী নিবেদিত,
শংকর অধিকারী পরিচালিত এক আবেগঘন সামাজিক যাত্রাপালা —
“স্বামীর চিতা জ্বলছে”
✨ সেরা অভিনয়ে থাকছেন:
🎭 শক্তিশালী অভিনেতা বাবু অরুন কুমার সরকার
🎭 খলনায়ক বাবু মিল্টন বিশ্বাস
🎭 সিনিয়র শিল্পী বাবু নেপাল চন্দ্র দত্ত
এবং আরও অনেক গুণী শিল্পীবৃন্দ।
👉 আসুন, শিল্প ও সংস্কৃতির এ মহোৎসবে অংশ নিয়ে যাত্রানাট্যের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখি।
Be the first to know and let us send you an email when এগারোখান পরিবার - Egarokhan Family posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to এগারোখান পরিবার - Egarokhan Family:
এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ ) একটি অরাজনৈতিক , অসাম্প্রদায়িক বেসরকারী সামাজিক সংগঠন যেটি, যশোর – নড়াইল সীমান্তবর্তী এগারোখান অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
এই সংগঠনটি প্রাথমিক ভাবে, যশোর -নড়াইল সীমান্তবর্তী এগারোটি গ্রাম নিয়ে গঠিত এগারোখান অঞ্চলের মানুষের মাঝে সামাজিক সম্পর্ক বৃদ্ধি, এলাকার ইতিহাস -ঐতিহ্য কে লালন করা, শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করা, স্বাস্থ্য সেবা প্রদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাদক ও সমসাময়িক সামাজিক অসংগতি বিরোধী প্রচারনা, নতুন কর্ম সংস্থান সৃষ্টি, কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতি বিষয়ক পরামর্শ, সাংস্কৃতিক চর্চ্চাকে উৎসাহিত করা ইত্যাদি ক্ষেত্রে অবদান রাখার উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে।
ই ডি এফ এর ইতিহাসঃ
২০১১ সালের ৬ই অক্টোবর বাকড়ী পুজামন্দিরের সামনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এগারোখান “তথ্য-প্রযুক্তি কেন্দ্র” নামে একটি প্রতিষ্ঠান ও www.egarokhan.com নামে একটি ওয়েবসাইট। এরপর এই ওয়েবসাইটকে কেন্দ্র করে গড়ে ওঠে ৪ সদস্যের একটি সংগঠন। ২০১৩ সালে আরও ৩ জন সদস্য যুক্ত হয়ে সংগঠনটির পরিধি বর্ধিত হয় ৭ সদস্যে। ২০১৬ সালে আরও কিছু সমমনা মানুষ যুক্ত হয়ে সংগঠনটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে “এগারোখান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” নাম দিয়ে নতুন ভাবে সাজানো হয় ২১জন সদস্য নিয়ে, উদ্দেশ্য ছিল একটি সামাজিক ব্যাবসা প্রতিষ্ঠান / এন জি ও গড়ে তোলা, যেন এই প্রতিষ্ঠানের আয় থেকে দীর্ঘমেয়াদী সামাজিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেয়া যায় এবং সেটি দীর্ঘদিন সচল থাকে। এরপর নিবন্ধন সংক্রান্ত জটিলতার কারনে ২০১৮ সালে পুনার নামকরন করা হয় এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম ( ই ডি এফ) ।
Egarokhan Development Forum (EDF) is a non-profitable organization established back in 2011 by some kind-hearted enthusiastic people to increase social bonding as well as to contribute to the educational, cultural & the ethical development of the society.
Since 2011 a lot of events & program has been arranged by EDF to meet their goal like,
A special class program for the school going students, by the students from different famous public & private universities & medical colleges in Bangladesh.
Free medical camp for the treatment of local destitute people engaging the renowned doctors of Bangladesh as well as free basic medical test.
Workshop on Information Technology for the school & college going students.
Debate competition among school going students
Drawing and Composition competition, Math Fest for the school going student.
Scholarship for the talented destitute student.
Felicitations program for those, who has an extraordinary contribution in the development of the society.
Felicitations program for the students who has extraordinary achievement in
Public examination result like, PSC, JSC, SSC & HSC
Public university admission result
Public Service Commission (especially in BCS) etc.
Felicitations program for the students who has extraordinary achievement in their own profession
An awareness creation program for against addiction on drag & smartphone
Arranging social get-together intending to improve the social bonding