
22/09/2025
সবাই তো সুখী হতে চায়!
“সবাই তো সুখী হতে চায়! কেউ সুখী হয়, কেউ হয়না । “
প্রিয় সুহৃদ,
আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। একটা জনমত জরিপের উদ্দেশ্যে আপনার কাছে আমাদের এই লেখাটা। বিষয়টা পড়ে যদি আপনার ভালো লাগে, তবে জরিপের তথ্য ছকটি পূরণ করবেন। আমরা অনেক খুশি হবো।
শিরোনামে উল্লিখিত জনপ্রিয় এই গানের এই কথার সাথে সহমত পোষণ করেন অনেকেই। কারো কারো মতে সুখে থাকা মানুষের সংখ্যা নাকি অতি নগন্য।সম্পদের প্রাচুর্য, প্রযুক্তির উৎকর্ষতা , বিনোদনের বৈচিত্র্যময় আয়োজন – ইত্যাদি নানা সুযোগ সুবিধা থাকা সত্বেও নাকি বেশির ভাগ মানুষ স্বস্তিতে বা সুখে-শান্তিতে কম থাকে ।অবশ্য নিরবিচ্ছিন্ন ভাবে কেউ সুখী বা দুঃখী থাকে না। কিছু কিছু মানুষের জীবনে দুঃখ/কষ্টের চেয়ে সুখের পরিমান বেশি আর কিছু কিছু মানুষের জীবনে সুখের চেয়ে দুঃখ/কষ্টের পরিমান বেশি। যাদের জীবনে দুঃখ/কষ্টের চেয়ে সুখের পরিমান বেশি, আমরা তাদেরকেই এখানে সুখী মানুষ হিসেবে বিবেচনা করছি এবং তাদের হার জানার জন্যই এই জনমত জরিপ করছি।
আমরা এটা করছি বিভিন্ন জনের কাছ থেকে মতামত সংগ্রহের মাধ্যমে।এ বিষয়ে আপনারও নিশ্চয়ই একটা অভিজ্ঞতা আছে।আপনার সেই অভিজ্ঞতার আলোকে আমাদের এই তথ্যছকটি পূরণ করবেন।
(জরিপে কারো নাম, পরিচয়, ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হবে না। শুধুমাত্র বয়স, পেশা, লিঙ্গ, দেশ- এই তথ্য গুলো ব্যবহার করা হবে।)
সকল তথ্য দাতাকে আগাম ধন্যবাদ।
জরিপের লিঙ্ক
https://forms.gle/FtRUbCHgsfUQMmLw5
আহবায়ক-
জরিপ দলের পক্ষে –
ডাঃসঞ্জয় কুমার পাঠক,
অবঃ সহকারী পরিচালক,
স্বাস্থ্য অধিদপ্তর,
ঢাকা,
বাংলাদেশ।
৩১ অক্টোবর ২০২৫, জরিপের ফলাফল জানতে চোখ রাখুন
আমাদের ফেসবুক পেজে https://facebook.com/all.desire.joy ও https://alldesirejoy.wordpress.com এই ওয়েবসাইটে
তথ্য দাতার ব্যক্তিগত তথ্য