City College Jessore Crush & Confession

City College Jessore Crush & Confession This is a confession page for all the students of Jessore Government City College, Jessore.. City College Jessore Crush & Confession is an online platform.

Here we share unspoken things to loved ones.

বিদেশে উচ্চশিক্ষা১০০% স্কলারশিপ সহ চায়নাতে সেপ্টেম্বর সেশনের জন্য ব্যাচেলর (অনার্স ) ডিগ্রীতে আবেদন শুরু হয়েছে. এইচএসস...
11/01/2025

বিদেশে উচ্চশিক্ষা
১০০% স্কলারশিপ সহ চায়নাতে সেপ্টেম্বর সেশনের জন্য ব্যাচেলর (অনার্স ) ডিগ্রীতে আবেদন শুরু হয়েছে.
এইচএসসির পরে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। 👉👉🇨🇳🇨🇳🇨🇳
Inbox For Details

 From:থাকুক না অজানাইTo:অচেনা অতিথি Session :2023-24Department: management  কেন মেঘ আসে হৃদয়ও আকাশে ,, তোমারে দেখিতে দে...
22/05/2024


From:থাকুক না অজানাই
To:অচেনা অতিথি
Session :2023-24
Department: management

কেন মেঘ আসে হৃদয়ও আকাশে ,, তোমারে দেখিতে দেয় না 💔
আপনাকে প্রথম যেদিন কলেজ ক্যাম্পাসে দেখেছিলাম love at first sight এ বিশ্বাস না করা আমি টাও সেদিনই আপনার চোখে আটকে গেছিলাম। কাউকে এতটা ভালো লাগেনি আগে। আপনাকে দেখার জন্য অনেক দিন আমি আপনার ডিপার্টমেন্টে গেছি । কিন্তু আপনাকে দেখতে পায় না। আপনি হয়তো রেগুলার কলেজে আসেন না, তাই আপনাকে দেখে চোখের তৃষ্ণা মেটাতে পারনি। সব সময় ভাবি আপনার মনের রাজ্যে আবার কেউ রাজত্ব করছে না তো, যেমনটা আপনি করছেন আমার মনে, ‌‌ আপনার ঐ চাশমিশ লুকটা সব সময় আমাকে ঘায়েল করতে সক্ষম ।তবে আমার একটায় আফসোস আপনাকে ভালোবাসি কথাটা বলতে পারলাম না
যাই হোক আর বেশি কিছু বলছি না
আমি সব সময় চাই আপনি ভালো থাকেন।
আর হ্যাঁ,একটু সাবধানে থাকবেন,কারণ বাতাস হলে তো উড়ে যাবেন মনে হয়,একটু খাওয়া দাওয়া করবেন ভালো করে।
ইতি,
আপনার অচেনা কেউ

 From : আপনার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে থাকা সেই ছেলেটিTo : নাম না জানা কোন মায়াবতী      শিক্ষাবর্ষ ২০২১-২০২২২৬/০৬/২...
01/10/2023


From : আপনার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে থাকা সেই ছেলেটি
To : নাম না জানা কোন মায়াবতী
শিক্ষাবর্ষ ২০২১-২০২২
২৬/০৬/২০২২ (রবিবার) সময় আনুমানিক সকাল ১১-১১.৩০ এর মধ্যে.
আপনার সাথে আমার দেখা হয় পূবালী ব্যাংক এ, কলেজ ভর্তির ফী জমা দেওয়ার সময়।

অজস্র মানুষের ভিড় ঠেলে ফী দেওয়ার জন্য যখন অনলাইনে দাঁড়ালাম, তখন একটা চোখের মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেললাম। আমি চাইলেও সেই চোখের থেকে নিজের চোখটা সরাতে পারিনি। হঠাৎ করেই আপনার চোখে চোখ পড়ে যায়। ওই পলকেই আপনার প্রতি একটা মুগ্ধতা চলে এসেছে। ওই মায়াবী চোখের চাহনিতে হৃদয় থেমে গিয়েছিল। প্রথম দেখায় কাউকে এতটা ভালোবাসা যায় আগে জানতাম না।

এত লোকের মাঝে আপনার সাথে কথা বলার সাহস হয়ে উঠেনি। পরে অবশ্য যখন চলে যাচ্ছিলেন তখনও একবার আপনার সাথে আমার দেখা হয়েছে। জানিনা আপনিও দেখেছিলেন কি না। অনেক খুঁজেছি আপনাকে কিন্তু পেলাম না। আর আপনার সম্পর্কে কিছুই জানি না।

যেহেতু কলেজে ভর্তি হয়েছিলেন, আশা করি এটা আপনার চোখে পড়বে।
যদি আপনি এই পোস্টটি দেখে থাকেন তাহলে কমেন্ট করেন।
আপনাকে খুঁজে পেতে চাই, বলতে চাই ভালোবেসেছি আপনাকে সেই প্রথম দেখাতে। প্রথম দেখাতে চোখের প্রেমে পড়ে যায়।
সামনাসামনি বলার সাহস হয়নি তখন । কিন্তু কখনো না বলতে পারলে আপনার প্রতি আমার এই ভালোবাসা অপূর্ন থেকে যাবে।

 To: MonikaFrom: অনেক পরিচিত কেউ (যে বছর ধরে তোমার অপেক্ষা করছে )একাদশ শ্রেণি (ব্যবসায় শিক্ষা বিভাগ )অন্য অনেকের মতো আম...
18/09/2023


To: Monika
From: অনেক পরিচিত কেউ (যে বছর ধরে তোমার অপেক্ষা করছে )
একাদশ শ্রেণি (ব্যবসায় শিক্ষা বিভাগ )

অন্য অনেকের মতো আমিও তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলি। এতোটা মায়াবী চোখ, গম্ভীর দৃষ্টি আর নম্রতা যেন আমার রাতের ঘুম আরও তিনগুণ করে দিলো। কেন জানো? স্বপ্নে যেন তোমায় আরও নিখুঁতভাবে, দীর্ঘকাল ধরে অনুভব করতে পারি।
একজন মানুষ হয়তো জীবনে অনেক মানুষকেই পছন্দ করে, তবে মনের ভেতর প্রেমবোধ সকলের জন্য আসে না। মণিকা তোমাকে আমি খুবই পছন্দ করি, তোমার জন্যই মনের ভেতর প্রেমবেধ জাগ্রত হল। যদি সাহসটুকু দাও, তোমাকে খুব কাছ থেকে নিজের করে পেতে চাওয়ার আহ্বান জানাতে চাই.

 To:Farhin Ara Liza.Department English..(2021-2022) সেই প্রথম তোমাকে দেখা,২০১২ সালে,,তোমাকে বলা ভালোবাসি, তুমি  পাত্তা দ...
30/08/2023


To:Farhin Ara Liza.
Department English..(2021-2022)

সেই প্রথম তোমাকে দেখা,২০১২ সালে,,তোমাকে বলা ভালোবাসি, তুমি পাত্তা দাওনি যদিও হাজার চেষ্টার পরেও,,২০১৭তে তোমার বাবা কে বললাম বিয়ের কথা,,,
সে বলল এখনও অনেক দেরি প্রায় ১০ বছর,,আমি সময় নিলাম,ঢাকায় গেলাম নিজেকে প্রস্তুত করলাম,ভালো চাকরি গাড়ি, বাড়ি সব হলো, বাবা মা তো রাজিই ছিলো,, ২০২২ এ আসলাম যশোর, আর জানলাম বিয়ে হয়ে গেল তোমার,,।তুমি অন্য কারো,। তোমার এই ৩টা ছবি তোমার office থেকে পেয়েছি,কিন্তু আফসোস তুমি অন্য কারো,।

তুমি মায়াবীনি, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি আমার দেখা এই যুগ এর লাখ মেয়ের মধ্যে একজন ভালো মেয়ে,যার নেই অহংকার নিজের রুপ এর,গুন এর,। যার নাই লোভ, নাই কোনো হিংসা,,,শুনেছি এখন অনেক পর্দা করো,
তাই তো, ভালোবাসি তোমার হাসি💖ভালোবাসি তোমাকে সম্মান করি ,আর ভালোবেসে যাব আজীবন,,।তোমার বর অবশ্যই ভাগ্যবান।।।
তবে আমি আজও তোমার অপেক্ষায়, যদি কখনো মনে হয় কিছু, চলে এসো আমার কাছে,আগলে নিবো জীবনে,,,💖

ইতি সেই Doctor, যার হাত কাটায় তুমি ফিরে তাকালে না,,আর মাসুদ স্যার ভেবেছিল কেউ মুরগী জবাই করেছে 😅

 To: Y. Jahan(প্রিয়তমা)From: অনেক পরিচিত কেউ।Geography Department(2023-2024) আমি তোমার এমন একজন, তুমি সব কিছু জান,কিন্তু...
27/08/2023


To: Y. Jahan(প্রিয়তমা)
From: অনেক পরিচিত কেউ।
Geography Department(2023-2024)

আমি তোমার এমন একজন, তুমি সব কিছু জান,কিন্তু কিছু বুঝতে চাও না,,
★তুমি এই রোদের মত,,
আমি তোমায় মাখছিগো।
তুমি এই মেঘের মতো
বৃষ্টির আশায় থাকছিগো★
আমার মন সব সময় তোমার কাছে থাকে,
আমি আড়াল থেকে সবসময় তোমাকে ফলো করি,
কালো পোশাকে তোমাকে খুব ভালো লাগে,,,
আমি তোমাকে খুব ভালোবাসি।
❤️‍🩹আপন মনে ভাবছি বসে, ভালবাসি বলবে এসে❤️

 From:  অচেনা ছেলেটাTo  : unknown (জানার প্রবল ইচ্ছা)Class: Hsc 2023 কিভাবে বলবো না বলবো জানিনা আপনিও হয়তো জানেন আমি গু...
28/05/2023


From: অচেনা ছেলেটা
To : unknown (জানার প্রবল ইচ্ছা)
Class: Hsc 2023

কিভাবে বলবো না বলবো জানিনা আপনিও হয়তো জানেন আমি গুছিয়ে কথা বলতে পারিনা😷, কিন্তু এখন কি মনে হইলো জনিনা আমার মনের কথা গুলা আপনাকে জানাইতে খুব ইচ্ছা করছে হঠাৎ, কিন্তু আপনাকে সরাসরি জানানোর সাহসও আমার নেই...জানিনা এই পোস্ট টা দেখার পর যদি বুঝতে পারেন আপনার reaction কেমন হবে🥲 হয়তো রাগ করতে পারেন,😞 তাও বলে দিলাম এই পোস্ট এর মাধ্যমে....আপনাকে প্রথম দেখেই আমার অনেক ভালো লাগে যাই তার পর থেকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আপনাকে অনেক মিস করি.... আপনাকে আমার লাগবেই 🥺

ইতি
অচেনা ছেলেটা

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when City College Jessore Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category