30/08/2023
To:Farhin Ara Liza.
Department English..(2021-2022)
সেই প্রথম তোমাকে দেখা,২০১২ সালে,,তোমাকে বলা ভালোবাসি, তুমি পাত্তা দাওনি যদিও হাজার চেষ্টার পরেও,,২০১৭তে তোমার বাবা কে বললাম বিয়ের কথা,,,
সে বলল এখনও অনেক দেরি প্রায় ১০ বছর,,আমি সময় নিলাম,ঢাকায় গেলাম নিজেকে প্রস্তুত করলাম,ভালো চাকরি গাড়ি, বাড়ি সব হলো, বাবা মা তো রাজিই ছিলো,, ২০২২ এ আসলাম যশোর, আর জানলাম বিয়ে হয়ে গেল তোমার,,।তুমি অন্য কারো,। তোমার এই ৩টা ছবি তোমার office থেকে পেয়েছি,কিন্তু আফসোস তুমি অন্য কারো,।
তুমি মায়াবীনি, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি আমার দেখা এই যুগ এর লাখ মেয়ের মধ্যে একজন ভালো মেয়ে,যার নেই অহংকার নিজের রুপ এর,গুন এর,। যার নাই লোভ, নাই কোনো হিংসা,,,শুনেছি এখন অনেক পর্দা করো,
তাই তো, ভালোবাসি তোমার হাসি💖ভালোবাসি তোমাকে সম্মান করি ,আর ভালোবেসে যাব আজীবন,,।তোমার বর অবশ্যই ভাগ্যবান।।।
তবে আমি আজও তোমার অপেক্ষায়, যদি কখনো মনে হয় কিছু, চলে এসো আমার কাছে,আগলে নিবো জীবনে,,,💖
ইতি সেই Doctor, যার হাত কাটায় তুমি ফিরে তাকালে না,,আর মাসুদ স্যার ভেবেছিল কেউ মুরগী জবাই করেছে 😅