Big Brother/বড় ভাই

Big Brother/বড়  ভাই হিংসা নয় ভালবাসা দিয়ে সমাজ গড়তে চাই

14/07/2025

হাসবো না কাদবো???

মুক্তেশ্বরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফরিদপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে একটি কাঞ্চন ফুল গাছ এবং একটি ডেওয়া ফল গাছের চা...
28/06/2025

মুক্তেশ্বরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ফরিদপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে একটি কাঞ্চন ফুল গাছ এবং একটি ডেওয়া ফল গাছের চারা সৌজন্য উপহার দেওয়া হয়। তাছাড়া সকল সদস্যদের বর্ষা মৌসুমে গাছ লাগানোর উৎসাহ দেওয়া হয়।
সকলের ভালবাসা পেলে সংস্থাটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

একটি গাছ উপহার মানে শুধু ছায়া নয়, ভবিষ্যতের নিঃশ্বাসও উপহার দেওয়ামুক্তেশ্বরী সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে মো: রুবেল হোসে...
27/06/2025

একটি গাছ উপহার মানে শুধু ছায়া নয়, ভবিষ্যতের নিঃশ্বাসও উপহার দেওয়া

মুক্তেশ্বরী সমাজ কল্যাণ সংস্থা পক্ষ থেকে মো: রুবেল হোসেনকে সৌজন্য উপহার হিসেবে গাছ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ ভাইOmar Faruk Sujon

এফডিএফ সংগঠনের পক্ষ থেকে 🌿মানবসেবা ও খোজখবর: ২৭/০৬/২০২৫ ইং তারিখ ফরিদপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন FDF সংগঠনের পক্ষ থেকে তিন...
27/06/2025

এফডিএফ সংগঠনের পক্ষ থেকে 🌿
মানবসেবা ও খোজখবর:

২৭/০৬/২০২৫ ইং তারিখ ফরিদপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন FDF সংগঠনের পক্ষ থেকে তিনজন অসুস্থ গুণী ও শ্রদ্ধেয় ব্যক্তির খোজখবর নেওয়া হয়।
তাঁরা হলেন—

🔹 আমাদের গ্রামের প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন প্রাক্তন শিক্ষক নুর আলী(স্যার)
🔹 সম্মানিত সিরাজুল ইসলাম চাচা
🔹 এবং প্রিয় মো. কালাম হোসেন ভাই

তাঁদের খোঁজখবর নেওয়ার সুযোগ পেয়ে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।
আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন—এই কামনাই রইল আমাদের সকলের পক্ষ থেকে।

আপনাদের ভালবাসা পেলে সংগঠনটি ভাল কিছু করবে ইনশাআল্লাহ।

26/06/2025

এইচ এস সি ও আলিম পরীক্ষার্থীদের জানায় শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা।

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
24/06/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

বাংলাদেশে তৈরী একমাত্র........  হাসবেন না,
23/06/2025

বাংলাদেশে তৈরী একমাত্র........ হাসবেন না,

19/06/2025
16/06/2025

বেনাপোল স্থল বন্দরে মাদক সহ ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি।
ফাস্ট কমেন্ট বিস্তারিত....

কিসের অহংকার?কোথায় ছিলে তুমি?কি ছিলে তুমি??কিভাবে এসেছো??কি অর্জন করেছো??কি আছে তোমার??কি নিয়ে যাচ্ছ সাথে???
11/06/2025

কিসের অহংকার?
কোথায় ছিলে তুমি?
কি ছিলে তুমি??
কিভাবে এসেছো??
কি অর্জন করেছো??
কি আছে তোমার??
কি নিয়ে যাচ্ছ সাথে???

11/06/2025

আজিমপুর কবরস্থানে চাদাবাজী আটক ৫ জন

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Big Brother/বড় ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share