আমরা দ্বীনের দায়ী

আমরা দ্বীনের দায়ী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আমরা দ্বীনের দায়ী, Digital creator, Jessore.

11/07/2025

যেসব স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ও মনোমালিন্য বেশি হয়, তাদের একটু পর্যালোচনা করলে দেখা যায়, তারা নিয়মিত সহ-বাস করেনা।

• সহ-বাস করলে দেহ থেকে অক্সিটোসিন এবং নানা হরমোন নির্গত হয়ে দেহ এবং মনে স্বাচ্ছন্দ্য আনে। স্বামী স্ত্রী সহ-বাস না করলে এক ধরনের বৈরিতা দেখা শুরু হয় এবং তা বাড়তেই থাকে ফলে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়েই ঝগড়া শুরু হয়ে যায়।

• আমাদের একটি তথ্য মাথায় রাখতে হবে, স্বামী স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক ও হাসিখুশি রাখতে হলে সপ্তাহে অন্তত ২ দিন সহ-বাস করাটা উত্তম। যদি এর কম হয়, তাহলে একটি বড় সম্ভাবনা রয়েছে যে দম্পতিটি সুখি নয়।

• তাই স্বামী ও স্ত্রীদের প্রতি পরামর্শ থাকবে আপনারা এ ব্যাপারে নিজেদের মাঝে আলাপ করুন। মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক যতো গভীর হয়, তাদের সুখী হওয়ার সম্ভাবনাও ততটা বৃদ্ধি পায়।

• বর্তমানে যেভাবে প-র-কীয়া বৃদ্ধি পাচ্ছে, স্বামী স্ত্রীর এসব ব্যাপারে খুবই সচেতন হওয়া দরকার। প্রতিদিন শত শত সংসার ভেঙে যাচ্ছে শুধুমাত্র স্বামী স্ত্রীর সঠিক বোঝাপড়া না হওয়ার কারণে, যার ফলে পর-কীয়া সহ নানান ব্যাধিতে সমাজ আজ ভয়ানকভাবে আক্রান্ত।

• তাই নিজের পার্টনারের সাথে মনোমালিন্য থাকলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করুন
©️

22/06/2025
22/06/2025

🌶️ যখন আফগানিস্তানের পালা এ লো, তখন ইরাকের জনগণ চুপ করে রইল।

যখন ইরাকের পালা এলো, লিবিয়ার জনগণ চুপ করে রইল।

যখন লিবিয়ার পালা এলো, তখন সিরিয়ার জনগণ চুপ করে রইল।

যখন সিরিয়ার পালা এলো, লেবাননের জনগণ চুপ করে রইল।

যখন লেবাননের পালা এলো, ইরানের জনগণ চুপ করে রইল।

আর এখন, যখন ইরানের পালা, তখন পাকিস্তানের মানুষও একই কথা ভাবছে যে আমাদের পালা আর আসবে না।

কিন্তু এখন... আবার ভাবার সময় এসেছে।

মহাকবি শেখ সাদী একদিন একটি মাটির ঢেলা খুঁজে পেলেন। তারপর মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে শুঁকে দেখলেন- ঢেলাটি থেকে সুন্দর...
18/06/2025

মহাকবি শেখ সাদী একদিন একটি মাটির ঢেলা খুঁজে পেলেন। তারপর মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে শুঁকে দেখলেন- ঢেলাটি থেকে সুন্দর সুবাস বের হচ্ছে। কবি খুব অবাক হয়ে গেলেন। কবি ঢেলাটিকে জিজ্ঞেস করলেন- তুমি কি আতরদানি? মাটির ঢেলাটি বলল- আমি খুব সাধারণ এক খন্ড মাটি।
কবি বললেন, তাহলে তোমার কাছে এত সুবাস কী করে এলো? মাটির ঢেলাটি তখন বলল- আমি যেখানে ছিলাম, সেখানে আমার ওপর একটি গোলাপ গাছ ছিল। প্রতিদিন গাছ থেকে একটা দুইটা করে গোলাপের পাপড়ি আমার ওপর ঝরে পড়তো। প্রতিদিন সেই পাপড়ির সুবাস আমি শুষে নিতে থাকলাম। অসংখ্য পাপড়ির সুবাস শুষে নিতে নিতে আমার ভেতরটাও সুগন্ধি হয়ে গেল।

প্রিয় বন্ধু, এই গল্পটি থেকে আমরা কী শিখলাম? আমরা সবাই মাটির ঢেলার মতো সাধারণ হয়ে জন্মগ্রহণ করি। যদি আমাদের ওপর একটি গোলাপ গাছ থাকে, অর্থাৎ অসাধারণ কিছু মানুষের সান্নিধ্য আমরা পাই, তখন আমরা সেসব মানুষ থেকে শুষে নিতে পারি সৌন্দর্য, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা। পরিপূর্ণ মানসিক বিকাশ আমাদের তখনই ঘটে। পক্ষান্তরে যদি নেতিবাচক এবং অসৎ চিন্তাভাবনার মানুষের সান্নিধ্য পাই, নিজের অজান্তেই আমরা সুবাসের পরিবর্তে দুর্গন্ধ ছড়াবো।
এইজন্য আমাদের খোঁজ করা উচিৎ সুবাসিত মানুষ। সময় কাটানো উচিৎ তাদেরই সাথে। তাহলে আমাদের জীবনটা সহজ ও সুন্দর হয়ে উঠবে৷ আসুন জীবনের সবক্ষেত্রে ইতিবাচকতার চর্চা করি৷ আন্তরিক ধন্যবাদ।।

16/06/2025
16/06/2025

বিশ্বকে একদিকে বিজি রেখে গোপনে ইরানে হা/মলা অব্যাহত রেখেছে ই/জরাইল ।।
মিডিয়া শুধু ইরানের ই/জরাইলে হা/মলার খবরটায় প্রকাশ করছে , এদিকে ই/রান শেষ হয়ে যাচ্ছে ।

যদি ও বাংলাদেশের মিডিয়া বিশ্লেষণ করলে মনে হবে
যু /দ্ধে ইরান এগিয়ে। বাস্তবতা হলো ইরানের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। - ডিফেন্স স্পোর্টস 📌

অপরদিকে বিশ্ব মিডিয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে,
আজকে ই/জরায়েল প্রায় ৫০টি যু/দ্ধবিমান নিয়ে ইরানের উপর সর্বাত্মক হা/মলা চালিয়েছে।

ইতোপূর্বে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, রেভ্যুলুশনারি গার্ড কমান্ডার হোসেইন সালামি এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। আজ নতুন করে ১৪ জন বিজ্ঞানী রহস্যজনক গাড়ি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন।
সামরিক স্থাপনা, তেল শোধনাগার, বিমানবন্দর ধ্বংসপ্রাপ্ত, বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে এবং ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে।

এখনই সময় প্রশ্ন তোলার
ইরান কি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে?
"আয়াতুল্লাহ খোমেনি অধ্যায়" কি শেষের পথে?
এবার কি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এক ধাপ এগিয়ে গেল?
আমেরিকার পছন্দের একটি "দালাল " সরকার কি ইরা/নে বসানো হবে?
এই যু/দ্ধ শুধু ই/জরায়েল-ইরানের নয়। এটি পক্সি যু/দ্ধ। মূলত পিছন থেকে কলকাঠি নাড়ছে আমেরিকা ও তার মিত্ররা।

এই যু/দ্ধ শুধু বো/মা-গু/*লির নয়। এটি আধিপত্যের, আদর্শের এবং ভূ-রাজনৈতিক দখলের লড়াই।

ইরানের ভবিষ্যৎ নিয়ে আমার এই বিশ্লেষণ সত্যি না হোক। যু/দ্ধে ইরান জিতুক। প/শ্চিমা আধিপত্যের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করুক ইরান। খোমেনি অধ্যায় শেষ না হোক তার আর ও অনেক কাজ বাকি।

🌶️এইতো আরেকটু পথ, এরপরই জাহান্নাম! 😅
16/06/2025

🌶️এইতো আরেকটু পথ, এরপরই জাহান্নাম! 😅

🩸♥️বড় একটা সপ্ন আল্লাহ যদি কবুল করেন,... ☝️☝️☝️
21/05/2025

🩸♥️বড় একটা সপ্ন আল্লাহ যদি কবুল করেন,... ☝️☝️☝️

20/05/2025

🩸🩸ভারতের ষড়যন্ত্রে দখল করে নেওয়া বাংলাদেশের করিমগঞ্জ এখনো যুক্ত হতে চায় সিলেটের ভুখন্ডের সাথে,,

🩸আগামী ৫০ বছরের মধ্যে ভারত,,পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান।...
11/05/2025

🩸আগামী ৫০ বছরের মধ্যে ভারত,,পাকিস্তানের সাথে আর যুদ্ধের কথা মুখে আনবে না দুই রাতে ভারতের যে অবস্থা করে দিয়েছে পাকিস্তান। নির্লজ্জ আত্মসমর্পণ ভারতের,।
ভারতের ক্ষতির পরিমান মোট ১৩ টি যুদ্ধ বিমান হারিয়েছে, ভারতীয় সেনা ও বায়ু সেনা সহকারে আটক ১০০+, ভারতীয় সেনা মৃত্যুর সংখ্যা সেঞ্চুরি প্লাস, ড্রোন হারিয়েছে ২০০+, কাশ্মীরের ৮০ কিলোমিটার দখল পাকিস্তানের, পাকিস্তানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান, উপর দিয়ে ভারতের রিজার্ভ ব্যাংকিং সেক্টর দসে ২৫০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ লস।
দাদারা এবার বুঝলেন ঈমানদার মৃত্যুকে ভয় করে না , ()

🩸কালিমার পতাকা উঁচু করে রাখার জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, হঅথচ সেই কালিমার পতাকা আজ মুশরিকরা পায়ের নিচে ফেলেছ...
08/05/2025

🩸কালিমার পতাকা উঁচু করে রাখার জন্য হাজার হাজার সাহাবী শহীদ হয়েছেন, হঅথচ সেই কালিমার পতাকা আজ মুশরিকরা পায়ের নিচে ফেলেছে,
পৃথিবীর সকল কাফেররা জানে মুসলিমদের পতাকা কালিমার পতাকা। অচিরেই সকল কুফরি পতাকা পায়ের নিচে ফেলে কালিমার পতাকা উঁচু হবে ইনশাআল্লাহ।

Address

Jessore
7440

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা দ্বীনের দায়ী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share