বাগেরহাট নিউজ

বাগেরহাট নিউজ আন্তর্জাতিক, জাতীয়, আঞ্চলিক নিউজ

05/06/2025

Central Majlish-e-Shura member, Bangladesh Jamaat-e-Islami | Assistant Secretary, Jamaat Dhaka City South, Associate Professor, Bangladesh Islami University, Dhaka| Passionate about Human rights and community welfare | Candidate for Dhaka-6

সরকার হোক জনগণের!গত ১৬ বছর ধরে ঈদের সময়ে মানুষের পকেট কেটে শুধু দাম বাড়ানোটাই যেন ট্রেন্ড ছিলো!
02/06/2025

সরকার হোক জনগণের!
গত ১৬ বছর ধরে ঈদের সময়ে মানুষের পকেট কেটে শুধু দাম বাড়ানোটাই যেন ট্রেন্ড ছিলো!

তৃতীয় দিনের প্রদর্শনী চলছে। সময়ের সাথে বাড়ছে দর্শনার্থীর ভিড়। ছাত্রশিবির আয়োজিত 'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থান...
09/12/2024

তৃতীয় দিনের প্রদর্শনী চলছে। সময়ের সাথে বাড়ছে দর্শনার্থীর ভিড়।
ছাত্রশিবির আয়োজিত 'ফ্রেমে বন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর' শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী এর সর্বশেষ দিনের প্রদর্শনী চলছে।

প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছেন স্কুল-কলেজ শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। মহিলাদের পাশাপাশি শিশুদের উপস্থিতিও নজর কেড়েছে।
স্থান : নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা।



৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী: আকন্দআগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। কোনো জায়গা বাদ যাবে...
08/11/2024

৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী: আকন্দ

আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত। কোনো জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল ননপলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথগ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আকন্দ বলেন, জামায়াতে ইসলামীর পার্লামেন্টারিয়াল বোর্ড, কেন্দ্রীয় কর্ম পরিষদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচন ৩০০ আসনে এককভাবে করা হবে। এখন জোট হবে কি হবে না তা মাথায় রাখার দরকার নেই। জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামি আন্দোলনের উপকার হবে আমরা যাবো, তা-না হলে যাবো না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামায়াতে ইসলামী কোনো কাজ করবে না।

তিনি আরও বলেন, দেশের সর্বোত্রই জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি জামায়াত এক বছর সময় পায় তাহলে দেশের এমন কোনো গ্রাম থাকবে না যেখানে সংগঠন হবে না। এ ভয়টাই তারা করতেছে। সমস্ত গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায় তখন জামায়াত হয়ে যাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ সংগঠন। সুতরাং তারা চাচ্ছে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক, ক্ষমতায় আসবে তারা। এসব দিবাস্বপ্ন নিয়ে উনারা একটু থাকুক, আমরা আমাদের কাজ করতে থাকি।

বিএনপির শোভাযাত্রায় "খাঁচায় বন্দি শেখ হাসিনা"৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আয়োজিত শোভাযাত্রা সাবেক প্রধা...
08/11/2024

বিএনপির শোভাযাত্রায় "খাঁচায় বন্দি শেখ হাসিনা"

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আয়োজিত শোভাযাত্রা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খাঁচায় বন্দি করে উপস্থাপন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, একটি খাঁচার মধ্যে গোলাপী রঙের শাড়ি ও চোখে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে মধ্য বয়স্ক এক নারী। যার সাজগোজ অনেকটা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিল রয়েছে। এই নারী মাথায় চুলের বেনী করে তৈরি করা হয়েছে ২টি শিং। একইসঙ্গে তার মুখ রং এবং কৃত্রিম দাত লাগিয়ে সাজিয়ে তোলা হয়েছে রাক্ষসের মতো করে। খাঁচার ভেতরে রয়েছে কয়েকটি কৃত্রিম মানুষের কংকাল।

খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা— ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষুসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’সহ নান রকমের বাক্য।

ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব অঙ্গকে বিকলাঙ্গ করে ফেলেছে : মিয়া গোলাম পরওয়ারফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের সকল অঙ্গকে এ...
08/11/2024

ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব অঙ্গকে বিকলাঙ্গ করে ফেলেছে : মিয়া গোলাম পরওয়ার

ফ্যাসিস্ট আওয়ামী সরকার রাষ্ট্রের সকল অঙ্গকে একেবারেই বিকলাঙ্গ করে ফেলেছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এগুলোকে সংস্কারের মাধ্যমে কার্যকর করতে না পারলে আমাদের ছাত্র-জনতার সকল ত্যাগ বিফলে যাবে।

তিনি শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জেলার রোকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ‘রোকনরা হলো জামায়াতে ইসলামী বাংলাদেশের খুঁটি, আর এই খুঁটিকে নিরাপদ রাখার দায়িত্ব আমিরের। তাই রোকনদের শক্তিশালী হয়ে দেশের যেকোনো পরিস্থিতিতে ঈমানী শক্তিতে বলিয়ান হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম ও দেশ গড়ার কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘রোকনদের শপথের আগে ঈমানের পথে চলার অঙ্গীকার করা হয় আর শপথের পরে পরিবার-পরিজন নিয়ে নানান সমস্যার সম্মুখিন হতে হয়। ঈমানী পথে চলতে গেলে বাধা-বিপত্তি ও সমস্যা আসবেই। পরীক্ষাকে পরীক্ষা মনে করে নিজের জীবনকে পরিচালিত করতে হবে। কোনো রকমের অজুহাত দিলে রোকনিয়াত কমে যাবে।’

তিনি আরো বলেন, ‘পৃথিবী জুড়েই নানান অশান্তি বিরাজমান। তারপরেও বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৬ বছর দেশকে একেবারে অপদার্থ দেশ বানিয়েছিল। মাত্র তিন মাসে দেশকে একেবারেই ভালো করা অসম্ভব। যারা দেশের মধ্যে অস্থিতিশীল ও অরাজকতা করতে চায় তাদের বিরুদ্ধে জামায়াতের কঠোর হুঁশিয়ারী। জামায়াত এসব অন্যায়কে সমর্থন করে না এবং সমর্থনযোগ্য নয়। আশা করি দেশের বর্তমান পরিস্থিতি অনেকটা স্বাভাবিকতায় আসবে।’

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে আর ইনসাফ প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ সকল মানুষ সমঅধিকারের ভিত্তিতে একসাথে বসবাস করতে পারবে।’

সংস্কার বিষয়ে তিনি বলেন, ‘জামায়াত বরাবরের মতো সংস্কার চায়, আর সেটি অবশ্যই যৌক্তিক হতে হবে।’

সংস্কার না দ্রুত নির্বাচন- এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজন মতো সংস্কার করতে হবে। কেননা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সকল অর্গানকে (অঙ্গকে) একেবারেই বিকলাঙ্গ করে ফেলেছে। এগুলোকে সংস্কারের মাধ্যমে কার্যকর করতে না পারলে আমাদের ছাত্র-জনতার সকল ত্যাগ বিফলে যাবে।’

সুইজারল্যান্ডে আসিফ নজরুলের ওপর হামলার নিন্দা তারেক রহমানেরসুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরক...
08/11/2024

সুইজারল্যান্ডে আসিফ নজরুলের ওপর হামলার নিন্দা তারেক রহমানের

সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের প্রতি অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ক্ষমতা হারানোর মনোবেদনায় আওয়ামী লীগ ও তার সুবিধাভোগীরা দিশেহারা হয়ে পড়েছে। এরা মতপ্রকাশের স্বাধীনতা বিশ্বাস করে না বলেই সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নেয়।

শুক্রবার (৮ নভেম্বর) গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় ফ্র্যান্সে যাওয়ার পথে সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টের সামনে অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে কতিপয় আওয়ামী দুষ্কৃতিকারী উদ্ধত আচরণ করে। বিদেশের মাটিতে নিজ দেশের সরকারের একজন উপদেষ্টার সাথে এহেন শিষ্টাচারবহির্ভূত আচরণ শুধু অনভিপ্রেতই নয় বরং দেশ ও জনগণের আত্মমর্যাদার ওপর প্রচণ্ড আঘাত। ফ্যাসিবাদের হিংস্র রূপের প্রকাশ এখনো দেশে-বিদেশে অনেক স্থানে মাথাচাড়া দিয়ে উঠছে।’

‘প্রবাসে আওয়ামী নেতাকর্মীরাও শেখ হাসিনার ফ্যাসিবাদের অভয়ক ধারণ করে সুযোগ পেলেই গণতান্ত্রিক শক্তির ওপর আক্রমণ চালাচ্ছে। আইন উপদেষ্টার সাথে তাদের উশৃঙ্খল আচরণে আবারো প্রমাণিত হলো এরা বিশৃঙ্খলা, হানাহানি, বিভাজন, সংকীর্ণতা, অনৈক্য, রাষ্ট্রীয় অর্থনীতির হরিলুট এবং বিপুল অঙ্কের টাকা পাচারসহ অসৎ অনাচারের মাধ্যমে কর্তৃত্ববাদী শেখ হাসিনার হত্যা ও গুমের রাজনীতির বিশ্বাস থেকে সরে আসেনি। এরা গণতন্ত্র স্বীকৃত মানবাধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের নাগরিক স্বাধীনতায় বিশ্বাসী নয়। গণতন্ত্রের সাথে শত্রুতা আওয়ামী লীগের চিরদিনের বৈশিষ্ট্য।’

তিনি বলেন, ‘রক্তাক্ত পন্থায় ছাত্র-জনতার আন্দোলনকে পরাজিত করতে না পেরে দেশ ছেড়ে চলে যাওয়ায় শেখ হাসিনার ক্রোধ যেমন থামছে না তেমনি দেশে-বিদেশে তার সমর্থকরাও প্রচণ্ড হাতাশা নিয়ে সুযোগ পেলেই গণতন্ত্রকামী মানুষদের হত্যা করছে বা শারীরিকভাবে আঘাতসহ নানাভাবে হয়রানীর কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সুইজারল্যান্ড জেনেভা এয়ারপোর্টের সামনে ড. আসিফ নজরুলের সাথে অশোভন আচরণ শেখ হাসিনার তৈরি করা সেই দুঃশাসনেরই অভিব্যক্তি।’

হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমিরশেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্...
08/11/2024

হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা : জামায়াত আমির

শেখ হাসিনার নির্দেশেই বিডিআর বিদ্রোহে সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা নেয়ার পরেই পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে মেধাবী ও চৌকস সেনাকর্মকর্তাদের হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘গেল ১৫ বছরে যত অন্যায়, অত্যাচার-জুলুম করা হয়েছে তা ছিল শেখ হাসিনার মদদেই। শেখ হাসিনার নামে খুন, গুম ও হত্যা মামলা হয়েছে। আমরা ন্যায় বিচার চাই। ন্যায্য বিচার চাই।’

শুক্রবার (৮ নভেম্বর) সকালে নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৫ বছর ধরে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছে। দলীয় কার্যালয়গুলো সীলগালা করে দেয়া হয়েছে। বাড়িতেও থাকতে পারেনি নেতা-কর্মীরা। বাড়িতে থাকলেও জঙ্গি আখ্যা দিয়ে মামলা দেয়া হয়েছে। শুধু জামায়াত নয় বিরোধী মতের সকলের ওপর এ নির্যাতন করা হয়েছে।’

আমিরে জামায়াত বলেন, ‘অন্যায়ের বিচার হতে হবে, না হলে অন্যায়কারীরা উৎসাহ পাবে। অপরাধ কমবে না। শেখ হাসিনা যেমন ছিলেন, তার উজির নাজিররাও একই রকম ছিলেন। গত ১৫ বছর মিথ্যা বলার প্রতিযোগীতা ছিল।’

দলীয় নেতা-কর্মীদের আইন হাতে তুলে না নেয়ার পরামর্শ দিয়ে জামায়াতের আমির বলেন, ‘জামায়াত কোনো অন্যায় করবে না। অত্যাচার করবে না। মানুষের ক্ষতি করবে না। যেখানে অন্যায় দেখবেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন।’

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের আহ্বান উপদেষ্টা আসিফের
19/10/2024

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের আহ্বান উপদেষ্টা আসিফের

নারীদের ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না : জামায়াত আমির।
19/10/2024

নারীদের ওপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া হবে না : জামায়াত আমির।

04/10/2024

❛আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❜ (ﷺ)

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share