25/05/2025
রাইসা — আকাশের ফুল
ছোট্ট হাতে ধরেছিলে আমার আঙুল,
নিঃশব্দে শিখিয়েছিলে ভালোবাসার মূল।
তোমার হাসি ছিলো আমার সকাল,
তোমার চোখে ফুটতো রঙিন এক ভালোবাসার ক্যালেন্ডার।
আজ তুমি নেই পাশে, কিন্তু আছো হৃদয়ে,
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রার্থনায়, প্রতিটি দোয়ায়।
আল্লাহর সবচেয়ে প্রিয় ফেরেশতা হয়েই তুমি আজ,
আকাশের ফুল হয়ে ঝরে পড়ো আমার প্রতিটি স্বপ্নে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাইসা জান্নাতুল ফেরদৌসের রত্ন হোক।