Hare Krishna Isckon Temple Mayapur

Hare Krishna Isckon Temple Mayapur Hare Krishna (हरे कृष्ण) 🙏❣️Iskcon Temple chat Hare Krishna Mahamantra and be happy always in your life

International Society  Iskcon Temple Sri Dham Mayapur हरे कृष्ण हरि बोल जय राधे হরে কৃষ্ণ,,,,,,, পানিহাটি চিড়া- দধি মহোৎ...
19/06/2024

International Society Iskcon Temple Sri Dham Mayapur हरे कृष्ण हरि बोल जय राधे

হরে কৃষ্ণ,,,,,,, পানিহাটি চিড়া- দধি মহোৎসব উপলক্ষে আপনাদের জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

ানিহাটি__চিড়া_দধি__মহোৎসব_____💐
"রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চেয়েছিলেন। তিনি এমনকি ব্যক্তিগতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করেছিলেন কিন্তু তাঁকে ফেরত পাঠানো হয়েছিল। কেননা আমরা যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে যেতে চাই, তবে আমাদের শ্রী নিত্যানন্দ প্রভুর মাধ্যমে যেতে হবে। শ্রীনিত্যানন্দ প্রভুর নিকট যাওয়ার উপায় হলো গুরু পরম্পরা ধারায় তাঁর বিশুদ্ধ প্রতিনিধিদের মাধ্যমে যাওয়া।
-শ্রীল জয়পতাকা স্বামী, ৫ই জুন, ২০১৬, আটলান্টা

"কৌতুক প্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবেই অত্যন্ত দয়াময়, রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন— -তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস্‌ আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে দণ্ড দেব৷ আজ তোকে আমার নিজজনদের দধি, চিড়া খাওয়াতে হবে৷” সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন৷"
(শ্লোক: ৬/৪৯-৫১) শ্রীচৈতন্য চরিতামৃত অন্ত্যলীলা।

পানিহাটিতে যে দন্ড মহোৎসব হচ্ছে । এটা বহুকাল ধরে হয়ে আসছে , আজ থেকে প্রায় ৫০০ বছর আগে নিত্যানন্দ প্রভু এই দিনটিতে রঘুনাথ দাস গোস্বামীকে কৃপা করেছিলেন। তিনি তাঁকে দন্ড দিয়েছিলেন । তাকে বলেছিলেন চোর। চোর কেন ? নিত্যানন্দ প্রভু কে অতিক্রম করে শ্রী চৈতন্য মহাপ্রভু কে পেতে গেছিলেন । তাই জন্য নিত্যানন্দ প্রভু তাকে বলেছিলেন চোর । "হেন নিতাই বিনে ভাই , রাধাকৃষ্ণ পাইতে নাই " । এই যে রাধা কৃষ্ণ যে চৈতন্য মহাপ্রভু , নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা যায় না । নিত্যানন্দ প্রভু হচ্ছেন গুরুতত্ত্ব - শ্রীগুরুদেবের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভু , শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয় । নিত্যানন্দ প্রভুর কৃপায় চৈতন্য মহাপ্রভু কে লাভ হবে এবং চৈতন্য মহাপ্রভুর কৃপায় রাধা-কৃষ্ণকে পাওয়া যাবে, রাধা কৃষ্ণের কৃপা লাভ হবে। সেই উদ্দেশ্যেই এই দন্ড মহোৎসব ।

◾দন্ড মহোৎসব কী?
চিড়াদধি মহোৎসব নিত্যানন্দ প্রভু বললেন আমার ভক্তদের এবং আমাকে চিড়াদই খাওয়াতে হবে ,সেই দন্ড শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শিরোধার্য করে নিয়েছিলেন । লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল তখন , রঘুনাথ দাস গোস্বামী রাজার ছেলে তার ঐশ্বর্যের অভাব নেই । তাদের বাৎসরিক আয় তখন কুড়ি লক্ষ স্বর্ণমুদ্রা প্রতিবছর । সেই রঘুনাথ দাস গোস্বামী এই চিড়া দধি মহোৎসব এর আয়োজন করেছেন। সকলেই এখানে এসেছেন কেবল নিত্যানন্দ প্রভুর পার্ষদেরাই নয়। এই সূত্রে আমারা দেখতে পাচ্ছি যে সকলেই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের যোগ্য এবং চরমে এই অনুষ্ঠানের সময় নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু কে ডেকে আনলেন এবং কেউ কেউ দেখতে পেল এবং কেউ কেউ দেখতে পেলো না। চৈতন্য মহাপ্রভু সেখানে প্রতিটি ভক্তের পাতের সামনে যাচ্ছেন ,নিত্যানন্দ প্রভু সেই পাত থেকে চিড়াদই চৈতন্য মহাপ্রভুর মুখে দিচ্ছেন। এই যে মহোৎসব এটা একটা অপূর্ব সুন্দর মহোৎসব আমাদের পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের পক্ষে , কৃষ্ণভক্ত দের পক্ষে ।এই অনুষ্ঠান এই মহোৎসব অনাদিকাল ধরে চলে আসছে। প্রতিবছর এই দিনটিতে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। ইসকন এখন এই চিড়াদধি মহোৎসবে একটা মস্তবড় অংশ গ্রহন করেছে, এই পানিহাটিতে আমরা একটা মন্দির স্থাপন করেছি ,মন্দির পেয়েছি। সেই মন্দির টি এখন সংস্কার করে এখানে আমাদের প্রচার কার্য হচ্ছে । আপনারা সকলে আসুন আমাদের এখানে থাকার খুব সুন্দর বন্দোবস্ত আছে।আমাদের এখানে ভক্তরা আছে ,প্রসাদের বন্দোবস্ত আছে। এবং সবচাইতে বড় কথা হরিকথা শ্রবনের এক অপূর্ব সুন্দর সুযোগ এইখানে রয়েছে হরে কৃষ্ণ ।
নিতাই গৌড় প্রেমানন্দে হরিবোল
জয় শ্রীল প্রভুপাদ
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ কি জয়
প্রবচন :- শ্রীল ভক্তিচারু স্বামী গুরুমহারাজ কি জয়
পানিহাটি মন্দিরে চিড়া দধি মহোৎসব।

🙏💐🌼🌸"""হরে কৃষ্ণ"""🌼🌸💐🙏

Address

Jessore
7330

Opening Hours

09:00 - 17:00

Telephone

+8801770435213

Alerts

Be the first to know and let us send you an email when Hare Krishna Isckon Temple Mayapur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hare Krishna Isckon Temple Mayapur:

Share