Islamik page

Islamik page ❤️আসসালামু আলাইকুম 🥀নতুন পেজ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন🥀🥰

20/03/2025

ফিলি'স্তিন ইস্যুতে শয়'তান যেভাবে আমাদের ধো'কা দেয়...

পূজার সময় কেন বেশি সচেতন হবেন?  জাদু মুলত শয়তানের সাহায্য নিয়ে করা হয়ে থাকে আর শয়তানকে খুশি করার মাধ্যম হচ্ছে পূজা অর্চন...
10/10/2024

পূজার সময় কেন বেশি সচেতন হবেন?

জাদু মুলত শয়তানের সাহায্য নিয়ে করা হয়ে থাকে আর শয়তানকে খুশি করার মাধ্যম হচ্ছে পূজা অর্চনা।

বছরের সবচেয়ে বেশি পূজা সম্পন্ন হয় আশ্বিন এর শেষ দিকে ও কার্তিক মাসে তথা পুরো অক্টোবর জুড়ে।

এ সময়ে যেসকল পুজা অনুষ্ঠিত হয় তন্মদ্ধ্যে রয়েছে -

*নবরাত্রি

*দুর্গাপূজা

*বিজয়া দশমী

*কোজাগরী লক্ষী পূজা

*কালীপূজা ও দীপাবলি

তান্ত্রিক -জাদুকরেরা জাদু রিনিউ করতে বিভিন্ন তিথি বেছে নেয়। এসকল পূজার তিথি তাদের জন্য মোক্ষম সুযোগ।চৈত্র মাসের শেষ তিনদিন, বৈশাখের প্রথম দিন, শিবরাত্রি, বিভিন্ন অমাবস্যা, পূর্নিমা,আশ্বিন মাসের পূজাসমূহ তাদের কাঙ্খিত সময়। নতুন জাদু করা, পুরাতন জাদু রিনিউ করা এসকল কাজ জাদুর খাদেম জ্বীনের মাধ্যমে সম্পন্ন করে অথবা কালোজাদুর আসবাব বিভিন্ন কবরে পুতে,শবসাধনা করে জাদু চর্চা করে শয়তানি সাধনার মাধ্যমে। এছাড়াও অনেক সময় জ্বীনেরা নিজে থেকে মানুষের শরীরে জাদুর গিট বেঁধে নিজের আবাস তৈরি করে নেয়। এরাও এসমস্ত তিথিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা চালায়।

এই কারণে অনেক জ্বীন/ জাদুগ্রস্থ রোগি দীর্ঘ পরিশ্রমের সাথে রুকইয়াহ্, আমল করার মাধ্যমে শেফার কাছাকাছি পৌছেছে তাদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি। যারা আল্লাহর অশেষ রহমতে পরিপূর্ণ শেফা লাভ করেছে তাদেরকেও আমল এ কঠোর হতে হবে।

সতর্কতা স্বরুপ আপনাদের করনীয়ঃ

🔵ফরজ, ওয়াজিব, সুন্নাত যথাযথভাবে পালন করা।

🔵সকাল -সন্ধ্যার মাসনুন আমল কোনোভাবেই বাদ দেওয়া যাবেনা।

🔵আসরের পর বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দেওয়া।

🔵সন্ধ্যার সময় বাসা থেকে বের না হওয়া।

🔵যথাসম্ভব মন্দির, পূজা মন্ডপ এরিয়ে চলা।

🔵বাসা থেকে বের হওয়ার সময় চার কুল, আয়তুল কুরসি পড়ে শরীর বন্ধ করে, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া।

🔵মন্দির /পূজা এরিয়া অতিক্রম করার সময় চারকুল পড়তে থাকা ও বিসমিল্লাহিলাজি লা ইয়া দুররু মা আসমিহি শাইউন ফিল আরদ্বী ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম পড়া (আরবি দেখে শিখে নেবেন)

🔵বাসায় সুরা বাকারা তেলাওয়াত করা

🔵যাদের রুকইয়াহ্/সেলফ রুকইয়াহ্ চলমান তাদের বিভিন্ন ওয়াসওয়াসা আসলেও রুকইয়াহ্ সঠিকভাবে চালিয়ে যাওয়া।

🔵বেশি বেশি কার্স মোনাজাত করা (এটি জাদুকরের জাদু তার দিকে ফিরিয়ে দেওয়া এবং জাদু সহ জাদুকর ধ্বংসের জন্য আল্লাহর কাছে মোনাজাত)

🔵যারা সদ্য সুস্থতা লাভ করেছে তাদের উচিত কমন রুকইয়াহ্ আয়তগুলো তেলাওয়াত করা।

🔵পূজার প্রসাদ কোনোভাবেই খাওয়া যাবে না।

এই পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু রয়েছে বিভিন্ন পূজো তাই সচেতন থাকবেন, আমলে জিকিরে থাকবেন ইন শা আল্লাহ্।

07/10/2024

ব্রেকিং নিউজ!
এখন থেকে সমুদ্রপথেও হজ্বে যেতে পারবেন বাংলাদেশি হাজীরা।
আলহামদুলিল্লাহ!

05/10/2024

🖤কালো পতাকা 🖤
👉❤️লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ ❤️

02/10/2024

😍ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের দেশে আগমন আপনি কি ভাবে দেখছেন?
আমার কাছে ঈদ আনন্দের মত লাগছে আলহামদুলিল্লাহ!🥰

🚫আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপন...
29/09/2024

🚫আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন। অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।😔❌

16/09/2024

_ ইউসুফ এর যাক জমক জীবন যাপন ও রাজপ্রাসাদ 🥀❣️🥰❤️ইউসুফ জুলেখা পর্ব ১০🥰
👉
#ইউসুফজুলেখা

16/09/2024

_৩ হাজার_দেবন_দিয়ে_ইউসুফ কে কিনে নিলেন পুতিফার❣️🥀🥀ইউসুফ_জুলেখা_পর্ব-১০❣️🥀🥰🥰
#ইউসুফজুলেখা

16/09/2024

_আলহামদুলিল্লাহ আজ পবিত্র
মিলাদুন নবী_
সবাই বেশি বেশি দুরুদ পাঠ করি
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ.
,,,আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মদিন ওয়ালাআলী মুহাম্মাদ ""

14/09/2024

👉বৃদ্ধকে_নাজাত_করলো_ইউসুফ 🥀🥀❤️🥰
👉👉ইউসুফ_জুলেখা_পর্ব_৯🥰❤️🥀
#ইউসুফজুলেখা

14/09/2024

👉১৮_ দিরহামে_বিক্রি_করে_দিলো_ইউসুফকে 🥀❤️
🥀🥰ইউসুফ_জুলেখা_পর্ব_৮🥀❤️
#ইউসুফজুলেখা

14/09/2024

🥀খোদার পয়গম্বর ইউসুফ এর কাছে❣️
_ইউসুফ_জুলেখা_পর্ব_৭🥰🥀🥀
👉পুত্রের বিচ্ছেদের যন্ত্রণা 🤲
#ইউসুফজুলেখা

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Islamik page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share