10/10/2024
পূজার সময় কেন বেশি সচেতন হবেন?
জাদু মুলত শয়তানের সাহায্য নিয়ে করা হয়ে থাকে আর শয়তানকে খুশি করার মাধ্যম হচ্ছে পূজা অর্চনা।
বছরের সবচেয়ে বেশি পূজা সম্পন্ন হয় আশ্বিন এর শেষ দিকে ও কার্তিক মাসে তথা পুরো অক্টোবর জুড়ে।
এ সময়ে যেসকল পুজা অনুষ্ঠিত হয় তন্মদ্ধ্যে রয়েছে -
*নবরাত্রি
*দুর্গাপূজা
*বিজয়া দশমী
*কোজাগরী লক্ষী পূজা
*কালীপূজা ও দীপাবলি
তান্ত্রিক -জাদুকরেরা জাদু রিনিউ করতে বিভিন্ন তিথি বেছে নেয়। এসকল পূজার তিথি তাদের জন্য মোক্ষম সুযোগ।চৈত্র মাসের শেষ তিনদিন, বৈশাখের প্রথম দিন, শিবরাত্রি, বিভিন্ন অমাবস্যা, পূর্নিমা,আশ্বিন মাসের পূজাসমূহ তাদের কাঙ্খিত সময়। নতুন জাদু করা, পুরাতন জাদু রিনিউ করা এসকল কাজ জাদুর খাদেম জ্বীনের মাধ্যমে সম্পন্ন করে অথবা কালোজাদুর আসবাব বিভিন্ন কবরে পুতে,শবসাধনা করে জাদু চর্চা করে শয়তানি সাধনার মাধ্যমে। এছাড়াও অনেক সময় জ্বীনেরা নিজে থেকে মানুষের শরীরে জাদুর গিট বেঁধে নিজের আবাস তৈরি করে নেয়। এরাও এসমস্ত তিথিতে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা চালায়।
এই কারণে অনেক জ্বীন/ জাদুগ্রস্থ রোগি দীর্ঘ পরিশ্রমের সাথে রুকইয়াহ্, আমল করার মাধ্যমে শেফার কাছাকাছি পৌছেছে তাদের আরও বেশি সতর্ক হওয়া জরুরি। যারা আল্লাহর অশেষ রহমতে পরিপূর্ণ শেফা লাভ করেছে তাদেরকেও আমল এ কঠোর হতে হবে।
সতর্কতা স্বরুপ আপনাদের করনীয়ঃ
🔵ফরজ, ওয়াজিব, সুন্নাত যথাযথভাবে পালন করা।
🔵সকাল -সন্ধ্যার মাসনুন আমল কোনোভাবেই বাদ দেওয়া যাবেনা।
🔵আসরের পর বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করে দেওয়া।
🔵সন্ধ্যার সময় বাসা থেকে বের না হওয়া।
🔵যথাসম্ভব মন্দির, পূজা মন্ডপ এরিয়ে চলা।
🔵বাসা থেকে বের হওয়ার সময় চার কুল, আয়তুল কুরসি পড়ে শরীর বন্ধ করে, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া।
🔵মন্দির /পূজা এরিয়া অতিক্রম করার সময় চারকুল পড়তে থাকা ও বিসমিল্লাহিলাজি লা ইয়া দুররু মা আসমিহি শাইউন ফিল আরদ্বী ওয়ালা ফিস সামায়ি ওয়াহুয়াস সামিউল আলিম পড়া (আরবি দেখে শিখে নেবেন)
🔵বাসায় সুরা বাকারা তেলাওয়াত করা
🔵যাদের রুকইয়াহ্/সেলফ রুকইয়াহ্ চলমান তাদের বিভিন্ন ওয়াসওয়াসা আসলেও রুকইয়াহ্ সঠিকভাবে চালিয়ে যাওয়া।
🔵বেশি বেশি কার্স মোনাজাত করা (এটি জাদুকরের জাদু তার দিকে ফিরিয়ে দেওয়া এবং জাদু সহ জাদুকর ধ্বংসের জন্য আল্লাহর কাছে মোনাজাত)
🔵যারা সদ্য সুস্থতা লাভ করেছে তাদের উচিত কমন রুকইয়াহ্ আয়তগুলো তেলাওয়াত করা।
🔵পূজার প্রসাদ কোনোভাবেই খাওয়া যাবে না।
এই পুরো অক্টোবর মাস জুড়েই কিন্তু রয়েছে বিভিন্ন পূজো তাই সচেতন থাকবেন, আমলে জিকিরে থাকবেন ইন শা আল্লাহ্।