
10/07/2025
আমাকে যদি কেউ জিজ্ঞেসা করে তোমার জীবনে সুন্দর মূহুর্ত কখন কাটিয়েছো ?? আমি নিরদ্বিধায় বলবো (( আমার প্রথম স্কুল জীবন))।। হ্যাঁ!! তখন কিছু বুঝতাম না। চালাক ছিলাম না জীবনের মারপেঁচ বুঝতাম না।। একটু বেথা পেলে পেনপেন করে কেঁদে ফেলতাম।। টিফিনে দেরি করে ক্লাসে যাওয়া।। ছুটির ঘন্টা পড়লেই ব্যাগ টা নিয়েই ছুটে বাড়ির দিকে যাওয়া।। সব মিলিয়েই কতোই না ভালো ছিল 😅😅😅