
16/01/2025
নওয়াপাড়া প্রফেসরপাড়ার মোড়ে এই বাচ্চাটাকে পাওয়া গিয়েছে,
বয়স ৩-৩.৫বছর হবে ,ভালোভাবে পরিচয় দিতে পারছে না।
খুব সম্ভবত ওর মা এখানে এনে রেখে চলে গিয়েছে,
দেখেনতো বাচ্চাটাকে কেউ চিনতে পারেন কিনা, প্রফেসরপাড়া মোড়ে এক সবজির দোকানে বাচ্চাটা রাখা আছে।
আশেপাশে কেউ থাকলে একটু হেল্প করুন ,
বাচ্চাটাকে নিরাপদ অবস্থানে নেওয়া দরকার।