Queen Mim

Queen Mim ~~~¤ ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের সঙ্গ নয়....😌🖤🥀
(2)

10/03/2025

❤🥀


05/03/2025

আলহামদুলিল্লাহ্🥰❤

04/03/2025

❤🥀

04/03/2025

Alhamdulillah❤🥀

মার্কেটে গেলে চোখ সুধু এইগুলাতে আটকায়😝🙃
22/02/2025

মার্কেটে গেলে চোখ সুধু এইগুলাতে আটকায়😝🙃

21/02/2025

❤🌺

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও ...
20/02/2025

৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!

প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।

কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!

রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]

তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]

অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।

বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।

আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।

রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]

গতকাল শখ কইরা একটু আলু ভাজি করছিলামএত টেস্ট হইছে যে, আমি ছাড়া আর কেউ খাই নাই🙂😬২ দিন ধরে খাইতেছি তবুও শেষ হয়না ক্যান😬এত দ...
13/02/2025

গতকাল শখ কইরা একটু আলু ভাজি করছিলাম
এত টেস্ট হইছে যে, আমি ছাড়া আর কেউ খাই নাই🙂😬
২ দিন ধরে খাইতেছি তবুও শেষ হয়না ক্যান😬
এত দুক্কু কই রাখমু🥺😿

Pic: প্রিয় ফুসকা😋
fans

আমার মন খারাপ থাকলে হাড়ি-পাতিল, থালাবাসন ধুই। একেবারে ধুয়ে ফকফকা করে ফেলি। ধোয়া থাকলেও আবার ধুই। এতে মন ভালো হয়।😌Pic: পো...
11/02/2025

আমার মন খারাপ থাকলে হাড়ি-পাতিল, থালাবাসন ধুই। একেবারে ধুয়ে ফকফকা করে ফেলি। ধোয়া থাকলেও আবার ধুই। এতে মন ভালো হয়।😌

Pic: পোলাও😌

সবজি খিচুড়ি
11/02/2025

সবজি খিচুড়ি

বর‌ই(কুল) ভর্তা
09/02/2025

বর‌ই(কুল) ভর্তা

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Queen Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share