Flag of Bangladesh

Flag of Bangladesh আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

23/05/2025

নৌকায় অতিরিক্ত অপ্রয়োজনীয় লোক উঠেছিল বলেই নৌকার ভরাডুবি হয়েছে।ধানক্ষেতেও আগাছার পরিমাণ বেশি হয়ে গেলে ফলন কিন্তু ভালো হবে না!!
এইটি থেকে শিক্ষা নেওয়া দরকার

29/03/2025

"আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই মানসিক রোগীগুলোকে দলের বিশেষ পদ থেকে সরিয়ে সুস্থ মানুষ গুলোকে দলে যুক্ত করুন এরা এতটাই মানসিক রোগী নির্বাচন ছাড়া আর কোন শব্দ উচ্চারণ করতে পারে না। 🙏

14/03/2025

এ জাতি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকতে ভালোবাসে।বৃটিশ শাসনামল থেকে পাকিস্তান শাসনামল তারপর পরোক্ষভাবে দাদাদের শাসনামলের দাসত্ব মেনে নেওয়া ।ইদানীং মুক্তি পাওয়ার পর কেবল রাজা রাজা ভাব আসছে।আর আবার লাফানো শুরু হয়েছে শাহাবাগী আর তৌহিদী জনতার ব্যানারে উত্তেজনা সৃষ্টি করে দাসত্ব মেনে নেওয়ার মনোবাসনা।যে টার্ম কার্ড গুলো খেলা হচ্ছে এখন এগুলো বহুত পুরোনো।প্রতিটা খেলায় গেম প্লান চেন্জ করে নতুন করে প্রতিযোগিতায় নামতে হয়।তরুণরা বাংলাদেশ পন্থী এটা রাজনৈতিক দলগুলো যত দ্রুত বুঝবে ততই মঙ্গল। আগামীর বাংলাদেশ সুন্দর হোক। দাস প্রথা নিপাত যাক।আমরা সবাই বাংলাদেশী হই।আর কোনো ফ্যাসিবাদের উত্থান না হোক মাতৃভূমিতে!!!এদেশ সবার।।🇧🇩

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভ...
03/02/2025

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে.....

‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন....

“আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল....

তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে.....

তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে....

রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে...…

রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে!

তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে—

রুমি শোনো..!

সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।"

শূন্য থেকে শুরু, শুন্যের মাঝেই শেষ, আলোর মাঝে কিছুই নেই, অন্ধকারই বেশ..!🖤🌙
25/01/2025

শূন্য থেকে শুরু, শুন্যের মাঝেই শেষ, আলোর মাঝে কিছুই নেই, অন্ধকারই বেশ..!🖤🌙

We support the idea . But try to complete it within possible short time . So that nobody can get scope to criticize you ...
22/01/2025

We support the idea . But try to complete it within possible short time . So that nobody can get scope to criticize you . May Allah help you .

31/10/2024

—ত্রিমাত্রিক দুনিয়ায় বহুমাত্রিক তুমি,
দ্বিমাত্রিক প্রেম আর মাত্রাহীন বারোভাতারী।❤

13/10/2024

মুখে একজন রাখে
মনে আরেকজনক পালে একজন
Inbox এ 13 জন !
বলেন তো কে ??

24/09/2024

৫০দিন চলে গেল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত। গত ৫০দিনে বহু আওয়ামী সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথাও হয়েছে কয়েকজন সমর্থকের সাথে কিন্তু কাউকে বলতে শুনিনি যিনি সবকিছু মিলে খুব অনুতপ্ত !!

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ছোট ভাইদের করুণ মৃ'ত্যুতে তারা একটু অনুতপ্ত !!

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত !!

আমি কোন আওয়ামীকে বলতে শুনিনি যে, বিচার বহির্ভূত গুম, খু'ন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক !!

আমি শুধুই বলতে শুনেছি….
"দেখবো ইউনুস কয়দিন চালায়"!
"আগের সরকারই ভাল ছিল"!
"এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল"!
"দেশ ২০ বছর পিছিয়ে গেল"!

আসলে আমার খুব জানতে ইচ্ছা করে,
একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি এটা যে আমরাই সঠিক আর বাকীরা সব বেঠিক ?

একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার কোন বিবেক থাকবেনা, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোন মায়া থাকা যাবেনা ?

একটি দলের প্রতি ভালবাসা থাকা মানেই কি, আমার নেতা নেত্রী ফেরেস্তা সমতুল্য এবং তারা সকল ভুলের উর্ধ্বে ?

ধিক্কার ঐ সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী, নেতা ও সমর্থকদের যাদের কোন অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ভালবাসা আন্তরিকতা।

কাছাকাছি গেলে বোঝা যায়, প্রিয় মানুষ গুলো আসলে দুর থেকেই সুন্দর।যতটা সম্ভব তাদের চরিত্র সম্পর্কে না জানার চেষ্টা করা ।এ...
23/09/2024

কাছাকাছি গেলে বোঝা যায়,
প্রিয় মানুষ গুলো আসলে দুর থেকেই সুন্দর।
যতটা সম্ভব তাদের চরিত্র সম্পর্কে না জানার চেষ্টা করা ।
একবার জেনে গেলে কষ্ট বেরে যায়।
ভাবতেও পারবেন না যে একটা মানুষের কত গুলো রুপ থাকতে পারে।
নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে।

অথচ এখন সে ডাবল টাইমিং করতে করতে তুমি ছাড়াও আরো দুই নৌকার মাঝি।

08/09/2024

১১ টার পর থেমে যেও পিও! যাতে কেউ ব**** ভা....রি না বলে 😁😁😁।

👌👌👌👌
02/09/2024

👌👌👌👌

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flag of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share