Beautiful Keshabpur

Beautiful Keshabpur Hello Everyone
Welcome To My Channel

Beautiful Keshabpur brings you some of the most exciting and Beautiful Keshabpur* is a official page.

Everyone loves fishing very much. There is no person who doesn't love fishing. So, In this channel we are trying to show how to catch fish in the traditional
way and some primitive work. I hope you will like them

প্রিয়  #ছাত্রসমাজ,নোংরা রাজনীতি থেকে তোমরা অনেক দুরে থেকো।তোমাদের যারা আহত করেছে, তাদেরকে ভালবাসা দিয়ে রক্ষা করো, তোমাদে...
08/08/2024

প্রিয় #ছাত্রসমাজ,
নোংরা রাজনীতি থেকে তোমরা অনেক দুরে থেকো।
তোমাদের যারা আহত করেছে, তাদেরকে ভালবাসা দিয়ে রক্ষা করো,
তোমাদের প্রতি ভালোবাসা রইলো,

কেশবপুরে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটে যাওয়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ...
08/08/2024

কেশবপুরে অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটে যাওয়াই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরিছন্ন কেশবপুর গড়ে তোলোর লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে এবং এই ধারা অব্যাহত থাকবে।

আসুন আমরা পরিবর্তনের জন্য কাজগুলো অঙ্গীকার করি।
07/08/2024

আসুন আমরা পরিবর্তনের জন্য কাজগুলো অঙ্গীকার করি।

কেউ গদি পেতে ব্যাস্ত,কেউ দল গোছাতে ব্যাস্ত "অথচ ক্লান্ত ছাত্র ছাত্রীরা, দেশ গোছাতে ব্যাস্ত!এটাই বাস্তবতা!"আন্দোলন করলো ছ...
07/08/2024

কেউ গদি পেতে ব্যাস্ত,
কেউ দল গোছাতে ব্যাস্ত

"অথচ ক্লান্ত ছাত্র ছাত্রীরা, দেশ গোছাতে ব্যাস্ত!
এটাই বাস্তবতা!"

আন্দোলন করলো ছাত্ররা,
রক্তের বিনিময়ে দেশকে সৈরাচার মুক্ত করলো ছাত্ররা,
আবার এই ক্লান্ত ছাত্ররাই দেশকে পরিস্কার পরিচ্ছন্ন, ট্রাফিক নিয়ন্ত্রণ, এবং দেশ সংস্কারের কাজ করে যাচ্ছে।

আর আপনারা পড়ে আছেন আপনাদের সমাবেশ আর সেলিব্রেশন নিয়ে। শহীদের রক্ত শুকানোর আগেই এই সমাবেশ কোন ভালো মেসেজ বহন করে না দেশের মানুষের কাছে। এই বোধগম্যতা যদি না থাকে তবে আপনাদের কাছ থেকে দেশের সেবা কিভাবে আশা করা যায়।


05/08/2024

এত রাতে কেউ জেগে আছেন কিনা জানিনা।ছাত্ররাই এই আন্দোলনের বিজয়ী।কোন রাজনৈতিক দল ১৫ বছরে আওয়ামী রেজিমের পশম ছিড়তে পারেননি।আমি বিশ্বাস করি কোন ছাএ সংখ্যালঘুদের উপর হামলা করতে পারে না।রাজনৈতিক দলের অতি উৎসাহী লোক যে এই তান্ডব চালিয়ে যাচ্ছে তা বন্ধ করার জন্য নেতারা কি করছেন?কোন ব্যক্তির অপরাধের দায় সমস্ত সম্প্রদায় এর উপর চাপিয়ে লুটপাট চলছে।যারা এসব কাজ করছে তারা তো শেখ হাসিনার থেকে খারাপ।

দেশের অর্থনীতির জয়- বাংলা হয়ে গেছে।আর এখন স্বৈরাচারের পতন শেষ। সকল রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাছে উদাত্ত আহ্বান থাকবে সকল সহিংসতা পরিহার করুন।আপনারা যা শুরু করেছেন তাতে নিকট ভবিষ্যতে আপনাদের উপর থেকেও সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাবে।

05/08/2024

আমরা আর কেশবপুরে কোন সংঘাত চাই না
আমরা চাই শান্তির শহর,
আমার জনগনের শহর....

05/08/2024

🛥️ নৌকা আর ধানের শীষ
দুই সাপের একই বিষ।
আমরা অতীত বর্তমান কোনটাই চাইনা।আমরা চাই নতুনত্ব

Address

Keshabpur
Jessore
7450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Keshabpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category