11/03/2024
যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে চৌগাছায় নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ)২০২৩-২৪ অর্থবছরের আওতায় যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সোমবারে সকালে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদককে না বলুন, মানবপাচার রোধ করুন, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের নারী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) জনাব মো: আছাদুজ্জামান।
তিনি তার বক্তব্যে মানবপাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে সাধারণ মানুষ ও নারীদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। তিনি উপস্থিত সকল মা,বোনকে মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করে যেতে বলেন। এছাড়া তিনি সন্তানকে সুশিক্ষিত ও সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে আহবান জানান।
সহকারী তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জনাব মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জনাব মো: মোস্তাফিজুর রহমান
, ৪ নং ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস, এম, মোমিনুর রহমান,কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য জনাব মো: মোস্তাফিজুর রহমান, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোসা: রেহানা পারভীন,জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব এ.বি.এম মুহিদ হোসেন, জাস্টিস এন্ড কেয়ারের প্রোগ্রাম অফিসার জনাব রিফাত জাহান, অন্যান্য শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ ও মতবিনিময় সভায় মানবপাচার প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, সরকারের বিভিন্ন অর্জিত সাফল্য,মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,গুজব প্রতিরোধ, নৈতিকতা ও সুশাসন ,নারী নির্যাতন রোধ,সন্তানের সুশিক্ষা দানে করণীয়,শিশু ও গর্ভবতী মায়ের স্বাস্থ্য, জঙ্গীবাদ দমন প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে প্রায় তিন শতাধিক নারী উপস্থিত ছিলেন।