Shekorer Sandhane

Shekorer Sandhane আমি লিপ্ত থাকি "শেকড়ের সন্ধানে"খুঁজে ফিরি নেপথ্যের খবর যত আছে সৃষ্টির-মানবতার।শেখ মিজানুর রহমান মায়া

06/05/2025

ফলো দিন,ফলো দেবো।কমেন্ট করুন স্টার দিন আমিও করবো দেবো।

ফলো দিয়ে পোস্টে কমেন্ট করলেই তোমাদের ফলোসহ অনেক লাইক কমেন্ট ইত্যাদি দিয়ে আসবো।
04/05/2025

ফলো দিয়ে পোস্টে কমেন্ট করলেই তোমাদের ফলোসহ অনেক লাইক কমেন্ট ইত্যাদি দিয়ে আসবো।

❤️"শেকড়ের সন্ধানে"র সাহিত্য আসর অনুষ্ঠিত❤️১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার ক...
03/05/2025

❤️"শেকড়ের সন্ধানে"র সাহিত্য আসর অনুষ্ঠিত❤️

১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে" আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উম্মোচন,
শিক্ষাবৃত্তি প্রদান,আলোচনা,মতবিনিময় ও মে দিবস (পালন)অনুষ্ঠিত হয়।

🇧🇩শনিবার (০৩ মে-২৫) বিকালে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের বৃহত্তর যশোর জেলার ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলা শহরের (পিটিএফ) মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক ও কবি জনাব মোঃ আব্দুল কাদের'র সভাপতিত্বে
❤️প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন প্রবীন কবি ও সাহিত্যিক জনাব এডিএম রতন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব শেখ মিজানুর রহমান মায়া।
🇧🇩উদ্বোধন করেন "শেকড়ের সন্ধানে" র উপদেষ্টা পরিষদের সভাপতি জনাব এ কে আজাদ
(ইকতিয়ার)
প্রধান অতিথি বলেন সৃজনশীল ব্যক্তি হওয়ার পূর্ব শর্ত আন্তরিক মানবিক সময় ও বিষয়ের উপর গুরুত্ত্ব দেওয়া।

🇧🇩প্রধান আলোচক হিসাবে কবিতা ও সাহিত্যের উপর মূল্যবান আলোচনা করেন অগ্রগামী সৃজনশীল মানুষপ্রাণ কবি ও সাহিত্যিক জনাব বকুল হক,

👍মতবিনিময়, ছড়া, কবিতা,সংগীত,গল্প বলা ও আলোচনা করেন, কবি আলী আহম্মদ, কবি এম এ কাসেম অমিয়, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ,সাংবাদিক শামীম আক্তার মুকুল, কবি মনিরুজ্জামান, কবি মোঃ জাকারিয়া হোসেন,কবি গোলাম মোস্তফা,কবি আব্দুল হাই হাদী, নূর হোসেন বাঁধন সহ আরো অনেকে।

🥰অনুষ্ঠানে ময়মনসিংহ সাহিত্য সংসদ এর অফিস ভাঙ্গার উপর তীব্র নিন্দা,ও ক্ষোভ প্রকাশ করা হয়।

পরিবেশ সংগঠন বাপা'র জাতিয় কমিটির একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে যোগদান করেন ও বাপা'র কমিটি গঠনের পরিকল্পনা প্রস্তাব করেন।

❤️কবি অধ্যক্ষ রেজাউল করিমের পাঠানো "ইতিহাসের বুকে বৈশাখ" কবিতাটি আবৃত্তি করেন আবৃত্তিকার শেখ মিজানুর রহমান মায়া।
বিভিন্ন প্রকাশনা একে অপারের মাঝে বিনিময়,
মিষ্টিমুখ ও আপ্যায়ণ এবং ফুলের শুভেচ্ছা ছিলো অন্যতম আকর্ষণ।

26/04/2025

❤️🇧🇩আহ্বান❤️🇧🇩
"শেকড়ের সন্ধানে" পাঠাগারের(পাঠাগার,গবেষণা ও সংগ্রহশালা)জন্য সকল প্রকার বই,সাহিত্য পত্রিকা,ম্যাগাজিন ও শিল্পকর্ম ইত্যাদি সহযোগিতা করতে আহ্বান করছি।

সকল প্রকাশনার লেখক,সম্পাদক,শিল্পী ও প্রেরকের ছবি, পরিচিতিসহ যুগ যুগ ধরে প্রদর্শন,সংরক্ষণ সহ পরিকল্পনা অনুযায়ী মূল্যায়ণ করা হয় হবে। আপনাকে চিনবে,জানবে যুগ যুগ ধরে সব মানুষে।

বরাবর
সম্পাদক
"শেকড়ের সন্ধানে" (পাঠাগার)
কেশবপুর,যশোর,বাংলাদেশ।
01741610115
(সুন্দরবন কুরিয়ার সার্ভিস)

বাড়ির পাশেই খোলা মাঠতারই কাছেই পাকা ঘাটসেখানেই সব শয্য ফলেমনের মানুষ আছে কনে।
24/04/2025

বাড়ির পাশেই খোলা মাঠ
তারই কাছেই পাকা ঘাট
সেখানেই সব শয্য ফলে
মনের মানুষ আছে কনে।

"শেকড়ের সন্ধানে"র সাহিত্য আসর অনুষ্ঠিত১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যা...
13/04/2025

"শেকড়ের সন্ধানে"র সাহিত্য আসর অনুষ্ঠিত
১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে" আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উম্মোচন,
শিক্ষাবৃত্তি প্রদান,আলোচনা,মতবিনিময় ও জমজমাট ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ এপ্রিল-২৫) বিকেলে কেশবপুর উপজেলা শহরের (পিটিএফ) মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক ও কবি মোঃ আব্দুল কাদের'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সাগরদাঁড়ী'র আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।
মতবিনিময়, ছড়া, কবিতা, গল্প বলা ও আলোচনা করেন, কবি গাজী আবুবকর সিদ্দিক, অধ্যাপক কবি এম এ কাসেম অমিয়, প্রধান শিক্ষক অজিয়ার রহমান, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবি দিলারা বিউটি, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক এস,আর সাঈদ, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, সহঃসম্পাদক কবি আব্দুস সালাম মুর্শেদী, সহ সভাপতি শিক্ষক ও কবি মনিরুজ্জামান,চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন,সাংবাদিক সোহেল পারভেজ, শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, সহঃসম্পাদক শিক্ষক ও কবি গোলাম মোস্তফা,সমাজকল্যাণ সম্পাদক কবি আব্দুল হাই হাদী, সদস্য কবি তৌহিদুজ্জামান,কার্যকরী সদস্য নূর হোসেন বাঁধন,সদস্য মোঃ আনিছুর রহমান,
মোঃ রুহুল আমিন,শিশুশীল্পী নুসরাত সহ
আরো অনেকে আবৃত্তি করেন ।

কবি মোঃ জাকারিয়া হোসেন রচিত "কলির কাব্য" কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।গ্রন্থটিতে বর্তমান সময়ের মানুষের অধঃপতনের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। প্রতেকটি কবিতার লেখকশৈলি চমৎকার ও বাস্তব ছুয়ে গেছে। সত্যের নির্যাস দিয়ে গড়া এই বইয়ের প্রতিটা লেখাই সুন্দর লাগবে বলে কবি আশা প্রকাশ করেছেন।

"শেকড়ের সন্ধানে" ফেব্রুয়ারি ২৫ সংখ্যা,পোষ্ট ৩
24/03/2025

"শেকড়ের সন্ধানে" ফেব্রুয়ারি ২৫ সংখ্যা,পোষ্ট ৩

22/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

"শেকড়ের সন্ধানে" ফেব্রুয়ারি ২৫ সংখ্যা-পোষ্ট ২
22/03/2025

"শেকড়ের সন্ধানে" ফেব্রুয়ারি ২৫ সংখ্যা-পোষ্ট ২

Address

Keshabpur
Jessore
7450

Telephone

+8801741610115

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shekorer Sandhane posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shekorer Sandhane:

Share