13/04/2025
"শেকড়ের সন্ধানে"র সাহিত্য আসর অনুষ্ঠিত
১৯৯৯ সাল থেকে যা কিছু মানুষের কল্যাণে-তারই সাথে "শেকড়ের সন্ধানে" আর্তমানবতার কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী বে-সরকারী উন্নয়ন সংস্থা "শেকড়ের সন্ধানে" আয়োজিত সুশীলসমাজ গঠনে করণীয় ও আর্তমানবতার কল্যাণে আমাদের ভূমিকা শীর্ষক সাহিত্য আসর, গ্রন্থের মোড়ক উম্মোচন,
শিক্ষাবৃত্তি প্রদান,আলোচনা,মতবিনিময় ও জমজমাট ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ এপ্রিল-২৫) বিকেলে কেশবপুর উপজেলা শহরের (পিটিএফ) মিলনায়তনে প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক ও কবি মোঃ আব্দুল কাদের'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, সাগরদাঁড়ী'র আলোকচিত্র শিল্পী মুফতি তাহেরুজ্জামান তাছু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ মিজানুর রহমান মায়া।
মতবিনিময়, ছড়া, কবিতা, গল্প বলা ও আলোচনা করেন, কবি গাজী আবুবকর সিদ্দিক, অধ্যাপক কবি এম এ কাসেম অমিয়, প্রধান শিক্ষক অজিয়ার রহমান, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা কবি দিলারা বিউটি, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক এস,আর সাঈদ, সিনিয়র সাংবাদিক পরেশ চন্দ্র দেবনাথ, সহঃসম্পাদক কবি আব্দুস সালাম মুর্শেদী, সহ সভাপতি শিক্ষক ও কবি মনিরুজ্জামান,চিকিৎসা সম্পাদক কবি মোঃ জাকারিয়া হোসেন,সাংবাদিক সোহেল পারভেজ, শিক্ষক ও কবি উজ্জ্বল কুমার ঘোষ, সহঃসম্পাদক শিক্ষক ও কবি গোলাম মোস্তফা,সমাজকল্যাণ সম্পাদক কবি আব্দুল হাই হাদী, সদস্য কবি তৌহিদুজ্জামান,কার্যকরী সদস্য নূর হোসেন বাঁধন,সদস্য মোঃ আনিছুর রহমান,
মোঃ রুহুল আমিন,শিশুশীল্পী নুসরাত সহ
আরো অনেকে আবৃত্তি করেন ।
কবি মোঃ জাকারিয়া হোসেন রচিত "কলির কাব্য" কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়।গ্রন্থটিতে বর্তমান সময়ের মানুষের অধঃপতনের বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। প্রতেকটি কবিতার লেখকশৈলি চমৎকার ও বাস্তব ছুয়ে গেছে। সত্যের নির্যাস দিয়ে গড়া এই বইয়ের প্রতিটা লেখাই সুন্দর লাগবে বলে কবি আশা প্রকাশ করেছেন।