Shoeb Ali

Shoeb Ali Entrepreneurship + Marketing = Smart Growth
আমি নতুন উদ্যোক্তাদের জন্য মার্কেটিং সহজ করে দিই।

25/08/2025

Rafayat Rakib ভাই যখন Success মুডে থাকে😀

25/08/2025

আসলে এখনকার দিনে একটা বিজনেসের ভেতর এআই মানে হলো, সেই “স্মার্ট কাকু” – যিনি সব জানে, সব পারে, আর মাঝে মাঝে মনে হয়, এ আবার মানুষ নাকি রোবট!

ধরেন, আগে যেখানে দোকানদারকে গ্রাহক বুঝতে হতো – কে আসল ক্রেতা, কে শুধু ঘুরতে আসছে। এখন এআই এসে বলে দিচ্ছে, “ভাই, ওই যে যে মেয়ে নীল ড্রেসটা বারবার দেখতেছে, সে কিনবেই, তাকে ডিসকাউন্ট দেখাও।”

এখনকার ট্রেন্ডিং বিজনেসে এআই basically হলো মস্তিষ্ক + পেশী + ক্যালকুলেটর – সব একসাথে।

কে আপনার প্রোডাক্টে ইন্টারেস্টেড?

কখন তারা কিনতে চাইবে?

কোন পোস্ট করলে লাইক, কমেন্ট আর সেল তিনটাই বাড়বে?

সব উত্তর এআই কানে কানে বলে দেয়।

কিন্তু এখানে মজা হলো – অনেক বিজনেস এখনো ভাবে, “এআই লাগব নাকি? ফেসবুক বুস্টেই তো হয়।” ভাই, এআই ছাড়া এখনকার বাজারে টিকে থাকা মানে হলো পুরান নকিয়া ফোন দিয়ে PUBG খেলার চেষ্টা করা।

সিরিয়াসলি বলি এআই এখন আর ফিউচার না, এটা হলো বিজনেসের প্রেজেন্ট। যে কোম্পানি এআই ব্যবহার করছে, তারা দৌড়াচ্ছে জেট দিয়ে। আর যারা করছে না, তারা এখনো ঘোড়ার গাড়ি নিয়ে রেসে নামছে।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

মার্কেটিং দুনিয়ার নতুন রুপ,যখন AI.আজকাল মার্কেটিংয়ের দুনিয়া পুরাই অন্য লেভেল! আগে যেমন পোস্টার-লিফলেট দিয়ে মনে করা হতো "...
25/08/2025

মার্কেটিং দুনিয়ার নতুন রুপ,যখন AI.

আজকাল মার্কেটিংয়ের দুনিয়া পুরাই অন্য লেভেল! আগে যেমন পোস্টার-লিফলেট দিয়ে মনে করা হতো "এইবার ধামাকা সেল হবে", সেই যুগ শেষ। এখন যে বুদ্ধিমান, সে-ই বাজার দখল করছে।

ভাবেন তো, একজন গ্রাহক অনলাইনে সার্চ দিচ্ছে—"কোন গ্যাসের ওষুধ ভালো?"। আপনি যদি ঠিক তখনই তার সামনে আপনার ব্র্যান্ডের বিজ্ঞাপন হাজির করতে পারেন, সে তো ভাববে, “আরে! এরা তো আমাকেই খুঁজতেছে।” এই জায়গাটাই হলো AI মার্কেটিং-এর খেলা।

আবার, মানুষ এখন পড়তে কম, দেখতে বেশি পছন্দ করে। তাই ভিডিও মার্কেটিং ছাড়া আর উপায় নাই। দুই মিনিটের ভিডিওতে আপনি যা বোঝাতে পারবেন, সেই জিনিস ৫০০ শব্দে লিখলেও হয়তো গ্রাহক পড়বে না।

আরেকটা ট্রেন্ড হলো ভয়েস সার্চ। অনেকেই এখন টাইপ করতে আলসেমি করে, “Ok Google, গরমে কোন ড্রেস পরব?” বলে দিল। যদি আপনার প্রোডাক্ট ওই উত্তর তালিকায় থাকে, তাহলে বুম! সেল চলে আসবে।

সবশেষে, সোশ্যাল কমার্স। এখানে মানুষ দেখল, হাসল, পছন্দ করল আর এক ক্লিকে কিনেও ফেলল। কোন ঝামেলা নাই।

মোটকথা, গ্রাহক এখন “হাতের নাগালে” যা পায়, তাই বিশ্বাস করে। তাই মার্কেটিংয়ে যদি আপডেট না থাকেন, তাহলে গ্রাহক কিন্তু আপনার দোকান খুঁজে ঘুরবে না, বরং প্রতিযোগীর কাছে চলে যাবে।

আমি মার্কেটিং নিয়ে কাজ করছি। আপনার অর্থ এবং সময়কে প্রোপার কাজে লাগিয়ে নিতে চাইলে এখুনি একজন মার্কেটের কাছে যান। কোনো দরকার হলে আমাকে বলতে পারেন।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

বর্তমানের মার্কেট হিড ব্যাবসা, বিউটি ইন্ডাস্ট্রি। আজকাল বিউটি ইন্ডাস্ট্রি যে এত দ্রুত বাড়ছে, তার পেছনে অনেকগুলো চমকপ্রদ ...
24/08/2025

বর্তমানের মার্কেট হিড ব্যাবসা, বিউটি ইন্ডাস্ট্রি।

আজকাল বিউটি ইন্ডাস্ট্রি যে এত দ্রুত বাড়ছে, তার পেছনে অনেকগুলো চমকপ্রদ কারণ আছে। আগে যেখানে কেবল প্রসাধনী মানে ছিল সাজসজ্জা, এখন তা হয়ে গেছে প্রযুক্তি, স্বাস্থ্য আর স্টাইলের মিশ্রণ।

সবচেয়ে বড় ভূমিকা রাখছে AI আর AR প্রযুক্তি। ভাবেন তো, অনলাইনে বসেই ভার্চুয়ালি লিপস্টিক ট্রাই করা যাচ্ছে, কিংবা তোমার ত্বকের ধরন দেখে AI বলে দিচ্ছে কোন ক্রিমটা আপনার জন্য সেরা! এই ব্যক্তিগতকৃত অভিজ্ঞতাই এখন কাস্টমারদের মন জয় করছে।

এরপর আসি সাসটেইনেবিলিটি আর ক্লিন বিউটিতে। মানুষ এখন শুধু সুন্দর হতে চায় না, বরং পরিবেশকেও রক্ষা করতে চায়। তাই প্রাকৃতিক উপাদান, কেমিক্যাল-মুক্ত আর টেকসই পণ্যের প্রতি ঝুঁকছে সবাই।

একই সাথে, স্কিনকেয়ার এখন আগের যেকোনো সময়ের চেয়ে জনপ্রিয়। শুধু মেকআপ নয়, ভেতর থেকে সুস্থ থাকা আর বাইরে থেকে উজ্জ্বল দেখানো—দুই দিকেই মনোযোগ দিচ্ছে গ্রাহকরা।

সবশেষে, ভুলে গেলে চলবে না ই-কমার্স আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং-এর কথা। TikTok বা Instagram-এ একবার কোনো পণ্য ভাইরাল হলেই সেটা মুহূর্তেই হিট হয়ে যাচ্ছে।

মানে দাঁড়াল—বিউটি ইন্ডাস্ট্রি আর শুধু বাহ্যিক সাজ নয়, বরং প্রযুক্তি, স্বাস্থ্য, আর সচেতনতার এক দারুণ মিশেল।

এখন আসা যাক,আমরা দেখেনি এখানে কিভাবে মার্কেটিং করলে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে।

বিউটি ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে গেলে মার্কেটিং আসলে প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। কারণ গ্রাহকরা এখানে শুধু পণ্য কেনেন না, বরং একটি অভিজ্ঞতা, বিশ্বাস আর লাইফস্টাইল কেনেন।

প্রথমেই আপনার জন্য দরকার হবে ব্র্যান্ড স্টোরি ও আইডেন্টিটি তৈরি করা। মানুষ এখন শুধু সুন্দর হওয়ার জন্য ক্রিম বা লিপস্টিক নেয় না, তারা জানতে চায় – পণ্যের পেছনে দর্শন কী, ব্র্যান্ডটি পরিবেশবান্ধব কি না, আর কতটা তাদের ব্যক্তিত্বের সাথে মেলে।

দ্বিতীয়ত, আপনাকে গুরুত্ব দিতে হবে ডিজিটাল মার্কেটিং-এ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে TikTok, Instagram, আর Facebook—এই প্ল্যাটফর্মগুলোতে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও শর্ট ভিডিও কনটেন্ট অত্যন্ত কার্যকর। ছোট ছোট ডেমো ভিডিও, রিভিউ, আর বিফোর-আফটার রেজাল্ট গ্রাহকদের দ্রুত আকর্ষণ করে।

তৃতীয়ত, পার্সোনালাইজেশন-এ ফোকাস করতে হবে। উদাহরণস্বরূপ, একজন গ্রাহকের ত্বকের ধরন বা প্রয়োজন অনুযায়ী সাজেশন দেওয়া, কাস্টম স্কিনকেয়ার রুটিন সাজানো—এসব বিষয় কাস্টমার লয়্যালটি বাড়ায়।

চতুর্থত, ক্লিন বিউটি আর সাসটেইনেবিলিটি নিয়ে আপনার পজিশন স্পষ্ট করতে হবে। প্রাকৃতিক উপাদান, কেমিক্যাল-ফ্রি ট্যাগলাইন, এবং পরিবেশবান্ধব প্যাকেজিং গ্রাহকের আস্থা আনে।

সবশেষে, কমিউনিটি বিল্ডিং খুব গুরুত্বপূর্ণ। গ্রাহকদের সাথে নিয়মিত যোগাযোগ, ফিডব্যাক নেওয়া, আর ব্র্যান্ডকে ঘিরে একটি লাইফস্টাইল কমিউনিটি গড়ে তুললে দীর্ঘমেয়াদে সফলতা আসবে।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

24/08/2025

আসসালামু আলাইকুম।
সকলের প্রতি আমার আন্তরিক সালাম।
আজকের এই বাজারে নিজেকে টিকিয়ে রাখতে গেলে মার্কেটিং এর বিকল্প কিছুই নাই। আমি চাইছি যারা নতুন, বিজনেস করছেন তাদেরকে আমি নতুন নতুন মার্কেটুং জগৎ সম্পর্কে জানাতে। যাতে সে নিজেই সচেতন হয়ে মার্কেটিং সম্পর্কে একটা প্রোপার গাইডলাইন পাই। আমাদের ভিতর অধিকাংশই জানেনা,মার্কেটিং সম্পর্কে। তারা অন্ধভাবেই মার্কেটর হায়ার করে।তারা জানেও না,তাদের কি কি গুণগুলো থাকা উচিৎ। সেই দিক লক্ষ্য রেখে,আমি একটা WhatsApp group তৈরি করছি। যারা এড হতে চান comment করুন, Add me.

এগিয়ে থাকতে চান,AI এর দুনিয়ায় ।এখুনি নিজের জ্ঞান এর সিমানা পরিবর্তন করুন।আমাদের পৃথিবী দিন দিন পরিবর্তন হয়েই চলছে। কখনো ...
23/08/2025

এগিয়ে থাকতে চান,AI এর দুনিয়ায় ।এখুনি নিজের জ্ঞান এর সিমানা পরিবর্তন করুন।

আমাদের পৃথিবী দিন দিন পরিবর্তন হয়েই চলছে। কখনো রোবটিক্স, কখনো আবার এআই দিয়ে। এই ভাবে পরিবর্তন হলেও একটা বিষয় খুবি নিশ্চিত দিন দিন চাকরির বাজার হারিয়ে যাচ্ছে। আমরা সেই বাজারে পুরোনো নিয়মে, পুরনো দক্ষতার উপর নির্ভর থাকলেই চাকরির বাজার থেকে ছিকটে যাব। প্রশ্ন মনে আসতেই পারে, তাহলে কি কোনো উপায় নাই,নিজেকে টিকিয়ে রাখার। এখন বলতে গেলে,আছে কিছু গুটিকয়েক যায়গায় দক্ষ হলেই, আপনি হয়ে যাবেন এই যুগের একজন শক্তিশালি জনশক্তি।
আপনি এখন কাদের কথা বিশ্বাস করবেন, নিজের দক্ষতা উন্নয়ন এর ক্ষেত্রে? চলুন আমরা সেই সব ব্যাক্তির কথা গুলো শুনে আসি যারা আজ এই প্রযুক্তি জগতের সম্রাট। তারা কি বলে।

প্রথম দেখা যাগ, আমাদের সবারি পরিচিত মুখ,এবং নাম বিল গেটস। তার মতে আপনি কয়েকটা যায়গায় দক্ষ বা সেই সেক্টর গুলোই নিজের কাজ শুরু করেন, তাহলে সেটার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি কি ভাবছেন,আপনাকে আমি বলব ইয়া ইয়া বড় জটিল মাথা ব্যাথা করার মত গণিতের কথা।মটেও তেমন নয়। আমি আপনাকে কডিং এর কথাও বলব না,রোবটিক্স এর কথাও বলব না।কিন্তু এটা সত্যি বর্তমান কেউ এগিয়ে থাকতে চাইলে এই সেক্টের জনবল পৃথিবী নেতৃত্ব দিবে, তাই এই সেক্টরে থাকলে তার সম্ভাবনা অনেল বেশি। তাহলে সেইটা কোন সেক্টর যেটার পরিবর্তন নাই,এই কথা গুলো বলছেন আমাদের গেটস চাচা। বিল গেটস বলেছেন, এআইয়ের এই যুগে প্রোগ্রামার, জ্বালানি বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানীদের চাকরি হারানোর কোনো আশঙ্কা নেই।

এখন আমরাত দেখলাম একজনের কথা। এই দিকে আবার আমাদের মহাকাশ দখলে যার নাম ক্ষেতি সেই ইলন মাস্ক বলছেন ভিন্ন কথা। প্রোগ্রামিং নয়, শিক্ষার্থীদের মনযোগ দেওয়া উচিৎ পদার্থবিজ্ঞান ও গণিতে। শুধু কোডিং শেখা বা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। বরং ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলার মতো বিষয়গুলোও জানতে হবে। এর কারণ হিসেবে মাস্ক বলছেন, এআই স্মার্ট হলেও মানুষের মতো চিন্তা করা, আবেগ বোঝা বা নতুন আইডিয়া তৈরির ক্ষমতা কৃত্রিম বুদ্ধিমত্তার নেই। তাই আমাদের এআই পারে না, এমন বিষয়গুলোতে মনোযোগী হতে হবে। জটিল সমস্যার সমাধান করা শিখতে হবে, সৃজনশীল চিন্তা করতে পারতে হবে এবং কাজ করতে হবে দলবদ্ধভাবে।

কেন গণিত ও পদার্থবিজ্ঞান
এই দুই টেক-ব্যক্তিত্ব মনে করেন, ভবিষ্যতের পৃথিবীতে বড় ভূমিকা রাখবে রোবট। অর্থাৎ রোবটিকস শাখাটি হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোবট তৈরি করতে প্রয়োজন গণিত ও পদার্থবিজ্ঞানের মতো মৌলিক বিষয়গুলোর দক্ষতা। এর একটা সহজ উদাহরণ হলো, চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই তৈরি কিংবা ভালো সফটওয়্যার তৈরি করতে কোডিং এবং সংশ্লিষ্ট গণিত জানলেই চলে। কিন্তু রোবটিকসে এর প্রয়োগ করতে গেলে, অর্থাৎ সেই সফটওয়্যার দিয়ে ভালো রোবট বানাতে হলে প্রয়োজন পড়বে পদার্থবিদ্যা এবং গাণিতিক জ্ঞান। সে জন্যই এই দুই প্রকৌশলী গুরুত্ব দিয়েছেন গণিত ও পদার্থবিদ্যায়। ( সর্স: বিজ্ঞান চিন্তা)

এই দিলে আরাক আইটি জগতের বিশ্ব মোড়ল বলছেন তার বয়স যদি আসকে ২২ বছর থাকতে তাহলে সে কি কি বিষয় আয়ত আনত।
জেনসেন হুয়াং সম্প্রতি চীনের বেইজিংয়ে গিয়েছিলেন। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, এখন যদি তিনি ২২ বছরের যুবক হতেন, তাহলে কী নিয়ে পড়াশোনা করতেন? এনভিডিয়ার প্রতিষ্ঠাতা হুয়াংয়ের উত্তর, তিনি এখন যুবক হলে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল নিয়ে পড়াশোনা করতেন না। হ্যাঁ, এআই বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার জন্য ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম বা প্রোগ্রামিং জানা প্রয়োজন, এটা ঠিক। তবে, হুয়াংয়ের মতে, বর্তমানে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো, জড়তা কিংবা এরকম ভৌত সূত্রগুলো বাস্তবে তথ্যের সঙ্গে মিলিয়ে কীভাবে প্রয়োগ করা যায়, তা জানা বেশি জরুরি। কেন, সেই কারণটি শুরুতেই বলেছি। (সর্স: বিজ্ঞান চিন্তা)

এখন সময় এসেছে আপনার সিদ্ধান্ত নেওয়ার। সময়কে কাজে লাগান,আর সিদ্ধান্ত নিন বড় করে।

আমার সম্পর্কে দুই লাইন বলে রাখি,
আমি বর্তমানে Marketing, Copywriting, Strategy ইত্যাদি নিয়ে কাজ করছি। আমি ই-কমার্স সাইট গ্রো করতে সাহায্য করছি। এই গুলো কি,কেন গুরুত্বপূর্ণ, একজন মার্কেটর নির্বাচন করার জন্য কি কি দরকার সেটা কষ্ট করে আমার আইডির ভিতর খোজ নিলেই পাবেন।
আপনার যদি ই-কমার্স সাইট থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন,ফ্রী পরামর্শ দিব।ইনশাআল্লাহ।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

18/08/2025

নটর ডেম কলেজের রেজা স্যার বলতেন,

"লাইফটাকে তুমি সবসময় Simple, Beautiful এবং Meaningful মনে করবে। অল্প কষ্ট করে বেশি কিছু পাওয়ার আশা করবে না, কষ্ট করে অল্প অল্প করে বড় হওয়ার আশা করবে। ধৈর্য্য সহকারে ফ্যামিলি ক্রাইসিস মোকাবেলা করার চেষ্টা করবে, প্রবলেমগুলোকে কাঁধে নিবে, তোমার কাঁধ চওড়া হবে, তুমি প্রবলেম সলভ করা শিখবে। আর সবসময় Almighty এর উপর বিশ্বাস রাখবে, মনে প্রাণে তাঁকে ডাকবে। সবসময় ভালো সাহিত্য নিয়ে থাকবে, নিজের শখ ও শেখকে ভালোবাসবে আর নিজের মতো করে সেল্ফ-মোটিভেটেড হতে হবে ❤️

©

আপনি নাম ধারি জোকার ব্যাবসায়ী। আপনার দেখে আমার হাসি লাগে।কারন যদি জিজ্ঞেস করেন,তাহলে বলতে চাই, সেই কারন টাও খুবি হাস্যকর...
14/08/2025

আপনি নাম ধারি জোকার ব্যাবসায়ী। আপনার দেখে আমার হাসি লাগে।কারন যদি জিজ্ঞেস করেন,তাহলে বলতে চাই, সেই কারন টাও খুবি হাস্যকর।

নিজের পকেটের টাকা দিয়ে ব্যাবসা করছেন,অথচ আপনি এখন সঠিক অডিয়েন্স পাচ্ছেন না। বিষয়টি এখানে হাস্যকর না! হাস্যকর অন্য যায়গায়।

প্রথম একটা বিষয় আগে শুনেন নেন, আপনার যারা নতুন ব্যাবসায়ি তাদের উপর আমার একটাই খোব,আপনারা কিছু শিখতে চান না,আবার সঠিক গাইড দিলে নিতেও চান না।

আমি এখানে কিছু প্রোমান সহ,গাইড লাইন তুলে ধরব।আপনারা কেন সঠিক অডিয়েন্স পান না। ভাই অথবা আপু ,উপরের জোকার কথাটা বলার জন্য দুঃখিত। কিন্তু দুঃখ নিয়ে বলতে হয়ছে। তার জন্য ক্ষমাপ্রার্থী।
যার সঠিক গাইড লাইনের দরকার অন্তত সে যেন কষ্ট করে হলেও আর্টিকেলটা পড়ে।

আপনি কি জানেন, অডিয়েন্স কিসে আকৃষ্ট হয়? যদি উত্তর আসে না? তাহলে আপনার পকেটের টাকা লস না করতে চাইলে আগে এটা ভালো ভাবে শিখুন।

উদাহরণ দিয়ে শুরু করি: কলেজের এক স্টুডেন্ট সে ফেজবুকে গেলেই তার সামনে এড গুলো দেখানো হয়, ২০০০ টাকার উপরের দামি, ব্রান্ডের জামা,ঘড়ি।
আবারও আছে, ২০-৪০ বছরের মেয়েদের সামনে এড দেখানো হয়, হাতে তৈরি করা চুরি, হাতের কাজ করা পন্য। মেয়েদের জামা, ড্রেস ইত্যাদি।
হঠাৎ করে তার সামনে এই গুলো চলে আসলে তখনি সে এড স্ক্রোল করে সেখান থেকে চলে যায়।অনেক সময় সে ভিডিও দেখতে দেখতে এড গুলো দেখলেই বিরক্ত হয়ে যায়।
কিন্তু আপনি যদি সাধারণ ভাবেই দেখেন, মেয়েগুলোর সামনে ত ঠিক পন্যের এড গুলোই আসল,অথবা ওই ছেলেটার সামনে ঠিক পন্যটাই ত আসল। তাহলে সে কেন বিরক্ত হলো।
আবার কিছু কিছু যায়গা দেখা যায়, তুমুল বৃষ্টির সিজন। একটা মেয়ের সামনে এড আসছে, টুরে যাওয়ার জন্য টুরিস পোষাক, ব্যাগ ইত্যাদির। এখানেও একই সমস্যা দেখা গেলো,বিরক্ত হয়ে মেয়েটি দ্রুত এড স্কিপ করল।
এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে,তাদের ত এই পন্য গুলো ঠিকি দরকার, তাহলে তারা কিনল না কেন?
মূল বিষয় আপনার পন্যে না। মূল বিষয় আপনার উপস্থাপনের ভিতরে।
প্রথম কারন হলো,
কাস্টমার রিসার্চ না করা। দেখা যাক বিস্তারিত বিবরণ:
ব্যবসা শুরু করার আগে লক্ষ্য গ্রাহক কে, তাদের বয়স, আয়, পছন্দ, সমস্যা— এসব বিশ্লেষণ করা হয় না।

ফলে, প্রোডাক্ট বা সার্ভিস এমন লোকদের কাছে যাচ্ছে যারা আসলে সেই জিনিস কিনতে চায় না।

২য় কারন:
প্রোডাক্ট–মার্কেট ফিট না থাকা:পণ্যের মান, দাম বা বৈশিষ্ট্য গ্রাহকের চাহিদার সাথে মেলে না।
হয়ত আপনার পণ্য সুন্দর, কিন্তু গ্রাহকের আসল সমস্যার সমাধান করছে না।

৩য় কারন:
ব্র্যান্ড বা ব্যবসার প্রতি আস্থা না থাকা : নতুন ব্যবসা হলে মানুষ প্রথমে বিশ্বাস করতে চায় না।
অনলাইন ব্যবসায় হলে বিশ্বাসযোগ্যতা (রিভিউ, কাস্টমার ফিডব্যাক, সঠিক ডেলিভারি) আরও গুরুত্বপূর্ণ।

৪র্থ:
মার্কেটিং ভুল পদ্ধতিতে করা: ভুল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়া (যেখানে আপনার টার্গেট কাস্টমার নেই)।
বিজ্ঞাপন বা কনটেন্টে গ্রাহকের ভাষা, সমস্যা ও সমাধান সঠিকভাবে তুলে না ধরা।

৫ম
৫. প্রতিযোগীদের থেকে আলাদা না হওয়া:
বাজারে একই ধরনের পণ্য অনেক থাকলে, আপনি কীভাবে আলাদা — সেটা দেখাতে না পারলে মানুষ অন্য পরিচিত দোকান থেকে কিনে।
“Unique Selling Point (USP)” না থাকলে কাস্টমার টানে রাখা কঠিন।

৬ষ্ট:
সঠিক দামে বিক্রি না করা:
দাম খুব বেশি হলে গ্রাহক প্রতিযোগীর কাছে যায়।
দাম খুব কম হলে গ্রাহক ভাবতে পারে পণ্যের মান খারাপ।

৭ম:
এক্সপোজার বা দৃশ্যমানতা কম হওয়া: অনেক ভালো পণ্য থাকলেও যদি মানুষ জানেই না, তাহলে কেউ কিনবে না।
সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, লোকাল নেটওয়ার্ক — এসব জায়গায় উপস্থিতি কম থাকলে কাস্টমার খুঁজে পাবে না।

৮ম:
ভুল সময়ে প্রচার করা:
মৌসুমি পণ্য হলে ভুল সময়ে প্রচার দিলে রেসপন্স কম হয়।উৎসব, সিজন, ট্রেন্ড অনুযায়ী মার্কেটিং না করলে বিক্রি কমে যায়।

৯ম
কাস্টমার অভিজ্ঞতা খারাপ হওয়া :
পণ্যের মান, ডেলিভারি সময়, কাস্টমার সার্ভিস খারাপ হলে একবার কিনলেও মানুষ আর ফেরে না।
পুরনো কাস্টমার ধরে রাখা না গেলে, নতুন কাস্টমার পাওয়া আরও ব্যয়বহুল হয়।

১০ম :
কাস্টমারের ফিডব্যাক না নেওয়া:
গ্রাহক কী চায়, কী সমস্যা পাচ্ছে— সেটা না শুনলে, মার্কেটিং ও পণ্য দুটোই অকার্যকর হয়ে যায়।

আপনার সামনে ছোট ছোট ভাবে কিছু কারন তুলে ধরা হলো। চাইলে এই গুলো আপনার বিজনেসের ভিতর ঢুকান।
আর নিজে না পারলে এক জন মার্কেটর হায়ার করুন।
মার্কেটর হায়ার করার আগে জেনে নিন, মার্কেটরের কোন গুন গুলো থাকা আবশ্যক। মার্ক অনুপম স্যার বলেন: মর্কেটর দেখার আগে দুইটা গুণ দেখা লাগবে,এক সে কতটা কপিটাইটিং এ এবং টুলসএ পারদর্শী। তার ভিতর সে সে টুলস এ দুর্বল হলেও কপিরাইটিং এ পারদর্শী হওয়া লাগবে।

আপনার বিজনেসে উপরের পয়েন্ট গুলো নিজে না ডুকাতে না পারলে আমাকে জানাতে পারেন, ইনশাআল্লাহ ফ্রী পরামর্শ দিয়ে সাহায্য করব। বিজনেস পেজ অডিড করাতে চাইলে জানাতে পারেন।সমস্যা গুলো চিহ্নিত করে দিব ফ্রী।

আরো বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন এখনি,এই টপিকের উপর আরো লিখব।আপনাদের সাড়া পেলে।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

বড় বড় প্রতিষ্ঠান গুলোর কন্টেন্ট মার্কেটিং এর সফলার কাহিনি আপনার কতটুকু জানা?২০২৫ সালে এসে এটার প্রভাব, এটার গুরুত্ব কতটা...
13/08/2025

বড় বড় প্রতিষ্ঠান গুলোর কন্টেন্ট মার্কেটিং এর সফলার কাহিনি আপনার কতটুকু জানা?২০২৫ সালে এসে এটার প্রভাব, এটার গুরুত্ব কতটা বেড়ে গেছে,আমার আপনার মত সাধারণত উদ্যোগতাদের ধারনার বাহিরে।

এক কথায় কিছু ধারনা নেওয়া যাক, চলুন।
BYYD এর পরিসংখ্যান অনুসারে দেখা যাচ্ছে, ২০২৫ সালে কন্টেন্ট মার্কেটিং এর সফলাতা আনার পিছনে বড় বড় প্রতিষ্ঠান গুলোর ভূমিকা অপরিসীম । প্রতিষ্ঠান এর কন্টেন্ট গুলো তাদের প্রতিষ্ঠান এর ভুমিকা রাখছে, artificial intelligence (৮১%), personalization (৭৭%), data storytelling (৭৬%), এবং user-generated content (৭৬%) অন্যতম ।

আবার coredna ওয়েবসাইট এর ভাষ্য মতে,
AI + মানুষের সমন্বয়: শুধু AI নয়, মানুষের অন্তর্দৃষ্টি, তার ইমশন দিয়ে এবং তার লেখা গুলো পর্যালোচনা করছে মানুষ। AI এর সাথে মানুষের সমন্বয় তৈরি হয়ছে কন্টেন্ট এর বৃহৎ জগত।

ছোট একটা কথা জিজ্ঞেস করছি,পারলে উত্তর দিন ত।আপনাদের মত সাধারণ ব্যাবসায়ী মাসে বা বছরে আমরা কত টাকা খরজ করি, একটা প্রতিষ্ঠান এর কন্টেন্ট, পাশাপাশি মার্কেটিং এর পিছনে।যতটা সম্ভব লো বাজেট রাখার চেষ্টা করি। কন্টেন্ট, ট্রাটেজি,ফানেল,মার্কেট রিসার্চ, কাস্টমার রিসার্চ সব মিলিয়ে।
কিন্তু অপর দিকে লক্ষ্য করলে দেখা যাবে, একটা B2B বিজনেসে তাদের বাজেটের ৪৬% ছিল কন্টেন্ট মার্কেটিং এ খরজ করছে। এবং প্রতিটা যায়গায় তাদের খরজের পরিমান দাড়িয়েছে, AI-based optimization (৪০%), AI-based creation (৩৯%), এবং in-person ইভেন্ট (৩৫%) ছিল বড় বিনিয়োগের ক্ষেত্র ।
এই গুলো প্রতিটা টুলের পিছনে তাদের খরজের পরিমান।

এর ফলে তাদের উপকার কি কি আসল? Smartsheet টুল-এর মতো collaborational প্ল্যাটফর্ম ব্যবহারে কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে, যেমন Webex Cisco বছরে ৫২০+ ঘণ্টা সাশ্রয় করেছে; ডেটা বিশ্লেষণ AI-based asset management সহজ করেছে ।

এই সহজের পিছনের গল্প আরো ইন্টারেসটিং। এই সফলার ২০২৫ সালে মার্কেটিং এবং কনটেন্ট সাফল্যের মূল চাবিকাঠি হলো: AI-সক্ষমতা, পার্সোনালাইজেশন, Data Driven storytelling , এবং ইউজার-জেনারেটেড কনটেন্ট। এই গুলোই একটা প্রতিষ্ঠান কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তারা এই সফলতাকে আরো বাড়ানোর জন্য তারা বিনিয়োগ বাড়িয়েছে। এবং তারা সেই খরজ গুলো করছে, creator marketing, AI-ভিত্তিক automations, এবং ভিডিও কনটেন্টে।যেখানে তাদের বিনিয়োগ বাড়ছে।

Informa-র মতো প্রতিষ্ঠান কনটেন্টের মাধ্যমে ব্যবসা-ইনসাইটস এবং বিকাশ হচ্ছে। যেগুলো তাদের সময়, শ্রম, সব কিছুই বাচিয়ে তুলছে।

আপনি কতটুকু প্রস্তাব, কনটেন্ট মার্কেটিং এর জন্য?
আপনি কি টিকে থাকতে চান? নাকি সময়ের গতিতে হাটিয়ে যেতে চান?
সবটাই নির্ভর করছে আপনার উপর।
আপনার যদি কোনো ই-কমার্স বিজনেস থাকে,পাশাপাশি, আরো কিছু জানার থাকলে এখুনি মেসেজ করুন,ফ্রী সাজেশনের জন্য। আপনার ব্যাবসাকে সামনের দিকে এগিয়ে নিতে।
এমন কিছু জানতে চাইলে সঙ্গেই থাকুন।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

নিচের ইমেজ গুলো তে লক্ষ্য করবেন কি?  একটু কষ্ট করে?আপনার বিজনেসের ভুল গুলো দেখাই দিতে চাই।আপনার সামনে আমি ৩ টা বিজনেসর প...
12/08/2025

নিচের ইমেজ গুলো তে লক্ষ্য করবেন কি? একটু কষ্ট করে?
আপনার বিজনেসের ভুল গুলো দেখাই দিতে চাই।

আপনার সামনে আমি ৩ টা বিজনেসর পোস্ট তুলে ধরলাম। একই বিজনেসর দুই ধরনের পোস্ট। আসলে একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন,কিসের জন্য আমি আপনার সামনে এই ভাবে তুলে ধরলাম। আমি বিষয় টা ক্লিয়ার করার আগে ছোট একটা কথা বলে নিতে চাই। সেটা হলো, দেখেন আপনার যদি একটা বিজনেস পেজ থাকে অথবা নিজেই মার্কেটিং করার ইচ্ছে থাকে, তাহলে অন্তত কপিরাইটিং সম্পর্কে সামান্য হলেও ধারনা রাখুন।না হলে, টাকা দিয়ে বিজনেস শুরু করতে পারবেন,মাসে বিক্রিইও সম্ভব কিন্তু বড় বিষয় হলো, বিজনেসে মানেই growth. আপনার ব্যাবসায় ইনকাম যদি না বাড়ে তাহলে বিজনেসে টিকে থাকা কষ্ট কর হয়ে যাবে।
মূল বিষয় আসা যাক। আপনি পেজের পোস্ট গুলোর ক্যাপশন গভির ভাবে একটু দেখুন ত। খুব বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন,এখানে। শুধুই পরিবর্তন না, এখানে এই লেখা গুলোর প্রভাব এতটাই গভীর সম্পর্ক রাখে একটা প্রোডাক্ট বিক্রির উপর। যতটা সম্পর্ক রাখে কলম আর কলমের কালি মাঝে সম্পর্কে।

কপিরাইটিং হলো গল্প বলা, তথ্য উপাস্থাপন করা। এমন ভাবে, যেটা পড়ে একজন সাধারণ মানুষ কাস্টমারে রুপান্তর হতে পারে।

প্রথম যে ইমেজ গুলো দেখছেন,এই গুলোকে বলা হয় story best post. ইমশন থাকে,থাকে একজন ব্যাবসায়ির পিছনের গল্প থাকে, প্রোডাক্ট এর অথেনটি প্রকাশ পাই।
এর ফলে কি তৈরি হয়, প্রোডাক্ট এর প্রতি গভির বিশ্বাস তৈরি হয়। যেটা একজন কাস্টমার কে কিনতে উৎসাহিত করে। Engagement বাড়ায়। এটার বড় ভূমিকা রাখে সব সময় রিয়েল কাস্টমারের কাছ থেকে তাদের চাহিদা, পছন্দ, সমস্যা এই গুলো ক্লিয়ার ধারনা পাওয়া যায়।সেখান থেকে প্রোডাক্টের আরো উন্নতি করা সম্ভব। পাশাপাশি লাইক,কমেন্ট, শেয়ার বাড়ে। Brand personality তৈরি হয়।এটার বড় ভূমিকা রাখে,যদি এই প্রোডাক্ট নিয়ে কাজ করা যায় অনেক দিন,তাহলে কাস্টমারের মাঝে শক্ত একটা ভিত তৈরি হয়, বিশ্বাসের।তাদের যখনি প্রোডাক্ট দরকার হবে তখনি আপনার প্রাধান্য আগে দিবে। সর্ব শেষ বিক্রি বাড়ে। ছোট একটা কথা বলি, আপনি কিংবা আমি যদি ব্যাবসা করি, তাদের মূল তার্গেট বিক্রি বাড়ানো। যদি বিক্রি না হয়, আমরা কখনোই ওই কাজ করব না।তাই এমন কৈশল ব্যাবহার করা উচিত আমাদের, যেখানে বিক্রি হয় বহু গুনে।

আমি যে কথা গুলো বললাম,এর একটা বড় অংশ দেখা যাচ্ছে প্রথম ইমেজ গুলোর পোস্টের ক্যাপশনের মাঝে।

এর ভিতরে এখনো আসে,কেন ফেজবুক তাকেই রিস বেশি দিচ্ছে?
কেন সবাই তাকেই বেশি পছন্দ করছে,অন্যদের করছে না? একয় ধরনের, সেম প্রোডাক্ট থাকার পরেও।
মানুষের পছন্দের মাঝে এতটা পার্থক্য কেন?

এমন আরো অনেক বিষয় জড়িত আছে।

আপনারা আরো বিস্তারিত ব্যাখ্যা চান?
এখুনি জানান। তাহলে এর পরের পর্ব নিয়ে৷ আসব,ইনশাআল্লাহ।

Shoeb Ali
Marketer (Storytelling Copywriter & Marketing Strategist)
Economics (Honours)

28/07/2025

It’s a very simple thing!

Address

Jessore

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoeb Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share