
26/07/2025
এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেললেন অন্য বিয়ের ভোজ!
চট্টগ্রামের মীরসরাইয়ে ঘটেছে এক খাবার-কনফিউশনের কাণ্ড! ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে বসে পড়েন পাশের আরেক বিয়ের ভোজে। শুক্রবার (২৫ জুলাই) ঘটে এই 'সুস্বাদু' ভুল। খাওয়ার পর বুঝলেন—এ খাবার ছিল তাদের জন্য না! তবে মেন্যু নাকি মন্দ ছিল না! 😄