যশোর টুয়েন্টি ফোর

যশোর টুয়েন্টি ফোর যশোর শহরকে সবার মাঝে তুলে ধরা আমাদের কাজ
(1)

এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেললেন অন্য বিয়ের ভোজ!চট্টগ্রামের মীরসরাইয়ে ঘটেছে এক খাবার-কনফিউশনের কাণ্ড! ফাইভ স্টার কমিউনিটি...
26/07/2025

এক বিয়ের বরযাত্রীরা খেয়ে ফেললেন অন্য বিয়ের ভোজ!
চট্টগ্রামের মীরসরাইয়ে ঘটেছে এক খাবার-কনফিউশনের কাণ্ড! ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এক বিয়ের বরযাত্রীরা ভুল করে বসে পড়েন পাশের আরেক বিয়ের ভোজে। শুক্রবার (২৫ জুলাই) ঘটে এই 'সুস্বাদু' ভুল। খাওয়ার পর বুঝলেন—এ খাবার ছিল তাদের জন্য না! তবে মেন্যু নাকি মন্দ ছিল না! 😄

মাইলস্টোন ট্রাজেডিতে আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্নগুলো... 😭যেসব বাবা-মা নিজের চোখের সামনে সন্তানদের বীভৎস...
26/07/2025

মাইলস্টোন ট্রাজেডিতে আমরা হারিয়েছি আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্নগুলো... 😭

যেসব বাবা-মা নিজের চোখের সামনে সন্তানদের বীভৎস মৃত্যু দেখেছেন—তাদের কষ্টের কোনো তুলনা নেই।
কেউ একজন সন্তান হারিয়েছেন, কেউ বা একসাথে দুই বা তিনজন!
অনেক পরিবার আজ নিঃসন্তান! 😭
সেই আগুন কেড়ে নিয়েছে হাসি, কেঁদে নিয়েছে পৃথিবীর আলো।

আল্লাহ যেন সকল নিহতকে জান্নাতবাসী করেন,
এবং পরিবারগুলোকে এই অসহ্য শোক সহ্য করার শক্তি দেন। আমিন। 🤲

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জারিফ ফারহান ...
26/07/2025

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জারিফ ফারহান (১৩) ৭ম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী ছিল।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রত্...
25/07/2025

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

**যশোরে পারিবারিক কলহ ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে বোন খুন, এলাকায় চাঞ্চল্য** #যশোর  #পারিবারিক_কলহ  #বো...
23/07/2025

**যশোরে পারিবারিক কলহ ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাইয়ের হাতে বোন খুন, এলাকায় চাঞ্চল্য**

#যশোর #পারিবারিক_কলহ #বোন_খুন #টাকা_বিবাদ #বাংলাদেশ_খবর #ক্রাইম_নিউজ #চাঞ্চল্য #যশোর_সংবাদ #হত্যাকাণ্ড #নিহত_শারমিন

জুনায়েদ আর কোনোদিন স্কুলে যাবে না, আর কোনোদিন হাসবে না—এই ভাবনাই হৃদয় ভেঙে দেয়।আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করে...
22/07/2025

জুনায়েদ আর কোনোদিন স্কুলে যাবে না, আর কোনোদিন হাসবে না—এই ভাবনাই হৃদয় ভেঙে দেয়।

আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।
তার পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। 🤲

বেদনাদায়ক একটি ঘটনাআজ যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়ারা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে নির্মলের বাড়িতে দুপু...
22/07/2025

বেদনাদায়ক একটি ঘটনা
আজ যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়ারা মডেল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদপুর গ্রামে নির্মলের বাড়িতে দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে আমাদের ভাই মোহাম্মদ আবু বক্কর তার প্রাপ্য টাকা চাইতে গেলে নির্মল ও তার স্ত্রী ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে মারধর করে। এ মর্মান্তিক হামলার ফলে ঘটনাস্থলেই আমাদের প্রিয় ভাই শাহাদাত বরণ করেন — ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডাক্তার বলছেন যাদের শরীর ৫০-৭০ শতাংশ দগ্ধ তাঁদেরকে বাঁচানো সম্ভব না।সত্যিই, **দেহের ৫০%–৭০% পর্যন্ত দগ্ধ হলে** জীবন রক্ষ...
21/07/2025

ডাক্তার বলছেন যাদের শরীর ৫০-৭০ শতাংশ দগ্ধ তাঁদেরকে বাঁচানো সম্ভব না।

সত্যিই, **দেহের ৫০%–৭০% পর্যন্ত দগ্ধ হলে** জীবন রক্ষা করা খুব কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যদি মুখ, বুকে, শ্বাসনালী বা গুরুত্বপূর্ণ অঙ্গ আক্রান্ত হয়। নিচে এটাকে গুছিয়ে, মানবিক আবেগ এবং চিকিৎসা বাস্তবতা দুটো মিলিয়ে উপস্থাপন করছি:
---
🔥 **বার্ন ইউনিটের বাস্তবতা অত্যন্ত ভয়াবহ।**
যদি কারও শরীরের **৫০%-৭০% পর্যন্ত পুড়ে যায়**,
তাহলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় —
**তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম।**

এমন জটিলতায় শুধু শারীরিক ক্ষতি নয়,
**শ্বাসনালীতে ধোঁয়ার প্রবেশ, ইনফেকশন, অর্গান ফেলিওর**— সব মিলিয়ে মৃত্যুর ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যায়।

আর তাই এখন, যাঁরা বেঁচে আছেন — তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন,
**তাঁদের জন্যই আমাদের বেশি করে দোয়া করা উচিত।**
**আল্লাহ যেন দয়া করেন, সেইটুকুই ভরসা। 🤲**

মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্...
21/07/2025

মাইলস্টোন কলেজের গনিত শিক্ষক তিনি যেই ওয়ার্ড এ আছেন বার্ন ইউনিট এর, সেই ওয়ার্ডে তিনি একাই শিক্ষক বাকি সবাই তার স্টুডেন্ট।

🔥 দুর্ঘটনার পর নিজে গুরুতর আহত হয়েও
বারবার বলছিলেন কাঁদতে কাঁদতে —
“ভাই, আমার বাচ্চাগুলোর ভালো চিকিৎসার ব্যবস্থা করেন, ওদের খুব কষ্ট হচ্ছে…”

নিজের ব্যথাকে ভুলে শুধু চিন্তা করেছেন তাঁর শিক্ষার্থীদের।
এই দৃশ্য যে দেখেছে, সে জানে— নিজেকে সামলে রাখা কতটা কঠিন ছিল সেই মুহূর্তে।

🔴 দুঃসংবাদ | এখনই পাওয়া খবরউত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আহত হন কলেজের শি...
21/07/2025

🔴 দুঃসংবাদ | এখনই পাওয়া খবর
উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায়
শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে আহত হন কলেজের শিক্ষিকা মাহারিন।
দুঃখজনকভাবে কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং জান্নাতবাসী করুন। 🤲

21/07/2025

🔴 Live Update:
বার্ন ইনস্টিটিউটে ভয়াবহ ঘটনায় প্রাণ গেল শাহিন নামে এক শিক্ষার্থী ও মাহরিন নামে এক শিক্ষিকার।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সবার কাছে তাঁদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হচ্ছে।

স্কুল ছুটির ঠিক আগে, ছোট্ট প্রাণগুলোর জীবনের ছুটি—মর্মান্তিক বিদায়।
21/07/2025

স্কুল ছুটির ঠিক আগে, ছোট্ট প্রাণগুলোর জীবনের ছুটি—মর্মান্তিক বিদায়।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when যশোর টুয়েন্টি ফোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যশোর টুয়েন্টি ফোর:

Share

Jessore District

প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের ১৩তম বৃহত্তম জেলা। খুলনা বিভাগের অধীন ৮টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত। জেলার মোট আয়তন২৫৯৪.৯৫ বর্গমাইল এর মধ্যে ৬০ বর্গমাইল নদী এলাকা। ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী যশোর জেলার মোট লোকসংখ্যা ২৭,৬৪,৫৪৭ জন। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার। প্রশাসনিক কাঠামোর দিক থেকে যশোর বাংলাদেশের ১৩তম বৃহত্তম জেলা। খুলনা বিভাগের অধীন ৮টি উপজেলা নিয়ে এ জেলা গঠিত। জেলার মোট আয়তন২৫৯৪.৯৫ বর্গমাইল এর মধ্যে ৬০ বর্গমাইল নদী এলাকা। ২০১১ সালের আদম শুমারী অনুযায়ী যশোর জেলার মোট লোকসংখ্যা ২৭,৬৪,৫৪৭ জন। রাজধানী ঢাকা থেকে সড়ক পথে এ জেলার দূরত্ব প্রায় ২৭০ কিলোমিটার।