যবিপ্রবি পরিবার

যবিপ্রবি পরিবার যবিপ্রবি পরিবার

ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ
08/07/2025

ব্রাজিলের ফুটবল ইতিহাসের কালো দিন: ৭ গোল খাওয়ার এগারো বছর আজ

যশোরের ঝিকরগাছার নিশানা মার্কেটের রাসেল টেলিকমে গতরাতে চুরি করতে ঢোকে, একটা সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৬জন। চারজন দোকানের...
07/07/2025

যশোরের ঝিকরগাছার নিশানা মার্কেটের রাসেল টেলিকমে গতরাতে চুরি করতে ঢোকে,
একটা সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৬জন।
চারজন দোকানের তালা কেটে ভেতরে ঢোকে। ২জন বাইরে থেকে তালা মেরে রাখে। যে কোনো কারণেই হোক বাইরে অবস্থান কারীরা আর তালা খুলতে পারেনি।
৪জন আটকা পড়ে,তারা আর বের হতে পারেনি।
সকালে দোকান খুললে দুইজন পালিয়ে যায় আর ২জন জনতার হাতে ধরা পড়ে।
বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ানোর কয়েক সপ্তাহ পরই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দ...
06/07/2025

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ানোর কয়েক সপ্তাহ পরই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মালিক ইলন মাস্ক।

ভাইয়ের লা*শ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ...
05/07/2025

ভাইয়ের লা*শ আনতে গিয়ে সড়কে গেল আরও দুই ভাইয়ের প্রাণ...

যবিপ্রবিতে এই বছর আসতেছে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তন। আপনি বা আমি কতো তম আবর্তন জানেন কি?চলুন জেনে নেওয়া যাক। মূলত যবিপ...
05/07/2025

যবিপ্রবিতে এই বছর আসতেছে বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আবর্তন। আপনি বা আমি কতো তম আবর্তন জানেন কি?
চলুন জেনে নেওয়া যাক। মূলত যবিপ্রবি প্রতিষ্ঠিত হয় ২৫-শে জানুয়ারি ২০০৭ সালে। আর শিক্ষা কার্যক্রম শুরু হয় ১০ এ জুন ২০০৯ সালে। বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক সেশন ২০০৮-০৯। চারটি ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে যবিপ্রবি তে মোট ডিপার্টমেন্ট ২৮ টি। বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন শিক্ষাবর্ষে চালু হয়। মূলত আমরা সব সময় পরিচয় দেয় ডিপার্টমেন্ট এ আমরা কতো তম ব্যাচ বা আমরা বিশ্ববিদ্যালয়ে কোন সেশন এ পড়ি। আমরা অধিকাংশ ছাত্রছাত্রীরা আজও জানিনা আমরা বিশ্ববিদ্যালয়ের কতো তম আবর্তন। অথচ চাইলেই আমরা যবিপ্রবিয়ান-রা একক পরিচয় দিতে পারি। চলুন আজ থেকে নিজেদের একক পরিচয় এ প্রকাশ করি, সাথে অন্যদেরকেও জানানোর চেষ্টা করি।

আবু হানিফ
এনএফটি
দশম আবর্তন

শহীদ মশিউর রহমান হলের বিল্লু ❤️📸 Mubashshir Khan Mahin
05/07/2025

শহীদ মশিউর রহমান হলের বিল্লু ❤️
📸 Mubashshir Khan Mahin

স্বামীর অনুপ্রেরণায় বিসিএস মৎস্য ক্যাডারে প্রথম যবিপ্রবির রজনী....
04/07/2025

স্বামীর অনুপ্রেরণায় বিসিএস মৎস্য ক্যাডারে প্রথম যবিপ্রবির রজনী....

03/07/2025

অনেক দিন ধরেই একটা বিষয় লক্ষ্য করছি। আমি বর্তমানে ভার্সিটির সবচেয়ে জুনিয়র ব্যাচ তাই কিছু বলিও নাই এই গ্রুপে। তবে আমার বারবার মনে হচ্ছে অন্তত কিছু কথা বলা দরকার। আমি ভার্সিটির লাইব্রেরির রিডিং রুম নিয়ে কথা বলছি। যেদিন আমি ভার্সিটিতে ফার্স্ট এসে লাইব্রেরির রিডিং রুমে গিয়েছিলাম ফার্স্ট টাইম এতো বড় রিডিং রুম দেখে অনেক বেশি আনন্দ হয়েছিল এটা ভেবে যে এবার থেকে আমিও এই রিডিং রুমে এসে পড়তে পারবো। এতগুলো মানুষ একসাথে জ্ঞান চর্চা করবে এটা দেখলে যে চোখের কি শান্তি লাগে যারা বই প্রেমিক না তারা বুঝবে না। আমি নিয়মিত বই-টই পড়ি। তবে পার্সোনাল কিছু কারণে সবসময় পড়ার ইচ্ছা থাকেনা। যখন পড়তে ইচ্ছা করে না কিন্তু পড়ার দরকার এমন মনে হয় তখন আমি লাইব্রেরির রিডিং রুমে চলে যায়। উদ্দেশ্য হলো নিজের পড়তে ইচ্ছা না করলেও ওখানে গিয়ে এতো মানুষ পড়ছে দেখে সেই পরিবেশে নিজের অজান্তেই নিজের পড়তে ইচ্ছা করবে। কিন্তু খুবই দুঃখ ও হতাশার সাথে আমি কিছু বিষয় খেয়াল করেছি। রিডিং রুমে কেউ তার হাতের রান্না খাওয়াতে আর প্রশংসা শুনতে আসে, কেউ আসে তার প্রিয় মানুষের চোখের গভীরতা মাপতে, কেউ আসে সামনে একটা খাতা খুলে রেখে প্রিয় মানুষকে সারাদিনের গল্প শুনাতে। আমি এতদিন অবধি যা দেখলাম তাতে রিডিং রুমে যদি 30 জন মানুষ থাকে তাহলে 18 জন কাপল আর বাকি 12 জন পড়ছে। এখন এই 18 জন কাপল যদি পড়াশুনা করতো আমার কোনো সমস্যা থাকতো না কিন্তু তারা পড়াশুনা করার ভান ধরে পড়াশুনা বাদে বাকি অনেক কিছুই করে। অনেকে হয়তো বলবে আমার পার্টনার নেই বলে হিংসায় আমি এমন পোস্ট করেছি। তাদের কে আমি একটা কথা বলতে চাই, লাইব্রেরি, রিডিং রুম, পড়ার টেবিল এগুলো আমার কাছে মন্দিরের মতো পবিত্র আর বই খাতা আমার কাছে ধর্ম গ্রন্থের মতো পবিত্র মনে হয়। আমার পার্টনার থাকলেও আমি এমন কাজ জীবনেও করতাম না। রিডিং রুমের সন্মান রক্ষার্থে যে অর্থে রিডিং রুম টা বানানো অন্তত সেটুকু যদি বজায় রাখা যায়, তাহলে যারা ওখানে প্রকৃত পড়ার উদ্দেশ্যে যায় তাদের মনোযোগ নষ্ট হবেনা। অনেকে বলবে অন্য দিকে মনোযোগ কেনো দেন! মনোযোগ দেইনা ভাই, এগুলো চোখের সামনেই ঘটে, এখন চোখ তো আর বন্ধ রাখতে পারবোনা!! রিডিং রুম টা শুধু মাত্র পড়াশুনার জন্য হোক আমি শুধু এটুকুই চাই। যারা সিসি ক্যামেরার এঙ্গেল দেখে কোন ঘাপছি খুঁজে তারা যেনো ওখানে না যায় এটুকুই চাই আমি। গল্প করার, হাতের রান্না খাওয়ানোর আরো অনেক জায়গা আছে সেসব রেখে লাইব্রেরির রিডিং রুমে এসব দেখে আমি সত্যিই স্তম্ভিত, দুঃখিত এবং হতাশ।

বিঃ দ্রঃ হলে থাকিনা তাই হলের রিডিং রুমে ও কখনো যাইনি। আমি চাই লাইব্রেরির রিডিং রুম টা যেনো শুধুমাত্র পড়াশুনার জন্য ব্যবহার করা হয় যাতে অন্তত আরো কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে একসাথে পড়াশুনা করতে পারে।

- নাম প্রকাশে অনিচ্ছুক

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ-এর বিরুদ্ধে সেনাবাহিনীর ভোররাতের সফল অভিযানে দুইজন স*শস্ত্র সদস্য নি*হত হয়েছে। উদ্ধার হয়...
03/07/2025

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএফ-এর বিরুদ্ধে সেনাবাহিনীর ভোররাতের সফল অভিযানে দুইজন স*শস্ত্র সদস্য নি*হত হয়েছে। উদ্ধার হয়েছে সাবমে*শিনগান, রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ। নিহতদের একজন কে*এনএফ-এর মেজর পদমর্যাদার সদস্য ছিলেন। সেনাবাহিনীর অভিযানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ইতোমধ্যে বাস্তুচ্যুত ১২৬টি পরিবার নিজ পাড়ায় ফিরে এসেছে।

তথ্যসূত্রঃ Bangladesh Army.

03/07/2025

৫ আগস্ট 'জুলাই গণঅভ্যুত্থান দিবস', সাধারণ ছুটি ঘোষণা

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাবSource: আমার সংবাদ
02/07/2025

যবিপ্রবিতে জুলাই বিপ্লব মঞ্চের নেতৃত্বে তপু-শিহাব
Source: আমার সংবাদ

যশোর এম এম কলেজ পকেট গেট সংলগ্ন সার্কিট হাউস এলাকায় ইকবাল মঞ্জিল ৮ তালা বিল্ডিং থেকে রেলিং ভেঙে পড়ে যাওয়া ৩ জনের মৃ*ত্...
01/07/2025

যশোর এম এম কলেজ পকেট গেট সংলগ্ন সার্কিট হাউস এলাকায় ইকবাল মঞ্জিল ৮ তালা বিল্ডিং থেকে রেলিং ভেঙে পড়ে যাওয়া ৩ জনের মৃ*ত্যু ..!!

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when যবিপ্রবি পরিবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যবিপ্রবি পরিবার:

Share