03/07/2025
অনেক দিন ধরেই একটা বিষয় লক্ষ্য করছি। আমি বর্তমানে ভার্সিটির সবচেয়ে জুনিয়র ব্যাচ তাই কিছু বলিও নাই এই গ্রুপে। তবে আমার বারবার মনে হচ্ছে অন্তত কিছু কথা বলা দরকার। আমি ভার্সিটির লাইব্রেরির রিডিং রুম নিয়ে কথা বলছি। যেদিন আমি ভার্সিটিতে ফার্স্ট এসে লাইব্রেরির রিডিং রুমে গিয়েছিলাম ফার্স্ট টাইম এতো বড় রিডিং রুম দেখে অনেক বেশি আনন্দ হয়েছিল এটা ভেবে যে এবার থেকে আমিও এই রিডিং রুমে এসে পড়তে পারবো। এতগুলো মানুষ একসাথে জ্ঞান চর্চা করবে এটা দেখলে যে চোখের কি শান্তি লাগে যারা বই প্রেমিক না তারা বুঝবে না। আমি নিয়মিত বই-টই পড়ি। তবে পার্সোনাল কিছু কারণে সবসময় পড়ার ইচ্ছা থাকেনা। যখন পড়তে ইচ্ছা করে না কিন্তু পড়ার দরকার এমন মনে হয় তখন আমি লাইব্রেরির রিডিং রুমে চলে যায়। উদ্দেশ্য হলো নিজের পড়তে ইচ্ছা না করলেও ওখানে গিয়ে এতো মানুষ পড়ছে দেখে সেই পরিবেশে নিজের অজান্তেই নিজের পড়তে ইচ্ছা করবে। কিন্তু খুবই দুঃখ ও হতাশার সাথে আমি কিছু বিষয় খেয়াল করেছি। রিডিং রুমে কেউ তার হাতের রান্না খাওয়াতে আর প্রশংসা শুনতে আসে, কেউ আসে তার প্রিয় মানুষের চোখের গভীরতা মাপতে, কেউ আসে সামনে একটা খাতা খুলে রেখে প্রিয় মানুষকে সারাদিনের গল্প শুনাতে। আমি এতদিন অবধি যা দেখলাম তাতে রিডিং রুমে যদি 30 জন মানুষ থাকে তাহলে 18 জন কাপল আর বাকি 12 জন পড়ছে। এখন এই 18 জন কাপল যদি পড়াশুনা করতো আমার কোনো সমস্যা থাকতো না কিন্তু তারা পড়াশুনা করার ভান ধরে পড়াশুনা বাদে বাকি অনেক কিছুই করে। অনেকে হয়তো বলবে আমার পার্টনার নেই বলে হিংসায় আমি এমন পোস্ট করেছি। তাদের কে আমি একটা কথা বলতে চাই, লাইব্রেরি, রিডিং রুম, পড়ার টেবিল এগুলো আমার কাছে মন্দিরের মতো পবিত্র আর বই খাতা আমার কাছে ধর্ম গ্রন্থের মতো পবিত্র মনে হয়। আমার পার্টনার থাকলেও আমি এমন কাজ জীবনেও করতাম না। রিডিং রুমের সন্মান রক্ষার্থে যে অর্থে রিডিং রুম টা বানানো অন্তত সেটুকু যদি বজায় রাখা যায়, তাহলে যারা ওখানে প্রকৃত পড়ার উদ্দেশ্যে যায় তাদের মনোযোগ নষ্ট হবেনা। অনেকে বলবে অন্য দিকে মনোযোগ কেনো দেন! মনোযোগ দেইনা ভাই, এগুলো চোখের সামনেই ঘটে, এখন চোখ তো আর বন্ধ রাখতে পারবোনা!! রিডিং রুম টা শুধু মাত্র পড়াশুনার জন্য হোক আমি শুধু এটুকুই চাই। যারা সিসি ক্যামেরার এঙ্গেল দেখে কোন ঘাপছি খুঁজে তারা যেনো ওখানে না যায় এটুকুই চাই আমি। গল্প করার, হাতের রান্না খাওয়ানোর আরো অনেক জায়গা আছে সেসব রেখে লাইব্রেরির রিডিং রুমে এসব দেখে আমি সত্যিই স্তম্ভিত, দুঃখিত এবং হতাশ।
বিঃ দ্রঃ হলে থাকিনা তাই হলের রিডিং রুমে ও কখনো যাইনি। আমি চাই লাইব্রেরির রিডিং রুম টা যেনো শুধুমাত্র পড়াশুনার জন্য ব্যবহার করা হয় যাতে অন্তত আরো কিছু মানুষ অনুপ্রাণিত হয়ে একসাথে পড়াশুনা করতে পারে।
- নাম প্রকাশে অনিচ্ছুক