16/10/2025
ব্রাকের আমরা নতুন নেটওয়ার্ক এর নবীন নবান্ন কমিউনিটি প্রজেক্টের ৮ টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয় যবিপ্রবির টিম -নিসর্গ নিশ্বাস,যারা ১ লক্ষ টাকা গ্রান্ট পেয়েছে।১ম রানার আপ হয়েছে এম এম কলেজের টিম -মাশরুম মালঞ্চ।যারা পেয়েছে গ্রান্ট ৮০ হাজার টাকা।যৌথভাবে ২য় রানারআপ হয়েছে যবিপ্রবির টিম-স্বকৃষি এবং টিম উর্বরা।