একটু ভিন্নভাবে ভাবি

একটু ভিন্নভাবে ভাবি বিভিন্ন ধরনের মজার ভিডিও ও পোস্টের মাধ্যমে আপনাদের আনন্দ দেওয়া এবং বিনোদন পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য
#একটু ভিন্নভাবে ভাবি

এই পেজের মাধ্যমে আমি আপনাদের জন্য শেয়ার করবো বিভিন্ন ধরণের ভিডিও ও কনটেন্ট, যেমন:

🔹 শর্ট ভিডিও
🔹 ফানি ও কমেডি ভিডিও
🔹 পার্সোনাল ব্লগ
🔹 টিকটক ও রিলস
🔹 স্ন্যাক ভিডিও
🔹 আরও অনেক কিছু

আপনাদের ভালোবাসা ও পাশে থাকার প্রত্যাশায়—পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।
❤️ সবাইকে আন্তরিক ধন্যবাদ ❤️
#একটু ভিন্নভাবে ভাবি

20/06/2025

একজন মানুষের আদর্শ হওয়া উচিত এমন, যেন তার আচরণ, মূল্যবোধ এবং জীবনযাপন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। নিচে কিছু মূল আদর্শের দিক তুলে ধরা হলো, যেগুলো একজন মানুষকে উত্তম চরিত্রের ধারক বানাতে সাহায্য করে:

১. সততা (Honesty)

নিজের কথা ও কাজের মধ্যে মিল থাকা।

মিথ্যা না বলা এবং প্রতারণা না করা।

২. দয়ালু ও সহানুভূতিশীল হওয়া (Kindness & Compassion)

অন্যের কষ্টে মনোব্যথিত হওয়া।

সাহায্য করতে আগ্রহী থাকা, বিশেষ করে দুর্বলদের।

৩. আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য (Self-control & Patience)

রাগ, হতাশা বা ইচ্ছাকে নিয়ন্ত্রণে রাখা।

কঠিন সময়ে ধৈর্যধারণ করা।

৪. নিরলস পরিশ্রমী (Hardworking)

লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করা।

অলসতা থেকে বিরত থাকা।

৫. নম্রতা ও বিনয় (Humility)

অহংকার না করা, যত বড় অবস্থানে থাকুন না কেন।

ছোটদের সম্মান করা এবং বড়দের শ্রদ্ধা করা।

৬. ন্যায়পরায়ণতা (Justice & Fairness)

অন্যের প্রতি সুবিচার করা।

পক্ষপাতমূলক আচরণ না করা।

৭. আল্লাহভীরুতা বা আত্মিক মূল্যবোধ (Spiritual/Moral Values)

ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের প্রতি সম্মান রাখা।

নিজের বিবেককে জাগ্রত রাখা।

৮. দায়িত্বশীলতা (Responsibility)

নিজের কাজ ও সিদ্ধান্তের দায়ভার নেওয়া।

পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল থাকা।

---

16/06/2025
16/06/2025

একটু অন্যভাবে ভাবি।
আমি ছিলাম এক শান্ত স্বভাবের ছেলে। আমি খুব বেশি কথা বলতাম না, কিন্তু অনেক কিছু ভেবে রাখতাম নিজের মনে। মানুষ যখন চারপাশে শুধু দোষ খুঁজত, আমি খুঁজতাম ব্যতিক্রম। কারও ব্যর্থতায় আমি দেখতাম লুকানো শক্তি, কারও চোখের জলেও আমি খুঁজে পেতাম সাহসের গল্প।

একদিন হঠাৎ আমি ভাবলাম—এই ভাবনাগুলো তো শুধু আমার নিজের মধ্যে রেখে দিলে চলবে না। হয়তো কেউ একজন এই কথাগুলো পড়ে নতুন করে বাঁচার আশা পাবে, হয়তো কেউ চিন্তা করবে আরেকটু গভীরভাবে।

তখনই জন্ম হলো এক পেজের—নাম দিলাম “একটু অন্যভাবে ভাবি”।

এই গল্পটি আমার পেজের প্রথম পোস্ট

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when একটু ভিন্নভাবে ভাবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share