আজকের যশোর

আজকের যশোর সব সময়ের তাজা খবর মূহুর্তেই হাতের মুঠোয়

যশোরে গত তিন মাসে ১৮টি হ'ত্যা'কা'ণ্ড হয়েছে। জমিজমা, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে সংগঠিত এসব হ'ত্যা'কা'ণ্ডে'র করণে আ...
17/07/2025

যশোরে গত তিন মাসে ১৮টি হ'ত্যা'কা'ণ্ড হয়েছে। জমিজমা, রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে সংগঠিত এসব হ'ত্যা'কা'ণ্ডে'র করণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

16/07/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রহিম হত্যা বিচারের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ

16/07/2025

গোপালগঞ্জ এনসিপির উপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহবাগ ব্লকেট

যশোরবাসীর জন্য আনন্দের খবর।আগামী বছর এপ্রিলের মধ্যে যশোর-ঢাকা রুটে আরেকটি ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলওয়ের মহ...
21/06/2025

যশোরবাসীর জন্য আনন্দের খবর।

আগামী বছর এপ্রিলের মধ্যে যশোর-ঢাকা রুটে আরেকটি ট্রেন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলওয়ের মহাপরিচালক

03/06/2025
অনুষ্ঠিত হয়েছে দোলন ছবি আঁকা উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানশিশু-কিশোরদের চিত্রশিল্পের প্রতি ভালোবাসা ও সৃজনশীল...
28/05/2025

অনুষ্ঠিত হয়েছে দোলন ছবি আঁকা উৎসবের বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান

শিশু-কিশোরদের চিত্রশিল্পের প্রতি ভালোবাসা ও সৃজনশীল বিকাশের উদ্দেশ্যে আয়োজিত ‘দোলন ছবি আঁকা উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে যশোর ইনস্টিটিউটের সিআরসি ভবনে । বুধবার (২৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কবি ড. শাহনাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শাহরিয়ার সোহেল।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তির্যক নাট্য সম্পাদক আলমগীর হোসেন বাবু। দৈতনা সাহিত্য পরিষদের সহ-সভাপতি জি এম মুসা। বিশিষ্ট সমাজসেবক মো. সাহেদ চৌধুরী, দৈনিক রানার সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ এবং গল্পকার মোহাম্মদ মমতাজ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু-কিশোরদের স্বপ্নের কাগজ দোলনের সম্পাদক, ছড়াকার ও প্রকাশক কামাল মুস্তাফা।

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। ‘ক’ বিভাগের (প্লে-দ্বিতীয় শ্রেণি) বিজয়ীরা হলেন, হাজিমাহ আইরিন (প্রথম), অরিক আইমান (দ্বিতীয়), আয়ান (তৃতীয়), সিরাতুল মুস্তাকিম (চতুর্থ)।

‘খ’ বিভাগ (তৃতীয়-ষষ্ঠ শ্রেণি) বিজয়ীরা হলেন, জুনাইরা আক্তার (প্রথম), লাবিবা জামান লিবা (দ্বিতীয়), জুনাইনা আক্তার (তৃতীয়), আরাফ আইয়ান (চতুর্থ), সাফওয়ান উজ জামান (পঞ্চম)।

‘গ’ বিভাগ (সপ্তম-দশম শ্রেণি) বিজয়ীরা হলেন, জাইফ রাফসান রহমান (প্রথম), চয়নিকা মল্লিক (দ্বিতীয়), কানিজ সাকিনা তাবিবা (তৃতীয়), ইশরাত জাহান (চতুর্থ)।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা দোলনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ দেওয়াকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে ‘দোলন’ সম্পাদক কামাল মুস্তাফা জানান, শিশুদের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য এ আয়োজন অব্যাহত থাকবে।

আলোকিত যশোর The night beauty of jashore 🌃© Azmir Misson
11/04/2025

আলোকিত যশোর
The night beauty of jashore 🌃
© Azmir Misson

07/04/2025

ইসরায়েলের পণ্য ও ভারতীয় পণ্য বয়কটের ডাক ….

07/04/2025

ফি #লি #স্তি #নের পক্ষে উত্তাল সারাদেশের মানুষ...
আজ যশোরে হাজারো মানুষের মিছিলে অংশগ্রহণ

ভিডিও : বোরহান ইউসুফ

04/04/2025

যশোর ঝিকরগাছা , বাঁকড়া

03/04/2025

যশোর পুলেরহাটে বাস প্রাইভেটকার সংঘর্ষে বাস পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী চাপা দেয় মোটরসাইকেলে থাকা শিশু সাথে সাথে মারা যায় বাকিরা হাসপাতালে।
বিক্ষুব্ধ জনতা বাসে আগুন লাগিয়ে দেয়।

25/03/2025

Feel The Raw Sound🎹🎧
আমাদের যশোর পৌর পার্কের সকাল এমন-ই সুন্দর 🌿
📷 বোরহান ইউসুফ

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when আজকের যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আজকের যশোর:

Share