Biswas 46

Biswas 46 The main aim of my page is to entertain you with a variety of travel fun videos and posts. " Biswas 46 " Like the page and stay by. Thank you everyone

"Biswas 46 " On behalf of the page, I send my best wishes and congratulations to everyone. I am through this page various types-

🔰- Short video,
🔰- Funny video,
🔰 - Comedy video
🔰- Personal blog video,
🔰-tik tok videos,
🔰- Snake video,
🔰-reels video,
🔰-I will post.

Bangladesh parliament
23/08/2025

Bangladesh parliament

31/07/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

08/07/2025
23/06/2025

কদম ফুল হাতে নিয়ে-তোমায় খুঁজে ফিরি,
জানি না ঠিক কোথায় থাকো,তবুও মনে হয়-
তুমি আছো কোথাও, হয়তো খুব কাছেই,
এই বর্ষার বুকে, কিংবা ওই পথের ধারে।

ভেজা হাওয়ার ভেতরে তোমার গন্ধ পাই,
প্রতিটি কদম ফুল যেন তোমার স্পর্শে জড়ানো,
তোমায় খুঁজতে খুঁজতেই ভালোবেসে ফেলেছি,
তুমি থাকো না পাশে-তবুও মন বলে তুমি আছো।

তোমার জন্যই হয়তো আজও
বর্ষার দিনে কদম ফুল জড়ো করি,
তুমি নেই তবুও মনে হয়-
তোমার ভালোবাসা এই ফুলেই জমে থাকে।

❐ লেখার নাম: কদম ফুলের গল্পে তুমি
লেখক: মাহবুব সরদার সবুজ

16/04/2025

ঢাকা শহরের প্রশান্তির বৃষ্টি

08/02/2025

এই যে তুমি বলো,
আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!
আমিও তা অস্বীকার করিনা কখনো!
শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয়!
শুধু ঈশ্বরকে ভালোবাসতে অবয়ব লাগেনা!
তুমি যেহেতু ঈশ্বর নও, সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয়!
তবে আমি শরীরের জন্য ভালোবাসিনা, ভালোবাসি বলেই শরীর চাই!
শুধু একটা কোমল দেহ, প্রস্ফুটিত স্তন, গভীর যোনি কিংবা একটা সমস্ত নারীকে প্রয়োজন হলে,
তোমাকেই কেন লাগবে?
এই একই জিনিস আমি বেশ্যার ঘরেও পাই!
বেশ্যারও তোমার মতো দুটো স্তন আছে, কোমল শরীর আছে, গভীর যোনি আছে!
তবুও তোমাকেই কেন চাই আমার?
তোমাকে চাই, তোমার শরীরকে চাই, কারন তোমাকে ভালোবাসি!
তোমার পা থেকে মাথা অব্দি চুমু খাই! তোমার নুনের সমুদ্রের মদ পান করে নেশাগ্রস্থ হই!
বেশ্যার পায়ে ও কি কেউ চুমু খায়?
হয়তো তুমি আমার সাথে থাকবেনা! অন্যকেউ আসবে একদিন!
প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার বুকের ভেতর বসে যাবে!
তোমার ঘুম হবেনা! তুমি খেতে পারবেনা!
তোমার অস্থিরতা বেড়ে চলবে দ্রুত গতিতে!
প্রেমিকের হাতের আঙুল ধরে কয়েক জীবন কাটিয়ে দিতে ইচ্ছে হবে!
তারপর দিন বাড়বে! সম্পর্ক পুরাতন হবে!
পবিত্র প্রেমিক হাতের আঙুল ছেড়ে দিয়ে শরীর ছুতে চাইবে!
সুযোগ পেলে স্তন চেপে ধরবে!
কপালে চুমু খেতে খেতে নিচে নেমে আসবে!
তুমি টের পাবে,
অত'টা পবিত্র আসলে হওয়া যায়না!
তুমি খুব করে বুঝবে, পৃথিবীর সমস্ত প্রেমিক শরীর চায়!
তুমি হয়তো প্রেমিক পাল্টাবে!
আবার নতুন প্রেমিক হবে!
তার পবিত্রতার ঘোর ও একদিন কেটে যাবে!
তুমি শরীর দিতে বাধ্য হবে!
সে তোমাকে চুমু খাবে, আলিঙ্গন করবে! আদর করে হাত বুলিয়ে দিবে!
তোমার সমস্ত লোম শিহরিত হবে!
তোমার সমুদ্রেও উত্তাল ঢেউ উঠবে! তুমি কান্না করবে এক ফোটা জলের জন্য!
জলটুকু পেয়ে গেলেই, তুমি শান্ত নদীর মতো নুয়ে পরবে!
তারপর টের পাবে,
যতটুকু ভালোবাসা মনে থাকে, তারচেয়ে বেশি থাকে শরীরে!
তুমিও একদিন ভালোবাসা পেয়ে শান্ত হবেনা! ভালোবাসার পাশাপাশি তোমার শরীর প্রয়োজন।
কাল্পনিক প্রেম

Copyright ©️ fb

গ্রাম বাংলার জনপ্রিয় ফল,কদবেল মাখা।
05/12/2024

গ্রাম বাংলার জনপ্রিয় ফল,কদবেল মাখা।

Address

Monohorpur, Manirampur
Jessore
7440

Alerts

Be the first to know and let us send you an email when Biswas 46 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas 46:

Share