Biswas 46

Biswas 46 The main aim of my page is to entertain you with a variety of travel fun videos and posts. " Biswas 46 " Like the page and stay by. Thank you everyone

"Biswas 46 " On behalf of the page, I send my best wishes and congratulations to everyone. I am through this page various types-

🔰- Short video,
🔰- Funny video,
🔰 - Comedy video
🔰- Personal blog video,
🔰-tik tok videos,
🔰- Snake video,
🔰-reels video,
🔰-I will post.

08/07/2025
23/06/2025

কদম ফুল হাতে নিয়ে-তোমায় খুঁজে ফিরি,
জানি না ঠিক কোথায় থাকো,তবুও মনে হয়-
তুমি আছো কোথাও, হয়তো খুব কাছেই,
এই বর্ষার বুকে, কিংবা ওই পথের ধারে।

ভেজা হাওয়ার ভেতরে তোমার গন্ধ পাই,
প্রতিটি কদম ফুল যেন তোমার স্পর্শে জড়ানো,
তোমায় খুঁজতে খুঁজতেই ভালোবেসে ফেলেছি,
তুমি থাকো না পাশে-তবুও মন বলে তুমি আছো।

তোমার জন্যই হয়তো আজও
বর্ষার দিনে কদম ফুল জড়ো করি,
তুমি নেই তবুও মনে হয়-
তোমার ভালোবাসা এই ফুলেই জমে থাকে।

❐ লেখার নাম: কদম ফুলের গল্পে তুমি
লেখক: মাহবুব সরদার সবুজ

16/04/2025

ঢাকা শহরের প্রশান্তির বৃষ্টি

08/02/2025

এই যে তুমি বলো,
আমি তোমাকে তোমার শরীরের জন্যই ভালোবাসি!
আমিও তা অস্বীকার করিনা কখনো!
শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি! ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয়!
শুধু ঈশ্বরকে ভালোবাসতে অবয়ব লাগেনা!
তুমি যেহেতু ঈশ্বর নও, সেহেতু তোমাকে ভালোবাসতে আমার শরীর প্রয়োজন হয়!
তবে আমি শরীরের জন্য ভালোবাসিনা, ভালোবাসি বলেই শরীর চাই!
শুধু একটা কোমল দেহ, প্রস্ফুটিত স্তন, গভীর যোনি কিংবা একটা সমস্ত নারীকে প্রয়োজন হলে,
তোমাকেই কেন লাগবে?
এই একই জিনিস আমি বেশ্যার ঘরেও পাই!
বেশ্যারও তোমার মতো দুটো স্তন আছে, কোমল শরীর আছে, গভীর যোনি আছে!
তবুও তোমাকেই কেন চাই আমার?
তোমাকে চাই, তোমার শরীরকে চাই, কারন তোমাকে ভালোবাসি!
তোমার পা থেকে মাথা অব্দি চুমু খাই! তোমার নুনের সমুদ্রের মদ পান করে নেশাগ্রস্থ হই!
বেশ্যার পায়ে ও কি কেউ চুমু খায়?
হয়তো তুমি আমার সাথে থাকবেনা! অন্যকেউ আসবে একদিন!
প্রচন্ড ভালোবাসা নিয়ে তোমার বুকের ভেতর বসে যাবে!
তোমার ঘুম হবেনা! তুমি খেতে পারবেনা!
তোমার অস্থিরতা বেড়ে চলবে দ্রুত গতিতে!
প্রেমিকের হাতের আঙুল ধরে কয়েক জীবন কাটিয়ে দিতে ইচ্ছে হবে!
তারপর দিন বাড়বে! সম্পর্ক পুরাতন হবে!
পবিত্র প্রেমিক হাতের আঙুল ছেড়ে দিয়ে শরীর ছুতে চাইবে!
সুযোগ পেলে স্তন চেপে ধরবে!
কপালে চুমু খেতে খেতে নিচে নেমে আসবে!
তুমি টের পাবে,
অত'টা পবিত্র আসলে হওয়া যায়না!
তুমি খুব করে বুঝবে, পৃথিবীর সমস্ত প্রেমিক শরীর চায়!
তুমি হয়তো প্রেমিক পাল্টাবে!
আবার নতুন প্রেমিক হবে!
তার পবিত্রতার ঘোর ও একদিন কেটে যাবে!
তুমি শরীর দিতে বাধ্য হবে!
সে তোমাকে চুমু খাবে, আলিঙ্গন করবে! আদর করে হাত বুলিয়ে দিবে!
তোমার সমস্ত লোম শিহরিত হবে!
তোমার সমুদ্রেও উত্তাল ঢেউ উঠবে! তুমি কান্না করবে এক ফোটা জলের জন্য!
জলটুকু পেয়ে গেলেই, তুমি শান্ত নদীর মতো নুয়ে পরবে!
তারপর টের পাবে,
যতটুকু ভালোবাসা মনে থাকে, তারচেয়ে বেশি থাকে শরীরে!
তুমিও একদিন ভালোবাসা পেয়ে শান্ত হবেনা! ভালোবাসার পাশাপাশি তোমার শরীর প্রয়োজন।
কাল্পনিক প্রেম

Copyright ©️ fb

গ্রাম বাংলার জনপ্রিয় ফল,কদবেল মাখা।
05/12/2024

গ্রাম বাংলার জনপ্রিয় ফল,কদবেল মাখা।

05/10/2024

আসুন জেনে নেই, মেট্রোর কোন স্টেশনে নামলে, কোন কোন জায়গায় যেতে সহজ হবেঃ

১) #উত্তরা_উত্তর (Uttara North): দিয়াবাড়ি, খালপাড়, রূপায়ণ সিটি, উত্তরা পশ্চিম থানা, জমজম টাওয়ার, সেক্টর-৭, ১০, ১২, ১৪,১৫,১৬, কামারপাড়া, সুইচগেইট, রানাভোলা, হাউজবিল্ডিং, রাজলক্ষী, জসীমউদ্দীন, এয়ারপোর্ট, টঙ্গী, কলেজ গেইট, টঙ্গী হয়ে বোর্ড বাজার, গাজীপুর, জয়দেবপুর। উত্তরা উত্তর মতিঝিল থেকে: ১০০ টাকা।

২) #উত্তরা_সেন্টার (Uttara Center): সেক্টর ১৮, রাজউক উত্তরা মডেল টাউন, বউ বাজার, পঞ্চবটি, বোটক্লাব, বীরুলিয়া ব্রীজ, বীরুলিয়া ব্রীজ থেকে সাভার, আশুলিয়া। উত্তরা উত্তর থেকে সর্বনিম্ন ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

৩) #উত্তরা_দক্ষিণ (Uttara South): ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি, বিজিএমইএ ভবন, বৃন্দাবন, এয়ারপোর্ট, উত্তরা আজমপুর। উত্তরা উত্তর থেকে ভাড়া: ২০ টাকা। মতিঝিল থেকে: ৯০ টাকা।

৪) #পল্লবী (Pallabi): মিরপুর ১২, মিরপুর ডিওএইচএস, মিরপুর সেনানিবাস, ইষ্টার্ন হাউজিং, আফতাব নগর হাউজিং, বিইউপি, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৮০ টাকা।

৫) #মিরপুর ১১ (Mirpur 11): পূরবী সিনেমা হল, কালসী মোড়, ইসিবি চত্বর, বারিধারা ডিওএইচএস, এয়ারপোর্ট, মিরপুর ১১, মিল্কভিটা, মিরপুর-১,৬,৭, চিড়িয়াখানা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৩০ টাকা। মতিঝিল থেকে: ৭০ টাকা।

৬) #মিরপুর_১০ (Mirpur 10): বর্তমানে বন্ধ আছে। তারপরও বলে রাখি, মিরপুর গোল চক্কর, সেনপাড়া, মিরপুর-১,২, চিড়িয়াখানা , হার্ট ফাউন্ডেশন, পাকা মসজিদ, টেকনিক্যাল, শ্যামলী, কল্যাণপুর, গাবতলী, আমীনবাজার, সাভার, মিরপুর-১৩, ১৪, পুলিশ ব্যাটালিয়ন, ভাষাণটেক, কচুক্ষেত, বনানী, বনানী থেকে উত্তরা বা মহাখালী অভিমূখের যেকোনো জায়গা। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

৭) #কাজীপাড়া (Kazipara): কাজীপাড়া, বেগম রোকেয়া সরণী, ইটাখোলা বাজার, পূর্ব মনিপুর, বৌবাজার, সাততারা মসজিদ রোড এবং এর আশেপাশে। উত্তরা দিয়া বাড়ি থেকে ভাড়া: ৪০ টাকা। মতিঝিল থেকে: ৬০ টাকা।

৮) #শেওড়াপাড়া (Shewrapara): শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা, কচুক্ষেত, মাজার রোড, টেকনিক্যাল, গাবতলী, কল্যাণপুর এবং এর আশেপাশে। ভাড়া: ৫০ টাকা। উত্তরা উত্তর থেকে মতিঝিল থেকে: ৫০ টাকা।

৯) #আগারগাঁও (Agergaon) : আগারগাঁও পাসপোর্ট অফিস, বিসিএস কম্পিউটার সিটি, চক্ষু হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, শ্যামলী, জাপান গার্ডেন সিটি, টেকনিক্যাল , গাবতলী, শিশু হাসপাতাল, শিশু মেলা, তালতলা এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৫০ টাকা।

(১০) #বিজয়_সরণী (Bijoy Sarani): বিজয় সরণী, জাতীয় সংসদ, ঢাকা ক্যান্টনমেন্ট, শাহীন স্কুল ও কলেজ, তেজগাঁও এয়ার পোর্ট, শাহীন বাগ, নাখালপাড়া এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৬০ টাকা। মতিঝিল থেকে: ৪০ টাকা।

(১১) #ফার্মগেট (Farmgate) : ফার্মগেট, আসাদগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি -২৭, ২৮, লালমাটিয়া, তেজগাঁও কলেজ, বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া: ৭০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

(১২) #কাওরান_বাজার ( Kawran Bazar) : কাওরান বাজার, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, বসুন্ধরা সিটি, পান্থপথ, স্কয়ার হাসপাতাল, বিআরবি হাসপাতাল, ধানমন্ডি -৩২, কলাবাগান এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ৩০ টাকা।

(১৩) #শাহবাগ (Shahbagh) : শাহবাগ, পিজি হাসপাতাল, বারডেম হাসপাতাল, রমনা পার্ক, সাইন্স ল্যাব, সিটি কলেজ, ঢাকা কলেজ, ল্যাবএইড হাসপাতাল এবং এর আশেপাশে। উওরা উত্তর থেকে ভাড়া: ৮০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৪) #ঢাকা_বিশ্ববিদ্যালয় (Dhaka University) : ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, ঢাকা মেডিকেল, বুয়েট, শহিদ মিনার, শিশু একাডেমী, আজিমপুর, ইডেন কলেজ, ঢাকা কলেজ, নিউ মার্কেট, চক বাজার। উত্তরা উত্তর থেকে ভাড়া: ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৫) #বাংলাদেশ_সচিবালয় ( Bangladesh Secretariat) : সচিবালয়, প্রেস ক্লাব, সেগুনবাগিচা, শান্তিনগর, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পল্টন, বিজয়নগর, মিন্টু রোড, বেইলী রোড, ভিকারুননিসা স্কুল, গুলিস্তান, বায়তুল মোকাররম এবং এর আশেপাশে । উত্তরা উত্তর থেকে ভাড়া : ৯০ টাকা। মতিঝিল থেকে: ২০ টাকা।

(১৬) #মতিঝিল ( Motijheel) : মতিঝিল, দিলকুশা, কমলাপুর , বঙ্গভবন , বাংলাদেশ ব্যাংক, নটরডেম কলেজ, আরামবাগ, ফকিরাপুল এবং এর আশেপাশে। উত্তরা উত্তর থেকে ভাড়া: ১০০/- টাকা।

বিঃদ্রঃ ২০০ টাকা বিনিময়ে কার্ড করলে, যাতায়াতে সবসময় ১০% ডিসকাউন্ট পাওয়া যায়।
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন: সকাল ৭:১০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:০০ ঘটিকায়।
মতিঝিল থেকে প্রথম ট্রেন: সকাল ৭:৩০ মিঃ
এবং সর্ব শেষ ট্রেন: রাত ৯:৪০ মিঃ।
প্রতি শুক্রবার উত্তরা উত্তর থেকে: ৩:৩০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:০০ মিঃ।
এবং মতিঝিল থেকে বিকাল ৩:৫০ মিঃ শুরু হয়ে সর্ব শেষ ট্রেন ৯:৪০ মিঃ।
প্রতি ৮/১০ মিনিট পরপর উত্তরা ও মতিঝিল থেকে মেট্রো রেল ছাড়ে।

**প্রতি ষ্টেশন বেশি সময় থাকলে ১০০ টাকা জরিমানা দিতে হবে।

(সংযোজন চলবে)

বিঃদ্রঃ মেট্রো স্টেশন থেকে নেমে সময় ও খরচ বুঝে রিক্সা, অটো রিক্সা, সিএনজি চালিত অটো, লোকাল বাস, উবার, পাঠাও নিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে।

আপনার যাত্রা নিরাপদ হউক।






আপনার টাইমলাইনে শেয়ার করে রাখুন। হয়তো কাজে আসবে।

27/09/2024

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা।

বর্ষা মৌসুমীর শেষে বন্যার কারণে প্রচুর মাছ ধরা পড়ছে।
20/09/2024

বর্ষা মৌসুমীর শেষে বন্যার কারণে প্রচুর মাছ ধরা পড়ছে।

09/09/2024

পদ্মা সেতু

Address

Monirampur

Alerts

Be the first to know and let us send you an email when Biswas 46 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Biswas 46:

Share